/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *এশিয়ান গেমসের মেয়েদের সাফল্য, টুইটে অভিনন্দন মমতার* West Bengal Bangla
WestBengalBangla

Sep 24 2023, 16:29

*এশিয়ান গেমসের মেয়েদের সাফল্য, টুইটে অভিনন্দন মমতার*


এশিয়ান গেমসের মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলসের টিম ইভেন্টে রুপো পেল ভারত। মেহুলি ঘোষের পাশাপাশি ভারতীয় দলের সদস্যা ছিলেন রমিতা, ঐশী চৌকসি। মেহুলিদের পর তিনটি পদক এসেছে রোয়িংয়ে। রোয়িংয়ের কক্সলেস পেয়ারে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের বাবুলাল যাদব এবং লেখ রাম। 

এদিন টুইট করে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বলেন, "চিনের হ‍্যাংঝাউতে এশিয়ান গেমসের প্রথম দিনে ভারতের জন্য ঐতিহাসিক মুহূর্ত। প্রথমদিনে একাধিক পদক। আমাদের বাংলার মেহুলি ঘোষ, ঐশী চৌকসি এবং রমিতাকে ১০ মিটার এয়ার রাইফেল শুটিং ইভেন্টে মহিলা দলের রুপোর পদক জয়ের জন্য আমার আন্তরিক অভিনন্দন।" 

এরপর তিনি লেখেন, "রোয়িংয়ে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টে রুপো জয়ের জন্য সেনা সদস্য অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিংকেও অভিনন্দন জানাই ।"

WestBengalBangla

Sep 24 2023, 14:29

*১লা অক্টোবর স্বচ্ছ ভারত অভিযানের ডাক প্রধানমন্ত্রীর*

রবিবার 'মন-কি-বাত' অনুষ্ঠানে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী আগের দিন দেশ জুড়ে পালিত হবে স্বচ্ছ ভারত অভিযান। আজ ১০৫ তম 'মন- কি -বাত' অনুষ্ঠানে জি-২০ সম্মেলনের আলোচনা থেকে শুরু করে চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের প্রসঙ্গ নিও বক্তব্য রাখলেন মোদি।

WestBengalBangla

Sep 24 2023, 14:18

*মুরি এক্সপ্রেসে ডাকাতি! চলল গুলিও, আহত যাত্রীরা*

ঝাড়খণ্ডের লাতেহার থেকে ট্রেন রওনা হতেই যাত্রীদের মারধর করে অবাধে লুটপাট চালাল ডাকাতরা। ৮-১০ রাউন্ড গুলিও চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, জম্মু তাওয়াইগামী মুরি এক্সপ্রেসে।

ডাকাতদের হামলায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলেও রেলের তরফে জানা গিয়েছে। রাত ১১টা নাগাদ ট্রেন যখন বরওয়াডি এবং ছিপাদোহর স্টেশনের মাঝে, সেই সময় ডাকাতরা ট্রেনের এস ৯ কামরায় বন্দুক দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অবাধে লুটপাট শুরু করে।

রেলপুলিশ সূত্রে খবর, ওই কামরার যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গয়না, ফোন সমস্ত কিছু কেড়ে নেয় তারা। শুধু তাই-ই নয়, যাত্রীদের বেধড়ক মারধরও করে। এমনকি মহিলা যাত্রীদের সঙ্গে অভব্য আচরণেরও অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রেলসুরক্ষা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।

WestBengalBangla

Sep 24 2023, 11:15

*পুজোর আগেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্ভোধন*


দুর্গাপুজোর আগেই বাংলার মানুষ দারুণ সুখবর পেতে চলেছেন, কারণ আজ রবিবার জোড়া বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। ইতিমধ্যে বাংলার বুকে তিনটি বন্দে ভারত ছুটে বেড়াচ্ছে।

কিন্তু এবার আজ হাওড়া পাটনা ও হাওড়া-রাঁচির মধ্যে চলাচল করবে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন।আজ সাড়ে বারোটায় ভার্চুয়ালি মোট ৯ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

WestBengalBangla

Sep 24 2023, 10:13

*আজকের রাশিফল ২৪শে সেপ্টেম্বর ( রবিবার)*


মেষ রাশিফল (Sunday, September 24, 2023)

আপনি অন্যদের সঙ্গে খুশি মুহূর্তের যেভাবে শেয়ার করেন সেইভাবেই স্বাস্থ্য বিকশিত হবে। কিন্তু সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ অবহেলা করলে পরে ঝামেলায় পড়তে হতে পারে। বিশেষ জাত আছে এমন যে কোন কিছুতে আর্থিক জোগান দিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তৈরী থাকবেন। যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে য়োগাযোগের ভালো দিন। আপনার জন্যে পরিবেশ প্রেমময় হয়ে উঠবে। শুধুমাত্র চারপাশে তাকান, সবকিছুই গোলাপী হয়ে উঠবে। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্বিয় আস্তে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। আজ, গোলাপ আরো লাল হবে এবং বেগুনি নীল হবে কারণ ভালবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে। আপনার মূল্যবান সময় অযথা নষ্ট না করা আপনার পক্ষে ভাল হবে।

প্রতিকার :- বাড়িতে গোলাপ গাছ লাগান এবং সেটির যত্ন করুন, এতে আপনি নতুন জীবনী শক্তি পাবেন।

বৃষভ রাশিফল (Sunday, September 24, 2023)

অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন তর্কে পাওয়ার কিছু নেই বরং কেবল হারাবার আছে। বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন। লোকজন ও তাদের মনোভাব নিয়ে চট করে সিদ্ধান্তে পৌঁছাবেন না- হতে পারে তারা চাপে ছিল এবং তারা আপনার সহানুভূতি ও বিচার আশা করে। এক ভিন্ন প্রকৃতির প্রেম অনুভব করা সম্ভবপর। সময়ের থেকে বড়ো কিছু নেই । এইজন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন কিন্তু অনেক সময় জীবন কে নমনীয় করার দরকারও পরে আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয়। এটাই বিবাহের উজ্জ্বল দিকের অভিজ্ঞতা লাভ করার দিন। সাফল্যের জন্য শিষ্য হওয়া আবশ্যক; আপনি আপনার ঘরে স্টাফগুলি গুছিয়ে এই পুণ্যটির চাষ শুরু করতে পারেন।

প্রতিকার :- ছোলা ও গুড়ের প্রসাদ বিতরণ করলে ভালো স্বাস্থ্য হবে।

মিথুন রাশিফল (Sunday, September 24, 2023)

আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন। যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন। আজ আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্য প্রদানকারী হবে। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে।আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিৎ।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতঃকালে সূর্য প্রণাম করুন।

কর্কট রাশিফল (Sunday, September 24, 2023)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আপনাকে আমাদের পরামর্শ হল অ্যালকোহল এবং সিগারেটের জন্য অর্থ ব্যয় করা এড়ানো। এটি করা আপনার স্বাস্থ্যকেই ক্ষতিগ্রস্থ করবে না বরং আপনার আর্থিক পরিস্থিতি আরও খারাপ করবে। আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন-যদি কোন দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তা ভদ্রভাবে সমাধান করা উচিত। অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে। আপনি আজকে আপনার বাচ্ছাদের সময়ের সঠিক ব্যবহার করার পরামর্শ দিতে পারেন। কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। বহিরাগতদের সাথে সমস্ত সময় কাটিয়ে দেওয়ার পরে, আপনি আপনার সন্ধ্যা আপনার স্ত্রীকে উত্সর্গ করবেন।

সিংহ রাশিফল (Sunday, September 24, 2023)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন। কোন বন্ধুর সমস্যা আপনাকে খারাপ বোধ করাতে এবং দুশ্চিন্তাগ্রস্ত করতে পারে। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। একটি কৌতুককর আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে, যা ঘটনাচক্রে একটি তর্কে পরিবর্তিত হবে। আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে।আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিৎ।

প্রতিকার :- পারিবারিক সুখ ও সমৃদ্ধির জন্য কোনো গোসলয় ১.২৫ কেজি বার্লি দান করুন।

কন্যা রাশিফল (Sunday, September 24, 2023)

যেহেতু আপনি ভয়রূপী এক ভয়ঙ্কর দৈত্যের সাথে লড়ছেন, কাজেই কিছু ইতিবাচক চিন্তার ছাঁচে নিজের ভাবনাকে গড়ে নিন অন্যথায় আপনি এই ঘোর দৈত্যের নিষ্ক্রিয় এবং নির্মম শিকারে পরিণত হবেন। নিকটাত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনার আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে। পরিবারের সাথে সম্পর্ক এবং বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। প্রেমে বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবে না। আজকে আপনি ব্যাস্ত রুটিং এর মাজখানেউ নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন। আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। কিছু উত্তেজনা খুঁজে বের করুন। আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় কিছু মনে করবেন না।

প্রতিকার :- পূজা ঘরে বা ঠাকুর ঘরে কেতু যন্ত্র স্থাপন করলে তা আপনার আর্থিক, বাণিজ্যিক সমৃদ্ধি ঘটাবে।

তুলা রাশিফল (Sunday, September 24, 2023)

আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন- আপনি যাই করুন না কেন- সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন। এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আজ আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে। আজ, আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন। বাড়ির কাজ আপনাকে প্রায়সময়েই ব্যস্ত রাখবে। আজকে প্রেমের কোন আশা নেই। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না-কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন। আপনি এই সাপ্তাহিক ছুটির সময়ে অনেক অর্জন করতে চান, তবে হতাশার অনুভূতি আপনাকে আঁকড়ে ধরতে পারে যদি আপনি বিলম্বকে আপনার চেয়ে আরও ভাল করতে দেন।

প্রতিকার :- গৃহে শান্তিপূর্ণ জীবন যাপন করতে আপনার মাকে সম্মান করুন ও ভালোবাসুন।

বৃশ্চিক রাশিফল (Sunday, September 24, 2023)

আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন। যে কারও কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনও পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। উৎসাহময় দিন, য়েহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পুরস্কার/উপহার পাবেন। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে কতটা ভালবাসেন সেটা তাকে জানান। আপনার পরিচিত লোকদের থেকে প্রায়শই নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন। তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন।

প্রতিকার :- কোনো দরিদ্র ও অভাবী ব্যক্তিকে সাহায্য করুন, এদের খাবার দান করুন, এর ফলে আপনার জীবনে ভালো প্রভাব পরবে।

ধনু রাশিফল (Sunday, September 24, 2023)

আপনার অসাধারণ প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময়মত সমর্থনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখতে আপনাকে কঠিন কাজ করতে হবে। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়বে। বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ এবং ভিন্ন কিছু করতে পারেন। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। আজকে আপনার কিছু বন্ধু আপনার বাড়িতে আসতে পারে আর আপনি তাদের সাথে সময় কাটাতে পারেন যদিও এই মুহূর্তে মদ,সিগারেটের মতো জিনিস খাওয়া আপনার জন্য ভালো না। আজ আপনার ইচ্ছামত কিছু নাও চলতে পারে, কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গীনির সাথে একটি সুন্দর সময় কাটাবেন। যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আজকে আপনি আপনার প্রেমিক কে গান শুনিয়ে খুশি করতে পারেন।

প্রতিকার :- লক্ষ্মী চল্লিশা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন। এর ফলে একে অন্যের সাথে বোঝাপড়া বৃদ্ধি পাবে ও একে অন্যের প্রতি প্রেম প্রগাঢ় হবে।

মকর রাশিফল (Sunday, September 24, 2023)

মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। আপনার স্ত্রীর স্বাস্হ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। আজকের দিন আপনি খুব ব্যাস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। একাকীত্ব বোধ করা সময়ে সময়ে ঝামেলা হয়, বিশেষত সেই দিনগুলিতে যখন আপনার খুব বেশি কিছু করার দরকার নেই। এটিকে একপাশে ব্রাশ করার চেষ্টা করুন এবং আপনার বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটান।

প্রতিকার :- পারিবারিক খুশি ও অনুভূতির জন্য কম বয়সী কন্যাদের টক জ্বাতীয় খাবার যেমন লেবু, তেতুল বা টক জ্বাতীয় ফুচকা বিতরণ করুন।

কুম্ভ রাশিফল (Sunday, September 24, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। আজ শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর ছড়িয়ে পড়তে পারে এবং এর ফলে তারা অনেক সময় নষ্ট করতে পারে। আপনার সঙ্গী আপনাকে নিচু দেখাবে এবং এরফলে আপনি বিবাহ ভেঙে দিতে বাধ্য হবেন। আপনি আজ বাড়িতেই থাকবেন, যদিও পারিবারিক বিরোধগুলি আপনাকে চিন্তিত করতে পারে।

প্রতিকার :- শান্তিপূর্ণ ঘুমের জন্য রুপার গ্লাসে জল পান করুন এবং রুপার চামচে খাবার খান।

মীন রাশিফল (Sunday, September 24, 2023)

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে। অতএব, আজ থেকে আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না। আজকে আপনি বাচ্ছাদের সাথে বাচ্ছাদের মতনি ব্যবহার করবেন যে কারণে আপনার বাছা সারাদিন আপনাকে জড়িয়ে ধরে থাকবে।

প্রতিকার :- আপনার ক্রয়ক্ষমতা অনুসারে সোনা কিনে তা পরিধান করুন, এর ফলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

WestBengalBangla

Sep 24 2023, 08:59

*দক্ষিণবঙ্গের কোথায় কোথায় জারি সতর্কতা? জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে গত কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে গোটা রাজ্যে। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর আগামী সপ্তাহে সোমবার থেকে কলকাতার আবহাওয়ায় কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে।

গোটা দক্ষিণবঙ্গে গত সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও রেহাই পাবেনা উত্তরবঙ্গ। আগামী ২৮ তারিখ থেকে উত্তর আন্দামান সাগরের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হতে চলেছে।

দক্ষিণবঙ্গের আজ তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম ও মুর্শিদাবাদে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৫ ডিগ্রী সেলসিয়াস। া?

WestBengalBangla

Sep 23 2023, 13:59

*আদৌ কি জেগে উঠবে ল্যান্ডার 'বিক্রম', জানাল ISRO প্রধান*

চাঁদের মাটিতে আদৌ কি জেগে উঠবে ল্যান্ডার 'বিক্রম' ও রোভার 'প্রজ্ঞান'? উত্তর দিলেন ইসরো প্রধান এস সোমনাথ। তিনি বললেন, 'চন্দ্রযান ৩-এর যন্ত্রপাতি গুলির বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। ফের তা জেগে উঠতে পারবে কি না তা নির্ভর করছে যন্ত্রপাতিগুলির ক্ষমতার উপর। হপ এক্সপেরিমেন্টের মাধ্যমে এই মিশন থেকে দ্বিগুণ লাভবান হয়েছি। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আমরা অন্যদের থেকে আলাদা পথে হেঁটেছি।’

ইসরো প্রধান আরও বলেন, ‘আরো একবার ল্যান্ডার ও রোভার জেগে ওঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে। প্রচন্ড ঠান্ডাতেও সেই জ্বালানিও জমাট বেঁধে যায়। সেই জ্বালানিকে আবার তরল অবস্থায় ফিরিয়ে আনতে প্রচুর পরিমাণ শক্তির দরকার। অনেক সময় তা করা সম্ভব হয় না। প্রোপালশন সিস্টেমও ফেল করে যেতে পারে। ইলেক্ট্রনিক সার্কিটগুলিও অতিরিক্ত ঠান্ডায় জমে যেতে পারে। ব্যাটারি কর্মক্ষম অবস্থায় নাও থাকতে পারে। যার জেরেই আরো একবার ল্যান্ডার ও রোভার জেগে ওঠা সম্বভ হয় , কারণ সেখানে ঠান্ডার পরিমান অনেক বেশি।’

WestBengalBangla

Sep 23 2023, 12:12

রেল লাইনে ফাটল, ব্যাহত ট্রেন পরিষেবা

শনিবার আচমকাই পার্কসার্কাস রেল স্টেশনে রেল লাইনে ফাটল। এরজেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত রেল পরিষেবা। ব্যাপক হয়রানির মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। জানা গিয়েছে, ইতিমধ্যেই রেলের আধিকারিকরা মেরামতির কাজ শুরু করেছেন । অফিস টাইমে এই ভোগান্তির জেরে কার্যত চিন্তায় পড়তে হয় নিত্যযাত্রীদের । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লাগাতার বৃষ্টির জেরেই রেল লাইনে এই ফাটল। তবে আবার কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

WestBengalBangla

Sep 23 2023, 08:10

*সপ্তাহান্তে কেমন থাকবে যানজট! জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ২৩শে সেপ্টেম্বর বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। শনিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে শনিবার শহরে কোন মিটিং, মিছিল নেই। তাই শনিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

WestBengalBangla

Sep 23 2023, 08:08

*রেকর্ড ভাঙা বৃষ্টি, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আবহাওয়া অফিস জানাচ্ছে আগের সপ্তাহে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। তবে বঙ্গোপসাগরের উপর একটি মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যেটি আবার দিঘার উপর দিয়ে গিয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরে। গোটা উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি হবে। পার্বত্য এলাকায় অধিক বৃষ্টির সম্ভাবনা। আগামী তিনদিন আবহাওয়া এমনই থাকবে উত্তরে।

আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়। ওদিকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। 

ওদিকে রেহাই পাবেনা দক্ষিণবঙ্গও। আজ থেকেই দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।