স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি তৃণমূল যুব কংগ্রেসের

এসবি নিউজ ব্যুরো : আজ কলকাতার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভা শুরুর আগে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহাকে চিঠি লিখলেন ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

ঘাটাল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীর নেতৃত্বে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে গিয়ে সকলে মিলে চিঠি লিখেন। চিঠিতে লেখা রাজ্যের বকেয়া যা রয়েছে তা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সৌরভ চক্রবর্তী জানান, "ঘাটালের বিধায়ক শীতল কপাট যেনো বক্তব্য দিয়ে মেদিনীপুর বাসীকে জানান, কলকাতায় কেনো বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ফেলা হয়েছিল।

পাশাপাশি, তিনি বলেন প্রত্যেকটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার রয়েছে সভা সমিতি করার। তবে মানুষের মনে যারা থাকবে, যারা মানুষের কাজ করবে তাদেরকেই মানুষ ভোট দিয়ে জয় লাভ করাবেন।"

*ব্রেকিং*

নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে কল্যাণময় গাঙ্গুলি জামিন পেলেও স্বস্তি পেলেন না। আজই সিবিআই আলিপুর আদালতে নবম-দশম নিয়োগ সংক্রান্ত মামলায় নিজেদের হেফাজত চেয়ে মামলা করেছে। আলিপুর আদালত যদি সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে তবে তিনি এখনি ছাড়া পাবেন না।

শর্তসাপেক্ষে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গাঙ্গুলি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন

ব্রেকিং

শর্তসাপেক্ষে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গাঙ্গুলি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন। জামিন দেয় হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।শর্ত অনুযায়ী তিনি বিধাননগর এলাকায় ঢুকতে পারবেন না, যেহেতু সংসদ অফিস আছে এই এলাকায় ।

ফের র‍্যাগিং-য়ের অভিযোগ উঠলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

৩ মাসের মধ্যে ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠে এল মেন হস্টেলে ব়্যাগিংয়ের অভিযোগ। দর্শন বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্র অভিযোগ তুলেছেন। অভিযোগ জানিয়ে তিনি ডিন অফ আর্টসের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনা ঘিরে আবার চাঞ্চল্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে। তবে অভিযোগপত্রে সেই পড়ুয়া তাঁর নাম গোপন রেখেছেন। কর্তৃপক্ষকে সে লেখেন, "হস্টেলে থাকতে নিরাপদ বোধ করছি না।" ইতিমধ্যেই সেই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

*ব্রেকিং*

অমিত শাহের বিমান ১টা ০৫মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

*রাজনৈতিক চক্রান্তের শিকার, হলদিয়া বন্দর এলাকায় বস্তি উচ্ছেদ শীরকালে, সমস্যায় বস্তির মানুষ*

হলদিয়া: রাজনৈতিক চক্রান্তের শিকার হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকার বস্তির বাসিন্দারা এমনটাই অভিযোগ তুললো এলাকায় মানুষ। হলদিয়া বন্দরের কয়েক একর জায়গা রয়েছে। সেই জায়গায় দীর্ঘদিন ধরে এলাকার কিছু মানুষ বাড়ি ঘর করে বসবাস করে চলেছে। হঠাৎ করে মঙ্গলবার এলাকার মানুষদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার সকাল থেকে হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকার ১১ টি বাড়ি উচ্ছেদ করা হয়। শীতকালে হঠাৎ করে উচ্ছেদ অভিযান করায় বেশ সমস্যায় পড়েছে এলাকার দরিদ্র মানুষজন।

বাসিন্দা কমলা বাড়ই জানান, অসুস্থ বয়স্ক ও বাচ্চাদের নিয়ে বসবাস করছিলাম কোনো রকমে। হঠাৎ করে বাড়ি ভেঙ্গে দেওয়ায় আমরা কোথায় যাবো। রাজনৈতিক নেতাদের মদতে শীতকালে এই ধরনের উচ্ছেদ করায় আমরা ভীষন সমস্যায় পড়েছি।

স্থানীয় যুবক অলোক মন্ডল জানান, আমরা তৃণমূল করায় দেখে দেখে এলাকার ১১ টি বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এই মুহুর্তে আমরা কোথায় গিয়ে থাকবো। সিপিএম ও বিজেপি চক্রান্ত করে হঠাৎ করে এই ধরনের উচ্ছেদ করায় আমরা ভীষন সমস্যায় পড়েছি।

উচ্ছেদের বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। তবে তারা জানাচ্ছে আদালতের নির্দেশে অনুসারে আমরা অভিযান করে চলেছি। বন্দরের বহু এলাকা দখল করে রয়েছে অনেকে। সেই সমস্ত জায়গা খালি করার জন্য আমাদের কাজ শুরু হয়েছে।এই বিষয়ে তৃণমূল নেতৃত্বরা বিশেষ কিছু বলতে চাচ্ছেন না।

*শাহকে খোলা চিঠি লিখলেন সায়নী ঘোষ*

আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেগা সম্মেলন। কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির এই মেগা সম্মেলন। এই মেগা সম্মেলন সর্বপরী অমিত শাহর বঙ্গে আসার আগেই শাহকে খোলা চিঠি লিখলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।

নিজের এক্স হ্যান্ডেলে সেই চিঠির কপি প্রকাশ করলেন সায়নী। একই সাথে দিলেন ভিডিও বার্তাও। সেই বার্তায় সায়নী বলেন, “অমিত শাহজী আপনি বাংলায় আসছেন, ঘুরে চলে যাচ্ছেন। বাংলায় আসছেন আসুন, বাংলার প্রাপ্য টাকা তো নিয়ে আসুন। আপনি এলেন অথচ বাংলার মানুষের কোনও উপকার হল না; তাহলে কি হল আপনার এসে!”

শাহের সভার আগেই ‘মোটা ভাই , ভোট নাই’ পোস্টার টাঙালো তৃণমূল

কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই আগে শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং।এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এইভাবে শাহ-বিরোধী প্রচার চালানো হবে তৃণমূলের তরফে।

এই মেগা জনসভা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন,' ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।'পাশাপাশি তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ' ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১টে ৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স থেকে সড়কপথেই সভাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলে উপস্থিত থাকবেন।

শাহের সভার আগেই ‘মোটা ভাই , ভোট নাই’ পোস্টার টাঙালো তৃণমূল

কলকাতায় মেগা জনসভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই আগে শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের আইটি সেলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে হোর্ডিং টাঙানো হয়েছে। সেই পোস্টার এবং ব্যানারগুলিতে লেখা, ‘মোটা ভাই, ভোট নাই’। শ্যামবাজার থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক, শিয়ালদা, শ্রীমানি বাজার রবীন্দ্র সরণী, রাম মন্দির পেট্রোল পাম্প, হ্যারিসন রোড,এমজি রোড, আর্মহারস্ট স্ট্রীট ক্রসিং, শিয়ালদা স্টেশন, বউবাজার ক্রসিংয়ে সহ একাধিক জায়গায় নজরে পড়েছে সেই হোডিং।এছাড়াও শহরের আরও বেশ কয়েকটি জায়গায় এইভাবে শাহ-বিরোধী প্রচার চালানো হবে তৃণমূলের তরফে।

এই মেগা জনসভা নিয়ে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন,' ভোট এলেই অমিত শাহ ও নরেন্দ্র মোদী বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেন। অমিত শাহরা যত বাংলায় আসবেন, ততই বিজেপির দুরাবস্থা বাড়বে।'পাশাপাশি তৃণমূলের আইটি সেলের এক নেতা জানিয়েছেন , ' ভোটের প্রচার করে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতে বাংলায় আসছেন ‘মোটা ভাই’ অমিত শাহ। বাংলায় আবার প্যাসেঞ্জারি শুরু করেছেন তিনি। কিন্তু যে কারণে তিনি আসছেন, সেই ভোট আর তাঁর দল বিজেপির জন্য নেই।'

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন। সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১টে ৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স থেকে সড়কপথেই সভাস্থলে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ৩ টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলে উপস্থিত থাকবেন।

অমিত শাহের উপস্থিতিতেই ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল

শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তাকেই মোট ৫১ হাজার চিঠি পাঠাচ্ছে তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদ। এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির বিশেষ সভার সময়েই।

ধর্মতলায় ত্রিস্তরীয় মঞ্চে শাহর সঙ্গে থাকবেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সেই সভায় আসবেন বিজেপি কর্মী-সমর্থকরা।এদিনই কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস।

সেই চিঠির মাধ্যমে ১০০ দিনের শ্রমিকদের পারিশ্রমিক আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়েই অমিত শাহর উদ্দেশ্যে চিঠি দেবে ঘাসফুলের যুব নেতৃত্ব।