রঞ্জি ট্রফি তে বাংলা এগিয়ে উত্তরাখণ্ডের প্রথম ইনিংসের স্কোরে
খেলা
![]()
Khabar kolkata sports Desk: ইডেনে রঞ্জির দ্বিতীয় দিনে বাংলা এগিয়ে উত্তরাখণ্ডের প্রথম ইনিংসের স্কোরে থেকে।বাংলার বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে উত্তরাখণ্ড। কিন্তু প্রথম দিনেই ২১৩ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। বুধবারই জবাবে ব্যাট করতে নেমে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ফেরেন শূন্য রানে। সকলে আশা করেছিলেন, দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার দুই সুদীপ মিলে বাংলার ইনিংসকে ভরসা দেবেন। কিন্তু দিনের শুরুতেই সাজঘরে ফেরেন সুদীপ কুমার ঘরামি, মাত্র ১৫ রান করে। এ দিন মধ্যাহ্নভোজের বিরতির পরেই ধাক্কা খায় বাংলা। শুধু সুদীপ নয়, আর ২টি গুরুত্বপূর্ণ উইকেট হারায় তারা। অনুষ্টুপ মজুমদার (৩৫) ও অভিষেক পোড়েলও (২১) এ দিন নিরাশ করেন। একটা সময়ে বাংলার স্কোর ছিল চার উইকেটে ৯৮ রান। চাপের মুখে হাল ধরেন সুদীপ চট্টোপাধ্যায়। পাশে পান সুমন্ত গুপ্তকে। পঞ্চম উইকেটে তাঁদের অনবদ্য জুটি তোলে ১৫৬ রান, যা বাংলাকে এগিয়ে দেয় উত্তরাখণ্ডের প্রথম ইনিংসের স্কোরের থেকে।
ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।
Oct 17 2025, 09:59