*দক্ষিণে বইবে উত্তুরে হাওয়া, জেনে নিন আজকের আবহাওয়া*
![]()
রাজ্য জুড়ে উত্তুরে হাওয়ারদাপট। দক্ষিণবঙ্গে আপাতত হাড় কাঁপানো শীত না থাকলেও বজায় রয়েছে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশায় অচ্ছন্ন থাকছে একাধিক জায়গা। তবে এবার তাপমাত্রা বাড়বে। ফের একবার বৃষ্টি, এবং তার পাশাপাশি তাপমাত্রাও বেশ কিছুটা বাড়তে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশেপাশে। তবে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর।
ওদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। এই সপ্তাহেই দার্জিলিং এ বৃষ্টিপাতের সম্ভাবনা।২৯,৩০, ৩১ জানুয়ারি বৃষ্টি হতে পারে উত্তরের সমতলের জেলা গুলিতে। বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী দু দিন রাজ্যে তাপমাত্রায় খুব একটা বদল দেখা যাবে না।







এসবি নিউজ ব্যুরো: অযোধ্যার রাম মন্দির কে ঘিরে সারা ভারত তথা পৃথিবীজুড়ে যখন ব্যাপক সাড়া পড়েছে ,অথচ গ্রাম বাংলার এক কোনে ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে রাম সীতার মন্দির। হুগলি জেলার ভদ্রেশ্বরের তেলনিপাড়ার এই মন্দিরটির বয়স আনুমানিক ৩০০ বছরের উপর। মন্দিরের রাম সীতার মূর্তি চুরি হয়ে গিয়েছে। কথিত আছে একসময় এইখান দিয়ে ভাগীরথী বহে যেত, বর্তমানে তা প্রবাহিত হয়ে অনেক দূরে চলে গিয়েছে।
বিশাল এই মন্দিরটি বর্তমানে ধ্বংসস্তূপের মতন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় মানুষের একটাই প্রশ্ন এত দিনের পুরনো এত ঐতিহ্যশালী আমাদের রাম সীতার মন্দির। কিন্তু সংস্কারের ব্যাপারে কেউ কোনদিন কোন উদ্যোগ নেয়নি। যখন অন্যান্য সব দেবালয় গুলি সংস্কার হচ্ছে, কেন পড়ে থাকবে আমাদের এখানকার রাম সীতার মন্দির। রামলালার মন্দির স্থাপনে হাজার হাজার কোটি টাকা যেখানে খরচ হয়েছে তখনই প্রাচীন মন্দিরর টি কেন হবে না সংস্কার ?
Jan 29 2024, 08:06
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0.1k