"দলনেত্রীর চলো পাল্টাই ডাকে মোদী সরকারকে উৎখাত করতে, আমরা সবাই তার পাশে আছি", খড়দহে প্রচারে বেরিয়ে মন্তব্য দমদমের তৃনমূল প্রার্থী সৌগত রায়ের
এসবি নিউজ ব্যুরো: একবারে লোকসভা নির্বাচনে তৃণমূল নেত্রী ডাক দিয়েছেন "চল পাল্টাই"। আমারাও নেত্রী সেই ডাকে পাশে আছি। রবিবাসরীয় সকালে খড়দহের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন দমদমের বর্ষীয়ান তৃনমুল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। এদিন তিনি বলেন,"দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন "চল পাল্টাই"। আমরা সবাই নেত্রীর সেই ডাকে তার পাশে আছি। কেন্দ্রের মোদী সরকারকে উৎখাত করার জন্য'।
পাশাপাশি, বিকল্প সরকারও তৈরি করব। সন্দেশখালির ভাইরাল ভিডিও ফুটেজ প্রসঙ্গে তৃনমূল প্রার্থী সৌগত বাবুর দাবি, অভিষেক বন্দোপাধ্যায় আগেই বলেছেন এটা একটা জঘন্য চক্রান্ত ছিল। আর তাতে দেখাই যাচ্ছে যে সেখানে সাজানো অভিযোগ করা হয়েছে। তাই মানুষের কাছে বার্তা, বিজেপির এই নোংরা রাজনীতি তারা বুঝে নিক এবং বিজেপির বিরুদ্ধে অবস্থান নিক। প্রচারে কেমন সারা মিলছে। প্রসঙ্গে তৃনমূল প্রার্থীর জবাব, খুব ভালো সারা পাচ্ছি। কোথাও তিনি মানুষের সারার অভাব বোধ করছেন না। তৃণমূল প্রার্থীর সঙ্গী রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,'যারা নতুন ভারতবর্ষের গনতন্ত্রকে ধ্বংশ করছেন তাদের বিরুদ্ধে জনগনের লড়াই চলছে এবং চলবে। মন্ত্রীর কথায়, এবারের নির্বাচনে মোদীর ৪০০ পার মুখ থুবড়ে পড়বে। ২০০ পার করতে পারবে কিনা সেটাই দেখার"।
কৃষিমন্ত্রী ছাড়াও এদিনের প্রচার মিছিলে তৃনমূল প্রার্থীর সঙ্গে ছিলেন পুরপ্রধান নিলু সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এদিনের প্রাচার মিছিলটি লিচুবাগান মাঠ থেকে শুরু হয়ে থানা রোড ধরে,পিডি মোড়,বোসপাড়া, পুরানো পোস্ট অফিস, মহাপ্রভু মন্দির,রাসখোলা ঘাট হয়ে বিটি রোড সংলগ্ন দেওয়ান নার্সিংহোম পার হয়ে একফোর্ড রোডে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য মিছিলের দীর্ঘ যাত্রাপথে প্রার্থীকে দেখে স্থানীয় মানুষজন তাকে মালা পরিয়ে এবং পুষ্প বৃষ্টি করে বরণ করে নেন।





प्रवीर राय : बैरकपुर से भाजपा प्रत्याशी अर्जुन सिंह काकीनारा ने रविवार सुबह धनकल मोड़ से केउटिया तक जनसंपर्क किया. वह संदेशखाली को लेकर कल के वायरल वीडियो का जिक्र कर रहे हैं।
এসবি নিউজ ব্যুরো: জম্মু ও কাশ্মীরে বড় সন্ত্রাসী হামলা হল। ভারতীয় বিমানবাহিনীর কনভয়ে গুলি চালায় সন্ত্রাসীরা।আহত বহু সেনা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এই ঘটনা ঘটে। সূত্রের খবর, বিমানবাহিনীর গাড়ির ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় বহু সেনা আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট এলাকায় একটি ঘেরাও এবং তল্লাশি অভিযান শুরু করেছে।কাফেলায়শাহসিতার কাছে সাধারণ এলাকায় বিমান ঘাঁটির ভেতরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িগুলোকে নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে।হামলার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কতজন ভারতীয় সেনা আহত হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তথ্য অনুযায়ী, সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। কাফেলায় যে সব যানবাহন চলছিল অনেক বুলেটের চিহ্ন দেখা গেছে।তল্লাশি অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তথ্য অনুযায়ী, হামলার ঘটনা ঘটেছে সুনারকোটের সেনাই গ্রামে।
এসবি নিউজ ব্যুরো: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ডিহাইড্রেশন এড়াতে আপনার খাদ্য তালিকায় এই জিনিসগুলি অন্তর্ভুক্ত করুন, আপনি সারা গ্রীষ্মে সুস্থ থাকবেন। গ্রীষ্মের মরসুম শুরু হয়েছে। গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথে সাধারণ মানুষ তাদের খাবার এবং পানীয় নিয়ে সমস্যায় পড়েন, অতিরিক্ত ভাজা, ভাজা এবং মশলাদার খাবার খেয়ে মানুষ জল শূন্যতা, পেটে ব্যথা, বমি এবং মাথা ঘোরা ইত্যাদি সমস্যায় ভুগতে থাকে। গরমে যার কারণে শরীর ঘামে ।শরীরে জলের অভাব হলে পর্যাপ্ত জল পান না করলে জলশূন্য হতে পারে। এটি এড়াতে, আপনার খাদ্য তালিকায় এই জাতীয় জিনিসগুলি অন্তর্ভুক্ত করা উচিত যাতে আপনি পর্যাপ্ত জল পান এবং সতেজ থাকতে পারেন। আসুন জেনে নিই এমন কিছু জিনিস যা খেলে আমরা আমাদের শরীরে জলের মাত্রা বাড়াতে পারি। তরমুজ তরমুজে ৯০ শতাংশ জল থাকে। এটি আপনার শরীরের সাথে সাথে আপনার ত্বককেও রক্ষা করে।এছাড়াও হাইড্রেটেড রাখে। নারিকেলের জল নারকেলের জল পুষ্টিগুণে ভরপুর। পেটের প্রতিটি রোগ থেকে রক্ষা করার পাশাপাশি এটি শরীরকে ঠান্ডা রাখে। এমন আবহাওয়ায় নারকেলের জল পান করা উচিত। লেবুর রস গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে লেবু জল পান করা উচিত। এক গ্লাস লেবু জল আপনাকে তাপ এবং ক্লান্তি থেকে বাঁচায়। শসা শসা আপনার ত্বকের পাশাপাশি চুলকেও সুন্দর করে এবং শরীর থেকে টক্সিনও দূর করে।লাগে. ভুট্টা কার্নেল ভুট্টায় রয়েছে লুটেইন এবং জেক্সানথিন। যা গ্রীষ্মের মৌসুমে শরীরের অনেক উপকার করে। দই দই এমন একটি জিনিস যা গরম আবহাওয়ায় শরীরকে ঠান্ডা রাখে। আপনি এটি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। এটি দিয়ে রায়তা বা লস্যি তৈরি করুন, এটি যে কোনও রূপে শরীরের উপকার করবে। সবুজ শাক - সবজি গ্রীষ্মের মৌসুমে লাউ, টিন্ডা,কুমড়া এবং মটরশুটি জাতীয় সবজি খাওয়া উচিত। এতে আপনার শরীর ঠান্ডা থাকবে এবং পানির অভাব হবে না। চাল এবং মসুর ডাল দিয়ে তৈরি দক্ষিণ এশীয় খাবারের একটি থালা গ্রীষ্মের মৌসুমে হালকা ও কম মসলাযুক্ত খাবার খাওয়ার ইচ্ছা বেশি থাকে। আপনি সপ্তাহে দুই-তিনবার খিচড়ি খেতে পারেন, এতে আপনার পেট হালকা থাকবে এবং স্বস্তিও পাবেন। সালাদ খাবারের সাথে সালাদ খেতে ভুলবেন না। এটিতে শসা এবং গাজর অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। .বাটারমিল্ক এবং লস্যি গ্রীষ্মকালে অবশ্যই বাটারমিল্ক এবং লস্যি পান করব।
*ছবি:সঞ্জয় হাজরা (খবর কলকাতা)*
এসবি নিউজ ব্যুরো: শনিবার সকালেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি শ্রীরামপুর চাতরা এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচারে করেন। প্রচারের ফাঁকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন,রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ হয়েছে। তার প্রাথমিক তদন্ত পুলিশ করতেই পারে। এখনও এফআইআর দায়ের তো হয়নি।প্রাথমিক তদন্ত করার অধিকার পুলিশের আছে সেটা ললিতে কুমারী মামলায় উল্লেখ আছে।সাংবিধানিক বার যেটা আছে সেটা হল প্রসিকিউশন করতে পারবে না।ইনভেস্টিগেশন আর প্রসিডিউশনের মধ্যে তফাৎ আছে।প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতেই পারে তবে সেটা কখনই রেগুলার ইনভেস্টিগেশন নয়।"
May 05 2024, 15:29
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
9.9k