*৬৯ তম জাতীয় পুরস্কার বিতরণীতে চাঁদের হাট*


ঘোষণা আগেই হয়েছে ৷ এবার পুরস্কার হাতে তুলে দেওয়ার পালা ৷ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৬৯ তম জাতীয় পুরস্কার বিজেতাদের হাতে তুলে দেবেন অ্যাওয়ার্ড ৷মঙ্গলবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ৷

দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হবে প্রখ্যাত অভিনেত্রী ওয়াহিদা রহমানকে ৷ অন্যদিকে, ২০২১সালের ছবি 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' ছবির জন্য সেরা ফিচার ফিল্ম পুরস্কার আর মাধবনের হাতে তুলে দেওয়া হবে ৷ অন্যদিকে, বিবেক অগ্নিহোত্রী 'কাশ্মীর ফাইলস' ছবির জন্য পেতে চলেছেন নারগিস দত্ত অ্যাওয়ার্ড ৷

বোনাস বিবাদের জেরে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের ৩টি চা বাগান‌‌

 এসবি নিউজ ব্যুরো: পুজোর মুখে বোনাস বিবাদের জেরে বন্ধ হয়ে গেল আলিপুরদুয়ার জেলার ডুয়ার্সের ৩ টি চা বাগান‌‌। এদিন জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দলমোর চা বাগান, জয় বীরপাড়া চা বাগান ও কালচিনি ব্লকের দলসিংপাড়া চা বাগান বন্ধ হয়ে গিয়েছে।সাসপেনশন অফ ওয়ার্ক ও অপারেশনের নোটিস ঝুলিয়ে বাগান ছেড়ে চলে গেছে বাগান কৃতপক্ষ।

এর ফলে অনিশ্চিতায় পড়েছে এই ৩ টি চা বাগানের প্রায় আড়াই হাজার থেকে বেশি শ্রমিক পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বোনাসের দাবিতে এই ৩টি চা বাগানে চলছিল শ্রমিক অসন্তোষ। শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছিল। আজ দেখা গেল বাগানে কোন ম্যানেজার নেই, তারা বাগান ছেড়ে চলে গিয়েছে। 

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলার তৃণমূল, বিজেপি সহ সমস্ত শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তারা জানান ,এই অমানবিক মালিকরা শ্রমিকদের জন্য ভাবেনা। কাজ করানোর সময় তারা ঠিক কাজ করিয়ে নেয়।কিন্তু যখন কাজের পারিশ্রমিক দেওয়ার সময় আসে , তখন তারা পালিয়ে যায়। পুজোর মুখে বিপন্ন এই শ্রমিক পরিবারগুলো।

*“They can sustain themselves till the next FIFA World Cup” - Brazilian legend Ronaldinho speaks about Messi and Ronaldo*

Sports News

KKNB : Brazilian World Cup winner Ronaldinho Gaúcho added to the pre-Durga Pujo euphoria in Kolkata as he tried out Bengali cuisine and interacted with Emami East Bengal FC in an event organised by Emami Healthy & Tasty this yesterday evening.

After being felicitated by Emami Group, the legendary attacker tasted some Bengali dishes prepared using Emami Healthy & Tasty cooking oil and Mantra Masala.

The former FC Barcelona, AC Milan and PSG player then had a one-on-one interaction with Emami East Bengal Head Coach Carles Cuadrat where he spoke on various topics. Here are excerpts from the conversation.He said,"When I was an active footballer, I paid a lot of attention to nutrition. When you are a professional footballer, you have to be disciplined. However, after retirement, I have tried out a lot of things that are both tasty and healthy.A professional footballer has to take care of his body. Protein is a vital constituent of every athlete’s diet.

On whether Messi and Ronaldo can sustain themselves till the next FIFA World Cup, Ronaldinho, who scored 33 goals in 97 matches for Brazil and was part of the Seleção’s triumphant 2002 FIFA World Cup campaign, also said that Lionel Messi and Cristiano Ronaldo can sustain themselves till the next edition of the sport’s pinnacle tournament.

The two-time FIFA World Player of the Year said, “I definitely think both Messi and Ronaldo can make it to the next World Cup if they remain disciplined. There’s no question about their caliber and quality. If they can take care of their bodies and workload, I am sure they will feature in the next World Cup as well.”

*Pic Courtesy by : Emami East Bengal FC club*

*তৃতীয়ার দিন কী হবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ১৭ই অক্টোবর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে আজ কোন মিটিং, মিছিল নেই। তবে, পুজোর জন্য যাতে না কোন যানজট হয় সেই জন্য বিশেষ ব্যবস্থা করেছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

*তৃতীয়াতেই ঘন কালো মেঘে ঢাকবে আকাশ!জেনে নিন আজকের আবহাওয়া*


প্রথমা থেকেই ঠাকুর দেখা শুরু। আর মাত্র ৩ দিন। তারপরেই মায়ের আগমন। এর মাঝেই আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী দু’দিন আকাশে মেঘ জমতে পারে।

তবে তৃতীয়ার দিন খুব সম্ভবত মেঘলা থাকবে আকাশ।পূর্বাভাস অনুযায়ী আপাতত পুজোর আগে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

যদিও ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ১৭ই অক্টোবর (মঙ্গলবার)*


 

 

মেষ রাশিফল (Tuesday, October 17, 2023)

কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। আজ, আপনি আপনার ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যার জন্য আপনার নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারে। নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন- তাই আপনি এবং আপনার প্রি়য়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন। নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন এবং আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন। আজ সেরকমই একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছামাফিক চলে না। বিবাহ আজকের তুলনায় আগে কোনদিন এত চমপ্রদ হয় নি।

প্রতিকার :- পেশাদারী জীবনে শুভলক্ষণ আনতে তেজপাতা দ্বারা প্রতিদিন দাঁত পরিষ্কার করুন।

বৃষভ রাশিফল (Tuesday, October 17, 2023)

অতীত উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। যদি আপনার মনে হয় যে আপনার পর্যাপ্ত অর্থ নেই, তবে অর্থ পরিচালন এবং সঞ্চয় সম্পর্কে কোনও প্রবীণের পরামর্শ নিন। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ, কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি দিনের শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে। আজ, আপনি সকালে কিছু পেতে পারেন যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে।

প্রতিকার :- কাজে বেরোনোর আগে কপালে চন্দন বা কেশরের টিকা লাগান। এর ফলে আপনার কর্ম জীবনে অনেক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দেবে।

মিথুন রাশিফল (Tuesday, October 17, 2023)

আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। এটাই আপনার জন্য বুঝতে পারার সঠিক সময় যে রাগ হল স্বল্প পাগলামির রূপান্তর এবং এটি আপনাকে গরম জলের মধ্যে ফেলতে পারে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আস্তে দেবেন না– অধস্তনদের বক্তব্যও শুনুন। আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরানো সুন্দর স্মৃতিগুলিকে মনে করিয়ে দিতে পারেন।

প্রতিকার :- কম বয়সী কন্যাদের চকোলেট, টফি এবং স্বেত বর্ণের মিষ্টি বিতরণ করুন, এর ফলে আপনার আর্থিক সমৃদ্ধি হবে।

কর্কট রাশিফল (Tuesday, October 17, 2023)

আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন। উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্হ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে- কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূ হবে। আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। আপনি আজ আপনার মিষ্টি ভালবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। বিদেশী বাণিজ্যের সাথে যুক্ত যারা আজ প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে। এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা আজ কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে। আপনার অতীতের কারোর আপনাকে যোগাযোগ করা এবং এটিকে একটি স্মরণীয় দিনে পরিণত করা সম্ভব। আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে আজ সত্যিই চমৎকার দেখাচ্ছে।

প্রতিকার :- পরিবারে সদস্য দের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য সাধু সন্তদের বা শিক্ষকদের বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দেন করুন।

সিংহ রাশিফল (Tuesday, October 17, 2023)

আপনার স্বামী বা স্ত্রীর বিশ্বস্ত হৃদয় এবং সাহসী মেজাজ খুশি দিতে পারে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থের অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। অপ্রত্যাশিত দায়িত্ব আপনার দিনের পরিকল্পনাকে ব্যাহত করবে- আপনি দেখবেন আপনি অন্যদের জন্য বেশি কাজ করছেন, নিজের জন্য কম। আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। সম্ভবতঃ কোন দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষভাগে সুখবর আসতে পারে। আজ, আপনি এবং আপনার স্ত্রী সত্যিই গভীর ভাবপূর্ণ রোমান্টিক কথা বলবেন।

প্রতিকার :- পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখার জন্য অশ্বথ গাছে কেশরের তিলক লাগান ও সেই গাছে আলগা ভাবে হলুদ সুতো বেঁধে দিন।

কন্যা রাশিফল (Tuesday, October 17, 2023)

আপনি আজ খুব সক্রিয় এবং চটপটে থাকবেন। আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে। অর্থ সাশ্রয়ের আপনার প্রচেষ্টা আজ ব্যর্থ হতে পারে। যদিও আপনাকে এটি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ পরিস্থিতি শীঘ্রই উন্নতি হবে। আপনার স্ত্রীর সাথে পিকনিকে যাওয়ার পক্ষে দিনটি অত্যন্ত ভালো। এটি যে শুধু আপনার মেজাজ পরিবর্তন করবে তাই নয় বরং আপনাদের ভুল বোঝাবুঝিও মেটাতে সাহায্য করবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করতে তুলবে। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আপনার অর্ধাঙ্গিনীর সঙ্গে রোমান্স করার জন্য এটি একটি ভাল দিন।

প্রতিকার :- যোগ্য ব্যক্তিকে বা কোনো সংস্কৃতি পরিষদের ব্যক্তিকে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস দান করুন, এর ফলে আপনার আর্থিক উন্নতি ঘটবে।

তুলা রাশিফল (Tuesday, October 17, 2023)

আপনার মন ভাল জিনিষের প্রতি আগ্রহী হবে। আপনি যদি কোনও ঋণ গ্রহীতাকে দীর্ঘদিন থেকে আপনার অর্থ ফেরত দিতে বলছিলেন, এবং তিনি তা এড়াচ্ছিলেন, তবে আজ আপনার ভাগ্যবান দিন, কারণ তিনি আপনার অর্থ অপ্রত্যাশিতভাবে ফেরত দিতে পারেন। পড়াশুনোর পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে।পেশা পরিকল্পনা করা খেলাধূলোর মতই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো। মানসিক ঝঞ্ঝাট এবং ডামাডোল, যেহেতু কাজের চাপ বেড়ে উঠছে। দিনের পরের ভাগে আরাম করুন। কর্মক্ষেত্রে জিনিষগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয়। আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন। আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে।

প্রতিকার :- সবুজ রজার জুতো পড়া শুরু করলে আপনার প্রেম জীবন সুখের হবে।

বৃশ্চিক রাশিফল (Tuesday, October 17, 2023)

একটি আমোদপ্রমোদ এবং মজার দিন। আপনার পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন। যদিও এই সময়ে, আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না। স্বল্পমেয়াদী কর্মসূচীতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে। আজকের রাত এর খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটান সময় লাগবে আপনার উনাকে আরো সময় দেওয়া দরকার। লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে।

প্রতিকার :- পারিবারিক সুখ বাড়াতে মদ খাবেন না। কারন সূর্য সাত্ত্বিক গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন।

ধনু রাশিফল (Tuesday, October 17, 2023)

নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন। আপনি যে অর্থ দীর্ঘকাল থেকে সঞ্চয় করেছিলেন তা আজ কাজে লাগতে পারে। তবে ব্যয় আপনার আত্মাকে কমিয়ে দিতে পারে। পারিবারিক দায়িত্ব ভুলবেন না। আজকের দিনে আপনি ভালোবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে শত্রুরা শুধুমাত্র একটি ভাল কাজের কারণে আজকে আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। আজকে কাজ সময়ে শেষ করে ঘরে চলে যাওয়া আপনার জন্য ভালো হবে তাতে আপনার পরিবারের সদস্যরাও খুশি হবে আর আপনিও সতেজ বোধ করবেন। আজ বিবাহিত জীবনে স্বাচ্ছ্যন্দের অভাবে আপনি দম বন্ধকর পরিস্থিতি বোধ করতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল একটু ভালো কথা।

প্রতিকার :- সবুজ কাঁচের বোতলে জল ভোরে তা সূর্যের আলোয় রেখে দিলে পরিবারের সদস্যদের ভালো হবে।

মকর রাশিফল (Tuesday, October 17, 2023)

কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে। আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন। এটি আপনাকে খুব আনন্দিত করবে। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ-শান্তি এবং সমৃদ্ধি আনবে। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে; শুধুমাত্র এটা অনুভব করুন। এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। আজ, আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরাও আজ ব্যবসায় লাভ করতে পারবেন। চন্দ্রমার পরিস্থিতি দেখে, বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তার পরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার বিবাহিত জীবনে অনেক ভালোমন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্যের অধিকারী হবার জন্য সাদা রঙের মিষ্টি দান করুন ও নিজেও সেবন করুন।

কুম্ভ রাশিফল (Tuesday, October 17, 2023)

জয় উদযাপন আপনাকে প্রচুর আনন্দ দেবে। আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরী করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশী খরচ এড়ানোর চেষ্টা করুন। আপনার প্রেমে জন্য মন হবে- এবং এর প্রচুর পরিমাণে সুযোগ আসবে। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। ব্যাস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন।ফাঁকা সময়ে আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

প্রতিকার :- আর্থিক ভাবে দুর্বল শ্রেণীর লোক জনদের কালো কম্বল দান করলে তা পানার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে।

মীন রাশিফল (Tuesday, October 17, 2023)

খুশিতে ভরা ভালো দিন। এমনকি আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি মোকাবেলা করতে থাকেন তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। আপনি আপনার প্রেমিকার মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন- আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং পরিস্থিতি খারাপ এমন কিছু করা থেকে বিরত থাকুন। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারনা ভালভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন। গুরুত্বপূর্ণ ব্যাক্তির সঙ্গে কথোপকথনের সময়ে শব্দ চয়নে যত্ন নিন। আপনার স্ত্রীর আত্মীয়রা আজ আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন।

প্রতিকার :- আপনাদের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি করার জন্য শনি মন্দিরে তেল ও প্রসাদ অর্পণ করুন।

'এসো গো শারদলক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে’

নীল আকাশে সাদা মেঘের ভেলা, বাতাসে শিউলি ফুলের সুবাস এবং ঢাকের বাদ্যির মূর্ছনা - বাংলার সকলের হৃদয়ে তুলেছে খুশির জোয়ার। মা কাত্যায়নীর আগমনে বাংলার প্রতিটি ঘরে বেজে উঠেছে আনন্দসংগীত। আজ শারদোৎসবের প্রাক্কালে, শুভ দ্বিতীয়ার পুণ্যলগ্নে সরিষা হাইস্কুলের মাঠে বস্ত্র বিতরণী অনুষ্ঠানে যে জন-জোয়ার চাক্ষুষ করলাম, তাতে আমি নিজেই আবেগ-বিহ্বল।

আপনাদের সঙ্গে দেখা না হলে আমার দুর্গাপুজোর আনন্দে ভাটা পড়ে। আগামী বছর থেকে সকল মা-ভাই-বোনেদের বাড়িতে গিয়ে দলের প্রতিনিধিরা আমার তরফ থেকে উৎসবের উপহার তুলে দিয়ে আসবে। এই দুর্গোৎসবের প্রত্যেকদিন আপনাদের আলোকোজ্জ্বল হয়ে উঠুক এই প্রার্থনা আমার। উৎসবের অঙ্গনে অটুট থাকুক সম্প্রীতির সুর।

*मां दुर्गा के सामने सुख-समृद्धि की प्रार्थना करूंगा: अमित शाह*

गृह मंत्री अमित शाह ने संतोष मित्रा चौराहे पर थीम राम मंदिर का उद्घाटन किया. उन्होंने कहा, 'मैं आज कोई राजनीति पर बात करने नहीं आया हूं. मैं मां दुर्गा के सामने सभी की सुख-समृद्धि की प्रार्थना करूंगा।'कहने की जरूरत नहीं है कि पूजा में अमित शाह की मौजूदगी ने राजनीति का रंग तो ले लिया, लेकिन कोलकाता शहर में गर्मी काफी बढ़ गई. सोमवार को कोलकाता एयरपोर्ट पर शुभेंदु अधिकारी ने अमित शाह का स्वागत किया.

পেশ হল না মন্ত্রী-বিধায়কদের বেতন সংশোধনী সংক্রান্ত বিল

উত্তপ্ত হল বিধানসভা। রাজ্য বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতন সংশোধনী সংক্রান্ত বিল পাশ হল না। এদিকে বিধানসভার বাইরে বিল ছিঁড়ে প্রতিবাদ দেখালেন বিজেপি বিধায়করা। পদ্ধতি মেনে কয়েকদিন আগেই বিল পাঠানো হয় রাজ্যপালের কাছে। তবে সই করলেন না রাজ্যপাল। একদিনের অধিবেশন ডেকেও বিল পাশ করাতে পারল না রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে রীতিমতো ক্ষোভ রয়েছে তৃণমূল কংগ্রেসের। একাধিক বিল রাজভবনে পাঠানো হয়েছে। কিন্তু রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাতে স্বাক্ষর করছেন না। বিধানসভায় ফেরত পাঠানো হচ্ছে না। শিক্ষাবিল অনেক আগে থেকেই আটকে রেখেছে রাজভবন। মন্ত্রী বিধায়কদের বেতন সংক্রান্ত সিদ্ধান্তও আটকে রাখা হয়েছে।

পুজোর আগে একদিনের জন্য বিশেষ অধিবেশন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডাকা হয়েছে। সেখানে কী বিষয়ে চর্চা হবে? তাই নিয়ে জল্পনা থাকছেই।

*Bumrah in the list of bowlers in the ODI World Cup*

Sports News

World Cup,2023

Khabar Kolkata News Bureau: The Men in Blue are now at the top of the points table in the ICC ODI World Cup. An Indian bowler also tops the list of bowlers who have taken the most wickets. A total of 10 teams are playing in the World Cup this time. The tournament is going on across 10 cities in India. Cricket fans across the country and abroad are keeping an eye on this mega event of ICC. As all eyes are on the points table. Similarly, cricket fans are sometimes looking at which bowler has taken the most wickets in this World Cup. Who scored the most runs? So far, India's star bowler Jasprit Bumrah has topped the list of bowlers who have taken the most wickets after 13 matches of this ICC tournament.