*১২৫ তম বেটন কাপ জয় করল ইন্ডিয়ান নেভি*
খেলা
খবর কলকাতা: গত ১৯ শে জানুয়ারি থেকে ২৮ শে জানুয়ারি পর্যন্ত কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার প্রাঙ্গণে চলছিল ১২৫ তম বেটন কাপ হকি প্রতিযোগিতা। গতকাল ছিল তার চূড়ান্ত পর্বের খেলা। এদিন ফাইনালে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। খেলার নির্ধারিত সময় ২-২ গোলে অমীমাংসিত ভাবে খেলা শেষ হলে তা পেনাল্টি শুট আউটের দিকে এগোয়।
শেষে ইন্ডিয়ান নেভি ৫-৪ গোলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে হারিয়ে ১২৫ তম বেটন কাপ জয়ের শিরোপা অর্জন করে। এদিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের অগ্নি ও দমকল দফতরের ভারপ্রাপ্ত দপ্তরের মন্ত্রী সুজিত বসু, হকি বেঙ্গলের সভাপতি স্বপন বন্দোপাধ্যায়, প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং, মেজর ধ্যান চাঁদের সুযোগ্য পুত্র তথা অলিম্পিয়ান অশোক কুমার, ডক্টর ভেস পেজ সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।
ছবি: সঞ্জয় হাজরা (খবর কলকাতা)।











এসবি নিউজ ব্যুরো: অযোধ্যার রাম মন্দির কে ঘিরে সারা ভারত তথা পৃথিবীজুড়ে যখন ব্যাপক সাড়া পড়েছে ,অথচ গ্রাম বাংলার এক কোনে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে রাম সীতার মন্দির। হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলনিপাড়ার এই মন্দিরটির বয়স আনুমানিক ৩০০ বছরের উপর। মন্দিরের রাম সীতার মূর্তি চুরি হয়ে গিয়েছে। কথিত আছে একসময় এইখান দিয়ে ভাগীরথী বহে যেত, বর্তমানে তা প্রবাহিত হয়ে অনেক দূরে চলে গিয়েছে।
বিশাল এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপের মতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষের একটাই প্রশ্ন এত দিনের পুরনো এত ঐতিহ্যশালী আমাদের রাম সীতার মন্দির। কিন্তু সংস্কারের ব্যাপারে কেউ কোনদিন কোন উদ্যোগ নেয়নি। যখন অন্যান্য সব দেবালয় গুলি সংস্কার হচ্ছে, কেন পড়ে থাকবে আমাদের এখানকার রাম সীতার মন্দির। রামলালার মন্দির স্থাপনে হাজার হাজার কোটি টাকা যেখানে খরচ হয়েছে তখনই প্রাচীন মন্দিরর টি কেন হবে না সংস্কার ?
Jan 29 2024, 10:13
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.9k