আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ

এসবি নিউজ ব্যুরো: আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশন ক্যাপিটাল ট্রেনের স্টপেজ ভারতীয় রেলের পক্ষ থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।

রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী ,এন এফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।আজ ফ্লাগ আপ করেন সাংসদ, ডিআরএম ও বিশিষ্ট ব্যক্তিত্ব।সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন," ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যতটা দৌড়ানোর সম্ভব দরবার করা সম্ভব তা করেছি আজ ভালো লাগছে।

"তিনি আরো বলেন, পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেক পিছিয়ে ছিল ধীরে ধীরে তা এগিয়ে যাচ্ছে। সাংসদের অভিযোগ করেন, ইসলামপুরের রোড ওভারব্রিজ ও রায়গঞ্জের রোড ওভারব্রিজ দুটোই আটকে আছে এনওসির জন্য।ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, অমৃত ভারত প্রকল্পে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশন আওতায় এসেছে। কিছু কাজ শুরু হয়েছে আস্তে আস্তে আরো কাজ করা হবে।আরওবি জন্য এনওসি নেওয়ার চেষ্টা করা হবে পৌরসভা থেকে তিনি জানান।

বনগাঁ পেট্রাপোল সীমান্তের আদলে ঘোজাডাঙ্গা আধুনিকরণ হবে, সরজমিনে ঘুরে দেখলেন ভারত ও বাংলাদেশ ল্যান্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি গুদাম অতিথি শালা পার্ক নেই। এরজন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েকশো কোটি টাকা ব্যবসা। এনিয়ে এক রাশ অভিযোগ ব্যবসায়ীদের। বসিরহাট মহকুমার বসিরহাটের থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তর এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর যেখান থেকে প্রতিদিন ৫০০থেকে ৬০০ পন্যবাহীট্রাক বাংলাদেশ মাল নিয়ে আমদানির রপ্তানি হয়। ১৯৯৪ সালে ঘোজাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পায়।

সেখান থেকেই আমদানির রপ্তানি সবই হয়। পাশাপাশি বাংলাদেশ ভোমরা বর্ডার থেকে বহু ট্রাক ভারতের ঢুকে যেখানে কয়েক হাজার কোটি টাকা ব্যবসায় তার রেভিনিউ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার রেভিনিউ পায়। ৩০বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানি সঙ্গে যুক্ত। কিন্তু দীর্ঘদিনের ব্যবসায়ীদের অভিযোগ সীমান্তে সরকারি কোন গোডাউন, নেই কোন পার্কিং ।এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার কোন সরকারি অতিথি শালা নেই। পাশাপাশি হোটেল নেই। যার কারণেসমস্যায় পড়তে হয় রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বহু কয়েক হাজার শ্রমিক থেকে ব্যবসায়ীদের ।

পাশাপাশি ঘোজাডাঙ্গা সীমান্ত মুখ ফিরিয়ে নিচ্ছে বহু ব্যবসায়ী বনগাঁর পেট্রাপলের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্র নেতৃত্বে ৭জনের প্রতিনিধি দল, বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিন নেতৃত্বে ৩জন মোট ভারত ও বাংলাদেশের সরকারিভাবে ১০ জন প্রতিনিধি দল পাশাপাশি বসিরহাট ঘোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল সহ বহু ব্যবসায়ীরা সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছিলেন। ঘোজাডাঙ্গা সীমান্তে সরজমিনে খতিয়ে দেখেন তারা। যত দ্রুত সম্ভব বনগাঁর পেট্রাপলের আদলে ঘোজাডাঙ্গা সীমান্ত আধুনিকরণ করার চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার প্রতিনিধি দল এমনটাই জানালেন।

এদিন ঘোজাডাঙ্গা সীমান্তে যেসব জমি রয়েছে সেগুলোর জট কাটিয়ে খুব শীঘ্রই সীমান্ত কে আধুনিকরণ করার চেষ্টা করবে কেন্দ্র সরকার। পাশাপাশি, একাধিক জায়গা যেসব রায়ত সম্পত্তি রয়েছে তাদের সঙ্গে বসে জমি অধিগ্রহণ করে সরকারি ভাবে তাদেরকে টাকা দিয়ে জমিগুলোকে নেওয়া হবে। গত কয়েক মাস আগে এই নিয়ে ব্যবসায়ী জমিদাতা সরকারি প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক হয়ে গিয়েছে ।সেই সমস্যা দ্রুত কাটবে বলে আশাবাদী দুই দেশের প্রতিনিধিদের। এই সমস্যা মিটে গেলে একদিকে ব্যবসায়ীরা উপকৃত হবেন। অন্যদিকে এর সঙ্গে যুক্ত ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও বহু মানুষ উপকৃত হবেন। এলাকায় আন্তর্জাতিক শিল্পের প্রসার ঘটবে।

নতুন পোস্ট অফিস পেল হিঙ্গলগঞ্জের লেবুখালীর বাসিন্দারা, খুশি সকলেই

উওর ২৪ পরগনা: বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনে সাধারণ মানুষের ডাগ ঘরের দাবি ছিল দীর্ঘদিনের।আগেরকার দিনে ছিলনা মোবাইল ফোন,ছিলনা ইন্টারনেট,এই সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম ডাক ব্যবস্থা।যারা বিদেশে কাজ করতো বা যারা চাকরি-বাকরি করে তারা একমাত্র অপেক্ষায় বসে থাকতো কখন তার চিঠিটা আসবে।

সেই যোগাযোগ মাধ্যম এখন ডিজিটাল হয়ে গিয়েছে।আগেরকার দিনের মতো এখন আর কাউকে সেই অপেক্ষায় বসে থাকতে হয় না কারণ সবারই কাছে মোবাইল আছে।তবুও তার মধ্যে কিছু কিছু কাজের জন্য সাধারণ মানুষের কাজে লাগে ডাক বিভাগ।তাই লেবুখালী বাসিন্দাদের এই দাবি পূরণ হওয়াতে খুশি সকলেই।আগে কিন্তু নির্দিষ্ট কোন জায়গায় ছিল না, এই ডাকঘরের ভূমি দাতা স্বর্গীয় স্বর্ণময়ী মন্ডল ।তিন শতক জায়গা এই পোস্ট অফিসের জন্য সাধারণ মানুষের জন্য দান করেন ।আগে কোন স্থায়ী অফিস ছিল না,এখন স্থায়ী পোস্ট অফিস হওয়াতে মানুষ খুব খুশি।

এন্টার শিপ বারাসাত ডিভিশনের ভূপাল মজুমদার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন এই পোস্ট অফিসের। তিনি বলেন,আমরা এই জায়গায় এই পোস্ট অফিস করতে পেরেছি তার জন্য আমরাও আনন্দিত। উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বন ও ভূমি কর্ম্যাধ্যক্ষ সুরজিৎ বর্মন, দুলদুলি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

*বেলা বাড়তেই বিশাল জমায়েত! জানুন আজকের ট্রাফিক আপডেট*

আজ  ২৮ শে ডিসেম্বর এদিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বৃহস্পতিবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ বেলা ১২ টা নাগাদ আর আর অ্যাভিনিউতে একটি জমায়েত আছে। সেখানে ৮০০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বিকেল ৬ টা নাগাদ রাসবিহারী অ্যাভিনিউতে একটি জমায়েত আছে। যেখানে ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

 এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বৃহস্পতিবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

  

*শহর থেকে হঠাৎ উধাও শীত, জেনে নিন আজকের আবহাওয়া*


ভরা পৌষে হঠাৎ উধাও শীত। ডিসেম্বরের শুরু থেকে শীত পড়তে না পড়তেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী।আবহাওয়া দপ্তর সূত্রে খবর এ বছর আর তেমন শীত পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

ওদিকে উত্তরবঙ্গের চিত্রটা একেবারেই ভিন্ন। উত্তরের জেলা গুলিতে বেশ ঠান্ডার দাপট চলছে। দক্ষিণবঙ্গে ফের কবে পড়বে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আপাতত বেশ কিছুদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। স্বাভাবিকের থেকে ২ডিগ্রি বেশি।

শীত কমলেও দক্ষিণবঙ্গের জেলা গুলিতে কুয়াশায় অধিক্য দেখা যাচ্ছে। সকালের দিকে শীতের চাদরে অধিকাংশ জেলা মোড়া থাকছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কিছু দিনে দক্ষিণবঙ্গে এই রকমই আবহাওয়া থাকবে।

*আজকের রাশিফল ২৮ শে ডিসেম্বর ( বৃহস্পতিবার) *


মেষ রাশিফল (Thursday, December 28, 2023)

আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের উন্নতি করতে যথেষ্ট সময় থাকবে। আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজকে আপনার ফাঁকা সময় মোবাইল বা টিভি দেখাতে খারাপ হতে পারে। এই কারণে আপনার জীবন সাথীর ও মন খারাপ হবে আর আপনি তার সাথে কথা বলতে আগ্রহ দেখাবেন না। আজ আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝতে পারেন, যা আপনাকে সারাদিন বিচলিত করে রাখতে পারে।

প্রতিকার :- আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য সবুজ ঘাসের ওপর খালি পায়ে হাঁটুন।

বৃষভ রাশিফল (Thursday, December 28, 2023)

অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আকস্মিক টাকাকড়ির আগমন আপনার রসিদগুলির এবং তাত্ক্ষণিক খরচার খেয়াল রাখবে। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। এটা আপনার ভালবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে। আপনার দীর্ঘমেয়াদী সুবিধা আছে এমন প্রকল্পে কাজ করা উচিত। ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে।

প্রতিকার :- তামার পাত্রে সারা রাত জল রেখে পান করলে সুন্দর ও রোগ মুক্ত স্বাস্থ্য পাবেন।

মিথুন রাশিফল (Thursday, December 28, 2023)

আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন- বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। বাসস্থানের পরিবর্তন অত্যন্ত শুভ হবে। ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার দিনটি নিষ্প্রাণ করতে পারে। আপনি আপনার কাজে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। সময়মত এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। আপনি আপনার অধস্তনদের কিছু দরকারী পরামর্শ কান দিয়ে শুনতে পারেন। ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন।যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগ কে ভঙ্গ করতে পারেন। আপনার স্ত্রীর দেওয়া চাপে আপনার শরীর কষ্ট পেতে পারে।

প্রতিকার :- আপনার প্রেমিক বা প্রেমিকাকে রুপার আংটি উপহার দিন প্রেম জীবনে শান্তি আসবে।

কর্কট রাশিফল (Thursday, December 28, 2023)

প্রকৃতি আপনার মধ্যে লক্ষ্যণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে-কাজেই এটির সেরা ব্যবহার করুন। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে। এটি আপনার আর্থিক উপকারে আসবে। ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে। আপনার ভালবাসা প্রত্যাখিত হতে পারে। আপনার ভালবাসার জীবনে আজ একটি সুন্দর মোড় আসবে। আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন। কোনো কারণ বশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুড়তে চলে যাবেন। আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথীর জন্য বিঘ্নিত হতে পারে, কিন্তু এটি আপনার দিন তৈরী করে দেবে।

প্রতিকার :- বাড়িতে কোনো প্রকার আবর্জনা সঞ্চয় হতে দেবেন না, এর ফলে আপনি পারিবারিক জীবনে সুখী ও তৃপ্ত থাকবেন।

সিংহ রাশিফল (Thursday, December 28, 2023)

স্বাস্হ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন। আজ, আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন, তবে এটি সত্ত্বেও, আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে। আজ আপনার জন্য নতুন চেহারা-নতুন পোশাক পরিচ্ছদ-নতুন বন্ধু হতে পারে। আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান যোগে করতে পারেন।আপনি আজকে মানসিক শান্তি বোধ করবেন। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- পরিবারে ভালো সময় আনার জন্য গরুকে বার্লি খাওয়ান।

কন্যা রাশিফল (Thursday, December 28, 2023)

মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে। কোন দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুর সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান। একে অপরের দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন।সেগুলিকে প্রকাশ্যে আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল। আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন।

প্রতিকার :- দাম্পত্য সুখ প্রাপ্তির জন্য খাবারে জাফরানের প্রয়োগ করুন।

তুলা রাশিফল (Thursday, December 28, 2023)

গাড়ি চালানোর সময় যত্নশীল হোন। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নিন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি ভালো নয়। আপনার আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে। আপনার বৈবাহিক জীবনকে ভাল করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশী ভালো রং প্রদর্শন করবে।

প্রতিকার :- সুন্দর স্বাস্থ্যের জন্য সূর্যোদয়ের সময় বা প্রাতঃকালে সূর্য প্রণাম করুন।

বৃশ্চিক রাশিফল (Thursday, December 28, 2023)

আপনার ইচ্ছা শক্তির অভাব আপনাকে আবেগগত ও মানসিক মনোভাবের শিকার করতে পারে। আর্থিক লেনদেন অবিচ্ছিন্নভাবে সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে সক্ষম হবেন। আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। আজ বিবাহ আপনার জীবনে তার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাবে।

প্রতিকার :- ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটির যত্ন করলে পরিবারে খুশি বাড়বে।

ধনু রাশিফল (Thursday, December 28, 2023)

মেঝের উপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন অবলম্বন করা উচিত। আজ আপনার উচিত জমি, ভূসম্পত্তি বা সাংস্কৃতিক প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর কেন্দ্রীভূত করা। আপনার স্ত্রীর স্বাস্হ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে। আজ গভীর ভাবপূর্ণ ভালবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না। মনে হচ্ছে কিছু সময় ধরে আপনি আপনার নিজের মতই রয়েছেন-সহকর্মী/ সহযোগীরা আপনার সহায়তা করতে আসতে পারেন-কিন্তু বেশি কিছু সহায়তা প্রদান করতে সমর্থ হবেন না। আপনি নিজেকে সময় দিতে জানেন আর আজকে তো আপনার বেশকিছু খালি সময় পাওয়ার সম্ভবনা রয়েছে। খালি সময়ে আজকে আপনি কোনো খেলা খেলতে পারেন বা জিম যেতে পারেন। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে।

প্রতিকার :- হনুমানজিকে সিঁদুরের চোলা নিবেদন করুন।

মকর রাশিফল (Thursday, December 28, 2023)

আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মত প্রস্ফুটিত হবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। কোন বন্ধু তার ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার উপদেশ চাইতে পারে। যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারও সাথে দেখা করতে পারে। তবে এগিয়ে যাওয়ার আগে, সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন be আজ আপনি আপনার পদ্ধতির মধ্যে উন্নতি এবং অফিসে কাজের গুণমানের অভিজ্ঞতা লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সিনিয়াররাই আজ দেবদূতোপম অভিনয় করবে বলে মনে হয়।

প্রতিকার :- সৎ চরিত্র পালন করুন এবং পরিবারে খুশির মুহূর্ত যোগ করুন।

কুম্ভ রাশিফল (Thursday, December 28, 2023)

অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্হ্যের বিকাশ ঘটতে পারে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। জীবন এবং কাজের প্রতি আপনার পদ্ধতির জন্য একজন কৃতী এবং নিখুঁত ব্যক্তি হোন। আপনার মধ্যে সুন্দর মানবিক মূল্যবোধের সাথে একটি উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য ও নির্দেশিত করার একটিসহজাত প্রবৃত্তি থাকুক। এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা আনবে। প্রেমে হতাশ হতে পারেন কিন্তু মনোক্ষুণ্ণ হবেন না যেহেতু প্রেমিক প্রেমিকারা সর্বদাই চাটুকার হন। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। ফাঁকা সময়ে আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন। আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন, কিন্তু সেটি আপনার পরিকল্পনাকে বিঘ্নিত করতে পারে।

প্রতিকার :- জীবনে প্রেম বাড়াতে সন্ধেবেলা তুলসী তলায় বাতি দিন।

মীন রাশিফল (Thursday, December 28, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আজ, আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। উৎসাহময় দিন, যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চাই কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হয়ে পরে।আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে। যদি আপনি আপনার স্ত্রীর ভালবাসার জন্য ক্ষুধিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে।

প্রতিকার :- বিভিন্ন রঙের চাপা কাপড় জামা পড়লে ব্যবসা-বাণিজ্যের ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।

*ফটো গ্যালারী* কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আই এস এলের ম্যাচে মোহনবাগান মুখোমুখি কেরাল ব্লাস্টার্সের খেলার কিছু মুহূর্ত *ছবি
*৯ মিনিটের মাথায় গোল করলো Kerala blasters*


জমে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। বুধবার রাত ৮ টা থেকে শুরু হল Mohun Bagan বনাম Kerala blasters football club। খেলা শুরুর ৯ মিনিটের মাথায় গোল করলেন Kerala blasters football club -এর Duamantakos Dimitrious । 

*With Rahul's century over the boundary, India finished with 245 runs against Africa's bowling power*

Sports News

KKNB :It rained in Centurion, South Africa. The game was a bit off. Even then, KL Rahul's mental health did not take a toll. He played a fighting innings of 101 runs off 137 balls. There were 14 fours and four over boundaries in the innings. Rahul's century came on a blistering over boundary. The Indian team finished the first innings against South Africa with 245 runs. They played 67.4 overs. No one has been as successful in the Indian team's innings as Rahul.Although Virat Kohli (38), Shreyas Iyer (31) and Shardul Thakur's 24 runs gave the team some advantage. The African bowlers have shown dominance in the Test at home. Experienced Kagiso Rabada took five wickets for 59 runs. Rahul's wicket was also taken by Nandre Berger.

*শুভেন্দুর গড়ে রাম বাম জোটে করিসমা, সমবায় জয়ের উল্লাস*

মহিষাদল: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন।কেন্দ্রের বিজেপি সরকারকে পরাস্থ করতে ইন্ডিয়া জোট গঠন করা হয়েছে কংগ্রেস, তৃণমূল, বাম সহ অন্যান্য রাজনৈতিকদল। লোকসভা নির্বাচনে আগে বাংলায় দেখা গেলো অন্য ছবি। রাম বাম জোট করে শাসকদল তৃণমূলকে হারালো।

বুধবার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া সমবায় কৃষি কল্যাণ সমিতির নির্বাচন ছিলো। মোট আসন ৬৩টি।মোট ভোটার ১৫৪০। প্রার্থী ১২৫ জন। রাম বাম জোট পেয়েছে ৩৪ এবং শাসকদল তৃণমূল পায় ২৯ টি। জয়ের পর রাম বাম জোটের উল্লাস দেখা দেয়। লোকসভা নির্বাচনের আগে এই জয় রাজনৈতিক চর্চার বিষয় হয়ে উঠেছে।