*যমুনার জল পৌঁছাল ঐতিহাসিক লালকেল্লায়, উদ্বিগ্ন প্রশাসন*
আরও ভয়ঙ্কর হচ্ছে দিল্লির বন্যা পরিস্থিতি । লাগাতার বাড়তে শুরু করেছে যমুনার জলস্তর । যমুনার বিভিন্ন প্রান্তে জলস্তর বিপদসীমা দিয়ে বইছে । রাজঘাটে জলপ্রবাহ দেখে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে । ITO-তে জলভর্তি হয়ে গিয়েছে । বর্তমানে যমুনার জল পৌঁছিয়েছে সুপ্রিম কোর্ট চত্বরে। বন্যা থেকে মানুষকে উদ্ধারের জন্য সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ ও ত্রাণ সামগ্রীর বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে ।তবে, আশার কথা, ধীরে ধীরে জল নামছে যমুনার। এখনও অবশ্য অধিকাংশ নীচু এলাকাতেই ঘরবাড়ি, বাজার, রাস্তাঘাট, পর্যটনস্থল জলের তলায়। দিল্লির স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি স্তব্ধ।
দিল্লি সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি রেগুলেটর খারাপ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এর ফলেই যমুনার জল শহরের দিকে প্রবাহিত হয়েছে। এদিকে, দিল্লি সরকার জানিয়েছে, শহরে বন্যার জলের প্রবাহ বন্ধ করতে সেচ দফতরের ক্ষতিগ্রস্ত রেগুলেটরটি সারানোর চেষ্টা করা হচ্ছে। দফতরের আধিকারিকরা এবং বিপুল সংখ্যক কর্মী এই কাজে নিযুক্ত। মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই কাজের তদারকি করছেন। সব মিলিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বারোটি দলকে ত্রাণ এবং উদ্ধারের কাজে মোতায়েন করা হয়েছে।এখনও পর্যন্ত ২০,০০০-এরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। বর্তমানে লাল কেল্লার কাছে ধমনী আউটার রিং রোড, বিশ্বকর্মা কলোনি, যমুনা বাজার, আইএসবিটি বাস টার্মিনাস, কাশ্মীরি গেট, শঙ্করাচার্য রোড, মজনু কা টিলা, বাটলা হাউস, কিরারি এবং কিংসওয়ে ক্যাম্প এখনও জলের নীচে। যমুনার জল পৌঁছে গিয়েছে ঐতিহাসিক লাল কেল্লার দেওয়ালেও। আপাতত লাল কেল্লার দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির বন্যার প্রভাব পড়েছে গোটা উত্তর রেলওয়ের ট্রেন চলাতলে। এই শাখায়, সামনে ৬ দিনে প্রায় ৬০০টি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লি-শহদ্র লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। একথায় বন্যার জলস্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লির প্রশাসন।
Jul 14 2023, 18:31