আগামী ২৪ শে ফেব্রুয়ারি ভুবনেশ্বরে আই এস এল এর ম্যাচে ওড়িষ্যা এফ সি র মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট

খেলা

খবর কলকাতা: আজ মোহনবাগান ক্লাবের প্রেস কর্নারে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের হেড কোচ আন্তনীয় লোপেজ হাবাস। তার সঙ্গে ছিলেন সহকারি কোচ এবং দলের নির্ভরযোগ্য খেলোয়াড় মানবীর সিং। হাবাস জানালেন, তার দলের সকল খেলোয়াড়ই বর্তমানে চোটমুক্ত এবং ওড়িষ্যার মুখোমুখি তে সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা এই ম্যাচে জেতার জন্য সর্বশক্তি দিয়ে খেলবেন।

মানবীর সিং জানালেন," ওড়িশার নির্ভরযোগ্য খেলোয়াড় রয়কৃষ্ণা অত্যন্ত ভালো এবং বড়ো মাপের খেলোয়াড় হলেও এটা দলগত খেলা আর সেখানে আমরা জেতার জন্যই নামবো মাঠে।"

ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম পান্ডা গ্রেপ্তার, বিধাননগর সাইবার থানার পুলিশ তাকে নদীয়া থেকে গ্রেপ্তার করল

এসবি নিউজ ব্যুরো: ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ বিধাননগর সাইবার থানায় উচ্চ মাধ্যমিক কাউন্সিলের প্রেসিডেন্ট চিরঞ্জিব ভট্টাচার্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী একটি চক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। অভিযোগটিতে কাউন্সিলের প্রেসিডেন্ট আরও দাবি করেন ওই চক্রটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদেরকে ওই সোশ্যাল মিডিয়ায় জানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তারা দিতে পারবেন অর্থের বিনিময়ে। এই অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে বিধাননগর সাইবার পুলিশ। প্রাথমিকভাবে তারা দুটি ব্যাংক অ্যাকাউন্ট কে আইডেন্টিফাই করে। যার মধ্যে একটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। সেই অ্যাকাউন্টটি ছিল নদীয়ার বাসিন্দা প্রীতি শর্মার নামে। এরপরই বিধাননগর সাইবার থানার পুলিশ যোগাযোগ করে প্রীতি শর্মার সাথে। ওই পুলিশকে জানায়, তার এটিএম কার্ডটি তার বন্ধু রুপম সাধুখা তার কাছ থেকে জোর করে নিয়ে গিয়েছে। মহিলা পুলিশকে আরো জানায় যে তিনিও ব্যাংকের থেকে পাঠানো এসএমএস মারফত জানতে পারেন, তার ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে যেগুলো সে করেনি। এরপরই বিধান নগর সাইবার থানার পুলিশ নদীয়া থেকে গ্রেপ্তার করে রুপম সাধু খাঁকে। পুলিশ সূত্রে খবর, আদালতে পেশ করে ধৃত রূপমকে নিজেদের হেফাজতে নিতে চাইবে বিধাননগর সাইবার থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সাথে যুক্ত অন্যদেরও খোঁজ পেতে চায় পুলিশ।

লোকসভা ভোটের বাদ‍্যি এখনও বাজেনি, তার আগেই প্রচারে নেমে পড়ল তৃণমূল

এসবি নিউজ ব্যুরো: লোকসভা ভোটের বাদ‍্যি এখনও বাজেনি, তার আগেই প্রচারে নেমে পড়ল তৃণমূল কর্মীরা নির্দলকে সঙ্গে নিয়ে। বৃহস্পতিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৫নং ওয়ার্ডে বিস্তৃর্ণী অঞ্চল জুড়ে দেওয়াল লিখন করল তৃণমূল কর্মীরা। এদিন ওয়ার্ডের হরকালী কলোনি, দাগা কলোনি, তানোয়ার কলোনি সহ জ'পুর বিস্তৃর্ণী অঞ্চল জুড়ে তৃণমূল কর্মীরা ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেওয়াল লেখে তৃণমূল কর্মীরা।

খালিস্থানী পলিটিক্যাল ইস্যু করতে চাইছে তৃণমূল-সুকান্ত

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকদিন ধরে মিছিল আন্দোলন নিয়ে হিংসা প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি, সিপিএম নেতা সহ মোট ১২জন জেল বন্দী। তাদের দেখতে আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বসিরহাট উপ সংশোধনাগারে আসেন।সেখানে বিজেপি নেতা বিকাশ সিং সহ ১১ জনের সঙ্গে সংশোধনের বাইরে থেকে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেন, সন্দেশখালি বিধায়ক এতদিন কোথায় ছিলেন। তাকে দেখলে তো ক্ষোভ বিক্ষোভ তৈরি হবেই। শেখ শাহজাহান ,প্রসঙ্গে বলেন ,রাজ্য পুলিশের সঙ্গে প্ল্যানিং চলছে যেখানে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ শাহজাহানকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন। সেখানে কি করে গ্রেফতার হবে? এটা পুরোটাই প্ল্যানিং। সন্দেশখালিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করতে যাচ্ছেন। তিনি বলেন শুনলাম। এবার সেখানেও পিঠে বানানোর জন্য ডাকা হবে। পাশাপাশি, খালিস্থানী প্রসঙ্গে তিনি বলেন এটা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে বিরোধীরা।

*Sudden Snowfall in East Sikkim, 500 Stranded Tourists Rescued by Troops of Trishakti Corps Indian Army*

SBNB: Due to sudden heavy snowfall, approximate 175 vehicles with more than 500 tourists got stranded at Natu La, East Sikkim on 21 Feb.

Troops of TrishaktiCorps braving sub zero temperature rushed to rescue and provide succour to the stranded tourists.

Prompt Medicare, hot refreshments/meals and safe transportation was rendered timely to assist the tourists reach safety.

TriShakti Corps, Indian Army while guarding the borders in Sikkim, is always prepared to assist the civil administration and people.

ভাষা দিবসে মিলল দুই বাংলা

উত্তর ২৪ পরগনা: বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক, সালাম, বরকতের মতো ভাষাপ্রেমী যুবকদের বুক। অবশেষে তাঁদের সেই লড়াই সার্থক হয়। বাংলা ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায়।

আর সেই লড়াইয়ে সামিল ভাষা শহিদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তাঁরাই আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারির দিনটিকে বিশেষভাবে স্মরণ করেন।২১ ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষীদের কাছে একটি আবেগের নাম।দীর্ঘ কয়েক বছর ধরে উত্তর ২৪ পরগনার বনগাঁ পেট্রাপোল–বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন।

এবছরও তার অন্যথা হল না।প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল–বেনাপোল সীমান্তের নোম্যানস ল্যান্ডে শহিদবেদীতে মাল্য দান করেন দু দেশের প্রতিনিধিরা। সেখানে হাজির হন আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা তথা দুই বাংলার প্রতিনিধিরা, যার মধ্যে অধিকাংশই ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তারা। তাঁরা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান।

আমবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য

এসবি নিউজ ব্যুরো: সামসেরগঞ্জে আমবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার। মঙ্গলবার রাতে সামশেরগঞ্জের নামোচাচন্ড এলাকা থেকে উদ্ধার করা হয় বোমাগুলো। বিষয়টি জানাজানি হতেই বুধবার সকাল থেকেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে।

কে বা কারা আমবাগানের ভেতরে বোমাগুলো বালতিতে মজুত রেখেছিল তার তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ। এদিকে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশের তৎপরতায় বোমা উদ্ধারের প্রশংসা করেছেন সাধারন মানুষ। বোমা কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।

*কবিতা*

"ভাষা দিবস "

গোপাল মাঝি

জন্মেছি যখন আমি বাংলায়

মাতৃ - গর্ভ হতে,

প্রথম ডাক ডেকেছিলেম আমি

'মা' -'মা' বলে |

সোনার বাংলায় জন্ম আমার

বাংলা আমার মা,

পেয়েছি তো অনেক কিছু

দিয়েছি গো যা'|

এমন মধুর ভাষা তুমি

কোথাও পাবে নাতো,

সবার মাঝে সেরা বলি

আছে ভাষা যতো |

কবির তর্জমায় বাংলা ভাষা

জাগায় মনে ভালোবাসা,

আমার গর্ব, আমার আশা

প্রকাশ করি মাতৃ -ভাষা |

বিশ্ব কবি মোদের রবি

নোবেল পায় গীতাঞ্জলী,

সকল দেশের মতো আমরা

বৈশাখেতে তাঁকেই স্মরী |

বঙ্কিম, শরৎ, রবি - মাইকেল

ঈশ্বর বিদ্যাসাগর,

জীবনানন্দ, সুকান্ত, অতুল - নজরুল

যাঁদের সৃষ্টিতেই কদর |

এই ভাষাতেই কথা বলি

শিল্পীরা গায় গান,

ভাটিয়ালী,বাউল, গান তর্জায়

ফিরে পাই প্রাণ |

ভাষা দিবসে মনের আনন্দে

গাইতে থাকি গান,

আগামী প্রজন্ম রক্ষা করবে

বাংলা ভাষার মান |

১০০ দিনের কাজের আওতায় সাড়ে ২৪ লক্ষ শ্রমিক, টাস্ক ফোর্স গড়ে দিল নবান্ন

এসবি নিউজ ব্যুরো: রাজ্যে ১০০ দিনের কাজের আওতায় সাড়ে ২৪ লক্ষ শ্রমিক। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো বকেয়া সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল নবান্ন। আগামী দিনে কেন্দ্রীয় সরকার মজুরি বাবদ টাকা রিলিজ করলে সেই টাকা রাজ্যের কোষাগারে যাবে। তখন মজুরি দেওয়ার হিসাব চাইতে পারে কেন্দ্রীয় সরকার। আর গরমিল হলে আবার কেন্দ্রের বরাদ্দ আটকে যেতে পারে।

তাই সাবধানী পদক্ষেপ এই টাস্কফোর্স।১০০ দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এই টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। এই টাকা দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা দিতে টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

তাই গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের মাথায় রয়েছেন পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানথন। তাঁর সঙ্গে ওই কমিটিতে রয়েছেন আরও তিন আইএএস অফিসার। সূত্রের খবর, মোট আটজন সরকারি অফিসার এই টাস্ক ফোর্সে কাজ করবেন।

লোকসভা ভোটের আগেই পোস্টার ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি

উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগেই পোস্টার ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। লোকসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা হয়নি। ব্যারাকপুর লোকসভার প্রার্থীও ঘোষণা করেনি কোন রাজনৈতিক দলই। এরমধ্যেই

ব্যারাকপুর জুড়ে পড়লো পোস্টার। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এই পোস্টার, হোডিং লাগানো হয়েছে।সেখানে লেখা 'এবার ব্যারাকপুরে জনতার রাজ'। সৌজন্যে ভাটপাড়া বিধানসভা নাগরিকবৃন্দ।

ব্যারাকপুরে বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।তাহলে কি এবার বারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন বিধায়ক রাজ চক্রবর্তী। তা নিয়ে উঠছে প্রশ্ন।তবে বিষয়টি গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক রূপক মিত্র।তিনি বলেন, এসব ফালতু কথা। জনতার মনে রয়েছেন একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ওদের অনেক লবি।তাই এই বিষয়ে কিছু রাজি নন তিনি।