আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য নির্ধারিত সময়সূচিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

কলকাতা: আসন্ন মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্য নির্ধারিত সময়সূচিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। তবে সময় পরিবর্তন নিয়ে রাজ্যের যুক্তিতে খুশি নন বিচারপতি বিশ্বজিৎ বসু। কিন্তু এই সময় হস্তক্ষেপ করলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে বলেই আদালত কোনো নির্দেশ দিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতি বলেন, পৌনে ১২ টার সময় পরিবর্তন করে পৌনে ১০ টা হওয়ার সঠিক কারণ জানানো হয়নি।

কিন্তু প্রশাসনিক কারণে করার কথা বলা হয়েছে। তিনি বলেন, সময় পরিবর্তন যেমন যুক্তিযুক্ত নয়, তেমন এখন এবার এটা পরিবর্তন করতে বললে, সেটা নতুন করে সমস্যার সৃষ্টি করবে। তাতে আরো বিভ্রান্তি বাড়তে পারে পরীক্ষার্থীদের। রাজ্য জানায়, নতুন করে ৩০ জানুয়ারি থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে। এখন প্রতি জেলায় ডি এম, এসডিও ও এসআই অফিসে কন্ট্রোল রুম খোলা আছে।

বিচারপতি জানান, কন্ট্রোল রুমের ব্যাপারটা বিজ্ঞাপন করে জানাতে হবে। কিন্তু তিনি জানতে চান, হটাৎ পরীক্ষা শুরুর ১৫ দিন আগে কেনো এই সময় পরিবর্তন। রাজ্য জানায়, রাস্তার যানজট সমস্যার জন্যে করা হয়েছে। তাই শুনে বিচারপতির মন্তব্য, ভোগাস যুক্তি। হটাৎ এই বছর এই সময়ে আপনাদের এটা মনে পরলো কেনো।আমি এই সময় পড়ুয়াদের কোনো বিড়ম্বনায় পড়ুক চাইবো না।

এইসব ফালতু যুক্তি দিয়ে আপনাদের কর্তারা সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁর নির্দেশ, দরকার হলে হেলপ লাইন নাম্বার কাল থেকে চালু করবে রাজ্য। কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যেতে সমস্যায় পরলে তারা ওই নাম্বারের জানাবে। পুলিশ তাদের স্কুলে পৌঁছনোর ব্যাবস্থা করবে। দায়িত্ব জ্ঞানহীন ভাবে এই সব করা হচ্ছে। এটাকে কোনোভাবে সমর্থন করা যায় না।

লোকসভার আগেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান

লোকসভা ভোটের আগে ময়দানে নেমে গিয়েছে প্রতিটি রাজনৈতিক দল। জমি শক্ত করতে মরিয়া শাসক-বিরোধী সকলে। বিধানসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট এক রাজনৈতিক দল থেকে অন্য দলে যোগদান চলতেই থাকে। লোকসভা নির্বাচনের আগে জানা গেল এল একই খবর। গত পঞ্চায়েত ভোটে সিপিএম-এর জয়ী সদস্য যোগ দিলেন তৃণমূলে। এবারের ঘটনাস্থল সামশেরগঞ্জের চাঁচন্ড। বৃহস্পতিবার সকালে সিপিএম ছেড়ে তৃণমূলে যান সামশেরগঞ্জের চাচন্ড অঞ্চলের যাদবনগর গ্রামের গ্রাম পঞ্চায়েতের মেরিনা বিবি। এদিন, তাঁর স্বামী হাবিল শেখও তৃণমূলে যোগ দেন। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বিধায়ক আমিরুল ইসলাম।

যোগদানের পর মেরিনা বিবি বলেন, 'আমি দলের নেতৃত্বর সঙ্গে কাজ করতে পারছিলাম না। তাই মানুষের স্বার্থে তৃণমূলে যোগদান করেছি।'

*জাতীয় ভোটার দিবস - ২০২৪ পালন করা হল বারাসাতে*

উত্তর ২৪ পরগনা: ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস।সারা দেশের সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাতেও যথোচিত মর্যাদার সঙ্গে উদযাপিত হল জাতীয় ভোটার দিবস ২০২৪। এদিন উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এই কর্মসূচিটি প্রতিপালিত হয়।

এই উপলক্ষ্যে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী একটি সুসজ্জিত ট্যাবলোর শুভ সূচনা করলেন । এছাড়াও জাতীয় ভোটার দিবসের এক বর্ণময় অনুষ্ঠানে নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেন জেলা শাসক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিকগণ।

কৃষকের চাষের জমির সামনে দখলে থাকা সরকারি পিডব্লিউডির জায়গায় বসতি স্থাপন করিয়ে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্

এসবি নিউজ ব্যুরো: কৃষকের চাষের জমির সামনে দখলদারিতে থাকা রাস্তার পাশের পি ডব্লু ডি র জায়গায় অর্থের বিনিময়ে বসতি স্থাপনের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। নিজের জমিতে চাষ করতে যেতে হচ্ছে ঘুর পথে অন্যের জমির উপর দিয়ে। অবৈধ বসতি উচ্ছেদের জন্য কৃষক দারস্থ স্থানীয় পুলিশ প্রশাসনের। যদিও কৃষকের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য।

নদীয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত নসিংহপুর রোডে মেথির ডাঙ্গায় ঘটনা।

শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বসবাসকারী কৃষক সেলিম উদ্দিন গায়েনের অভিযোগ, তাদের বাড়ি শহর গ্রামের সংযোগস্থলে হলেও চাষাবাদ কিছুটা দূরে গ্রামীণ হলে এলাকায়। আগে তাদের চাষের জমির সামনে তাদেরই দখলদারিতে থাকা রাস্তার পাশে পি ডব্লিউ ডি র জায়গায় ঘর বাড়ি করে পাশাপাশি ৪টি পরিবার। যদিও প্রথম দিকে মানবিকতায় নিরাশ্রয়ীদের আশ্রয় দিয়েছেন। তবে কথা ছিল উঠে যাওয়ার।কিন্তু ওই এলাকার যুব তৃণমূল নেতৃত্ব বর্তমান পর্যায়েত সদস্য রুপম মান্না সে সময় অপর এক জন পঞ্চায়েত সদস্যা থাকলেও তিনি দেখভাল করতেন এবং অর্থের বিনিময়ে এই উচ্ছেদ বাধা দিয়েছিলেন, এমনকি সরকারি জমিতে গৃহ আবাস যোজনার গৃহনির্মাণে উদ্যত হন। জেলা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে ও তাদের কাছ থেকে অর্থ নিয়ে ওই পঞ্চায়েত সদস্য পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের জমি পুনরুদ্ধার করতে বাধা প্রদান করছে। এমনকি ২০১৮ সালে সরকারি আবাস যোজনার গৃহ নির্মাণে উদ্যত হলে জেলা প্রশাসনকে জানিয়ে বন্ধ করা হয়। সেই থেকে এখনো পর্যন্ত নিয়মিত অর্থ নিয়ে দলীয় নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যর প্রভাব খাটিয়ে পুলিশ প্রশাসন কে কাজে লাগিয়ে ওই চাষিকে ভয় ভীতি দেখাচ্ছে রুপম মান্না।

যদিও বসতি গড়ে তোলা জামেলা বিবি করুণা শেখ আশিয়া বিবিরা জানাচ্ছেন, তারা কোনরূপ আর্থিক লেনদেন করেননি, গৃহহীন প্রান্তিক পরিবার হিসেবে অনেকেই রাস্তার পাশে রয়েছে। তাদের নিয়ে পি ডব্লিউ ডি এখনও কোনো আপত্তি জানায়নি।তবে ওই কৃষকের জমি মেপে নেওয়ার কথা বলা হয়েছে। তারা শুধুমাত্র সরকারি অংশেই বসবাস করতে চান। সেলিম গাইন এবং তার ভাই ক্লাবের ছেলেদের নিয়ে এসে মাঝেমধ্যেই হুমকি দিয়ে যায় বেশ কয়েকবার মহিলাদের গায়েও হাত দিয়েছে।

অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এবং ওই পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন, তার বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং চক্রান্ত। তবে যেহেতু বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে তাই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছি খতিয়ে দেখার জন্য, সেলিম গাইন নিজেই পয়সা নিয়ে তার জমির সামনে বসতে দিয়েছিল।

যদিও মহিলাদের মারধর প্রসঙ্গে সেলিম বাবু অস্বীকার করে বলেন, তাহলে সে সময় তাদের চিকিৎসার কাগজপত্র কিংবা অভিযোগপত্র থাকতো। সরকারি জমিতে বসবাস করে শৌচালয় পর্যন্ত মার্বেল টাইলস বসাচ্ছে।অথচ আমাদের নিজেদের জমিতে ঢুকতে পারছি না বসতি গড়ার কারণে।তবে স্থানীয় স্তরে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এরপর জেলা প্রশাসনের শরণাপন্ন হবো বলে জানালেন ওই ব্যাক্তি।

*Kalinga Super Cup,2024*

Sports News 

 

 East Bengal beat Jamshedpur 2-0 in the final 

East Bengal and Jamshedpur FC met today in the first semi-final of the Kalinga Super Cup.

 Pic Courtesy by: X

*ঠাণ্ডার মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আজকের আবহাওয়া*


ঠাণ্ডার মাঝে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গ ফের ভিজবে বৃষ্টিতে, একথা জানাল আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার দাপট। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পুরুলিয়াতে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী বেশ কয়েকদিন গোটা রাজ্য জুড়ে এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৬ শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে আবার উন্নতি হবে আবহাওয়ার। রাজ্যে কমবে বৃষ্টির প্রকোপ ।

আগামী এক-দু দিন দিনভর কলকাতা এবং আশেপাশের এলাকা কুয়াশায় ঢাকা থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস।দার্জিলিং, কালিম্পং-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে। নতুন পশ্চিমী ঝঞ্জার কারণে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টি।

*আজকের রাশিফল ২৫শে জানুয়ারি ( বৃহস্পতিবার) *


মেষ রাশিফল (Thursday, January 25, 2024)

আপনার রসালো বোধ কাউকে এই দক্ষতা বৃদ্ধি করতে উৎসাহিত করবে কারণ আপনি তাকে বোঝাতে সক্ষম হবেন যে সুখ দখল করার জিনিস নয় এটি আমাদের ভেতরে থাকে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে। নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময়-এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির। আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পরে।আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- আপনার প্রেমিক বা প্রেমিকাকে লাল ফুল উপহার দিলে প্রেম জীবন শক্তিশালী হবে।

বৃষভ রাশিফল (Thursday, January 25, 2024)

ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান। সবথেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন। আপনার সাহসের ফলে ভালবাসায় জয় হবে। পেশাদার ক্ষেত্রে দায়িত্ববৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের জন্য কেশর যুক্ত খাবার দরিদ্রদের দান করুন ও নিজের সেবন করুন।

মিথুন রাশিফল (Thursday, January 25, 2024)

আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান। বিবেচকের মত বিনিয়োগ করুন। আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এরফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না। আপনার প্রেমিকার খামখেয়ালী ব্যবহার আজকের প্রেম নষ্ট করবে। একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না। আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন।

প্রতিকার :- ঘন ঘন রুপোর গয়না পড়লে তা আপনার পারিবারিক জীবনে ভালো প্রভাব ফেলবে।

কর্কট রাশিফল (Thursday, January 25, 2024)

আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টানটান করে তুলতে পারে। মোটের উপর এক লাভজনক দিন, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নীচু দেখাবে। সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে। আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশির ভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার ব্যস্ত সময়সূচীর জন্য আপনার স্ত্রী আজ গুরুত্বহীন ম্বোধ করতে পারেন, এবং তিনি সন্ধ্যায় অপ্রসন্নতা দেখাতে পারেন।

প্রতিকার :- নিজের বড় ভাইয়ের বিচার বিবেচনার সম্মান করলে এবং ওনার কথা শুনলে আর্থিক স্থিতিতে পরিবর্তন হবে।

সিংহ রাশিফল (Thursday, January 25, 2024)

শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন, এটি আপনার উপকারে আসবে। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয়। দিন কর্মক্ষেত্রের প্রেক্ষাপটে খুবই মসৃণ মনে হচ্ছে। আজকে আপনাকে হঠাৎই অনিচ্ছাসই যাত্রা করতে হতে পারে যেকারণে বাড়ির লোকেদের সাথে আপনার সময় কাটানোর পরিকল্পনা খারাপ হতে পারে। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে।

প্রতিকার :- ঢাকনা যুক্ত মাটির কোনো পাত্র জলে ফেলে দিলে আপনার ক্যারিয়ার এ অনেক উন্নতি হবে।

কন্যা রাশিফল (Thursday, January 25, 2024)

আপনার হাসি বিষণ্নতার বিরুদ্ধে যন্ত্রণা দূরীকরণের কাজ করবে। যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত, কারণ চুরির সম্ভাবনা রয়েছে। যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকমত কাজ না করে- তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন- যার জন্য আপনাকে পরে অনুতাপ করতে হবে- তাই বলবার আগে ভাবুন। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। আপনার রিস্যুম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে। খুব বেশী প্রত্যাশা আজ আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে।

প্রতিকার :- পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য নীল রঙের পর্দা টাঙান ঘরে।

তুলা রাশিফল (Thursday, January 25, 2024)

সামগ্রিক স্বাস্হ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে। বিভিন্ন উত্স থেকে আর্থিক লাভ হবে। বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারে। প্রেমের জন্য ভালো দিন। আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এরফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে। আজকে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন। আপনার বিবাহিত জীবনে সবকিছুই আজ সুখী মনে হচ্ছে।

প্রতিকার :- কর্ম জীবনে প্রগতির জন্য এবং কাজ ও জীবনের সঠিক অনুপাত রক্ষা করার জন্য বাড়িতে মার্বেলের মেঝে নির্মাণ করুন ও অন্যান্য স্থানেও মার্বেলের ব্যবহার করুন। ফুলের টবেও মার্বেল পাথর রেখে দিন।

বৃশ্চিক রাশিফল (Thursday, January 25, 2024)

ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন। ঘরের কাজের জিনিসগুলির যে কোন অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে। আপনার বাড়তি টাকাপয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে। আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন। ভয় পাবেন না, কারণ কোন হারানো সুযোগ ফিরে নাও আসতে পারে। আপনি আজ প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন। যৌথ উদ্যোগ এবং অংশীদারীত্ব থেকে দূরে থাকুন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যাস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন।

প্রতিকার :- সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন। পরদিন সকালে কাছের গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন।

ধনু রাশিফল (Thursday, January 25, 2024)

আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। বিদেশী দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কোনও পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন। পুরোনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে। আপনার প্রণয়ীকে বোঝার চেষ্টা করুন। আজকে করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন। আজ এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরো বেশি বই পড়া উচিত।এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন।

প্রতিকার :- দুধ মেশানো জলে স্নান করলে স্বাস্থ্য ভালো থাকবে।

মকর রাশিফল (Thursday, January 25, 2024)

যার অস্তিত্ব আছে সেইদিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন। শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই। আপনার সমস্যা হল আপনার চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন। যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনও শর্তে সেই পরিমাণ ফেরত দিতে হতে পারে। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গাজল সেবন করুন।

কুম্ভ রাশিফল (Thursday, January 25, 2024)

নিজেকে কিছু খেলাধূলায় নিয়োজিত করুন যেহেতু এটি হল চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। এক খুশি-প্রাণোচ্ছল-স্নেহশীল মেজাজে-আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। সহকর্মী ও অধস্তন থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে। সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে। আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরানো সমস্যা নিয়ে আজ লড়াই করতে পারেন যেমং তিনি আপনার জন্মদিন ভুলে গেছিলেন, বা এরকম কিছু। কিন্তু, দিনের শেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।

প্রতিকার :- বিনামূল্যের জল বিতরণ কেন্দ্র স্থাপন করুন ও জল বিতরণ করুন, মূলতঃ এমন জায়গায় যেখান জলের অভাব রয়েছে। এটি শনির জন্য খুব ভালো প্রতিকার এবং এর ফলে কর্ম জীবনে সন্তুষ্টি ও উন্নতি হবে।

মীন রাশিফল (Thursday, January 25, 2024)

হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না। আপনার বিবেচনা না করে আপনার কাউকে আপনার ঋণ দেওয়া উচিত নয়, কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে। শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে। আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন। সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরো খারাপ করতে পারে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়োবে। দিনটা ভালোই কাটে,আজকে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন।এটি আপনার ব্যাক্তিত্বৰ মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। চোখ সব কথা বলে, এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন।

প্রতিকার :- কাঁচা হলুদ, পাঁচটি অশ্বথ পাতা, ১.২৫ কেজি হলুদ শস্য, কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাম্মন কে দান করলে পরিবারের শান্তি বজায় থাকবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির তদন্তে রাজ্যে এল কেন্দ্রীয় টিম, পরিদর্শনে বারাসাত পৌরসভায়


উত্তর ২৪ পরগনা: প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির তদন্তে রাজ্যে এল কেন্দ্রীয় টিম। বুধবার দুপুরে বারাসাতের বেশ কিছু ওয়ার্ডের প্রধানমন্ত্রীর আবাস যোজনার উপভোক্তাদের বাড়িতে তদন্তে যান কেন্দ্রীয় টিম। কেন্দ্রীয় টিমের তরফের আধিকারিকরা সরাসরি কথা বলেন উপভোক্তাদের সঙ্গে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখোপাধ্যায় ও পৌর পরিষদের সদস্য অরুণ ভৌমিক। পর্যবেক্ষণ শেষে কেন্দ্রীয় প্রতিনিধি দলের আধিকারিক জানান তারা বেশ কিছু ঘর দেখলেন ঘুরলেন তাদের একটি দল কলকাতাতেও কাজ করছেন। খুব শীঘ্রই তদন্তের রিপোর্ট তারা দিল্লি ও কলকাতা অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকার দুজনকেই পাঠাবেন।

৭ বারের সিপিএম বিধায়কের বাড়িতে বনভোজনে অনুষ্ঠানে হাজির সাংসদ অর্জুন সিং


উত্তর ২৪ পরগনা: ভোট বড় বালাই। সামনেই লোকসভা নির্বাচন। বীজপুর কেন্দ্রের টানা ৭ বারের সিপিএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে বনভোজন অনুষ্ঠানে বুধবার সটান হাজির ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বামপন্থী নেতার বাড়িতে সাংসদের আগমন নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও সাংসদ অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া, বীজপুরের আদি কর্মীরা এক জায়গায় মিলিত হয়েছি।

তবে এমন একটা জায়গায় তারা হাজির হয়েছেন, সেটা সৌভাগ্যের। কারন, ওই বাড়ি থেকেই বীজপুরে বামপন্থী আন্দোলনের সূচনা হয়েছিল। প্রয়াত জগদীশ দাস শুধু শিল্পাঞ্চলের নয়, উত্তর ২৪ পরগনা জুড়ে তাঁর প্রভাব ছিল। সিপিএম নেতা জগদীশ দাসের বউমা সোমা দাস বলেন, সাংসদ অর্জুন সিংকে দেখেই তাঁর রাজনীতিতে পদার্পণ।

তবে আগে তিনি কোনও দল করতেন না। সাংসদ অর্জুন সিংয়ের কর্মী দরদী মনোভাব দেখেই তাঁর তৃণমূলে যোগদান। যদিও তাঁর শ্বশুর জগদীশ দাস ছিলেন বীজপুর কেন্দ্রের ৭ বারের সিপিএম বিধায়ক। প্রসঙ্গত, বীজপুর কেন্দ্রের কাঁচড়াপাড়ার মান্দারি স্কুল সংলগ্ন প্রাক্তন সিপিএম বিধায়ক প্রয়াত জগদীশ দাসের বাড়িতে তাঁর বউমা সোমা দাসের আমন্ত্রণে এদিন হাজির ছিলেন কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায়, প্রাক্তন কাউন্সিলর সুভাষ চক্রবর্তী, হালিশহর পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধান রাজা দত্ত, প্রাক্তন কাউন্সিলর কল্যাণী বসু বিশ্বাস, বন্ধু গোপাল সাহা ও সুজিত দাস, মন্নু সাউ, টুম্পা বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সরকারি টাকা ব্যায়ে তৈরি হওয়া পথের সাথী আবাসন এখন পরিণত ভুতুড়ে বাড়ি

এসবি নিউজ ব্যুরো: মানুষের অসুবিধার কথা মাথায় রেখে, রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছিলেন পথের সাথী প্রকল্প । আর সেই প্রকল্পের আওতায় রাজ্য সড়কের পাশে, বা বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছিল পথের সাথী আবাসন। এবার সেই পথের সাথী আবাসন এখন জঙ্গল ও জঞ্জালের স্তূপে পরিণত হয়েছে।যদিও এবিষয়ে ভ্রুক্ষেপ নেই স্থানীয় প্রশাসনের ।

আর তাতেই অবহেলায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি । সেরকমই নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইপাস মোড়ের কাছেই রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছিল পথের সাথী আবাসন। বর্তমানে সেই আবাসন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে ।মানুষজনের আনাগোনা নেই, নেই পরিচর্যা। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি দিনের পর দিন পরে হচ্ছে নষ্ট ।

যদিও এই প্রসঙ্গে প্রশ্ন করতেই শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপির দাবি এটা আবার নতুন কি, এরাজ্যে উন্নয়ন হল কবে। তৃণমূল বিধায়কের দাবি, বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে কত তাড়াতাড়ি সমাধান করা যায়।