টাটা স্টিলের দাবা প্রতিযোগিতায়   র‍্যাপিড বিভাগে ৭.৫ পয়েন্ট নিয়ে জয়ী বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন
*খেলা*



*Khabar kolkata sports Desk:* কলকাতা অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক মানের টাটা স্টিল যাওয়ার প্রতিযোগিতার আসরে র‍্যাপিড বিভাগে ৭.৫ পয়েন্ট নিয়ে জয়ী হয়েছিলেন বর্তমান বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। ৫.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় নম্বরে ছিলেন ভারতীয় দাবাড়ু। মহিলাদের র‍্যাপিড বিভাগে ৭.৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে ছিলেন আলেকজান্দ্রা গোরইয়াছকিনা। গতকাল পুরুষদের ব্লিৎজ বিভাগেও ৬.৫ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন ম্যাগনাস কার্লসেন। তবে ৬ পয়েন্ট নিয়ে তার ঠিক পিছনেই রয়েছেন আমাদের ভারতের রমেশবাবু প্রজ্ঞানন্দ। মহিলাদের ব্লিৎজ বিভাগে ৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছেন ক্যাটরিনা ল্যাগন। ৬ পয়েন্ট নিয়ে তার ঠিক পিছনেই রয়েছেন ভ্যালেন্টাইন গুনিনা। আগামীকাল ব্লিৎজ বিভাগের ফাইনাল। আজ ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তথা পদ্মশ্রী বিশ্বনাথন আনন্দ সহ সকল খেলোয়াড় খেলার শেষে কলকাতার ছোটো দাবারুদের স্বাক্ষর প্রদান করেন। *ছবি ও প্রতিবেদন:সঞ্জয় হাজরা*
সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে বাংলা ,ঝাড়খন্ড হারালো ৪-০তে
*খেলা*



*ডেস্ক:* শনিবার কল্যাণীতে সন্তোষ ট্রফির প্রথম ম্যাচে বাংলা মুখোমুখি হয়েছিল ঝাড়খন্ডের। খেলার প্রথম অর্ধে ৪৫ মিনিটের মাথায় মাঝির করার গোলে বাংলা ১-০ তে এগিয়ে যায়। দ্বিতীয় অর্ধে পেনাল্টিতে হালদারের করা গোলে বাংলার স্কোর হয় ২-০। এরপর ৬৪ এবং ৮৪ মিনিটের মাথায় হাঁসদা এবং শ্রেষ্ঠা আরো দুটি গোল করলে বাংলা মোট ৪-০ তে ঝাড়খন্ড কে পরাজিত করে। বাংলা দলের কোচ সঞ্জয় সেন এদিন খেলোয়াড়দের সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। *ছবি: সঞ্জয় হাজরা*
সাধক বামাক্ষেপার জীবনের এক আলৌকিক ঘটনা

*ডেস্ক:* ভক্তিযোগে ঈশ্বরে আরাধনার অন্যতম উদাহরণ সাধক বামাক্ষেপা। তাঁর জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। তেমনই একটি ঘটনার কথা আজ উল্লেখ করবে।

খুব অল্প বয়সে বামাক্ষেপা বাবাকে হারান। তাঁর সংসারের টান বলতে শুধুই ‘মা’ আর ছোট ভাই। এদিকে বামা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়। সংসারের দিকে লক্ষ নেই। এমন সময় হঠাৎ তাঁর মাতৃবিয়োগ ঘটে। বামা খুবই ভাঙে পারেন। শ্মশানে গিয়ে ধ্যানে বসেন। এমন সময় তার ভাই এসে বলেন, মায়ের শ্রাদ্ধর কাজ তো করতে হবে দাদা। দাদাও বলেন, হ্যাঁ, করতে তো হবেই। মায়ের কাজ বলে কথা। তুই এক কাজ কর পাড়ার লোকদের নিমন্ত্রণ কর আর বেশ কয়েকজন ব্রাহ্মণকে আপ্যায়ান করবি।

ভাই রামচরণের মাথায় হাত। সে খুবই দরিদ্র। টাকা পাবে কোথায়! বামা বলেন, তুই ব্যবস্থা করতে থাক। মা তারার আশীর্বাদে সব হয়ে যাবে। অবাক হয়ে ভাই বাড়ির সামনের জায়গা পরিষ্কার করে ম্যারাপ বাঁধার জন্য। গ্রামের লোকেরা তো হাসাহাসি করছে। ভাই সবাইকে নিমন্ত্রণও করেন।

এবার শ্রাদ্ধের দিন হঠাৎ ভাই দেখে দূর দূরান্ত থেকে বামাক্ষেপার শিষ্যরা দলে দলে আসছে আর শ্রাদ্ধের উপকরণ দিয়ে যাচ্ছে। মুহূর্তে শুরু হয়ে গেলো রান্না। বেলা গড়িয়ে যায় কিন্তু বামাক্ষেপার দেখা নেই। পুরোহিত চিন্তিত। হঠাৎ বামা এসে উপস্থিত।

আর ঠিক তখনই সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় মেঘ গর্জন। ভাই বলে, দাদা কি হবে এবার? বামা বলেন, মা তারা সব ঠিক করে দেবেন। বলেই তিনি মেঘ গর্জন থেকেও উচ্চ নাদের শুরু করেন মায়ের শ্রাদ্ধর মন্ত্র পাঠ। আশ্চর্যের ঘটনা হলো সেদিন আশেপাশের সমস্ত গ্রামে প্রবল বৃষ্টি হলেও তাঁদের গ্রাম ‘আলায়’ কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয় নি। অতিথি আপ্যায়ান ও ব্রাহ্মণভোজন সহ সমস্ত শ্রাদ্ধর কাজ সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল।
*Bowlers help Bengal script stunning win vs MP in Ranji Trophy*

Sports News 

Khabar kolkata sports Desk: Riding on a brilliant performance by the bowlers, Bengal outclassed Madhya Pradesh by 11 runs in the Elite Group C match to register their first victory of the Ranji Trophy season on Saturday. 

Bengal, who bagged six points from the win, currently have 14 points from five games. 

Chasing 338 to win on the fourth and final day, Madhya Pradesh were bowled out for 326. Shahbaz Ahmed (4-48), Mohammad Shami (3-102), Rohit Kumar (2-47) and Md Kaif (1-50) were superb with the ball for Bengal. 

Earlier, after posting 228 in their first innings, Bengal bundled out MP for 167. In their second innings, Bengal scored 276 to hand a challenging target to the home side.

Shahbaz was awarded the player of the match for his all-round performance. 

Bengal will next face Haryana, followed by Punjab at home in their final two group-stage matches.

 Pic Courtesy by: CAB

*মেডিকেল পরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অর্জুন সিং*

ডেস্ক : মেডিকেল পরীক্ষা করাতে শনিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। প্রসঙ্গত, সিআইডি-র তলবে আদালতের নির্দেশে গত ১৪ নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। আদালতের নির্দেশ মতো তদন্তকারীরা তাঁকে ৪ ঘণ্টা জেরা করেন সিআইডির অফিসারেরা। সিআইডি-র মুখোমুখি হওয়ার দিন অর্জুন সিংয়ের অভিযোগ ছিল, তাঁকে-শুভেন্দুকে এবং দলের প্রথম সারির আরও চার-পাঁচজন নেতাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। যাতে ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসতে পারে। অর্জুনের যুক্তি ছিল, রাশিয়ার একটি কেমিকেল স্প্রে করে তাঁকে-শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে। সেই কেমিকেল আনা হয়েছে রাশিয়া থেকে। ওই কেমিকেল শরীরের কোথাও স্পর্শ্ব করলে আগামী তিন থেকে ছয় মাসের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হতে পারে। এদিন সকালে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, মেডিকেল পরীক্ষা করাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। শারীরিক পরিবর্তন হচ্ছে কিনা, সেটা পরীক্ষা করা হবে। তাঁর দাবি, রাশিয়ান মাফিয়ারা ওই বিষাক্ত কেমিকেল তৈরি করে থাকেন। এটা অনেকেই জানেন। কিন্তু বলার সাহস তো সবার থাকে না।

লেখা ও ছবি:প্রবীর রায়

*ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন ‘বার্বি’ তারকা*

বিশ্ব চলচ্চিত্র

বিনোদন ডেস্ক: শৈশবে স্কুলের অভিজ্ঞতা ভালো নয়। স্কুলে তাঁর ডাকনাম ছিল ট্রাবল। স্কুলে গিয়ে অন্য শিক্ষার্থীদের কাছে নির্যাতনের শিকার হতে হয়। যে কারণে একসময় বাড়িতেই মায়ের কাছে পড়তে থাকেন এই তারকা।মাত্র ১৪ বছর বয়সে তিনি প্রথম ‘ব্লু ভেলভেট’ সিনেমা দেখেন। এই সিনেমাই তাঁর মনে অভিনয়ের প্রতি আগ্রহ জাগায়। এই সিনেমার প্রভাবেই আজ তিনি অভিনেতা।১৯৯২ সালে টিভি ট্যালেন্ট শো দিয়ে মিডিয়া পাড়ায় নাম লেখান। তাঁর দুই বছর পর ক্যারিয়ারে প্রথম টিভি সিরিজ ‘আর ইউ অ্যাফরেইড অব দ্য ডার্ক’-এ নাম লেখান।তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘লা লা ল্যান্ড’, ‘দ্য নোটবুক’, ‘ড্রাইভ’, ‘ব্লু ভ্যালেনটাইন’, ‘বার্বি’ ইত্যাদি। সম্প্রতি তাঁকে আলোচনায় আনে ‘বার্বি’।

ছবি: আইএমডিবি

রহস্য মৃত্যু উত্তর ব্যারাকপুর পুরসভার উপ-পুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জির

ডেস্ক: স্থানীয় সূত্রের খবর, মানসিক অবসাদ থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান সত্যজিৎ ব্যানার্জি। ১৯৮৪ সাল থেকে টানা কাউন্সিলর ছিলেন সত্যজিৎ ব্যানার্জি। ইছাপুর আনন্দমঠ বি-ব্লকে তিনি ভাড়া থাকতেন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকে তিনি নিখোঁজ ছিলেন। চারদিক খোঁজাখুঁজি করে কোন খোঁজ না মেলায় পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল। শনিবার সকালে তিনতলার ছাদের রেলিংয়ের সঙ্গে তাঁকে ঝুলতে দেখা যায়। নোয়াপাড়া থানার পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন, তা নিয়ে ধোঁয়াশা থেকে গিয়েছে। এমনকি কি থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, তা-ও পরিষ্কার নয়। কিছু চিঠি উদ্ধার করেছে পুলিশ। তদন্তে শুরু হয়েছে।

ছবি ও লেখা:প্রবীর রায়।

৯০ বছর পরে এই কার্তিক পূর্ণিমায় আছে আশ্চর্য শুভ যোগ

*ডেস্ক:* ভারতীয় জ্যোতিষশাস্ত্র মনে করে যে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন গ্রহর স্থান পরিবর্তন মানব জীবনের উপর বিশেষ প্রভাব বিস্তার করে। আর কখনো কখনো গ্রহর এই স্থান পরিবর্তন কোনো কোনো রাশির ক্ষেত্রে সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে। চলতি বছর কার্তিক পূর্ণিমা পড়েছে নভেম্বর মাসের ১৫ তারিখ। এই কার্তিক পূর্ণিমায় কিন্তু বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যা কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। কার্তিক পূর্ণিমার দিন ব্যতীপাত, বরীয়ান যোগ তৈরি হবে। ৯০ বছর পর কার্তিক পূর্ণিমা এই শুভ যোগ তৈরি হতে চলেছে। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে।

মীন রাশি – মীন রাশির জাতক জাতিকাদের উপর বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। তাদের আয়ের উৎস বাড়তে থাকবে। এসময় আপনাদের পরিবেশ অনুকূলে থাকবে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স শুরু করে বাড়বে। সন্তানের কাছ থেকে কোনও শুভ খবর পাওয়ায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মজীবনে সাফল্যের সময় শুরু হবে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়।
তুলা রাশি – তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে সক্ষম হবেন। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপায় আপনার সম্পদ হুহু করে বাড়তে থাকবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা সোনার ব্যবসা করছেন কিংবা মডেলিংয়ে যুক্ত তাদের কিন্তু অর্থপ্রাপ্তির নিশ্চিত।
মেষ রাশি – কার্তিক পূর্ণিমায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থাকবে। তাদের জীবনে সফলতা লেগে থাকবে। ভাগ্যের দ্বার খোলা থাকবে। তারা যদি নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করতে চান, করতে পারেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে।
আজকের রাশিফল (Saturday, November 16, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Saturday, November 16, 2024)

কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না। এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি দীর্ঘ মেয়াদে আপনার সম্পর্কের জন্য ভালো প্রমাণিত নাও হতে পারে। আজ সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আপনি ভাল বোধ করবেন।

প্রতিকার :- কোনো বট গাছ কে পূজা করলে ও প্রতি বৃহস্পতিবার তার সামনে ঘি এর প্রদীপ জ্বালালে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়ক হবে।

বৃষভ রাশিফল (Saturday, November 16, 2024)

স্বাস্হ্যের সমস্যার জন্য আপনি কোন গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়ায় কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর। কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন। আপনার খরচে অপ্রত্যাশিত উত্থান আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত করবে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময়। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিনীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইল এ কোনো সিনেমা দেখতে পারেন। আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যর কারণে আপনার কিছু কাজ আজ ব্যাহত হতে পারে। বহিরাগতদের সাথে সমস্ত সময় কাটিয়ে দেওয়ার পরে, আপনি আপনার সন্ধ্যা আপনার স্ত্রীকে উত্সর্গ করবেন।

প্রতিকার :- ব্রোঞ্জের বালা পড়লে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো প্রভাব দেবে।

মিথুন রাশিফল (Saturday, November 16, 2024)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। দিনটিকে বিশেষ করে তোলার জন্য পরিবারের সাথে একটি ক্যান্ডেল লাইট ডিনারে সন্ধ্যাটি উপভোগ করুন। কারোর জন্য বিয়ের ঘন্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন। আজকে এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যায় করতে পারেন। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন।

প্রতিকার :- কখনো ভ্রুন হত্যা করবেন না বা কোনো গর্ভবতী মহিলার ক্ষতি করবেন না বা এমন কারো ক্ষতি করবেন না যিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতি জীবনের প্রতীক, তাই নতুন কোনো জীবন সৃষ্টির সম্ভাবনাকে সন্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে।

কর্কট রাশিফল (Saturday, November 16, 2024)

অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না। বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আপনার প্রেম জীবনের ছোটখাটো তিক্ততা ভুলে যান। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনার স্ত্রী সত্যিই আপনার জন্য দেবদূত, এবং আপনি আজ তা জানতে পারবেন। কোনও সামাজিক কারণে স্বেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে।

প্রতিকার :- ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা, বেঙ্গল ছোলা, সরিষার তেল ও কালো কাপড় দান করুন।

সিংহ রাশিফল (Saturday, November 16, 2024)

আজ আপনার প্রয়োজন আরাম করার এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজার চেষ্টা করা। যারা এখন অবধি বেশি চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনে এর গুরুত্ব বুঝতে পারে, কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে। আপনার খামখেয়ালী ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন। প্রত্যেকদিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান। পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থের কারণে পীড়িত হতে পারেন। বিলম্ব হল পতনের মূল; ধ্যান ও যোগ অনুশীলন বিলম্ব থেকে মুক্তি পেতে সহায়ক হতে পারে।

প্রতিকার :- হনুমানজির নিয়মিত পুজা করলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

কন্যা রাশিফল (Saturday, November 16, 2024)

আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে। অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন। একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রি়য়জনের মধ্যে বিরোধ তৈরি করবে। সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে। আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন। কোনো গাছের ছায়াতে বসে আজকে আপনি শান্তি পাবেন।জীবন কে আজকে আপনি কাছে থেকে বুঝতে পারবেন।

প্রতিকার :- পারিবারিক খুশি ও অনুভূতির জন্য কম বয়সী কন্যাদের টক জ্বাতীয় খাবার যেমন লেবু, তেতুল বা টক জ্বাতীয় ফুচকা বিতরণ করুন।

তুলা রাশিফল (Saturday, November 16, 2024)

মদ্যপানের অভ্যাস থেকে মুক্তি পাওয়ার পক্ষে এটি একটি অত্যন্ত শুভ দিন। আপনার অবশ্যই বোঝা উচিত যে ওয়াইন পান স্বাস্হ্যের মারাত্মক শত্রু এবং এটি আপনার সক্ষমতাকেও ব্যাহত করে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মণি যুক্ত হওয়ায় আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে। নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এরমধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে। যদি আপনার গানের গলা ভালো হয় তাহলে আজকে আপনি আপনার প্রেমিক কে গান শুনিয়ে খুশি করতে পারেন।

প্রতিকার :- অবিশুদ্ধ চিনি, আটা এবং ঘি এর মিশ্রণ কোনো নারকোলের মধ্যে রেখে তা কোনো অশ্বথ গাছের নিচে রেখে দিলে আপনার ব্যাঙ্ক ব্যালান্স বাড়তে থাকবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, November 16, 2024)

হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না। আপনি যদি বিবাহিত হন তবে আজ আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নিন, কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ, তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আপনার সন্তানসন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন।যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তবধর্মী হয় তা নিশ্চিত করুন, যাতে সেগুলি আপনি পূরণ/সম্পাদন করতে পারেন। আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে। আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা, যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল, তা শেষ হবে। আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে। জীবনে সরলতা তখনি থাকে যখন আপনার ব্যাবহারে সরলতা থাকে। আপনার ব্যাবহারে সরলতা নিয়ে আসা দরকার।

প্রতিকার :- আর্থিক সাফল্য লাভের জন্য বাদামি বা লালচে বাদামি রঙের কুকুর লালন পালন করুন।

ধনু রাশিফল (Saturday, November 16, 2024)

বেশি খাওয়া এবং উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলা প্রয়োজন। আজ, আপনি একটি দলের কোনও ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন। নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে তাদের সময় কাটানোয় আপনি হতাশ হতে পারেন। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালবাসবে। আপনার বাইরে বেরোনো প্রয়োজন এবং উচুঁ জায়গার লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়ান। আজ, আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন। বিদেশে অবস্থান করা কারও কাছ থেকে আজ আপনি কিছু খারাপ সংবাদ পেতে পারেন।

প্রতিকার :- স্বাস্থ্যকর জীবনের জন্য মা, ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন।

মকর রাশিফল (Saturday, November 16, 2024)

আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হল হাসি। অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে। আপনি আপনার ঘরের পরিবেশে কোন পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হোন। প্রেমঘটিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন যোগ করবে। যাদের বাড়ির লোক অভিযোগ করে যে সে তাদের যথেষ্ট সময় দেয় না তিনি আজ বাড়ির লোকেদের সময় দেয়ার কথা ভাবতে পারেন কিন্তু সেই সময়ে কোনো কাজ আসার জন্য সেটা হবে না। আজ, আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। কী দিন – সিনেমাগুলি, পার্টি করতে এবং কার্ডগুলিতে বন্ধুদের সাথে বেড়ানো।

প্রতিকার :- কালো ও সাদা রঙের মিশ্রনের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি হবে।

কুম্ভ রাশিফল (Saturday, November 16, 2024)

আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। যে কোনও নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজ আসতে পারে তবে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। এটা আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। যদি আপনি আজ কেনাকাটা করতে যান তাহলে আপনি নিজের জন্য একটি সুন্দর পোষাক নির্বাচন করবেন। বিয়ের পর, পাপও পূণ্য হয়ে যায়, এবং আপনি আজ অনেক উপাসনা করতে পারেন। এটি কিছুটা বিরক্তিকর দিন হতে পারে; আপনি এটি আকর্ষণীয় করে তুলতে পারেন কিছু ভিন্ন এবং সৃজনশীল কিছু করা।

প্রতিকার :- কোনো দরিদ্র ও অভাবী ব্যক্তিকে সাহায্য করুন, এদের খাবার দান করুন, এর ফলে আপনার জীবনে ভালো প্রভাব পরবে।

মীন রাশিফল (Saturday, November 16, 2024)

আপনার জন্য কোনটি শ্রেষ্ট তা কেবল আপনিই জানেন- কাজেই শক্ত হোন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরী হোন। আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন। অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে। প্রেমের জন্য ভালো দিন। লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার। আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে। আপনার ভাল গুণাবলী আজ বাড়িতে প্রবীণদের দ্বারা আলোচিত হতে পারে।

প্রতিকার :- মদ্যপান ও ধূম্রপান থেকে বিরত থাকলে তা আপনার আর্থিক পরিস্থিতির জন্য লাভদায়ক হবে।

(Courtesy-AstroSage)
বাড়িতে নিয়ম মেনে তুলসী গাছ রক্ষা করুন

*ডেস্ক* : তুলসী আসলে বিষ্ণুপ্রিয়া। হিন্দু শাস্ত্রে তুলসী গাছ খুবই পবিত্র ও সম্মানের। তাই ধর্মের নিয়ম অনুযায়ী তুলসী গাছ রক্ষা করুন। সকালে ও বিকেলে প্রতিদিন অল্প করে জল দিন। সাধারণভাবে লক্ষ রাখবেন তুলসী গাছ যেন শুকিয়ে না যায়। তবুও যদি শুকিয়ে যায় তাহলে জ্যোতিষ বলছে, এই গাছ যেমন বাড়িতে শুভ শক্তির সঞ্চার করে, তেমনই এই গাছ যদি ভুল দিনে বাড়ির মাটি থেকে উপড়ে ফেলা হয়, তাহলে তা খারাপ ফল দেয়। তুলসী গাছ বাড়ি থেকে উপড়ে ফেলবেন না, সূর্য গ্রহণ, একাদশী, অমাবস্যা, চন্দ্রগ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, সূতকে, আর পিতৃপক্ষের আগে এই গাছ তোলা শুভ নয়। তুলসী পাতা কোনদিন তুলবেন না- বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তাহলে বিশেষ কিছু দিনে তুলসী পাতা তোলাও শুভ নয়। বলা হয়, অমাবস্যা, দ্বাদশী, চতুর্দশীতে তুলসী পাতা ছিঁড়লে, তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। এছাড়াও রবিবার তুলসী পাতা ছেঁড়া শুভ নয় বলেও মনে করেন অনেকে।

তুলসী পাতা কীভাবে তোলা শুভ নয়- শাস্ত্রজ্ঞরা বলছেন, নখ দিয়ে টেনে তুলসী পাতা ছেঁড়া একবারেই শুভ নয়। এদিকে, তুলসী যদি শুকিয়ে যায়, তাহলে সেটি বাড়িতে রাখা শুভ নয়। তবে তুলসী গাছ শুকিয়ে গেলে, তা ডাস্টবিনে ফেলবেন না। কোনও পবিত্র স্থানেই তাকে রেখে আসার পরামর্শ শাস্ত্রজ্ঞদের। আসল কথা তুলসী গাছকে ভালোবাসুন, ভক্তি করুন। ভাগ্য আপনার সহায় হবে।