রাজ্যে  ‘দানা’ কি আবার আয়লার মতো ভয়ঙ্কর রূপ নিতে চলেছে? উদ্বিগ্ন উপকূলের মানুষেরা


*ডেস্ক* : মানুষের স্মৃতি থেকে আয়লার স্মৃতি মুছে যায় নি। ২০০৯ সালের সেই অভিশপ্ত আয়লা। এবারও কি ‘দানা’ তেমন কোনো রূপ নিয়ে আসছে? সোমবার পর্যন্ত আবহবিদদের ধারণা, তার সমতুল গতি নিয়েই বাংলা-ওডিশা উপকূল লক্ষ্য করে এগিয়ে আসবে ‘দানা’। আবহবিদদের অনুমান, ল্যান্ডফলের সময়ে ‘দানা’ নিজের অক্ষের চার দিকে সে দিনের ‘আয়লা’র মতোই ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঘুরতে থাকবে। অর্থাৎ ‘আয়লা’র মতো ‘দানা’র ক্ষেত্রেও ঝড়ের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারে পৌঁছতে পারে। তাহলে ক্ষয় ক্ষতি হয়তো আয়লার মতোই হতে পারে। এখনও পর্যন্ত মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ‘দানা’র ল্যান্ডফলের সম্ভাব্য সময় ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে। ল্যান্ডফলের সম্ভাব্য এলাকা পুরী থেকে সাগরদ্বীপের মাঝের কোনও জায়গা। সকলেই উদ্বিগ্ন।

সমস্ত শক্তি নিয়ে বাংলা ও ওড়িশার প্রশাসন নেমে পড়েছে ময়দানে। ঘূর্ণিঝড়ের জেরে সুন্দরবন ও সংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এখনও রয়েছে পুরোমাত্রায়। এ
দিন সকালে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় শাখার আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, ‘আন্দামান সাগরে যে নিম্নচাপটি জন্ম নিয়েছিল, সেই নিম্নচাপ সোমবার বেলা ১১টা ৩০ নাগাদ শক্তি বাড়িয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ’-এ পরিণত হয়েছে। আজ, মঙ্গলবার সকালে তা আরও শক্তি বাড়িয়ে ‘গভীর নিম্নচাপ’-এ পরিণত হবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই ওই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘দানা’-র রূপ নেবে।’ফলে শঙ্কিত মানুষ। এর পর ঘূর্ণিঝড়টি সমুদ্রের উপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে এগোতে শুরু করবে। সমুদ্রের উপর দিয়ে ওই পথে কয়েকশো কিলোমিটার এগোলেই ‘দানা’-র সামনে পড়বে ওডিশা ও বাংলার প্রাকৃতিক ভাবে পুরোপুরি অরক্ষিত উপকূল। মূল ভুখন্ড থেকে দানা এখন ৬০০ কিমি দূরে আছে। এই বিশাল পথ অতিক্রম করার সময় সে প্রচুর শক্তি বাড়িয়ে নেবে। ফলে তার রূপ হতে পারে ভয়ঙ্কর।
দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে জন্মের হার কমে চলেছে


*ডেস্ক:* ভারতের মতো বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রের দুটি অঙ্গরাজ্য লোক সংখ্যা বাড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে। এর ফলে দেশের জনসংখ্যা যে আরও বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ভবিষ্যতের জন্য জন্মহার বাড়াতে অন্তত দুই বা তার বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, তাঁর সরকার এমন একটি আইন আনার পরিকল্পনা করছে যাতে কেবলমাত্র দুই বা ততোধিক সন্তানধারীরা স্থানীয় সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। চন্দ্রবাবু নাইডুর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনও। তিনিও জনগণের কাছে ১৬টি করে সন্তান নেওয়ার আবেদন করেছেন। ‘১৬’সংখ্যাটি হয়তো রসিকতা। কিন্তু আসল উদ্দেশ্য জন সংখ্যা বৃদ্ধি। চন্দ্রবাবু নাইডু বলেছেন,”অতীতে, আমি জনসংখ্যা নিয়ন্ত্রণের পক্ষে কথা বলেছিলাম, কিন্তু এখন আমাদের ভবিষ্যতের জন্য জন্মহার বাড়াতে হবে। রাজ্য সরকার এমন একটি আইন আনার পরিকল্পনা করছে, যা শুধুমাত্র দুই বা ততোধিক সন্তানধারীগের স্থানীয় সংস্থা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে।”

অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, চেন্নাইয়ের এক অনুষ্ঠানে বলেন, “আজ, লোকসভা কেন্দ্র কমানোর একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। এর ফলে একটা প্রশ্ন ওঠে, কেন আমরা কম সন্তান ধারণে নিজেদেরকে সীমাবদ্ধ রাখব? কেন আমরা ১৬টি করে সন্তান ধারণের লক্ষ্য নেব না?”বিশেষজ্ঞরা বলছেন, ফার্টিলিটির হার ক্রমে কমা শ্রমের ঘাটতি এবং সামাজিক ভারসাম্যহীনতার কারণ হতে পারে। এর মধ্যে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার একটি বৃহত্তর অংশর বয়স ৬০ বছরের বেশি হবে। স্বাভাবিক কারণেই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত।
বিশ্বের অন্যতম প্রাচীন মহাদেবের মন্দির আছে পাকিস্তানে


ডেস্ক: জনশ্রুতি যে এই মন্দিটিতে এসেছিলেন পণ্ডিবেরা। এই মন্দিরটির বয়স প্রায় ৫ হাজার বছর। সিন্ধু সভ্যতার যুগের এই মন্দিরটি পাকিস্তানের চকওয়াল জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। কথিত আছে, এই মন্দিরটি নাকি মহাভারতের আমলে তৈরি। ভক্তদের কাছে এই মন্দির কটাসরাজ মন্দির নামে খ্যাত।
মন্দির কমপ্লেক্সে রয়েছে এই কমপ্লেক্সে সাত বা ততোধিক মন্দির রয়েছে। এই সাত মন্দির একত্রে সাতগ্রহ নামেও পরিচিত। মহাভারতে এই মন্দিরের বর্ণনা রয়েছে। মন্দিরে নাকি সতীর বিরহে আজও কেঁদে বেড়ান দেবাদিদেব মহাদেব।

এই মন্দির নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত। তার মধ্যে একটি বিশেষ কাহিনী হলো,ধর্মপ্রাণদের বিশ্বাস, যেই জলাশয়ের চারপাশে কটাসরাজ মন্দির নির্মাণ করা হয়েছিল সেটি নাকি ভগবান শিবের চোখের জলে ভরা। কথিত আছে, দেবাদিদেব মহাদেব তাঁর স্ত্রী সতীর সঙ্গে এখানে বাস করতেন। সতীর দেহত্যাগের পর শোকাহত শিব তাঁর চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি এত কাঁদেন যে, তাঁর কান্না থেকে দুটি জলাশয় তৈরি হয়। একটি পাকিস্তানের কটারাসরাজে আর অন্যটি রাজস্থানের পুষ্করে। মন্দিরে অবস্থিত এই জলাশয়টিকে কটাক্ষ কুণ্ড নামেও ডাকা হয়। জলাশয় এবং মন্দিরের মানটি আজও মহাদেবের মনের কষ্ট প্রকাশ করে। কটাস শব্দের অর্থ চোখের জল।

ছবি সৌজন্যে:machinnamasta.in
Prayas , Rahul, Gautam star for Bengal U-23 in Col C K Nayudu Trophy

Sports News

Khabar kolkata News Desk: Riding on brilliant batting performances by skipper Prayas Ray Barman (153) and Rahul Prasad (101), Bengal Under-23 team were in total control against Rajasthan at the end of third day in the Col C K Nayudu Trophy in Jaipur.

After bowling out Rajasthan for 276 in their first innings, Bengal managed to score 352 to grab a vital 76-run first innings lead on Tuesday.

In his 247-ball knock, Prayas hit 20 boundaries while Rahul struck 11 fours and three sixes in his 241-ball innings. Ravi Kumar also chipped in with a fine unbeaten 29.

At stumps on Day 3, Rajasthan were 48/4 in their second innings, still trailing by 28 runs.

Bengal's Harsh Dev Gautam, who was superb with the ball bagging 3 for 7, gave Bengal hope of a win on the final day.

PIC Courtesy by:CAB .

"বন্ধ মিল খুলতে না পারলেও, বন্ধ মিলের সরঞ্জাম চুরি আটকাতে পারবো বললেন"- নৈহাটির বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকালে নৈহাটির বিজেপি প্রার্থী রুপক মিত্র গৌরীপুর চৌমাথায় বজরঙ্গবলী মন্দিরে পুজো দিয়ে উপনির্বাচনের প্রচার শুরু করেন। তিনি বলেন,"বন্ধ মিল খোলার ভাওতা দেব না। কিন্তু বন্ধ মিলের যন্ত্রাংশ, সরঞ্জাম চুরি আটকাতে পারবো"। এদিন পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপক মিত্র বলেন," অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। অন্যায় হটাতে তৃণমূলকে সরাতে হবে। সিপিআই ( এমএল) লিবারেশন প্রার্থী এখানে ভোট কাটতে দাঁড়িয়েছেন বলে দাবি তাঁর।"

ছবি: প্রবীর রায়

আজকের রাশিফল (Tuesday, October 22, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Tuesday, October 22, 2024)

আজকের বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনি কোনও ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে। প্রেম-সাহচর্য্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। যদি আপনি বিশ্বাস করেন যে সময় মহামূল্যবান, তাহলে আপনার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছতে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই রাশির লোকেরা খুব কৌতূহলোদ্দীপক হয়.এরা কখনো লোকেদের মাঝখানে থেকে খুশি হয় তো কখনো একা থেকে যদিও একা থাকা এতটা সহজ নয় তবুও আজকে আপনি নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন। আপনার জীবনের ভালবাসায়, আপনার স্ত্রী আজ আপনাকে একটা চমৎকার সারপ্রাইজ দিতে পারে।

প্রতিকার :- আপনার পিতামহ, পিতামহী ও অন্য বয়স্ক ব্যক্তিদের সাহায্য করলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতি হবে।

বৃষভ রাশিফল (Tuesday, October 22, 2024)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাত্পর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমত কাজ না করে- তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন- যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে- তাই বলবার আগে ভাবুন। যদি আপনি কিছু ভালবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয়ী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করার জন্য আজ অনেক পরিতৃপ্তি পাবেন- যা আপনার বহুদিন পূর্বে শুরু করা উচিত ছিল। আজকে আপনি ব্যাস্ত রুটিং এর মাজখানেউ নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আর এই খালি সময়ে নিজের পরিবারের লোকজনের সাথে কথোপকথন করতে পারেন। আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এইরকম আচরণ আপনাকে তাই মনে ক্রাবে।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনার গৃহদেবতাকে রোজ হলুদ ফুল অর্পণ করুন।

মিথুন রাশিফল (Tuesday, October 22, 2024)

কোন আধ্যাত্মিক ব্যক্তি আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যাক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মত ভেদাভেদ হয়েছিল। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন।

প্রতিকার :- একটি রুপোর পাত্রে চন্দনকাঠ, কর্পূর ও সাদা পাথর রেখে তা শয়নকক্ষে রেখে দিলে আপনার পরিবারে শান্তির বাতাবরণ বজায় থাকবে।

কর্কট রাশিফল (Tuesday, October 22, 2024)

আজ আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনি অস্বস্তিকর এবং উত্যক্ত বোধ করাবে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময়। আপনার প্রণয়ীর সঙ্গ ছাড়া আপনি এক শূন্যতার অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালবাসা অনুভব করবেন। এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আজ আপনি আপনার স্ত্রীর একটি মিথ্যা কথায় হতাশ হতে পারেন, যদিও এটি একটি সামান্য ঘটনা হবে।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বট গাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তাকে পূজা করুন।

সিংহ রাশিফল (Tuesday, October 22, 2024)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। খুব ছোট কোন সমস্যা নিয়ে আপনার প্রেমিকার সাথে সম্পর্ক আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে। কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোন সময় না দেওয়ার জন্য এখনো আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে। অপরিচিত লোকেদের সাথে কথাবাত্রা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময়ই নষ্ট করবেন আর কিছু না। আজ, খরচ আপনার জীবন সঙ্গীনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি করতে পারে।

প্রতিকার :- তামার বা সোনার চুড়ি পরলে প্রেমের সম্পর্ক ভালো হবে।

কন্যা রাশিফল (Tuesday, October 22, 2024)

আজ, আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে। আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন। বিবেচকের মত বিনিয়োগ করুন। আপনি আপনার সমস্যা ভুলে যাবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় ব্যয় করবেন। আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে। আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে, আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বট গাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তাকে পূজা করুন।

তুলা রাশিফল (Tuesday, October 22, 2024)

আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন। আপনার গোঁড়া চিন্তা/পুরোনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে- উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে। আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরো বেশি অর্থ উপার্জন করতে পারেন। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর ‍যোগাযোগ আজকের দিনে আপনার মনোবল বাড়িয়ে তুলবে। আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবাত্রা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে।তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন, কিন্তু আজ আপনি সত্যিই আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে।

প্রতিকার :- বহমান জলে নারকোল নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখাবে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, October 22, 2024)

আপনার উচ্চ ক্ষমতা আজ সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে, আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। আপনার সন্তান সঙ্গে কিছু সময় ব্যয় করুন এবং এবং তাদের ভাল মূল্যবোধের শিক্ষা দিন ও তাদের দায়িত্বগুলো জানতে দিন। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভাল চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভাল। যদি আপনি কোন নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন–তাহলে আপনার কোন দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরী। আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে। ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে, কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামালাতে সমর্থ হবেন।

প্রতিকার :- সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙুলে সোনার আংটি পরুন।

ধনু রাশিফল (Tuesday, October 22, 2024)

খুশিতে ভরা ভালো দিন। আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানার চেষ্টা করুন- কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন। পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মূহুর্ত কাটান। আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে- আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে সক্ষম হবেন। আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গীনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে।

প্রতিকার :- প্রেম জীবন স্মরণীয় করতে আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবার আগে মধু খেয়ে যাবেন।

মকর রাশিফল (Tuesday, October 22, 2024)

ভাগ্যের ওপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনোদিন হবে না। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়, যে কোনও পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময়, আপনার উদ্যম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান আপনার সাহসের ফলে ভালবাসায় জয় হবে। আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন- আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে, যারা আপনাকে কাছ থেকে দেখছেন। আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ রাশিফল (Tuesday, October 22, 2024)

সুস্বাস্হ্য আপনাকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম করবে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে। চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যিই কিছু বলবে। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। যদি আপনি আজ সত্যিই উপকৃত হতে চান- তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। কিছু জিনিস আপনার বিবাহিত জীবনে আজ সত্যিই সুন্দর হবে। আপনার স্ত্রীর জন্য একটি চমৎকার সন্ধ্যার পরিকল্পনা করুন।

প্রতিকার :- সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাঁদের কোন ভাবে আঘাত করবেন না।

মীন রাশিফল (Tuesday, October 22, 2024)

কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন। নিজেকে এক প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাচ ব্যবহার এবং অপরের উপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগেই সাজিয়ে নিতে ভালোবাসে। একে অপরকে ভাল করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রি়য়জনের সঙ্গে সময় ব্যয় করুন। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন- আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন।

প্রতিকার :- সপ্তমুখী রুদ্রাক্ষ পরিধান করলে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে।

(Courtesy-AstroSage)
Easwaran, Abishek, Mukesh named in India A squad for Australia tour
*Sports News*



*Khabar kolkata News Desk:*  Bengal star opener Abhimanyu Easwaran, wicket-keeper batsman Abishek Porel and fast bowler Mukesh kumar has been named in the India A squad for the forthcoming Australia tour, it was announced by BCCI on Monday.

All eyes will be on in-form Easwaran, who has been rewarded for his consistent run, ahead of India’s Test series against Australia.

Easwaran, who is the vice-captain of India A, has been in superb form in the domestic circuit for the last couple of seasons. In this season, he scored two hundreds in the Duleep Trophy, another ton in the Irani Cup, and began the Ranji Trophy season with a century for Bengal.

On the other hand, it is an incredible opportunity for the young and talented Abishek to gather immense experience from the overseas tour. Mukesh will also aim to do well and make an impact in Australia.

India A are scheduled to take on Australia A in two first-class matches.  They then play against India squad in a warm-up match.

India A team,Ruturaj Gaikwad (C), Abhimanyu Easwaran (VC), Sai Sudharsan, Nitish Kumar Reddy, Devdutt Padikkal, Ricky Bhui, Baba Indrajith, Ishan Kishan (WK), Abishek Porel (WK), Mukesh Kumar, Khaleel Ahmed, Yash Dayal, Navdeep Saini, Manav Suthar, Tanush Kotian.

*Pic Courtesy by:CAB*
*নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা*

Khabar kolkata News Desk: রাজ্যের ৬টি কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ১৩ নভেম্বর।আজ উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে তার সমর্থনে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দলীয় নেতাদের পাশে দাঁড়িয়ে দলের মূল্যবোধকে আরও উঁচু করার প্রতিশ্রুতি দিয়ে নিজের জয় নিয়ে মত প্রকাশ করেন প্রার্থী। তার দাবি,এই কেন্দ্রে মানুষের আর্শীবাদে ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন তিনি।স্থানীয় মানুষের সমর্থন তাদের দলের প্রতি ই রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন।

ছবি:প্রবীর রায়।

আই এস এল এ ফের পরাজয় মহামেডানের
*খেলা*


*নিজস্ব প্রতিনিধি:* গতকাল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে আই এস এল এর ম্যাচে কেরালার ব্লাস্টারের মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোটিং ক্লাব। খেলার শুরুতেই প্রথমার্ধে পেনাল্টি পেয়ে মির্যালোলের করা গোলে মহামেডান ১-০ গোলে এগিয়ে যায়। কিন্তু দ্বিতীয় অর্ধে কেরালা সেই গোল শোধ করে খেলার সমতা ফেরায়। এদিকে খেলার ৮০ মিনিটের মাথায় রেফারি এক সিদ্ধান্তকে ঘিরে মহামেডান সমর্থকদের মধ্যে তীব্র প্রতিবাদে ঝড় ওঠে। এবং তার ফলে মাঠে পড়তে থাকে জলের বোতল,  জুতো ইত্যাদি। কেরালা  তাদের দলকে মাঠ থেকে তুলে নিলে সাময়িক সময়ের জন্য খেলা বন্ধ রাখতে হয়। অবশ্য পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে পুনরায় খেলা শুরু হয়।  কেরালার হয়ে জয়সূচক গোলটি করেন ঘানার খেলোয়াড় কাওমে পেপ্রাহ । ফলে কেরালা ব্লাস্টারের কাছে  ২ - ১ গোলে পরাজিত হয় স্পোর্টিং ক্লাব। বি ও লেখা: সঞ্জয় হাজরা।
লক্ষ্মী আপনার বাড়ি ত্যাগ করেন নি তো?
*জ্যোতিষ কথা*


*ডেস্ক:* লক্ষ্মী সকলের বাড়িতে অবস্থান করেন। কিন্তু অহংকার, পাপ ও বাড়ি নোংরা থাকলে অনেক সময় বাড়ি ছেড়ে চলে যান লক্ষ্মী। তখন নিজেকে সংশোধন করে আবার লক্ষ্মীকে ঘরে আনতে হয়। কিন্তু তার আগের প্রশ্ন, লক্ষ্মী যে আপনার বাড়ি ত্যাগ করেছেন, তা কি করে বুঝবেন? এই ক্ষেত্রে কিছু নির্দেশিকা দিয়েছে ভারতীয় পুরান।

১) হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছকে শুভ বলে মনে করা হয়। স্বয়ং মা লক্ষ্মীর বাস এই গাছে। যদি বাড়িতে থাকা তুলসী গাছ হঠাত্‍ করে শুকিয়ে যায় তাহলে বুঝতে হবে দেবী রুষ্ট হয়েছেন।

২) অনেকেই বাড়িতে অর্থ ও পজিটিভ এনার্জি আকর্ষণ করার জন্য মানিপ্ল্যান্ট রাখেন। কোনও কারণ ছাড়াই যদি মানিপ্ল্যান্টের পাতা আচমকা শুকিয়ে যেতে থাকে, তবে তা মোটেই ভাল কথা নয়। তখন বুঝতে হবে যে মা লক্ষ্মী রুষ্ট হয়েছেন।

৩) হাত থেকে বারবার মাটিতে টাকা পড়ে গেলে, তা অশুভ লক্ষণ হিসেবে মনে করা হয়। এই ঘটনা ঘটলে তখনই টাকা তুলে কপালে ছুঁইয়ে নিয়ে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন। টাকা জায়গা মত রেখে দিন।

৪) যদি বারবার আপনি স্বপ্নে দেখেন যে আপনার বাড়িতে চুরি হয়ে গেছে, বা আপনার জামা প্যান্টের পকেট ফুটো হয়ে গেছে, তাহলে তা অশুভ লক্ষণ।

৫) যদি আপনার দরজায় কোনো ভিখারি এসে বার বার ডাকাডাকি করেই ফিরে যায়, তাহলে বুঝবে তাতে লক্ষ্মী অসন্তুষ্ট হয়েছেন।

সৌজন্যে:www.machinnamasta.in