/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs1/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs4/1632639995521680.png/home/streetbuzz1/public_html/testnewsapp/system/../storage/avatars/thumbs5/1632639995521680.png StreetBuzz *ভোট শুরুর আগেই হুগলী চলল গুলি* West Bengal Bangla
*ভোট শুরুর আগেই হুগলী চলল গুলি*


ভোট শুরুর আগেই চলল গুলি, ঘটনা হুগলীর আরামবাগের আারান্ডী ১ এর সাতমাসা ২৭৩ নম্বর বুথে। ওই বুথে নির্দল প্রার্থী জাহানারা বেগমের হয়ে এজেন্ট বসাতে গিয়েছিলেন তার সমর্থক রা। সেই সময় ই শুরু হয় গন্ডোগোল। এজেন্টকে গুলি করার অভিযোগ শাসকদের বিরুদ্ধে।

কায়মুদ্দিন মল্লিক নামে এক যুবকের পায়ে গুলি লাগে।একই সাথে ঘটনাস্থলে শুরু হয়ে যায় ব্যাপক গন্ডোগোল। গুলিবিদ্ধ ওই যুবককে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আাসা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। এলাকায় বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

*সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে বহিরাগতদের দিয়ে হামলা চালাচ্ছে তৃণমূল*


সোনামুখীর ধুলাই গ্রাম পঞ্চায়েত এলাকার ৪১ নম্বর বুথে আমশোল গ্রামে বহিরাগতদের এনে 'তাণ্ডব' চালানোর অভাযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোনামুখীর বিজেপি বিধায়ক দীবাকর ঘরামির অভিযোগ, বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছেনা। মারধোর করা হচ্ছে, ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের মারধোর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

*প্রবল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই ৪ জেলা, জেনে নিন আজকের আবহাওয়া*


একদিকে পঞ্চায়েত নির্বাচন তারমধ্যে সময়ে সময়ে যেন নিজের রূপ পরিবর্তন করছে দক্ষিণবঙ্গের আবহাওয়া । কখনও গরম, কখনও রোদ, কখনও হাওয়া আবার কখনও বা বৃষ্টি। বেশ কয়েকদিন আগেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। তবে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি শুরু হলেও আশাহত করছে দক্ষিণবঙ্গ। দুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও গরম কমার কোনও সম্ভাবনা নেই। প্যাচপ্যাচে গরমে নাকাল মানুষ। তবে আজ সকাল থেকেই কিছুটা বদলেছে আবহাওয়া। ঝমকে ঝমকে নামছে বৃষ্টি।

আগামী কয়েক দিনে ভারী বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, কলকাতা ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ধেয়ে আসছে। এছাড়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ জেলাতেও।

*আজকের রাশিফল ৮ ই জুলাই ( শনিবার)*


মেষ: বিনিয়োগ থেকে লাভ করবেন। সঞ্চয়ের কথা ভাবুন। মানসিকভাবে অস্থির এবং মনে আঘাত অনুভব করতে পারেন, সঠিক সিদ্ধান্ত নিতে বিভ্রান্ত হতে পারেন। তাড়াহুড়ো করে গাড়ি চালানো এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃষ: সহকর্মীর সহায়তা পাবেন । আপনি ইতিবাচক গ্রহ দ্বারা প্রভাবিত হবেন এবং আপনি কিছু অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন। আপনি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত কিছু সম্পত্তি পাওয়ার আশা করতে পারেন৷

মিথুন: সাংসারিক জটিলতা মিটে যাবে। অস্বস্তিকর পরিস্থিতিতে কিছু উন্নতির সম্ভাবনা থাকবে, যার কারণে আপনি আপনার কাজে মনোযোগী থাকবেন। পারিবারিক জীবনে সম্প্রীতি ভালো থাকবে।

কর্কট: মানসিক স্থিতিতে সমস্যা আসতে পারে। স্থগিত প্রকল্পগুলি স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে। আপনি কাজের সাথে সম্পর্কিত একটি ব্যবসায়িক ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

সিংহ: স্ত্রীর সাহায্যে বিপদ মুক্ত হবেন। পরিবারের সঙ্গে সমস্যা ভাগ করে নিন। আপনি একঘেয়েমি এবং অস্থিরতা অনুভব করতে পারেন। চারপাশের সকলের গুজব এড়াতে চেষ্টা করার পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় এই পরিস্থিতি আপনার লক্ষ্য অর্জনকে প্রভাবিত করবে।

কন্যা: আর্থিক লাভ হতে পারে। আপনি আপনার পেশাগত দক্ষতা উন্নত করতে উচ্চ শিক্ষায় প্রবেশের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি একটি নতুন দায়িত্ব পেতে পারেন, যা অদূর ভবিষ্যতে আপনার উপকারে আসবে।

তুলা: সন্তানের জন্য গর্বিত হবেন। আপনার অন্তরের শক্তি ভালো থাকবে, যা আপনাকে খুশি করতে পারে। ভাইবোনের সাথে বিবাদের সমাধান হতে শুরু করবে। আপনি আপনার লক্ষ্যের প্রতি মনোযোগী এবং সতর্ক

বৃশ্চিক: স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে। সময়ের আগে আপনার কাজ শেষ করতে প্রস্তুত থাকবেন, যা আপনার আত্মবিশ্বাসকে উন্নত করতে সক্ষম হবে। আপনি আপনার বাড়ি বা কর্মক্ষেত্রের সংস্কারের পরিকল্পনা করতে পারেন, যেখানে আপনার সৃজনশীলতা পরীক্ষা করা হবে।

ধনু: বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। আপনি শুষ্কতায় ভুগবেন, প্রকৃতিতে ধৈর্যের অভাব অনুভব করতে পারেন যা আপনার দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করতে পারে। আপনার প্রকল্প বিলম্বিত হতে পারে।

মকর: আধ্যাত্মিক স্থানে ভ্রমণে যাবেন। নেতিবাচক গ্রহের প্রভাবে থাকবেন। কিছুটা উত্তেজনা এবং দুঃখ অনুভব করবেন। দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবেন। আপনার অভদ্রতা ব্যক্তিগত জীবন এবং অভ্যন্তরীণ সম্প্রীতির উপর প্রভাব ফেলতে পারে।

কুম্ভ: নতুন প্রকল্প শুরু হতে পারে। ব্যবসায় ভালো কাজের অর্ডার পাওয়ার আশা করতে পারেন। আপনার সহকর্মীদের সাহায্যে আপনি ব্যবসায় কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। কোনও আগন্তুক আপনাকে খুশি করবে।

মীন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। মনে সুখ এবং শান্তি অনুভব করতে পারেন। লাভের দিক থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা থাকবে। অনর্থক বিষয়ে অর্থ ব্যয় করলে আপনার সঞ্চয়কে প্রভাবিত হবে।

*‘এয়ারলিফ্‌ট’মাধ্যমে বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী*


রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন । তাই নির্বাচনের আগেই এবার বাহিনী-জট সমাধানে বিশেষ বিমানে লেহ্‌ থেকে ‘এয়ারলিফ্‌ট’করে রাজ্যে আনা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ব্যবস্থা। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে বাকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিঠি দেওয়া হয়েছে। 

সেই চিঠিতে জানানো হয়েছে লে থেকে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এয়ার লিফটিং করে এবং ২ ই-প্লাটুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে। তবে তাদের কলকাতায় নিয়ে আসা হবে না। এয়ার লিফট করে ওই বাহিনীকে পানাগড়ে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকেই বিভিন্ন জায়গায় মোতায়ন করা হবে। উল্লেখ্য, নির্বাচনের জন্য কেন্দ্রের কাছ থেকে ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রথম দফায় ৩০০-এর কিছু বেশি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছায়। বাকি বাহিনী নিয়ে ধোঁয়াশা অনিশ্চয়তার পর ৩ জুলাই কমিশন জানায় আরও ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠানো হবে। বাকি কোম্পানির মধ্যে ১৮৫ কোম্পানি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। বাকি বাহিনী আজ রাতের মধ্যে রাজ্যে আনানোর জন্য যুদ্ধাকালীন তৎপরতায় ব্যবস্থা করা হচ্ছে।

সোহাগে-আদরে শোভনের জন্মদিন পালনে বৈশাখী


জীবনের ৫৯টি বসন্ত পেরিয়ে ৬০-এ পা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বর্তমানে শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেমের চর্চা এখন দিকেদিকে। যবে থেকে ভালোবেসে ধরেছেন একে অপরের হাতটা শক্ত করে, তবে থেকেই তাঁদের নিয়ে আলোচনা। দুজনের ম্যাচিং করা পোশাক, তাঁদের প্রেম জাহির করার ঢঙ-- সবই আলোচনার বিষয়। এবার ভাইরাল শোভনের জন্মদিন পালনের ছবি। ভালোবাসার মানুষের বিশেষ দিনকে উদযাপন করার কোনও সুযোগই ছাড়লেন না বৈশাখী। ফুল, বেলুন দিয়ে বাড়ি সাজিয়ে, কেট কেটে পালন করলেন শোভনের জন্মদিন। সেই সঙ্গে মনের মানুষটিকে উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ঘরোয়া অনুষ্ঠানে শোভন-বৈশাখীর সঙ্গে সঙ্গত দিলেন মেয়ে মহুল। এদিন শোভন-বৈশাখীর ঘর সাজানো হয়েছিল গোলাপি, নীল, সাদা বেলুনে।শোভনের এবারের জন্মদিনের থিম কালার ছিল গোলাপি। প্রাক্তন মেয়র নিজে পরেছিলেন হালকা গোলাপি রঙের শার্ট। আর বৈশাখী বরাবরের মতো শোভনের সঙ্গে ম্যাচ করে নিজের জন্য বেছেছিলেন গোলাপি গাউন। বৈশাখী কন্যা মহুলকেও দেখা গেল গোলাপি পোশাকে। বাবার হাতে হাত রেখে কেক কাটেন তিনি। ঘরের চারিপাশে ছিল সফট টয়েজের মেলা। সব মিলিয়ে মিষ্টি প্রেমের আবেশ৷ মধ্যরাতের সেলিব্রেশনে ঠোঁটে ঠোঁট মিশতেই লজ্জায় রাঙা হয়ে উঠলেন দু'জনে। শুধু তাই নয় ভালোবেসে জড়িয়েও ধরলেন শোভনকে। কেক কাটার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 'হ্যাপি বার্থডে দুষ্টু' এই থিমেই শোভনের জন্মদিনের প্ল্যান করেছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মেয়ে মহুলের ‘দুষ্টু’ যে তিনি৷ এদিন শোভনের জন্য ক্রিম কালারের একটি 'স্মাইলি' কেক এনেছিলেন বৈশাখী। যার নীচে লেখা 'হ্যাপি বার্থডে দুষ্টু'৷ সেই কেক কেটেই জন্মদিন উদযাপন করেন শোভন। সেই সঙ্গে আনা হয়েছিল আরও একটি চকোলেট কেক। কেকের সঙ্গে ঘরের দেওয়ালও সেজে উঠেছিল 'স্মাইলি' আঁকা 'হ্যাপি বার্থডে দুষ্টু' ওয়াল পেইন্টিংয়ে। শোভনের প্রতি বৈশাখীর ভালোবাসা এখানেই শেষ নয়, সোশ্যাল সাইডে তিনি লিখেছেন, সত্যি কারের ভালোবাসার শেষ হয় না। ছবি সৌজন্যে: ফেসবুক

নিজস্ব কেন্দ্রের মধ্যেই গতিবিধি সীমাবদ্ধ রাখতে হবে শুভেন্দুকে, নির্দেশ হাইকোর্টের


পঞ্চায়েত ভোটের সময় গতিবিধি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নিজের এলাকা ছেড়ে বেড়তে পারবেন না শুভেন্দু অধিকারী বলে নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

ফলে যেখানকার ভোটার সেখানেই ভোটের দিন থাকতে হবে বিরোধী দলনেতাকে। শুভেন্দু নন্দীগ্রামের ভোটার হলেও কন্টাই থানা এলাকার বাসিন্দা। একই সঙ্গে ভোটকেন্দ্রে সসস্ত্র নিরাপত্তাকর্মী নিয়ে ঢুকতে চেয়ে শুভেন্দুর আবেদনটিও নাকচ করে দিয়েছেন বিচারপতি।

শুভেন্দু দাবি করেছিলেন যে কোথাও কিছু হলে তাঁর যাওয়ার প্রয়োজন রয়েছে। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, কোথাও কিছু হলে ফোনেও তার মীমাংসা করতে পারবেন তিনি। শুক্রবার আদালতে স্বস্তি পেলেন না রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কোন ভুল নেই, তাই আদালত হস্তক্ষেপ করবে না, মন্তব্য বিচারপতির।

নিহত তৃণমূল এবং কংগ্রেস কর্মীর বাড়িতে রাজ্যপাল


নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত নির্বাচনের আগের দিনই মুর্শিদাবাদ সফরে এসে ৯জুন নবগ্রামে খুন হওয়া তৃণমূল নেতার বাড়ি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহত নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। মৃতের পরিবারের এক সদস্য জানান, 'রাজ্যপাল পরিবারের সদস্যদেরকে স্বান্ত্বনা দেন, জানতে চান কিভাবে খুনের ঘটনাটি হয়েছে। আমরা তাঁকে বিস্তারিতভাবে সব কিছু জানিয়েছি।'                              এর পরেই রাজ্যপাল যান খড়গ্রামের নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে।পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরুর দিনে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে খুনের অভিযোগ উঠেছিল শাসক তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোজাম্মেলের বাড়ি থেকে বেরিয়ে ফুলচাঁদের বাড়িতে যান রাজ্যপাল। কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গেও। বর্তমানে মুর্শিদাবাদের একাধিক হিংসা কবলিত এলাকা পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যপাল। মনোনয়নের প্রথম দিন থেকেই একাধিক হিংসার ঘটনার জন্য বার বার শিরোনামে এসেছে মুর্শিদাবাদ। অশান্তি, হানাহানিতে প্রাণও গিয়েছে কয়েক জনের। শনিবার, পঞ্চায়েত ভোটের এক দিন আগে সেই জেলায় এলেন সি ভি আনন্দ বোস। সব মিলিয়ে ভোটের ঠিক আগের দিন উত্তপ্ত মুর্শিদাবাদ।

*হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড*


চলন্ত ট্রেনের তিনটি কামরায় আগুন। জানা গিয়েছে, তেলেঙ্গানার বোমাইপল্লির কাছে আচমকাই হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেসের তিনটি এসি কামরায় আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার কিছুটা আগেই এই দুর্ঘটনাটি ঘটে।

যাত্রীরা প্ল্যাটফর্মে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময়েই কামরায় আগুন লাগার বিষয়টি সামনে আসে। ধোঁয়া বের হতে দেখা দেওয়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। ট্রেনের গতি কম থাকায় অনেক যাত্রী লাফ দিয়ে কামরা থেকে নেমে পড়েন। এরপর ট্রেন থামানোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। চেন টানেন বহু যাত্রী। উপস্থিত বুদ্ধিতে ট্রেন থামিয়ে দেন লোকো পাইলটও।

খবর পেয়ে রেলকর্মীরা জল নিয়ে ছুটে আসেন। আগুন নেভানোর কাজ শুরু হয়। ঘটনাস্থলে আসেন রেলের ইঞ্জিনিয়াররাও। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে স্বভাবতই উত্তেজনা ছড়িয়েছে সেকেন্দ্রাবাদ অঞ্চলে। ট্রেনে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ক্রটির কারণেই আগুন লেগেছে।কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। সমস্ত যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। অন্য ট্রেনে করে তাঁদের হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে।

ভোটের আগের দিন সাতসকালে মুর্শিদাবাদে পৌঁছালেন রাজ্যপাল


পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মৃত্যু, অশান্তি বেড়েই চলেছে। আর রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটের শিকার হওয়া সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ তিনি মুর্শিদাবাদ যাবেন। ইতিমধ্যেই তিনি কলকাতা স্টেশনে পৌঁছেছেন এবং ৬ টা ৫০ এর হাজারদুয়ারী এক্সপ্রেসে করে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিঘ্রই তিনি মুর্শিদাবাদ পৌঁছে যাবেন। সেখানে পঞ্চায়েত ভোটের শিকার হওয়া বিভিন্ন পরিবারের সঙ্গে সাক্ষাত্‍ করবেন তিনি। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার প্রথম থেকেই মুর্শিদাবাদে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে।

অন্যদিকে মুর্শিদাবাদের ডোমকল–সহ সন্ত্রাস কবলিত এলাকায় যেতে পারেন রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সবথেকে বেশি স্পর্শকাতর জেলা মুর্শিদাবাদ। তাই এখানের প্রস্তুতি কেমন সেটা তিনি সরেজমিনে দেখে নিতে চাইছেন। মুর্শিদাবাদের নানা প্রান্ত থেকে হিংসার খবর সামনে এসেছে। আর খুন পর্যন্ত এখানে হয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচনের ২৪ ঘণ্টা আগে মুশিদাবাদ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে রাজভবন সূত্রে খবর। তবে রাতেই আবার ট্রেনে ফিরে আসবেন রাজ্যপাল। সুতরাং রাজ্যপালের এই ঝটিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।