মুখ্যমন্ত্রীর জেলা সফরকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের
![]()
এসবি নিউজ ব্যুরো: মুখ্যমন্ত্রীর জেলা সফরকালে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের।ধূপগুড়িতে চলছে লঙ্কা চাষীদের বিক্ষোভ।ফোরেদের দৌরাত্ম্যে ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকেরা। লঙ্কার ন্যায্য মূল্য না পেয়ে ধূপগুড়ি থেকে ফালাকাটা গামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের।ঘটনাস্থলে ধূপগুড়ি থানার আই সি সহ পুলিশবাহিনী।
কৃষকদের অভিযোগ উৎপাদিত ফসল বিক্রি করতে সুপার মার্কেটে নিয়ে আসলেও ন্যায্য মূল্য পাচ্ছে না ফোরেদের দৌরাতে।যে লঙ্কা গতকাল পাইকারিভাবে ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হচ্ছিল তা আজ ১৬-১৭ টাকা দাম বলছে ফোরেরা। গুটিকয়েক ফোরে বাজার নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ। নজরদারি নেই প্রশাসনের। তাই কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। আজ সকালবেলা লঙ্কা চাষিরা যখন ধূপগুড়ি সুপার মার্কেটে তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে আসে তখন জানতে পারে লঙ্কার দাম নেই। এই নিয়ে ফোরে ও কৃষকদের মধ্যে বাদ বিবাদ শুরু হয়। এরপর কৃষকেরা একত্রিত হয়ে জাতীয় সড়কে অবরোধ করে । ঘটনা ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শহরে। খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। কৃষকদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করেন।











এসবি নিউজ ব্যুরো: অযোধ্যার রাম মন্দির কে ঘিরে সারা ভারত তথা পৃথিবীজুড়ে যখন ব্যাপক সাড়া পড়েছে ,অথচ গ্রাম বাংলার এক কোনে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে রাম সীতার মন্দির। হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলনিপাড়ার এই মন্দিরটির বয়স আনুমানিক ৩০০ বছরের উপর। মন্দিরের রাম সীতার মূর্তি চুরি হয়ে গিয়েছে। কথিত আছে একসময় এইখান দিয়ে ভাগীরথী বহে যেত, বর্তমানে তা প্রবাহিত হয়ে অনেক দূরে চলে গিয়েছে।
বিশাল এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপের মতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষের একটাই প্রশ্ন এত দিনের পুরনো এত ঐতিহ্যশালী আমাদের রাম সীতার মন্দির। কিন্তু সংস্কারের ব্যাপারে কেউ কোনদিন কোন উদ্যোগ নেয়নি। যখন অন্যান্য সব দেবালয় গুলি সংস্কার হচ্ছে, কেন পড়ে থাকবে আমাদের এখানকার রাম সীতার মন্দির। রামলালার মন্দির স্থাপনে হাজার হাজার কোটি টাকা যেখানে খরচ হয়েছে তখনই প্রাচীন মন্দিরর টি কেন হবে না সংস্কার ?
Jan 29 2024, 10:15
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k