রুটে বাস চলাচল নিয়েপ্রশাসনের হস্তক্ষেপ অবশেষে মিটলো সমস্যা
রাজ্য
উত্তর ২৪ পরগনা: বারাসাত জোকা রুটের সরকারি বাস C8 বারাসাতের তিতুমীর বাস স্ট্যান্ড থেকে চলতে দেওয়ায় বাধা দেওয়া হচ্ছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে বাসটি চালানো হলেও সিন্ডিকেটের কারণে পরিষেবায় খামতি তৈরি হচ্ছিল।
গোটা বিষয়টি নিয়ে যাতে নাগরিক পরিষেবা কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্যই জেলা শাসকের দপ্তরের একটি বৈঠক ডাকা হয়েছিল বেসরকারি বাস সিন্ডিকেট ও সরকারি আধিকারিকদের নিয়ে। দ্বিপাক্ষিক আলোচনার পর এদিন সমস্যার সমাধান হয়েছে বলে জানা গিয়েছে।





Nov 28 2023, 18:26
- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
0- Whatsapp
- Facebook
- Linkedin
- Google Plus
3.9k