সম্প্রীতির অনন্য নজির সীমান্তের নাকুয়াদহে,সব সম্প্রদায়ের মানুষ মাতলো দুর্গোৎসবে
বসিরহাট: সম্প্রীতির রঙে রঙিন নাকুয়াদহ দুর্গোৎসব।ভারত-বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা-পানিতর পঞ্চায়েতের নাকুয়াদহ গ্রাম। সীমান্তের জিরো এরিয়া। সীমান্ত রক্ষী বাহিনীর ভারী বুটের আওয়াজ, অন্যদিকে দুই দেশের নিরাপত্তারক্ষীদের সতর্ক প্রহরা। বিনোদনের লেশ মাত্র নেই। নাকোয়াদহের ওয়েসিস ক্লাবের ৯০ শতাংশ সদস্য মুসলিম, আর বাকি ১০ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। এই ভৌগোলিক ও জনসংখ্যাগত বৈশিষ্ট্যের মধ্যেও ধর্মের ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে এ বছর থেকে শুরু হল সম্প্রীতির দুর্গোৎসব। দুই সম্প্রদায়ের মিলিত এই প্রচেষ্টা সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। রবিবার বিকালে উৎসবের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সরিফুল মন্ডল। উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য সদস্যরা।








Sep 29 2025, 19:53
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
4.0k