*বারাসাতে রামনবমী মিছিলে মিঠুন চক্রবর্তী, সুকান্ত মজুমদার*
![]()
নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার সদর বারাসাতে রাম নবমীর মিছিলে উপস্থিত মিঠুন চক্রবর্তী ও সুকান্ত মজুমদারকে। তবে প্রশাসনের তরফ থেকে আগেই কড়া নিষেধাজ্ঞা ছিল অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে, তবুও রাজ্যের নানা প্রান্তের সঙ্গেই রামনবমী উদযাপনে বারাসাতে অস্ত্র হাতেই দেখা গেল রাম ভক্তদের।এদিনের রামনবমী উপলক্ষ্যে বারাসাতে শোভাযাত্রা করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিনের এই শোভাযাত্রা ঘিরে যতোটা না উন্মাদনা ছিল, তার থেকে বেশি ছিল মিঠুন সুকান্তদের দেখার জন্য উৎসাহী মানুষের ভিড়।রাস্তার দুই ধারে ভিড় জমাতে থাকেন বহু সাধারণ মানুষ।হুড খোলা গাড়িতে চেপে মিঠুন সুকান্তরা এন্ট্রি নিতেই জয় শ্রীরাম ধোনি আর প্রায় সকলের হাতেই দেখা যায় গেরুয়া পতাকা। এক ঝলক দেখে মনে হতেই পারে যেন কোনও নির্বাচনী শোভাযাত্রা।ভিড় সামলাতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।কিন্তু মিছিলের মধ্যেই দেখা যায় কারও হাতে ত্রিশূল,কারও হাতে আবার তরোয়াল। অস্ত্র মিছিল প্রসঙ্গে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন,"মহরমে যখন তরোয়াল নিয়ে বের হন তখন সেকুলার,আর হিন্দুদের রামনবমীতে তরোয়ালটা সাম্প্রদায়িক,এটা চলতে পারেনা। হিন্দুদের ওপর ক্রমাগত যে আক্রমণ ও অত্যাচার হচ্ছে, মুখ্যমন্ত্রী যে ধরনের বৈষম্যমূলক আচরণ করছেন তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীরামের মন্ত্র আওড়াচ্ছেন। এটা আগমনী সুর, রাম রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার সুর।২৬ শে রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে।" এদিনের শোভাযাত্রায় মিঠুন চক্রবর্তীকে দেখতে ঢল নামে মানুষের। অন্যদিকে,বারাসাতে এই শোভাযাত্রায় চোখে পড়ে বিভিন্ন ট্যাবলো।যেখানে শ্রীরামের জন্মকথা থেকে বনবাস রাবণ বধ তুলে ধরা হয়েছে, আয়োজন করা হয়েছিল ঝুমুর নাচেরও।
ছবি: অঙ্কিত মুখার্জী
Apr 06 2025, 20:04