*ফটো ফিচার*
*ফটো ফিচার*
*পিছিয়ে পড়া জাতির উন্নয়নে এক গুচ্ছ প্রস্তাব এনইউবিসি'র*
*ডেস্ক* : অনগ্রসর জাতি উপজাতির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে শুরুর করে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরে এক গুচ্ছ প্রস্তাব দেওয়া হচ্ছে জাতীয় অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু ফেডারেশনের(এনইউবিসি)  তরফে। সম্প্রতি রাজস্থানের জয়পুরে জাতীয় অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু ফেডারেশন (এনইউবিসি)-এর জাতীয় কার্যনির্বাহী কমিটির এক দিনের সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে মহিলা প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সভায় তাঁদের জাতীয় স্তরে কিছু দাবি সর্বসম্মতিক্রমে প্রস্তাব আকারে গৃহীত হয়।
সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা কলকাতা হাই কোর্টের প্রবীণ আইনজীবী কার্তিক চন্দ্র কাপাস জানালেন, "আমাদের রাজ্য সহ জাতীয় স্তরে অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের ক্ষেত্রে অবিলম্বে মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। এছাড়া জাতীয় স্তরে ওবিসি সহ অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের জাতি ভিত্তিক গণনার কাজ শুরু করতে হবে। ২০১১ সালে এই গননার কাজ শুরু হলেও, শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি। দীর্ঘদিন বন্ধ রয়েছে সেই গননার কাজ। এছাড়াও এমএলএ ও এমপিদের প্রাপ্য তহবিল থেকে সাধারণ মানুষ যে সুবিধা পাওয়া যায়, সেক্ষেত্রে বিশেষ কোটা ভিত্তিক অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘুদের ওই সুবিধা পাওয়ার সুযোগ দিতে হবে।" প্রস্তাবে উঠে এসেছে প্রত্যেকটি রাজ্যের বিচারপতি নিয়োগের বিষয়ও। তিনি বলেন, "প্রস্তাবে দাবি করা হয়েছে, বিচারপতি নিয়োগ ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সহ দেশের হাইকোর্ট গুলিতে কলিজিয়াম প্রথা বিলুপ্ত করে, জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিচারপতি নিয়োগ করা হোক। এক্ষেত্রে সংরক্ষিত আসনে অনগ্রসর শ্রেণী তফসিলি জাতি, উপজাতি ও সংখ্যালঘু আইনজীবীদের বিচারপতি হওয়ার সুযোগ বাড়বে।" জাতীয় স্তরের এই সম্মেলনে এরাজ্যের হয়ে সাধারণ সম্পাদক সুব্রত বাঙাল, মহিলা সম্পাদিকা সুমিত্রা ঘোষ চানকও উপস্থিত ছিলেন।
মানুষ ভোট দিতে পারলে জেতার ব্যাপারে আশাবাদী নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র
*Khabar kolkata* : আর জি কর কাণ্ডের আবহে বাংলায় প্রথম নির্বাচন হচ্ছে। রাজ্যে ৬ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আগামী ১৩ নভেম্বর।  নৈহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে রূপক মিত্রের নাম ঘোষিত হয়েছে। রবিবার দুপুরে বড়মার কাছে পুজো দিলেন গেরুয়া শিবিরের প্রার্থী রূপক মিত্র। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপক মিত্র বলেন, "মানুষ ভোট দিতে পারলে একশো শতাংশ জিতবো। নৈহাটিবাসীর কাছে আবেদন আপনারা ১৩ বছর তৃণমূলকে দেখেছেন। ১৩ মাসের জন্য বিজেপিকে বিশ্বাস করে দেখুন।" এদিন রূপক মিত্র ছাড়াও বড়মার মন্দিরে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি প্রমুখ। *লেখা ও ছবি:প্রবীর রায়*
*সোদপুর এইচবি ডাউন মোড় থেকে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত ন্যায়বিচার যাত্রা*

ডেস্ক: আর জি করের কান্ডের সুবিচারের দাবিতে পানিহাটি বিধানসভার সোদপুর এইচবি টাউন মোড় থেকে কলকাতার কলেজ স্কোয়ার পর্যন্ত ন্যায় বিচার যাত্রার সূচনা করলেন তিলোত্তমার বাবা মা। তারা জানালেন "আমার মেয়ের জন্য এরা কষ্ট করছে এবং আমাদের দাবি পৌছে দেওয়ার চেষ্টা করছে। আমাদের ভালই লাগছে। এটা একটা শুভ ইঙ্গিত। বিচারের আশায় আমাদের আরো ধৈর্য ধরতে হবে। সিবিআই ও শীর্ষ আদালত সকলেই বলছে ধৈর্য ধরতে হবে এবং সিবিআইয়ের উপরেও আমাদের আস্থা রাখতে হচ্ছে কারণ সিবিআই কাজ করছে। এই ঘটনায় অন্য যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই।"

ঘোষিত কর্মসূচি অনুযায়ী জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়া থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের

Khabar kolkata: রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি, লাগাতার নারী নির্যাতন এবং খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শনিবার রাজ্যের প্রতিটি থানা ঘেরাও করে বিক্ষোভের ডাক দিয়েছিলেন। ঘোষিত সেই কর্মসূচি অনুযায়ী এদিন জগদ্দল, ভাটপাড়া ও নোয়াপাড়া, নৈহাটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ শেষে তারা থানায় স্মারকলিপি জমা দেন। জগদ্দল থানায় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের সম্পাদক অচিন্ত্য পোদ্দার বলেন, "বাংলায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেই চলেছে। তাই তাঁরা আইন-শৃঙ্খলা উন্নয়নের দাবিতে এদিন রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসুচির ডাক দিয়েছিলেন"। অপরদিকে ভাটপাড়া থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে ভাটপাড়া শহর কংগ্রেস সভাপতি ধর্মেন্দ্র সাউ বলেন, "বহু বছর বন্ধ থাকা পেপার মিলের জমিতে কারখানা গড়ে তুলতে হবে। বেহাল অবস্থায় থাকা জুটমিলগুলোর হাল বদলাতে হবে। ভেঙে পড়া আইন-শৃঙ্খলার পরিবর্তন ঘটাতে হবে। পরিস্থিতি না বদলালে তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।"

ছবি ও লেখা:প্রবীর রায়

আজকের রাশিফল (Saturday, October 19, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Saturday, October 19, 2024)

অত্যধিক ভ্রমণ আপনাকে উন্মত্ত করে তুলবে। অর্থ-সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। এই জন্য, আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত। বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। আজ, আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে। সুতরাং, একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না। পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ; আপনি আজ আপনার পরিবারের সাথে হ্যাঙ্গআউট উপভোগ করতে পারেন।

প্রতিকার :- হনুমান চল্লিশা পাঠ করুন এবং এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।

বৃষভ রাশিফল (Saturday, October 19, 2024)

সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে। যে লোকেরা জমি কিনেছিল এবং এখন এটি বিক্রি করতে চায় তারা আজ একজন ভাল ক্রেতার কাছে আসতে পারে এবং এর জন্য খুব ভাল পরিমাণ অর্জন করতে পারে। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। আপনার অংশীদার আপনার সম্পর্কে ভাল চিন্তা করে, এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায়। ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা বোঝা ভাল। এই রাশির জাতক আজকে খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু উনার এই পরিকল্পনা পূরণ হবে না। আপনার স্ত্রী অন্যের বিরূপ প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারেন, কিন্তু আপনার ভালবাসা এবং মমতা সবকিছুকে থিতু করে দেবে। বন্ধুদের সাথে রসিকতা করার সময় আপনার সীমানা ছাড়তে এড়িয়ে চলুন, কারণ এটি আপনার বন্ধুত্বকে নষ্ট করতে পারে।

প্রতিকার :- কালো ও সাদা কুকুরকে রুটি খাওয়ালে আপনার প্রেমের জীবনের উন্নতি হবে।

মিথুন রাশিফল (Saturday, October 19, 2024)

যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাঁদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন। মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া। আজকে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না। বিছানা ছাড়ার পর আপনি অনুভব করবেন যে আপনি মূল্যবান সময় নষ্ট কে ফেলেছেন। আজ, আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন। আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার প্রবণতা দেখা যায় এবং আপনি যে কোনও আধ্যাত্মিক গুরুর সাথে দেখা করতে যেতে পারেন।

প্রতিকার :- ক্রিম বা সাদা বা প্যাস্টেল রঙের পর্দা ঘরে টাঙ্গালে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে।

কর্কট রাশিফল (Saturday, October 19, 2024)

আপনাকে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে- যা আপনার মানসিক এবং স্নায়বিক চাপের সৃষ্টি করবে। আপনি আজ অজানা উত্স থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে। আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগীতায় জয় পেতে সক্ষম হবেন। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু। কোনো বন্ধুর সাহায্য করে আজকে আপনি ভালো অনুভব করতে পারেন।

প্রতিকার :- শরীর সুস্থ রাখতে রুপোর পাত্রে জল পান করুন।

সিংহ রাশিফল (Saturday, October 19, 2024)

অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। আর্থিকভাবে, আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন। আপনার ভালবাসার সঙ্গী সত্যিই কিছু সুন্দর করে আজ আপনাকে অবাক করে দেবে। এমন পরিবর্তন করুন যা আপনার উপস্থিতিকে উন্নত করে এবং সম্ভাব্য সঙ্গীদের আকর্ষণ করে। আপনার স্ত্রী আজ সত্যিই আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন। দিনের প্রথমার্ধে আপনি হয়ত অলস বোধ করতে পারেন তবে আপনি যদি বাড়ি থেকে বেরোনোর সাহস যোগ করেন তবে অনেক কিছু করা সম্ভব।

প্রতিকার :- শনির তৈল অভিষেক করলে অর্থাৎ শনির মূর্তির ওপর তেল ফেললে পরিবারে খুশি ও শান্তি বজায় থাকবে।

কন্যা রাশিফল (Saturday, October 19, 2024)

আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। একে স্থায়ীভাবে একটি নির্দিষ্ট দিশায় রাখতে আপনার জীবন শৈলী পরিবর্তন করার সঠিক সময়। অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে। পরিবারে এক নতুন সদস্যের আগমনবার্তা আপনাকে মুগ্ধ করতে পারে। একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকার আনন্দ ভাগ করে নিন। ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আজ বিশ্ব ধবংস হতে পারে, কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না। আপনার স্বাস্থ্য আপনার পরিবারকে আজ সুখী করবে।

প্রতিকার :- সাদা খরগোশকে খাবার খাওয়ালে আর্থিক স্থিতি মজবুত হবে।

তুলা রাশিফল (Saturday, October 19, 2024)

গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন। আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না, তবে আজ আপনি এর তাত্পর্য বুঝতে পারবেন যেহেতু আপনার অর্থের প্রয়োজন হবে তবে এটি করার যথেষ্ট পরিমাণ নেই। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে- কারণ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে। আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে। আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায়। আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনটিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে।

প্রতিকার :- সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে।

বৃশ্চিক রাশিফল (Saturday, October 19, 2024)

এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে- কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন। ব্যাক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না। প্রেম অপরিমিত, সীমাহীন; আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন। কিন্তু আজ আপনি তা অনুভব করবেন। আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মত্ত তেই ব্যাস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন। আজ, আপনি আপনার জীবন সঙ্গী স্যাকরিন চেয়ে মিষ্টি বুঝতে পারবেন। আপনার সম্পর্কের বাইরেও আপনার নিজস্ব একটি জগত রয়েছে এবং আজ আপনি সেই বাস্তবতাটি ঘুরে দেখতে পারেন।

প্রতিকার :- সন্তোষ পূর্ণ পারিবারিক জীবনের জন্য কালো কুকুরকে দুধ খাওয়ান।

ধনু রাশিফল (Saturday, October 19, 2024)

অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলবে। আপনার শরীরকে তেল দিয়ে মালিশ করা পেশীগুলিকে আরাম দেবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন। আপনি প্রেমের ব্যথা অনুভব করবেন। যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে। দিনে একটি উত্তপ্ত তর্কের পরে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন। দীর্ঘ সময় পরে, আপনি ঘুমের জন্য আপনার কোটা পূরণ করতে সক্ষম হতে পারে। এরপরে, আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করছেন।

প্রতিকার :- পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়াক হবে।

মকর রাশিফল (Saturday, October 19, 2024)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। আপনি বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। আপনি এমন জায়গাগুলিতে হ্যাংআউট করতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সাথে দেখা করার সুযোগ যথেষ্ট।

প্রতিকার :- হিজড়ে সম্প্রদায়ের মানুষদের অসম্মান করবেন না কারণ তারা বুধের সাথে সম্পর্কিত, এর ফলে আপনার আর্থিক অগ্রগতি বজায় থাকবে।

কুম্ভ রাশিফল (Saturday, October 19, 2024)

আপনার ঐক্যনাশক আবেগ এবং ঝোঁক নিয়ন্ত্রণে রাখুন। আপনার গোঁড়া চিন্তা/পুরোনো ধারণা আপনার প্রগতিকে ব্যাহত করে- উন্নয়নকে দমন করে এবং সামনে এগোনোর পথে বাধার সৃষ্টি করে। আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে, কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে। আপনি সমস্ত অনাদায়ী পারিবারিক ঋণ মিটিয়ে দিতে সক্ষম হবেন। ভালবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারে। জীবন আপনাকে চমক দিতে পারে, কিন্তু আজ আপনি আপনার সঙ্গীর বিস্ময়কর দিক দেখে একেবারে বিস্ময়াভিভূত হয়ে গেছেন। সময় কি করে পেরিয়ে যাই সেটা আজকে আপনি আপনার পুরোনো কোনো বন্ধুর সাথে দেখা করে বুঝতে পারবেন।

প্রতিকার :- কোনো বট গাছ কে পূজা করলে ও প্রতি বৃহস্পতিবার তার সামনে ঘি এর প্রদীপ জ্বালালে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভ দায়ক হবে।

মীন রাশিফল (Saturday, October 19, 2024)

আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন। আপনি আজ ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন। আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারেন। এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে। প্রেম বসন্তের মতো হয়; যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি আজ রোমান্টিক স্পর্শ অনুভব করবেন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে। আজ বন্ধুদের সাথে চিট-চ্যাট করার চেয়ে ভাল আর কী হতে পারে! একঘেয়েমি কাটিয়ে ওঠার সেরা উপায়।

প্রতিকার :- সুখী থাকার জন্য অন্ধ বিদ্যালয়ে বা অক্ষম শিশুদের মিষ্টি বিতরণ করুন।

(Courtesy-AstroSage)
অর্জুন সিং-কে নৈহাটি থেকে লড়াইয়ের আহবান করলেন পার্থ ভৌমিক

*নিজস্ব প্রতিনিধি:* আগামী ১৩ নভেম্বর উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং-কে নৈহাটি কেন্দ্র থেকে লড়াইয়ের আহ্বান করলেন বর্তমান সাংসদ পার্থ ভৌমিক। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঐক্যতান মঞ্চে শুক্রবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে হাজির হয়ে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বলেন, "অর্জুন সিং যদি উপনির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে দাঁড়ায়, তাহলে তিনি খুব আনন্দিত হবেন"। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করলেন, উপনির্বাচনে নৈহাটি কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। তিনি বলেন,এই কেন্দ্রে তৃণমূলই জিতবে।

*ছবি ও লেখা:প্রবীর রায়* ।
শিয়ালদহ ডিভিশনে বড়সড় উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেল

নিজস্ব প্রতিবেদক: শিয়ালদহ ডিভিশনের মেইন লাইনে বড়সড় উদ্যোগ নিতে চলেছে পূর্ব রেল।১৮ টি স্টেশন কে বেছে নেওয়া হয়েছে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে।এর মধ্যে নৈহাটি ও কল্যাণী, ঘোষপাড়া অন্যতম। প্রাথমিকভাবে আধিকারিকরা জানালেন রেলের পরিষেবা আরো উন্নত করতে প্ল্যাটফর্মকে উচু করা হবে।প্ল্যাটফর্মে এস্কেলেটর বসানো হবে। প্ল্যাটফর্ম গুলোকে যাত্রীদের যাতে বৃষ্টিতে রোদে পুড়তে না হয় সেড করা হবে। স্টেশনগুলোতে থাকবে ফুট জোন। সেখানে যাত্রীরা ট্রেন আসার আগে তাদের খাওয়া-দাওয়া সেরে নিতে পারবেন।

*ছবি: প্রবীর রায়* ।

CAB felicitates Easwaran on 100th First-Class match achievement
*Sports News*



*Desk:* CAB on Friday felicitated Bengal star opener Abhimanyu Easwaran, commemorating his achievement of playing in 100th First-Class match.

CAB Hony Secretary Naresh Ojha, CAB Vice-President Amalendu Biswas, CAB Hony Treasurer Prabir Chakrabarty and CAB Hony Joint Secretary Debabrata Das felicitated Easwaran at the Bengal Cricket Academy in Kalyani.

Mr Ojha presented Easwaran with a silver plaque and congratulated the batsman for this incredible achievement. Mr Chakrabarty presented Easwaran with a shawl.

"We congratulate Abhimanyu for this incredible achievement. He has been in top form recently. We wish him best for the forthcoming matches. We hope he plays and brings success for India for a long time," Mr Ojha said.

Easwaran was thrilled on being felicitated by CAB. He said, "I thank CAB for honouring me on my 100th First-Class match. I will aim to keep performing for my team."

Srimanta Mallick, Chairman CAB Observer Committee, conducted the felicitation perfectly. Mr Mallick heaped praise on Easwaran for achieving the feat.

Bengal head coach Laxmi Ratan Shukla also congratulated Easwaran. The entire Bengal and Bihar team were present for the felicitation. All the players, support staff present applauded Easwaran's achievement. *Pic Courtesy by:CAB*
আই এস এলে প্রথম ডার্বির আগে সাংবাদিকদের মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল

*Khabar kolkata:* শনিবার আই এস এলে প্রথম ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। এই ম্যাচকে ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে যেমন উন্মাদনা রয়েছে, তেমনি উন্মাদনা রয়েছে বাংলার ফুটবল প্রেমীর মধ্যে।আজ মোহনবাগান তাঁবুতে মোহনবাগান কোচ হোসে মোলিনা এবং দলের অধিনায়ক শুভাশীষ বসু জানান," তারা সর্বতোভাবে প্রস্তুত আগামীকালের জন্য।" অপরদিকে, ইস্টবেঙ্গল তাঁবুতে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ এবং ক্রেসপো জানান," তারাও তৈরী আগামীকাল মোহনবাগানকে মোকাবিলার জন্যে। আর এক্ষেত্রে দলের সমর্থকের উপরে তাদের পূর্ণ সমর্থনের আস্থার কথা জানান তারা"। *ছবি ও প্রতিবেদন : সঞ্জয় হাজরা।*