*পরিবারের অশান্তি দূর করতে কিছু বাস্তু টিপস মেনে চলুন*

ডেস্ক : পরিবারের সেই সব আছে, যা একটা পরিবারের সুখ ও শান্তি নিয়ে আসতে পারে। তবুও পরিবারে শান্তি নেই। নানা কারণে অশান্তি, কলহ লেগেই আছে। দীর্ঘমেয়াদী কোনও সমাধান না পেলে মানুষ নিজের ভাগ্যকেই দোষারোপ করতে থাকেন। ঋণের বোঝা আরও একটি সংকট। কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করেন না, তবে বাস্তুতন্ত্র এই সংকটের অন্যতম কারণ হতে পারে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভুল বাস্তু পরিবারের সদস্যদের জীবনে অনেক সমস্যা বাড়িয়ে তোলে। বাস্তুর এই ছোট ছোট বিষয়গুলি কী কী?

# অনেকেরই হাত-পা না ধুয়ে বা বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস থাকে। এই কাজ বাস্তুশাস্ত্রে নিষিদ্ধ। এই ভুল ধনী মানুষকে কাঙাল করে তুলতে পারে। তাই অর্থসংকট এড়াতে সবসময় মাথায় রাখবেন, বিছানায় বসে কখনওই খাবার খাওয়া উচিত নয়। খাওয়ার আগে অবশ্যই হাত-পা ধুয়ে ফেলবেন।

# বাস্তুশাস্ত্র অনুসারে, ডাস্টবিন কখনওই বাড়ির বাইরে বা প্রবেশদ্বারে রাখা উচিত নয়। এর জেরে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। বাস্তু দোষের প্রকোপ বাড়ে। তাই বাড়ির মূলদরজা সবসময় পরিষ্কার রাখা উচিত। প্রতিদিন সন্ধ্যায় ঘি দিয়ে প্রদীপ জ্বালানো উচিত। ডাস্টবিন সর্বদা দক্ষিণ-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে শুভ বলে মনে করা হয়। রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয়।

# বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধ্যের সময় দুধ, দই বা লবণ কাউকে দান করা উচিত নয়। আর্থিক সংকটময়ের জন্য খুবই ক্ষতিকর বলে মনে করা হয়।

# ধর্মীয় গ্রন্থ ও বই সবসময় পশ্চিম দিকে রাখা উচিত। অনেকে খাটের উপরে, বালিশ ও গদির নিচে রেখে দেন। এতে ঘরের মধ্যে নানা ধরনের সমস্যার সম্মুখীনে পড়তে পারেন আপনি।

*বারাসাতে দুই দলের মিছিলে ঘিরে ধুম ধুমার কান্ড*

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন ও বাম ছাত্র যুব সংগঠনের মিছিল কে ঘিরে শনিবার বারাসাত হেলাবটতলা মোড়ে এক ধুম ধুমার কান্ড ।এদিন বিকাল ৫ টা নাগাদ কেন্দ্রীয় সরকারের ওষুধের মূল্য বৃদ্ধি ও সম্প্রতি ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের ডাকে একটি মিছিল শুরু হয় চাঁপাডালি মোড় থেকে। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী তাতে অংশ নেন। অন্যদিকে, ওই একই সময়, হেলাবটতলার মিলনী মাঠ থেকে যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর দাবিতে মিছিল শুরু হয় বামফ্রন্টের ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওআইএফআই এর উদ্যোগে। সেই মিছিল কয়েক শ' কর্মী সমর্থক যোগদান করে। ঘটনা সূত্রপাত ঘটে তৃণমূলের মিছিল কলোনী মোড় হয়ে হেলাবটতলার দিকে গেলে যুব সংগঠন করা মুখোমুখি হয়ে পড়েন। সামান্য কিছু পুলিশ থাকলেও একে অপরের দিকে কুৎসিত অঙ্গী ভঙ্গি এবং কু- কথার স্লোগান আরো উত্তেজনা বাড়িয়ে তোলে। পরে অবশ্য উভয় সংগঠনের নেতৃত্বের তত্ত্বাবধানে উত্তেজিত দুই দলের সমর্থকদের সরিয়ে নিলে মিছিল আবার শুরু হয়। এবং যে যার গন্তব্যস্থলের দিকে যেতে থাকে। এদিন এসএফআই ও ডিজিএফআইয়ের মিছিলের শেষে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করা হয়।

*ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের মিছিল*


নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৪৮টি জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে ।এর প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। শনিবার ওষুধের এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ব্যারাকপুরে ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে সংঘটিত হল মিছিল। মিছিলটি

ব্যারাকপুর বারাসাত রোডে রবীন্দ্রপল্লী এলাকা থেকে শুরু হয় ব্যারাকপুর বারাসাত রোড ধরে ব্যারাকপুরে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে। এই মিছিল মিছিলে নেতৃত্ব দেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, উপ-পৌরপ্রধান সুপ্রভাত ঘোষ,পৌর পারিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজা পাসোয়ান, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরপিতা পৌর মাতা তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

*২০২৬ শের বিধানসভায় বিজেপিকে চাই পোস্টারে ছয়লাম ব্যারাকপুরে*

প্রবীর রায়: বছর ঘুরতেই বঙ্গে ২০২৬ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে মাথায় রেখে ২০২৫ সাল থেকে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল এবং গেরুয়া শিবির। সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে ব্যারাকপুর আনন্দপুরী সেন্ট্রাল রোড এবং ওল্ড ক্যালকাটা রোড জুড়ে পোস্টার পড়ল বহু পোষ্টার। তাতে লেখা 'এবার ২০২৬ শে বিজেপিকে চাই।' এই পোস্টারের নিচে লেখা আছে, প্রচারে মিলন কৃষ্ণ আশ। ব্যারাকপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা মিলন কৃষ্ণ আশ বলেন, "বাংলাদেশে সনাতনীদের ওপর অত্যাচার চলছে। বাংলাতেও দিকে দিকে সনাতনীরা আক্রান্ত হচ্ছেন। বাংলায় সনাতনীদের রক্ষার্থে বিজেপি সরকার আসা দরকার। অন্যথায় বাংলায় সনাতনীরা বিপন্ন হয়ে পড়বে। তাই বাংলায় সনাতনীদের একজোট করতেই রামনবমী উপলক্ষ্যে এই পোস্টার লাগানো হয়েছে।"

*ব্যারাকপুরের আনন্দপুরী শীতলা মন্দির সমাজ আয়োজিত বাৎসরিক শীতলা পুজো*

নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আনন্দপুরী শীতলা মন্দির সমাজের বাৎসরিক শীতলা পুজো আয়োজিত হল ব্যারাকপুরে। প্রায় ৭০ বছরেরও পুরোনো এই শীতলা পুজোয় পুজো দিতে ভিড় জমান বহু মানুষ। ভীড়ের কারণে মোতায়েন করা হয় টিটাগড় থানার পুলিশ।এই পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস, উপ-পৌর প্রধান সুপ্রভাত ঘোষ, পৌর পারিষদ সদস্য তথা আনন্দ পুরী শীতলা মন্দির সমাজ কমিটির সভাপতি রাজা পালোয়ান, পৌর মাতা মৌসুমী মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস ও পৌর পারিষদ সদস্য তথা আনন্দ পুরী শীতলা মন্দির সমাজ কমিটির সভাপতি রাজা পালোয়ান জানান, এবার পুজোয় আয়োজন খুব জাঁকজমকপূর্ণ হয়েছে। তাঁরা সকলেই খুশি।

*রাশিফল*

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Saturday, April 5, 2025)

আজ আপনি আপনার স্বাস্হ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আপনি আজ একটি ইতিবাচক আভা নির্গত করবেন এবং ভাল মনের সাথে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তবে আপনার মূল্যবান কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার কারণে আপনার মেজাজ প্রভাবিত হতে পারে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। দিনটি আপনার ভালবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন। এটি এমন একদিন হতে চলেছে যখন ঘড়িগুলি আস্তে আস্তে টিক দেয় এবং আপনি অনন্তকাল অবধি আপনার বিছানায় থাকবেন। আপনি আজ একটি খুব প্রয়োজন পুনর্জীবন পেতে পারেন।

প্রতিকার :- স্থায়ী আর্থিক লাভের জন্য ভালো মানুষের সাথে সংযোগ স্থাপন করুন, অন্যের ব্যাপারে খারাপ ভাবা থেকে বিরত থাকুন এবং মানুষিক হিংসা থেকে বিরত থাকুন।

বৃষভ রাশিফল (Saturday, April 5, 2025)

আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মত কাজ করবে। আপনি যদি বেড়াতে যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্র এবং ব্যাগগুলি সন্ধান করুন, কারণ এগুলি চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত, আপনার পার্সটি একটি নিরাপদ স্থানে রাখুন। আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। কোনও কাজ শুরু করার আগে, এর ফলাফলগুলি এবং আপনার উপর প্রভাব বিশ্লেষণ করুন।

প্রতিকার :- আর্থিক উন্নতি করতে মদ মাংস বর্জন করতে হবে।

মিথুন রাশিফল (Saturday, April 5, 2025)

গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোন ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে। কোন প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে। কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন জোগাবে। যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন। কোন আকস্মিক বার্তা আপনাকে মিষ্টি স্বপ্ন দেখাবে। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। আপনার আজকের এই অভ্যাসটি আপনাকে এবং আপনার বন্ধুদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তুলতে পারে বলে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে না।

প্রতিকার :- কুকুর কে রুটি এবং পাউরুটি খাওয়ালে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে।

কর্কট রাশিফল (Saturday, April 5, 2025)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। আপনার একটি বন্ধু আপনাকে আজ একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে। আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন। পারিবারিক দায়বদ্ধতাগুলিতে অবিলম্বে মনোযোগের প্রয়োজন। আপনার তরফ থেকে অবহেলা ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায়, কিন্তু আপনার ইন্দ্রিয় আজ ভালবাসার উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবে। ফাঁকা সময়ে আপনি কোনো সিনেমা দেখতে পারেন সেই সিনেমা আপনার পছন্দ হবে না আর আপনার মনে হবে আপনি আপনার মূল্যবান সময় হারিয়ে ফেললেন। শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে। আপনি যদি আগামীকালটির জন্য আপনার আজকের কাজ স্থগিত করে থাকেন তবে আপনার প্রতিকূল ফলাফল থেকে ভুগতে হতে পারে।

প্রতিকার :- সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম, ধূপকাঠি, সুগন্ধি বা কর্পূর ওপরকে উপহার হিসেবে, দান হিসাবে দিন বা বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে।

সিংহ রাশিফল (Saturday, April 5, 2025)

এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশীগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ার দরুণ আর্থিক অবস্থা উন্নত হবে। আপনি পরিচিত কেউ অর্থকড়ি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যধিক প্রতিক্রিয়া দেখাতে পারে, যা ঘরে অস্বস্তিকর মূহুর্ত নিয়ে আসবে। আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করায় প্রেম আপনার মন আচ্ছন্ন করে রাখবে। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে। আজ, আপনি আপনার গভীর অনুভূতি এবং দুঃখকে কাছের বন্ধু বা আত্মীয়ের সাথে ভাগ করে নিতে পারেন।

প্রতিকার :- ছুটির দিনে খাবার খাওয়ার সময় সোনা বা তামার চামচ ব্যবহার করুন। এটি আপনাকে রাজকীয় অনুভূতি দেবে।

কন্যা রাশিফল (Saturday, April 5, 2025)

আত্ম-বিকাশের প্রকল্পগুলিতে আপনার শক্তি নিয়োগ করুন যা আপনাকে শ্রেষ্ঠতর করে তুলবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। কোন ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেইসব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে। আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় কিছু মনে করবেন না।

প্রতিকার :- গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব পরবে।

তুলা রাশিফল (Saturday, April 5, 2025)

আপনার আত্মবিশ্বাস এবং শক্তি আজ খুব বেশী হবে। যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে। আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ এরফলে আপনার প্রেমিকা বেশি বির্পযস্ত হবে না। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারে। আজকের দিনটি মিডিয়ার সাথে যুক্ত জাতকদের জন্য একটি ভাল দিন হতে চলেছে।

প্রতিকার :- মঙ্গল বার কলা গাছের সামনে প্রদীপ জ্বালালে ও তার আরাধনা করলে আপনার খুবই সন্তোষজনক প্রেমের জীবন হবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, April 5, 2025)

হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন। আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের leণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। খুব বেশী প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে। আপনার পরিচিত লোকদের থেকে প্রায়শই নিরাপদ দূরত্ব বজায় রাখা প্রয়োজন। তবে চেষ্টা করুন এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখুন।

প্রতিকার :- কখনোই আহমবোধের অধিকারী হবেন না এবং ভগবানের আশীর্বাদ কে সন্মান করুন, কারণ সময় পরিবর্তন শীল ও তা কখনোই একই রকম থাকবে না।

ধনু রাশিফল (Saturday, April 5, 2025)

আপনার স্ত্রীর মনোরম মেজাজ আপনার দিনকে উজ্জ্বল করে তুলতে পারে। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে। আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার।মনে রাখবেন বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। বিবাহ স্বর্গে তৈরি হয়, আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে। ছোট ভাইয়ের সাথে ঘুরতে যেতে পারেন তাতে আপনাদের সম্পর্কে আরও তীব্রতা আসতে পারে।

প্রতিকার :- তামার পাত্রে বা (সম্ভব হলে) সোনার পাত্রে জল রেখে সেটিকে পান করুন আনন্দময় এবং শান্তিপূর্ণ সংসার জীবন লাভ করতে।

মকর রাশিফল (Saturday, April 5, 2025)

আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। আপনি অর্থের গুরুত্বটি খুব ভালভাবেই জানেন, যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনও বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে। এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই। আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজ গৌণ হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। এই রাশির লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার কেননা এতে আপনার মূল্যবান সময় নষ্ট হতে পারে। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা। লোকেরা প্রথমে স্বাস্থ্য ব্যয় করে অর্থ পাওয়ার জন্য চেষ্টা করে এবং পরে অর্থ ব্যয়ে তাদের সুস্বাস্থ্য ফিরে পাওয়ার চেষ্টা করে। স্বাস্থ্য হল আসল সম্পদ, তাই অলসতা থেকে মুক্তি পান এবং সক্রিয় জীবন যাপন করুন।

প্রতিকার :- পরিবারে গুরুজনদের পা ছুঁয়ে প্রতিদিন সকালে আশীর্বাদ নিলে পরিবারে সবার মধ্যে আন্তরিকতা বজায় থাকবে।

কুম্ভ রাশিফল (Saturday, April 5, 2025)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য, আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। এই রাশির জাকতকেরা আজ নিজের জন্য বেশকিছু সময় পাবেন। আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণে করতে পারেন।আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়। আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে।

প্রতিকার :- আপনার রোজকার খাবারে কালো মরিচ যোগ করলে তা আপনার আর্থিক সমৃদ্ধির জন্য খুবই ফলপ্রসূ হবে।

মীন রাশিফল (Saturday, April 5, 2025)

ধ্যান পরিত্রাণ আনবে। চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে। আপনি যদি সম্পদ জমা করতে চান, তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এটি সম্পর্কে কথা বলুন। পুরোনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করার পক্ষে আজকের দিনটি ভালো। যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পথে তাত্ক্ষণিক প্রেম আসতে পারে। আপনি পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে।আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে। আজ আপনার বিবাহিত জীবন মজা, আনন্দ এবং সুখে ভরে উঠবে। আজ আপনার কাজের প্রতি আপনার মনোযোগ আশ্চর্যজনক হবে। বস আজ আপনার কাজ দেখে খুশি হতে পারে।

প্রতিকার :- আপনার নিত্য নৈমিত্যিক কাজে ও কর্মে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

(Courtesy-AstroSage)

*জীবনের সর্বাঙ্গীন সাফল্যর জন্য প্রতিদিন সকালে কিছু নিয়ম মেনে চলুন*

ডেস্ক : কথায় আছে সারাদিন কেমন যাবে তা বোঝা যায় সকাল দেখেই। ঠিক তেমনই ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে সকালে ঘুম থেকে উঠে কিছু নিয়ম মেনে চললে আপনার জীবনে সুখ ও শান্তি নেমে আসবে। সেই জন্য সকালে আপনাকে ঘুম থেকে উঠে আপনাকে এই কাজগুলি করতে হবে। তাহলেই আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন। সেই সঙ্গে আপনি জীবনে অনেক এগোতে পারবেন। জানুন কী কী করবেন।

# হাঁটবেন

সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যায়াম করুন কিংবা হাঁটতে যান। এতে আপনি মানসিকভাবে সারাদিন ভালো থাকতে পারবেন। শরীর ভালো থাকবে। ভোরবেলা ঘুম থেকে উঠলে সময় মতন সব কাজ করতে পারবেন।

# ব্যায়াম করবেন

ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে হবে। এমনকি আপনি জিমও করতে পারেন। এতে আপনি সারাদিন কাজের এনার্জিও পাবেন।

# ধ্যান করবেন

তারপর কিছুক্ষণ ধ্যান করুন। এতে আপনার যত মানসিক চাপ রয়েছে, তা কমবে এবং প্রত্যেকটি কাজে আপনি মনোযোগ দিতে পারবেন। এতে আপনি সারাদিন শান্ত থাকতে পারবেন। শান্তিপূর্ণভাবে প্রতিটি কাজ করতে পারবেন।

# ভালো চিন্তা করবেন

সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ভালো ভালো চিন্তা ভাবনা করবেন। এতে দেখবেন আপনি সারাদিন ভালো থাকতে পারবেন। এতে আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন। তারপর অফিসে যাওয়ার পর আপনি কিন্তু সারাদিন খুব ভালো কাজ করতে পারবেন। আপনি আপনার লক্ষ্য পূরণে সফলতা অর্জন করবেন।

# পড়তে বসবেন

যদি আপনি পড়ুয়া হন, তাহলে পড়াশোনার জন্য সকাল বেলা কিন্তু পড়তে অবশ্যই বসবেন। আর আপনি যদি চাকরিজীবী হন, তাহলে কীভাবে কাজ করবেন। কী কী করবেন তা নিয়ে একটু ভাবুন। এতে দেখবেন আপনার সারাদিনে কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে।

*হালিশহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের ১৮ জন্য শিক্ষকের চাকরি বাতিলে মর্মাহত স্কুল কর্তৃপক্ষ*

প্রবীর রায়: বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে এ রাজ্যের বিভিন্ন স্কুল থেকে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক শিক্ষিকা ও গ্রুপ সি, গ্রুপ ডি পদে কর্মরতদের চাকরি চলে গিয়েছে।আদালতের নির্দেশে শিক্ষকের চাকরি যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন চাকরিহারারা। উত্তর ২৪ পরগনার হালিশহরের হাজিনগর আদর্শ হিন্দি হাই স্কুলের ১৮ জন শিক্ষকের চাকরি চলে যায় ২০১৬ প্যানেলের শিক্ষক- শিক্ষিকার।আর তাতেই মর্মাহত হন ওই স্কুলের টিচার ইনচার্জ থেকে শুরু করে সহকর্মীরা। জানা গিয়েছে, ডে এবং মর্নিং সেকশন মিলিয়ে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ৩৫০০ এবং শিক্ষকের সংখ্যা ছিল ৪৪ জন্য। এখন সংখ্যাটা কমে ২৬ জনে এসে দাঁড়িয়েছে। এত কম সংখ্যক শিক্ষক নিয়ে কিভাবে স্কুল চলবে চিন্তায় স্কুলের টিচার ইনচার্জ দেবেন্দ্র নাথ দুবে।

*SportsIPL*

Venkatesh Iyer answered his critics with a match-winning 60 off 29 balls, propelling KKR to a convincing 80-run win over the Sunrisers Hyderabad at the Eden Gardens here on Thursday.

Pic Courtesy by: Arindam Das

*Sports*

 ISL 

 Khabar kolkata sports Desk: Jamshedpur FC defeated Mohun Bagan Super Giant by 2-1 in the first leg of their semi-final fixture at the JRD Tata Sports Complex in the Indian Super League (ISL) Yesterday night.