ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত ৮ জন
প্রবীর রায়: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনায় ধৃত ৮ জন। ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে পুলিশ ঘটনার দিন ৮ জনকে  গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের দাবি, প্রিয়াঙ্গু পান্ডেই তাদের গুলি চালাতে বলেছিল। কেন্দ্রীয় নিরাপত্তা পাবার জন্য। যদিও প্রিয়াঙ্গু পান্ডের দাবি, "জগদ্দলের বিধায়কের শেখানো কথা ধৃতরা বলছে। এনআইএ তদন্তের দাবি জানিয়ে তিনি আদালতের শরণাপন্ন হচ্ছেন।" প্রসঙ্গত, বনধের দিন সকালে ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে।
শহরবাসীর কাছে মালদহের ভাটরা বিল এখন মিনি দীঘা
খবর কলকাতা: ছুটির দিন পুরাতন মালদহের সাহাপুর অঞ্চলের দক্ষিণ ভাটরার বিলে উপছে পড়ছে পর্যটকদের ভিড়।ভাটরা বিলে পর্যটকদের যে পরিমাণ ভিড় বাড়ছে তা  নজিরবিহীন। পুরাতন মালদহ ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটরা এলাকায় অবস্থিত কয়েক হাজার একর জমির এখন বৃষ্টি এবং নদীর জল প্রবেশ করে সমুদ্রের পরিণত হয়েছে । যার এপার থেকে ওপার কিছুই দেখা যাচ্ছে না। ঝোড়ো হাওয়ার ফলে সেই বিশাল জলাশয় ঢেউয়ের চেহারাও নিয়েছে। নৌকা-বিহার চলছে। আর এটাই এখন মানুষের কাছে মিনি দীঘায় পরিণত হয়েছে।এই জেলার আশেপাশের জেলা থেকেও মানুষ আসছেন মিনি দীঘায় ঘুরতে। সেখানে পুলিশের নজরদাঁড়ি বাড়ানো হয়েছে। গ্রামের হঠাৎ করে পরিবেশ পাল্টে যাওয়ায় বেড়েছে কর্মসংস্থান। ফাস্টফুডের দোকান থেকে আরও যাবতীয় বেশ কিছু দোকান গড়ে উঠেছে সেখানে। 

বাইরে থেকে ঘুরতে আসা বিভিন্ন এলাকার পর্যটকদের বক্তব্য, সমুদ্রের মতোই জলের স্রোত দেখে অনেকেই অভিভুত হয়ে যাচ্ছেন। মালদহের এই ভাটরা বিল পর্যটকের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।  শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ভাটরা বিল। বর্ষার সময় বন্যা এবং বৃষ্টির জলে ভরে যায় এই বিল। আবার গ্রীষ্মের সময় এই বিলে আর জল থাকে না।

ইংরেজবাজার শহর থেকে আসা এক পর্যটক জানান, "মিনি দিঘার নাম শুনেছি। তাই মনের মধ্যে আগ্রহ ছিল সেটি দেখার। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেছি। প্রকৃতির এত সুন্দর বৈচিত্রময় দৃশ্য ভাবতেই পারে নি। অসাধারণ একটি জায়গা যা মালদার মিনি দীঘা নামে পরিচিত হয়েছে"। 
এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পেল নদীয়ার দুই মহিলা সহ এক শিশু কন্যা


খবর কলকাতা: বর্তমানে সারাবিশ্বে যোগাসনের চর্চা অনেকটাই ছড়িয়ে পড়েছে। ভারতীয় ঐতিহ্যের যোগাসনে যুক্ত হচ্ছেন বাড়ির অভিভাবক থেকে শুরু করে তাদের সন্তানরাও। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত এক যোগাসন প্রত যোগিতায় রুপো ও সোনা জিতে এক অনন্য নজির গড়লো নদীয়ার কৃষ্ণনগরের মা ও মেয়ে। যদিও শুধু তারাই সাফল্য অর্জন করেননি একই সাথে পদক জিতে নিয়েছেন যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকাও। উল্লেখ্য,এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় নদীয়ার কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশগ্রহণ করেছিলেন কৃষ্ণনগর চম্পা হালদার ও তার ছোট্ট মেয়ে আর্যহী হালদার। যেখানে অংশগ্রহণ করেছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগিরা।একের পর এক ধাপ লড়াইয়ের পর মা চম্পা হালদার তিনি রৌপ পদক ছিনিয়ে নেন, আর মেয়ে দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নেন সোনার পদক। যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখার্জী তিনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি  জিতে নেন রৌপ পদক।
উপন্যাস "মুক্তা মাছ", লেখক সন্তোষ করের উপন্যাস স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে

খবর কলকাতা: সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে লেখা সামুদ্রিক উপন্যাস "মুক্তা মাছ"। পূর্ব মেদিনীপুরের শংকরপুর সমুদ্র সৈকতের লেখক সন্তোষ করের এই উপন্যাস এবার স্থান পেল বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে।

ড: শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয় রাঁচির ঝাড়খন্ডে স্নাতকোত্তর বাংলা সিলেবাসে পড়ানো হচ্ছে সন্তোষ করের উপন্যাস "দাঁড়- জাল মুক্তা মাছ" ।এই ইউনিভার্সিটি গ্রাজুয়েশনে পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে সন্তোষ করের আর একটি উপন্যাস "এখন এই মন"।

রামনগরের উপকূলবর্তী এলাকার এক অনন্য সাহিত্য সাধক। বাংলা সাহিত্যের এক অন্য ধারার লেখক। সমুদ্র উপকূলেবর্তী মানুষ হওয়ায় মৎস্যজীবীদের জীবন কাহিনী ভাবনা , সমুদ্রের বিষয় তাকে অনেকটাই প্রভাবিত করেছে। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলা সাহিত্যে অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। একে একে লিখে গিয়েছেন নানান উপন্যাস, গল্প ও কবিতা।লেখক সন্তোষ করে জন্ম ১৯৪৩ সালের ১৯ শে সেপ্টেম্বর দীঘার কাছে ক্ষীরপাল গ্রামে। পিছাবনী বাণী নিকেতন হাইস্কুলে পদার্থবিদ্যার শিক্ষক ছিলেন তিনি। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় মগ্ন ছিলেন সন্তোষ কর। তার লেখা কাব্যগ্রন্থ গুলি হল "মরুভূমি বেদুইন",গল্পগ্রন্থ "গরল"উপন্যাস "দাঁড়- জাল মুক্তা মাছ"। তার লেখা বই বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের সিলেবাসে পঠন-পাঠনের জন্য কাজে লাগছে তার জন্য তিনি স্বভাবতই খুশি। তার লেখনি শুধু বাংলা সাহিত্যে অন্য ধারার লেখাই শুধু নয় সামুদ্রিক উপন্যাসের এক দিশা দেখিয়েছে। রামনগরের শংকরপুরের সমুদ্রের পাড়ে প্রত্যন্ত ক্ষীরপান গ্রামের লেখকের ভাবনা ও দৃষ্টিভঙ্গি দিশা দেখিয়েছে বাংলা সাহিত্যের এক নতুন দিককে। শুধু সমুদ্র কেন্দ্রিক উপন্যাসে নয়, এই উপন্যাসের মধ্যে রামনগরের আঞ্চলিক ভাষা উপন্যাসের চরিত্রের মাধ্যমে বিকশিত হয়েছে। যা আঞ্চলিক ভাষা সাহিত্য ও মৎস্যজীবীদের জীবনযাত্রা ও সামুদ্রিক জীবনের চিত্র বারে বারে বিকশিত হয়েছে। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ সুরঞ্জন মিদ্দা মহাশয়ের সম্পাদনায় "দাঁড়- জাল

মুক্তা মাছ" উপন্যাসের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে "মুক্তা মাছ" শিরোনামে ২১ শে এপ্রিল ২০১৮ সালে।

লেখকের মুক্তা মাছ উপন্যাস নিয়ে ড. অনির্বাণ সাহুর অভিব্যক্তি বেশ তাৎপর্যপূর্ণ - "মোহনা থেকে সমুদ্রের জলে মাঝিদের আত্মবিশ্বাসের শুধু কাহিনী নয় বাংলার আঞ্চলিক ভাষার নির্মম বাস্তবের সঙ্গে রোমান্সের এক অভিনব আলেখ্য। জেলে পাড়ার সনাতন বিশ্বাস ও আধুনিক সংস্কারের দ্বন্দ্ব একাকার জল ও জলের মৎস্যপুরাণ মুক্তা মাছ।"

শংকরপুর মৎস্য বন্দর থেকে কিছুটা দূরে উপন্যাসের পটভূমি মৎস্যজীবী সম্প্রদায় বা জেলের সম্প্রদায়ের মানুষের জীবন সংগ্রাম সমুদ্র নির্ভর জীবিকা ভালো-মন্দ, চড়াই উতরাই, প্রেম প্রত্যাখ্যান, সমস্যা সম্বল পিছিয়ে পড়া সংস্কার অন্ধবিশ্বাস জীবন ঘিরে এই উপন্যাস। সবকিছু সঙ্গে উপন্যাসটি হয়েছে স্থানীয় উড়িয়া এবং বাংলায় মিশ্রিত কথিত ভাষাকে আধার করে। রামনগর কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপক গৌতম প্রামাণিক জানালেন," সন্তোষ কর হলেন বাংলা সাহিত্যের নতুন দিশার এক মহীরূহ"। অন্যদিকে, রামনগর কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বরুণ কুমার দাস বলেন, "সন্তোষ করের মতন সাহিত্যিক বাংলা সাহিত্যের এক স্বকীয় ভাবনার লেখক"।

বাংলা সাহিত্যের অন্যধারা লেখক সন্তোষ স্তরের দুটি উপন্যাস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়ায় খুশি উপকূলবর্তী এলাকার সাহিত্য অনুরাগী মানুষ সহ গোটা বাংলা।

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকার অবস্থান মঞ্চ থেকে মোমবাতি মিছিল

খবর কলকাতা: এস এফ আই ডি ওয়াই এফ আই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে পানিহাটি নাটাগরের বাসিন্দা তরুণী ডাক্তার এবং ছাত্রী  আর জি কর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে যেভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদে এস এফ আই, ডি ওয়াই এফ আই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সোদপুর ট্রাফিক মোড় থেকে মিছিল করে সোদপুর স্টেশন রোড হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড হয়ে এইচবি টাউন মোড়ে প্রায় ৪৮ ঘন্টা ধরে গণ অবস্থান কর্মসূচি চলছে। গতকাল সন্ধ্যায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী এই অবস্থান মঞ্চে আসেন এবং তার নেতৃত্বে অবস্থান মঞ্চ থেকে ঘোলা থানা পর্যন্ত একটি মশাল মিছিল সংঘটিত হয় ।
আজকের রাশিফল (Thursday, August 29, 2024)

জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রাশিফল গণনা। রাশিফল বৈদিক জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধারণা যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। দেখে নেওয়া যাক আপনার গ্রহ-নক্ষত্ররা কি বলছে

মেষ রাশিফল (Thursday, August 29, 2024)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। অর্থ সংক্রান্ত বিষয়ে গ্রহনির্ভর স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। সুতরাং, আপনার অর্থ নিরাপদ রাখুন। যদি এমন কোন জায়গায় আপনি আমন্ত্রিত হন যেখানে আপনি যাননি-তাহলে সুন্দরভাবে সেই নিমন্ত্রণটি গ্রহণ করুন। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন। কর্মক্ষেত্রে কারুর সাথে মন লাগাবেন না,নাহলে আপনার বদনামী হতে পারে। যদি আপনি কারুর সাথে জুড়তে চান তো অফিস থেকে দূরত্ব বানিয়ে জুড়ুন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। আপনি আজ বিশ্বের সবচেয়ে ধনী বোধ করবেন কারণ আপনার স্ত্রীর এইরকম আচরণ আপনাকে তাই মনে ক্রাবে।

প্রতিকার :- ব্যবসা বাণিজ্য ও কর্ম জীবনে উন্নতির জন্য স্কুল, হোস্টেলস, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বা অনাথালয়ে বই পত্র ও অন্যান্য শিক্ষার সামগ্রী দান করুন।

বৃষভ রাশিফল (Thursday, August 29, 2024)

যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরো দুর্বল করে তুলতে পারে। আজ, আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ আপনার চারপাশের মানুষের মনে রেখাপাত করতে পারে। অহেতুক সন্দেহ ও সন্দেহ সম্পর্কটিকে নষ্ট করে দেয়। এই কারণেই আপনাকে কখনই আপনার প্রিয়জনকে সন্দেহ করা উচিত নয় এবং যদি আপনাকে কোনও খাওয়া খাওয়া সম্পর্কে দৃ strongly়তা বোধ করে তবে তাদের সাথে বসে সমাধানের চেষ্টা করার চেষ্টা করুন। আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন হবে। ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে। বন্ধু বান্ধব এর সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক। মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন।

প্রতিকার :- ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভকারী।

মিথুন রাশিফল (Thursday, August 29, 2024)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। আপনার বাবা মায়ের কাছে উচ্চাকাঙ্খা প্রকাশ করার সঠিক সময়। তাঁরা আপনাকে পূর্ণ সহায়তা করবেন। আপনাকেও মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে এবং এটির অর্জন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করতে হবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। বিনোদন এবং আমোদপ্রমোদের জন্য ভালো দিন কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনাকে মন দিয়ে দেখতে হবে। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গীনীর মধ্যে বিতর্কের সৃষ্টি করতে পারে।

প্রতিকার :- সঙ্গীকে প্লাটিনাম যুক্ত গয়না বা অন্য সামগ্রী উপহার দিলে নিজেদের মধ্যে প্রেমের সম্পর্ক আরো গাঢ় হবে।

কর্কট রাশিফল (Thursday, August 29, 2024)

বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না। আপনার বাচ্চার কোন পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশামাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। ঊর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে। আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে। আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন।

প্রতিকার :- ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।

সিংহ রাশিফল (Thursday, August 29, 2024)

আপনার ওজনের উপর নজর রাখুন এবং বেশি খাওয়ায় প্রশ্রয় দেবেন না। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে- কিন্তু একই সময়ে ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। আত্মীয়/বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। প্রেমের সুযোগগুলি (সম্ভাবনাগুলি) স্পষ্ট- কিন্তু ক্ষণস্থায়ী হবে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। যদি আপনার জীবনে আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করছিলেন-তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত। একটি নিয়মিত বিবাহিত জীবনে এই দিনটি একটি সুস্বাদু ডেজার্ট হিসাবে কাজ করবে।

প্রতিকার :- কাঁচা হলুদ,কেশর, হলুদ চন্দন, হলুদ শস্য এই সব দ্রব্য অগ্রাধিকারের সাথে ব্যবহার করলে তা আপনার স্বাস্থ্যকে বাড়িয়ে তুলবে।

কন্যা রাশিফল (Thursday, August 29, 2024)

সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখন এবং কোথায় বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ে অনুতাপ করতে হবে। আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারে। আপনি আজ ভালবাসাপূর্ণ চকলেট খেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। সময়ের সঠিক ব্যবহার করার জন্য আজকে আপনি পার্কে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু সেখানে কোনো অজানা ব্যাক্তির সাথে আপনার বিতর্ক হওয়ার সম্ভবনা রয়েছে যেই কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। ভালবাসা এবং ভাল খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয়; এবং আপনি আজ এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন।

প্রতিকার :- সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন।

তুলা রাশিফল (Thursday, August 29, 2024)

স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি ভালো। সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন- যখন আপনার হৃদয়ের থেকেও মনের দরকার বেশি পড়বে। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- আপনার প্রেমের সম্পর্ক কে সুদৃঢ় করার জন্য আপনার ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার দিন।

বৃশ্চিক রাশিফল (Thursday, August 29, 2024)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোন ছুটির পরিকল্পনা করার জন্যও ভালো হবে। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই -বোন এর সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগীতা দেখতে পারেন।এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন। আজ আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন।

প্রতিকার :- পরিবারে শুভ শক্তির বৃদ্ধির জন্য কোনো অশ্বথ বা বট গাছের কাছে বা নিজের গৃহে কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্রে ২৮ বিন্দু তেল ফেলুন।

ধনু রাশিফল (Thursday, August 29, 2024)

মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে। আপনার আজ অ্যালকোহল বা এ জাতীয় কোনও খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত, কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন। পরিবারের সদস্যরা আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণাপোষণ করেন। আপনার কাছে সময় তো হবে কিন্তু তবুও আপনি এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনি সন্তুষ্ট পাবেন। আপনি একটি সুন্দর রোমান্টিক দিন পেতে পারেন, কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো কম্বল দান করলে তা পানার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।

মকর রাশিফল (Thursday, August 29, 2024)

আপনার প্রফুল্ল স্বভাব অন্যদের খুশি করবে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরী হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্যসুলভ আচরণ করবেন না। আপনি কর্মক্ষেত্রে আজ সবকিছুতে উপরের দিকে থাকতে পারেন। যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল, এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না। যদি আপনার স্ত্রীর স্বাস্থের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেস্তে যায়, আপনারা একসাথে কাটাবার জন্য আরো ভালো সময় পেতে পারেন।

প্রতিকার :- দরিদ্র এবং অভাবী লোকজনদের সুতির বস্ত্র ও নোনতা খাবার দান করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

কুম্ভ রাশিফল (Thursday, August 29, 2024)

আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। আপনার ভালবাসা একটি নতুন উচ্চতায় পৌছবে। দিনটি আপনার ভালবাসার জনের হাসি দিয়ে শুরু হবে এবং একে অপরের স্বপ্নে শেষ হবে। আজ আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভাল করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে। বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না।

প্রতিকার :- বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে তা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে।

মীন রাশিফল (Thursday, August 29, 2024)

বিশেষ করে খোলা খাবার খাওয়ার সময় বিশেষ সাবধানতা নেওয়া উচিত। কিন্তু অহেতুক চাপ নেবেন না যেহেতু এটি কেবলমাত্র আপনাকে মানসিক উত্তেজনা দেবে। ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালী আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন। আপনি কর্মক্ষেত্রে আজ একটা ভালো খবর পেতে পারেন। আজকে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে।তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে। বিবাহ শুধুমাত্র একটি চাঁদের নীচে বসবাস করা নয়। আপনার সঙ্গীর সাথে কিছুক্ষন সময় কাটানোও খুব গুরুত্বপুর্ন।

প্রতিকার :- সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, গাছের বা গাছের গাছের পাতা বা অঙ্কুর ছিড়বেন না, কারণ গ্রহ বৃহস্পতির ভবন ব্রহ্মার রূপ।

(Courtesy-AstroSage)
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ঘোষণা
খবর কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা করেন। তিনি বলেন,"পরের সপ্তাহে, আমরা বিধানসভার অধিবেশন আহ্বান করব এবং ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করতে ১০ দিনের মধ্যে একটি বিল পাস করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাব। তিনি সই না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে ঘণ্টার পর ঘণ্টা। এই বিলটি অবশ্যই পাশ করতে হবে এবং তাকে জবাবদিহি করতেই হবে। রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না"।
ভাটপাড়ায় গুলি কাণ্ডে ধৃত ৮ জন জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার

খবর কলকাতা: উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় গুলি কাণ্ডে ধৃত আটজন। বুধবার বিজেপির বনধের দিন সকালে ভাটপাড়ার কলাবাগান মোড় সন্নিহিত এলাকায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানালেন, "ভিডিও ফুটেজ খতিয়ে দেখে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাড়াগত নাকি, ব্যক্তিগত কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।"
তৃণমূল বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তির জেরে উত্তেজনা  জগদ্দলের মেঘনা মোড়
প্রবীর রায়: বিজেপির ডাকা বনধে তৃণমূল বিজেপির স্লোগান পাল্টা স্লোগান ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো জগদ্দলের মেঘনা মোড় এলাকায়। বনধের দিন বুধবার সকালে বনধের বিরোধিতা করে জগদ্দলের মেঘনা মোড়ে জমায়েত হয় তৃণমূলের লোকজন। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম থেকে শুরু করে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, প্রাক্তন প্রশাসক গোপাল রাউত, সিআইসি অমিত গুপ্তারা মেঘনা মোড়ে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন। বনধের সমর্থনে পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরা। দু'পক্ষের স্লোগান পাল্টা স্লোগান ঘিরে উতপ্ত হয়ে মেঘনা মোড় চত্বর। দু'পক্ষের মধ্যে কিছুক্ষণ তুমুল ধস্তাধস্তি চলে। উপস্থিত পুলিশ কর্মীরা দু'পক্ষকে সরিয়ে দেবার বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেন। ঘটনা নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "মমতা ব্যানার্জি গণতন্ত্র বিরোধী। উনি শাসনতন্ত্র চালাতে চাইছেন। ওনাকে এই শাসনতন্ত্র ক্ষমতা থেকে সরিয়ে দেবে।" অপরদিকে ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, "ওরা মেঘনা মিল জোর করে বন্ধ করার চেষ্টা করেছিল।  সেখানে গিয়ে তারা প্রতিবাদ জানান। কিন্তু প্রাক্তন সাংসদ নিজে বাড়ি থেকে বেরিয়ে এসে গণ্ডগোল পাকিয়েছেন"।

ভাটপাড়ায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ  দুষ্কৃতীদের বিরুদ্ধে
প্রবীর রায়: ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকাল ৮ টা নাগাদ ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কলাবাগান এলাকায়। এদিন কয়েকজন কর্মী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে জগদ্দলের মেঘনা মোড়ের দিকে যাচ্ছিলেন প্রিয়াঙ্গু পান্ডে। অভিযোগ, আঙলো ইন্ডিয়া জুটমিল পেরোতেই পুরসভার জেটিং মেশিন দিয়ে প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি আটকানো হয়। প্রিয়াঙ্গুর অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ প্রিয়াঙ্গুর। হামলায় প্রিয়াঙ্গু-সহ ৬-৭জন আহত হয়েছে। প্রিয়াঙ্গুর এক সঙ্গী রবি সিংয়ের আঘাত গুরুতর। তাঁকে চিকিৎসার জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়। একজন কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তিরিত করা হয়।আহত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে আসেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তাঁর পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং। হাসপাতালে দাঁড়িয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং ক্ষোভের সঙ্গে বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি চালিয়েছে। গাড়ির চালক-সহ এক সঙ্গী রবি সিং গুরুতর আহত হয়েছেন। তাঁর অভিযোগ, পুলিশ তৃণমূলের দালালি করতে ব্যস্ত।"পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে এই ঘটনার সাথে যুক্ত কাউকে রেয়াত করা হবে না। সকলকে গ্রেফতার করা হবে। পুলিশ তদন্ত শুরু করেছে।