*Photo Gallery* Visuals of Trinamool Youth Congress protests against state BJP PresidentSukanta Majumdar's insulting remarks directed at Swami
*সাধারণ মানুষকে সচেতন করতে মুক্তি পেল শর্ট ফিল্ম অদ্ভুতুড়ে হ্যারিকেন*

বিনোদন

উত্তর ২৪ পরগনা: বিলুপ্তপ্রায় থিয়েটার রুজি রুটিতে টান অভিনেতা-অভিনেত্রীদের বিকল্প হিসেবে শর্ট ফিল্ম বানাচ্ছেন, আবার কেউ বা বানাচ্ছেন ওয়েব সিরিজ।

একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। থিয়েটার মুক্তি পেলেই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার হলে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে। কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন, স্মার্ট ফোন যেভাবে বাজারে চলে এসেছে, সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ।

মানুষ সে কারণেই চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তের পথে চলে যাচ্ছে। শুধু তাই নয় অভিনেতা-অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে। ফলে সমাজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে। শুধু তাই নয় থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ তাদের রোজগার অনেকটাই কমেছে আর বিকল্প হিসাবে যুগের সঙ্গে তাল মেলাতে শর্ট ফিল্ম বা ওয়েব সিরিজ বানাচ্ছেন তারা।

আজ উত্তর ২৪ পরগনার, বসিরহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল অদ্ভুতুড়ে হ্যারিকেন নামে একটি শর্ট ফিল্ম। যেখানে অভিনয় করেছেন থিয়েটারের অভিনেতা-অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক। প্রযোজনা করেছেন গৌরব চৌধুরী, অভিনয় করেছেন গৌরব চৌধুরী,

শৈবাল সমাদ্দার, স্বপন দাস, দিপু গোলদার,নন্দিনী রায়,অনন্যা সিনহা। এই শর্ট ফিল্মে সচেতনমূলক প্রচার করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষ ভূত-পেত্নী নিয়ে বারবার আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতেই বানিয়েছেন তারা।

এই শর্ট ফিল্মের সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে।সমস্ত অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের কাছে তারা কর জোরে অনুরোধ জানিয়েছেন। তারা আবার থিয়েটার দেখুন আর এই স্মার্ট ফোন যতটা পারেন কম ব্যবহার করুন। এই ধরনের সামাজিক বার্তাই দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা।

*কৃতি ছাত্রীকে সংবর্ধনা*

মহিষাদল:প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ( পঃবঃ) পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষায় (চতুর্থশ্রেণী) এবছর মহিষাদল ব্লকে একহাজার ৯১ জন পরীক্ষা দিয়েছিল ৷ তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাবুরহাটের কাছে গাজিপুর গ্রামের অনুষ্কা জানা৷ প্রাপ্ত নম্বর ৪০০ এর মধ্যে ৩৯২ ৷ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ মহিষাদল ব্লক কমিটির পক্ষ থেকে অনুষ্কাকে তার বাডিতে সম্বধনা দেওয়া হয়।

উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শ্রীপতি চরন মাজি, সম্পাদক লক্ষ্মীকান্ত বেরা, মহিষাদল সেন্টার ইন-চার্জ ভরত চন্দ্র কর, লক্ষ্যা হাইস্কুলের সেন্টার ইন-চার্জ সুদীপ্ত সাউ সহ আরও অনেকে৷ অনুষ্কার স্কুল প্রনবানন্দ শিশু বিদ্যামন্দিরের শিক্ষক মহাশয় গন উপস্থিত ছিলেন। সকলে অনুষ্কার জীবনে আরও উজ্জ্বল সফলতার কামনা করেন৷

বিবেকানন্দের উক্তির বিকৃত করা হয়েছে: ব্রাত্য

টুইটারে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি টুইট করে বলেন, 'সুকান্ত মজুমদারের বিবেকানন্দের উক্তির বিকৃত করেছেন। সেই বিষয়ে বিজেপি নীরব অবস্থান নিয়েছে। এই মন্তব্য অপমানকর।"

তিনি আরও লেখেন, "তারই প্রতিবাদে বাংলায় প্রতিবাদ মিছিল করেছেন। অমিত শাহ ও জেপি নাড্ডা বাংলার মহাপুরুষদের অপমানকারীদের ক্রমাগত ক্ষমা করে দিচ্ছে।'

বেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের মৃত্যুর হার কমাতে অভিনব উদ্যোগ

উত্তর ২৪ পরগনা: বসিরহাটের হাড়োয়া থানার বাসাবাটি গ্রামের রামকৃষ্ণ সারদা সেবা মন্দির সমিতির অনুরোধে কল্পনা দত্ত ফাউন্ডেশন ফর ক্যান্সার কেয়ারের উদ্যোগে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সার নির্ণায়ক সেবা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের অত্যাধুনিক মেশিনারীর সাহায্যে ক্যান্সার স্ক‍্যনিং পরিসেবা পেল সুন্দরবনের প্রান্তিক মানুষেরা।

উদ্যোক্তারা জানাচ্ছেন হাড়োয়ার প্রান্তিক এলাকায় এই ধরনের স্বাস্থ্য পরীক্ষার শিবির আগে কখনো হয়নি,তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই তারা এবার অভিনব ভাবনা দিয়ে এই ধরনের কর্মসূচি নিয়েছেন। উদ্যোক্তারা আরো জানাচ্ছেন মহিলারা বিশেষ করে বেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। ফলে মহিলাদের মৃত্যুর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয় এই বেস্ট ক্যান্সারের ফলে। বেস্ট ক্যান্সারের পাশাপাশি জরায়ু ক্যান্সার বোনম্যারো ক্যান্সার আক্রান্ত হন মহিলারা।

এক্ষেত্রে যদি আগে ভাগে এসে রোগ নির্ণয় করে চিকিৎসা পরিষেবা চালু করা যায় সেক্ষেত্রে মৃত্যুর হার অনেকটাই কমবে। অনেক সময় দেখা গেছে মহিলারা লজ্জায় এই ধরনের কথা চেপে রাখেন, ফলে একটা সময় এসে তাদের জীবনের ঝুঁকি বেড়ে যায়। তাই তাদের সেই ভাবনা মাথায় রেখে এবং মহিলাদের মৃত্যুর হার কমাতে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। শিবিরে আসা মহিলারা জানাচ্ছেন তারা বিশেষ অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ক্যান্সার স্ক্যান করছেন এবং ক্যান্সার ধরা পড়লেই সাথে সাথে চিকিৎসা চালু করে দিতে পারছেন ফলে তারা অনেকটাই বাঁচার স্বপ্ন দেখছেন।

গোটা শিবিরে ক্যান্সার বিশেষজ্ঞের পাশাপাশি ক্যান্সার নির্ণায়ক বিশেষজ্ঞ চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এই শিবির থেকে। উদ্যোক্তারা জানিয়েছেন আগামী দিনেও এ ধরনের কর্মসূচি তারা গ্রহণ করবেন সুন্দরবনের প্রান্তিক মানুষের কথা ভেবে।

*খাস কলকাতায় খাবারের দোকানে অগ্নিকাণ্ড*

                                                                     

 কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্র মারফত যান গিয়েছে যে, চিনার পার্কের এক খাবারের দোকানে বিধ্বংসী আগুন লেগেছে। ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে দমকলের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কি থেকে আগুন লাগল তা জানার জন্য তদন্ত চালাচ্ছে দমকল বাহিনী।

ED-র নজরে ফের কামারহাটি পুরসভা



নিয়োগ দুর্নীতি নিয়োগ নিয়ে বিস্ফোরক দাবি করল ইডি।  কামারহাটি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এল ইডি। ইডি একটি রিপোর্টে দাবি করেছে, কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার তমাল দত্ত মাত্র ছয় বছর আগে চাকরি পেয়েছেন।

সেই ছয় বছরের মধ্যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন। তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মেলে প্রায় আড়াই কেজি সোনা ও হিরের গয়না পাওয়া গিয়েছে বলে ইডির তরফে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। 

*তাম্রলিপ্ত শহরের সাথে বুদ্ধধর্মের আর্তিক সম্পর্ক, বহু দেশের অতিথি দের উপস্থিতে উন্মোচন করা হলো বৌধমুর্তি*

তমলুকঃ তাম্রলিপ্ত শহর একটি প্রাচীন জনপদ।সেই শহরে বিভিন্ন দেশের মানুষজন এসেছেন। বৌধ ধর্মাবলম্বী মানুষের সাথে আর্তিক সম্পর্ক রয়েছে। তাই তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটিরশিল্প মেলা কমিটির উদ্যোগে তাম্রলিপ্ত রাজবাড়ি প্রাঙ্গণে বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে।বুধবার থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সুইডেন সহ একাধিক দেশের অতিথিদের উপস্থিতিতে মুর্তির উন্মোচন ঘটে।৩ লক্ষ টাকা খরচ করে মুর্তিটি নির্মান করা হয়। সকাল থেকে বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে মুর্তির উন্মোচন ঘটে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের নিয়ে তিনদিনের আন্তর্জাতিক স্তরের সেমিনারের আয়োজন। আজ প্রথমদিন। চলবে আগামী দুদিন ধরে। আগত অতিথিরা তাম্রলিপ্ত শহর সম্পর্কে আলোকপাত করেন।

তাম্রলিপ্ত রাজ পরিবারের সদস্য তথা তমলুক পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন, তাম্রলিপ্ত শহরে বহু ধর্মাবলম্বী মানুষজন এসেছিলেন। শহরের বহু অতীত কাহিনী রয়েছে। তা বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে বুদ্ধমূর্তির উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক মানের সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। শহরের প্রাচীন ইতিহাদ তুলে ধরতে আমাদের এই প্রয়াস। বিদেশিদেএ পাশাপাশি অনুষ্ঠানে জেলার প্রশাসনিক কর্তা থেকে জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

*বর্ষশেষ দিঘায় একদিনের জন্য হোটেল পাচ্ছেন না? অভিযোগ করুন "৭৫০১২৯৫০০১" নম্বরে*

দিঘা: বর্ষশেষ ও বর্ষ বরণের সময় দিঘায় একদিনের জন্য হোটেলে রুম পাচ্ছেন না? সমস্যা সমাধানে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের whatsapp নম্বর " ৭৫০১২৯৫০০১" অভিযোগ করুন। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করবে প্রশাসন।

দিঘায় বর্ষশেষ ও বর্ষ বরণের সময় দিঘায় একদিনের জন্য হোটেলের রুম পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ উঠে আসছে পর্যটকদের কাছ থেকে। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা ও দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপ্রদাশ চক্রবর্তীর সাথে।

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার সৈকত হাজরা, এই ধরনের সমস্যায় যদি পর্যটকেরা পড়েন তাহলে আমাদের whatsapp নম্বর " ৭৫০১২৯৫০০১" অভিযোগ করলে খতিয়ে দেখা ও হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে।

দিঘা হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বিপ্রদাশ চক্রবর্তী জানান, শোনা যাচ্ছে কয়েকটি হোটেল কর্তৃপক্ষ এই ধরনের কাজ করে চলেছে। আমরা এই ধরনের কাজের প্রতিবাদ জানাচ্ছি। যদি এই ধরনের কাজ হয়ে থাকে প্রশাসন যেনো তদন্ত করে ব্যবস্থা গ্রহন করে থাকেন। আর পর্যটকরা আমাদের জানালে আমরাও প্রশাসনের দ্বারস্থ হয়ে বিষয়টি সমাধানের আবেদন জানাবো।

বড়দিন থেকে পর্যটকের ভীড় উপচে পড়েছে। ইংরেজির নতুন বছরেও বহু পর্যটকের ভীড় জমবে তাই ফাটকা ব্যবসার জন্য এই ধরনের কিছু হোটেল ব্যবসায়ী করে চলেছেন।

বকেয়ার দাবিতে আন্দোলনে কারখানার শ্রমিকরা

বাঁকুড়াঃ বকেয়া বেতন প্রদান ও প্রতিমাসে ২৬ দিন কাজের দাবিতে ছাতনার জোড়হিড়ার একটি বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে ওই কারখানার সামনে লাগাতার বিক্ষোভ কর্মসূচী শুরু করেন তারা।

ওই কারখানার শ্রমিকদের তরফে দাবি করা হয়েছে, এই কারখানার অধিকাংশ ইউনিট এখন বন্ধ। এই অবস্থায় 'ম্যানটেন্সে'র নামে জানুয়ারী মাস থেকে ইউনিয়ন শ্রমিকদের মাসে মাত্র ১০ দিন কাজ দেওয়ার কথা 'নোটিশ' দিয়ে বলা হয়েছে। মাসে ১০ দিন নয়, ৪ টি ছুটি সহ মাসে ২৬ দিন কাজের দাবিতে তারা সরব বলে জানান। একই সঙ্গে বকেয়া বেতন দ্রুততার সঙ্গে প্রদান সহ পেশাগত একাধিক দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন বিক্ষোভকারী শ্রমিকরা।