তেলেঙ্গানায় এক জনসভায় অমিত শাহ, বললেন, "এই নির্বাচন মোদির উন্নয়নের গ্যারান্টি বনাম রাহুলের চীনা গ্যারান্টি"
![]()
এসবি নিউজ ব্যুরো: ২০২৪ এর লোকসভা নির্বাচনে ইতিমধ্যে জন্য ৩ দফার ভোট সম্পন্ন হয়েছে।১৩ মে চতুর্থ দফার ভোট।এদিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সব দলের তারকা প্রচারকরা। এই ধারাবাহিকতায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার বলেছেন," 2024 সালের নির্বাচন রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর। তেলেঙ্গানার লোকসভা কেন্দ্রে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন ,এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ভারতীয় গ্যারান্টি' এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর 'চীনা গ্যারান্টি'র মধ্যে। আজ তেলেঙ্গানায় এক জনসভায় মুসলিম রিজার্ভেশনের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন অমিত শাহ, এই নির্বাচন রাহুল গান্ধীর চিনা গ্যারান্টির বিরুদ্ধে নরেন্দ্র মোদির ভারতীয় গ্যারান্টি নিয়ে গান্ধীর গ্যারান্টি সূর্যাস্ত পর্যন্ত স্থায়ী হয় না এই নির্বাচনগুলি 'জিহাদের' ভোটের বিপরীতে উন্নয়নের জন্য ভোট। এ নির্বাচন পরিবারের কল্যাণের বিপরীতে দেশের মানুষের কল্যাণের কথা।
কংগ্রেস, বিআরএস এবং এআইএমআইএম হল তুষ্টির ত্রয়ী-শাহ
কংগ্রেস, বিআরএস এবং এআইএমআইএমকে তুষ্টির ত্রয়ী হিসাবে বর্ণনা করে, অমিত শাহ বলেছেন , এই দলগুলি রাম নবমী মিছিল করতে দেয় না এবং সিএএ-র বিরোধিতাও করে।তিনি বলেন, ‘এই লোকেরা ‘হায়দরাবাদ মুক্তি দিবস’ (১৭ সেপ্টেম্বর) পালন করতে দেয় না। এই লোকেরা সিএএ-র বিরোধিতা করে। এই লোকেরা শরীয়া ও কুরআনের ভিত্তিতে তেলেঙ্গানা চালাতে চায়।
এছাড়াও খড়গে লক্ষ্য করা হয়েছে
কংগ্রেসের মল্লিকার্জুন খাড়র্গেকেও নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কাশ্মীরের সঙ্গে তেলেঙ্গানা ও রাজস্থানের মানুষের কোনো সম্পর্ক নেই। দুর্ভাগ্যবশত, তিনি জানেন না এখানকার মানুষ কাশ্মীরের জন্য প্রাণও দিতে পারে। 370 অনুচ্ছেদ অপসারণ মোদীজির নেওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, এবং ভারতের জনগণ এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ এবং গর্বিত।


এসবি নিউজ ব্যুরো: আজ নৈহাটির সাহেব কলোনির মোড় থেকে পদযাত্রা শুরুর আগে পঞ্চায়েত সমিতির সদস্য সুমিত ঘোষ-সহ ৩০০ জন কর্মী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, "নৈহাটি, জগদ্দলে তৃণমূলের ধ্বস নেমেছে। আগামীদিনে তৃণমূলের কিছুই থাকবে না"।
নিজস্ব প্রতিনিধি: এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ সাহা।নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আবাসিক ছাত্র হলেও সৌম্যদীপের বাড়ি বারাসাতে।বৃহস্পতিবার সৌম্যদীপের বরিশাল কলোনির বাড়িতে গিয়ে দেখা করলেন বারাসাতের তৃণমূল প্রার্থী ডা:কাকলি ঘোষ দস্তিদার।পড়াশুনোয় উৎসাহ দেওয়ার পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্রকে শ্রীমদ্ভাগবত গীতা সহ কিছু উপহারও তুলে দিলেন বারাসাতের বিদায়ী সাংসদ।কথা বলেন সৌম্যদীপ সহ তাঁর বাবা মায়ের সঙ্গেও।কাকলি ঘোষ দস্তিদারের সান্নিধ্য পেয়ে আপ্লুত সৌম্যদীপ।
SB News Bureau: Submission of nominations of Smt. Rekha Patra of Bharatiya Janata Party (BJP) for Bashirhat PC for the 18th Parliament General Election 2o24.
Pic Courtesy by: I & CA(North 24 Parganas).
এসবি নিউজ ব্যুরো: "বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দলিত পরিবারের মেয়ে রেখা পাত্রকে ভয় পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেখাকে পিসি আর ভাইপোর এই ভয় দেখে আমাদের গর্ব হচ্ছে। বসিরহাটে চোরেদের সঙ্গে রেখার লড়াই হচ্ছে "-বারাসাতে বললেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের মনোনয়নের আগে বারাসাতে জেলা শাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
May 10 2024, 12:28
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
1- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.7k