WestBengalBangla

Oct 04 2023, 13:28

বাড়ছে দামোদরের জলস্তর, জলমগ্ন একাধিক এলাকা

ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত থাকায় মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন। বহু জায়গায় চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার সিংহভাগ এলাকা প্লাবিত।

ডিভিসি'র জল ছাড়ায় দামোদরের জলস্তর অনেকটাই বেড়েছে। এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দামোদর নদ কেন্দ্রিক একাধিক ফেরীঘাট বন্ধ করে দেওয়া হল প্রশাসনের তরফে। ইতিমধ্যেই শুরু হয়েছে মাইকিং।

WestBengalBangla

Oct 04 2023, 11:33

সিকিমে ভয়াবহ দুর্যোগ, নিখোঁজ ২৩জন জওয়ান

মঙ্গলবার গভীর রাতে উত্তর সিকিমে ভয়াবহ বিপর্যয়। উত্তর সিকিমের চুংথাং-এ বাঁধ ভেঙে তিস্তা নদীতে ব্যাপক জলস্ফীতি দেখা দিয়েছে। প্রাথমিকভাবে উত্তর সিকিমের লোনাক গ্লেসিয়াল লেক ফেটে যাওয়ার ফলেই এই চরম প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় জল কমিশন।

তবে সবচেয়ে উদ্বেগের ব্যাপার হল, তিস্তার থাবায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। এর ফলে সিকিমের সঙ্গে অবশিষ্ট ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত এই বিপর্যয়ের মাঝে হঠাৎ উত্তর সিকিমে ২৩ জন সেনা জওয়ান নিখোঁজ হয়েছেন।

সেনাবাহিনীর ‘ত্রিশক্তি কোর’ তাঁদের সন্ধানের কাজে নেমে পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই তিস্তার উপরে যথেচ্ছভাবে বাঁধ নির্মাণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।

WestBengalBangla

Oct 04 2023, 11:18

'রাজভবন চলো' ডাক অভিষেকের

৫ অক্টোবর 'রাজভবন চলো' অভিযান তৃণমূল কংগ্রেসের। পুলিশ লাইন থেকে বেরিয়ে ঘোষণা অভিষেকের । ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে যাওয়ার হুঙ্কার।

মঙ্গলবার কৃষি ভবন থেকে নেতাদের আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে এসে অভিষেক বলেন, “আগামী পরশু ৫০ লক্ষ চিঠি নিয়ে রাজভবন যাব। কারণ রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি।” অভিষেকের দাবি, কেন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্যের মানুষের বঞ্চনার কথা রাজ্যপালের জানা উচিত। তাঁর দাবি, দিল্লিতে যেভাবে গণতন্ত্রের ওপর আক্রমণ হয়েছে, তা নজিরবিহীন।

WestBengalBangla

Oct 04 2023, 08:23

*কেমন থাকবে যানজট? জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ৪ঠাৎ সেপ্টেম্বর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। বুধবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে বুধবার বেলা ১ টা নাগাদ বিধান ভবন থেকে বেরিয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল আছে। যেখানে ৩০০ জন জমায়েত হতে পারে বলে মনে করা হচ্ছে। 

 এছাড়া শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই বুধবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

WestBengalBangla

Oct 04 2023, 08:22

*কলকাতা-সহ রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শহর কলকাতায় । জেলার ছবিও একই রকম। দুর্যোগের ছবি আরও কয়েকদিন থাকবে। এমনটাই জানাল হাওয়া অফিস । এদিকে সেই সঙ্গে আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে‌। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে ৫ তারিখ পর্যন্ত রাজ্যে দুর্যোগ চলবে। আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। অন্যদিকে, কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। ওই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

WestBengalBangla

Oct 04 2023, 08:20

*আজকের রাশিফল ৪ঠা অক্টোবর (বুধবার)*


মেষ রাশিফল (Wednesday, October 4, 2023)

ব্যস্ত সময়সূচী সত্ত্বেএ স্বাস্হ্য সুন্দর থাকবে। আপনার স্ত্রীর সাথে একসাথে, আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন। খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে। আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।

প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য লাভের জন্য গৃহদেবতার রূপোয় তৈরি মূর্তি কে আরাধনা করুন।

বৃষভ রাশিফল (Wednesday, October 4, 2023)

আপনার মানসিক স্বাস্হ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্বশর্ত। মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো/মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে। এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে। দিনের শেষ ভাগে আর্থিক উন্নত হবে। পরিবারের গোপনীয়তার খবর আপনাকে আশ্চর্য করতে পারে। আপনার ক্ষমতা শক্তি বেশী থাকবে- কারণ আপনার প্রি়য়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন- মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন। আজ বাড়িতে কোনো অনুষ্ঠানের কারণে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে। দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে।

প্রতিকার :- গৃহে সুখ শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন।

মিথুন রাশিফল (Wednesday, October 4, 2023)

আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে কিছু সময় কাটান। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। বন্ধুরা সন্ধ্যেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোন অর্থ নেই- হাসির কোন শব্দ নেই- হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে।আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে। ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর, সন্ধ্যা বেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনটি মঙ্গলময় হয়ে উঠবে।

প্রতিকার :- প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করার আগে মুখে এলাচ রাখুন, এর ফলে প্রেমের জীবনে সুপ্রভাব পরবে।

কর্কট রাশিফল (Wednesday, October 4, 2023)

আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকবে- কিন্তু কাজের চাপ আপনার বিরক্তের কারণ হবে। যাঁরা এখনও বেতন পাননি তারা অর্থ সম্পর্কিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে পারেন এবং তাদের বন্ধুদের কাছে loanণের জন্য জিজ্ঞাসা করতে পারেন। জিভকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনেদের অভিমানে আঘাত না লাগে। বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয়। মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়েই আমরা জীবনের মূল্য দিই। তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল। আপনি আজ আপনার মিষ্টি ভালবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারেন। ব্যবসায়ীদের জন্য ভালো দিন। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোন আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন।দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আপনি আপনার সম্পর্ক ত্যাগ করার কথা মনে করতে পারেন যা অনেক ঝগড়ার ফলে সৃষ্টি হবে।

প্রতিকার :- গরম মশলা, শুকনো ফল, মধু, গুড় খাবারে দিলে আর্থিক অবস্থা ভালো থাকবে।

সিংহ রাশিফল (Wednesday, October 4, 2023)

সুখী জীবনের স্বার্থে নিজের একগুঁয়েমি দূর করুন, এরফলে নিছক সময় নষ্ট হয়। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান তবে ঘরে বসে আর্থিক সঙ্কট আপনাকে আজ বিরক্ত করতে পারে। পারিবারিক দিক সুখী এবং স্বচ্ছন্দ বলে মনে হচ্ছে না। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালবাসা প্রদর্শন করা ঠিক নয়। কখনও কখনও, এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে। আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না। আজকে আপনি ঘরের ছোট সদস্য কে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন। মারামারি এবং যৌন সম্পর্ক যা বেশিরভাগ বিবাহিত জীবনের প্রচলিত বিষয় হয়, কিন্তু আজ সবকিছু শান্ত হবে বলে মনে হয়।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

কন্যা রাশিফল (Wednesday, October 4, 2023)

কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন, নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে। যদিও আপনার আঙ্গুল গলে টাকা বেরিয়ে যাবে-তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে। যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন। এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে।এটি আপনাকে যু্ক্তিগ্রাহ্য সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। আপনার ভালবাসার জীবন আজ সত্যি সত্যিই আপনার জন্যে অসাধারণ কিছু বয়ে আনবে। একটি জরুরী প্রকল্প-যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন- বিলম্বিত হবে। আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধে বেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না। আপনি এবং আপনার স্ত্রীর মধ্যের ভালোবাসা ক্ষয় পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিভেদ দূর করার জন্য ভাববিনিময় করুন অন্যথায় বিষয়টি আরো খারাপ হবে।

প্রতিকার :- বহমান জলে রেবড়ি, তিল এবং চিনি বিসর্জন দিলে ব্যবসায় উপকার পাবেন।

তুলা রাশিফল (Wednesday, October 4, 2023)

আপনার আবেগপ্রবণ এবং জেদী প্রকৃতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, বিশেষ করে পার্টিতে যেহেতু এটি পার্টির মেজাজ খারাপ করতে পারে। অতীতে যে সমস্ত লোকেরা তাদের অর্থ বিনিয়োগ করেছিল তারা আজ সেই বিনিয়োগ থেকে উপকৃত হতে পারে। আজ আপনার সীমিত ধৈর্য্য হবে- কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রূঢ় বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ করতে পারে। যদি আপনি মনে করেন যে আপনার প্রিয়জন আপনাকে বোঝে না, তবে কিছুটা সময় বের করুন এবং তাদের সাথে এটি ব্যয় করুন। খোলামেলা কথা বলুন এবং আপনার হৃদয় পরিষ্কারভাবে কথা বলুন। সৃষ্টিশীল ক্ষেত্রের ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তাঁরা কোন দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন। ব্যবসা আর ব্যাবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবন সঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বয়ে নিয়ে আসবেন।

প্রতিকার :- মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান।

বৃশ্চিক রাশিফল (Wednesday, October 4, 2023)

সন্ধ্যাবেলায় একটু আরাম করুন। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারের কোনও সদস্যের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন। আপনার তাদের সাথে কথা বলা দরকার। দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। নিজের মন কে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেক বার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন। আজকেউ আপনি এরকম কিছু করতে পারেন। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে।

প্রতিকার :- নিম বা বট গাছের গোড়ায় দুধ ঢেলে সেই ভিজে মাটির তিলক কপালে পড়লে তার প্রভাবে আপনার আর্থিক সমৃদ্ধির পথ সুগম হবে।

ধনু রাশিফল (Wednesday, October 4, 2023)

সাফল্য হাতের নাগালে এলেও শক্তি কমে আসবে। বাজি বা জুয়া খেলায় যারা তাদের অর্থ ব্যয় করেছিল তারা আজ ক্ষতির সম্মুখীন হতে পারে। অতএব, আপনাকে বাজি থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক দিক স্বচ্ছন্দেই যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন। আপনার প্রিয় আজ আপনার কথা শোনার চেয়ে তার মনটি বলতে চান। এটি আপনাকে মন খারাপ করতে পারে। আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে। ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। আপনার স্ত্রী আজ আপনাকে তার দেবদূতোপম দিকটি দেখাবে।

প্রতিকার :- বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরদিন সকালে কাছাকাছি গাছের শিকড়ে জল ঢেলে আসুন স্বাস্থ্য উত্তম থাকবে।

মকর রাশিফল (Wednesday, October 4, 2023)

আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন- আপনি যাই করুন না কেন- সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন। আপনার ভবিষ্যতকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে। পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে। যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন। এ কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘন্টাখানেক কথা বলতে পারেন। যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি যদি তাকে ‘হ্যালো’ বলেন তাহলে কর্মক্ষেত্রে জিনিষগুলি আজ আপনার জন্য সত্যিই অসাধারণ হয়ে যাবে। জীবনের জটিলতা বোঝার জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড়ো সদস্যের সাথে সময় কাটাতে পারেন। আজ একটি দেবদূত মত আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন।

প্রতিকার :- গরুকে পালংশাক খাওয়ালে তা আপনার প্রেম জীবনের ওপর ভালো প্রভাব পরবে।

কুম্ভ রাশিফল (Wednesday, October 4, 2023)

আপনার স্বাস্হ্যের খাতিরে চিৎকার করবেন না। আজ কোনও পাওনাদার আপনার দরজায় এসে আপনাকে ঋণ নেওয়ার জন্য বলতে পারে। তাদের কাছে অর্থ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আটকে যেতে পারেন। আপনাকে ঋণ নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন। ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না। আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালবাসা বিরাজমান হবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। গৃহপরিচারীকা আজ কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গীনীর উপর চাপ তৈরী করতে পারে।

প্রতিকার :- আর্থিক অবস্থার উন্নতির জন্য সররকম মাদক দ্রব্য থেকে দূরে থাকুন।

মীন রাশিফল (Wednesday, October 4, 2023)

আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে। বিনোদন এবং রূপচর্চায় বেশী খরচ নয়। নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। প্রেমিক প্রেমিকারা পরিবারের অনুভূতির প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উত্সাহী হবেন। সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে। আজ, আপনি আপনার স্ত্রীর প্রেমে মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন।

প্রতিকার :- আপনার নিত্য নৈমিত্যিক কাজে ও কর্মে সাদা চন্দন এবং গোপী চন্দনের ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার বৃদ্ধি করলে তা আপনার আর্থিক সংষ্থানের জন্য অনুকূল হবে।

WestBengalBangla

Oct 03 2023, 22:26

*তৃণমূল সাংসদদের ওপর হেনস্থা দিল্লি পুলিশের*


দিল্লীতে ধুন্ধুমার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবীতে কৃষি ভবনে ধর্ণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃণমূল সাংসদ ও বিধায়ক। পুলিশ তাদের টেনে বের করে। তাদের আটক করে নিয়ে যাওয়া হয়।

রাত ৯টা নাগাদ তাঁদের আটক করে দিল্লি পুলিশ। টেন-হিঁচড়ে তোলা হয় পুলিশ ভ্যানে। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে। কিন্তু, কোথায় নিয়ে যাওয়া হল অভিষেকদের? তা নিয়ে উঠছে প্রশ্ন।

WestBengalBangla

Oct 03 2023, 20:33

*Sachin Tendulkar named ICC Global Ambassador for Men’s Cricket World Cup 2023*

Sports News 

 World Cup,2023 

 

 

 

 KKNB :The International Cricket Council (ICC) announces India legend and Bharat Ratna Sachin Tendulkar as the Global Ambassador for the Men’s Cricket World Cup 2023 with just two days to go until the pinnacle event of the one-day game gets underway. The Master Blaster, who has an enviable record of featuring in six 50 over World Cups in his decorated career, will walk out with the Men’s Cricket World Cup Trophy before the opening match at the Narendra Modi Stadium in Ahmedabad, declaring the tournament open.

Sachin Tendulkar said: "From being a ball boy in 1987 to representing the country in six editions, World Cups have always held a special place in my heart. Winning the World Cup in 2011 is the proudest moment of my cricketing journey. " 

“With so many special teams and players set to compete hard in the ICC Men’s Cricket World Cup 2023 here in India, I am excitedly looking forward to this fantastic tournament. 

“Marquee events like the World Cup seed dreams in young minds, I hope this edition too inspires young girls and boys to pick up sports and represent their countries at the highest level.”

The biggest Cricket World Cup ever will also witness an eclectic cast of ICC ambassadors – West Indies legend Vivian Richards, South Africa’s AB de Villiers, England World Cup-winning skipper Eoin Morgan, Australia’s Aaron Finch, Sri Lanka spin great Muttiah Muralitharan, New Zealand’s Ross Taylor, India’s Suresh Raina and ex-captain Mithali Raj and Pakistan all-rounder Mohammad Hafeez.

Pic Courtesy by: ICC

WestBengalBangla

Oct 03 2023, 19:42

*৫০ লাখ চিঠি নিয়ে কৃষক ভবনে পৌঁছালেন অভিষেক*


বাংলার মানুষের বকেয়া টাকা দিতে কাঁধে চিঠির বস্তা নিয়ে এবার কৃষি ভবনের দিকে যাত্রা শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি কৃষক ভবনে পৌঁছে গিয়েছেন।

প্রায় দেড় কিমি রাস্তা পায়ে হেঁটে যন্তর মন্তর থেকে কৃষি ভবনে পৌছালেন তৃণমূলের প্রতিনিধি দল। প্রসঙ্গত ৫০ লাখ চিঠি নিয়ে দিল্লিতে হাজির হয়েছে বাংলার শাসকদল।

WestBengalBangla

Oct 03 2023, 18:41

*বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন থেকে গরীব মানুষদের টাকা দেবে:অভিষেক*


দিল্লি অভিযানের শেষ দিনে বিস্ফোরক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যন্তরমন্তরের সামনের মঞ্চ থেকে আজ শেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ঘাসফুল শিবিরের সেকেন্ড-ইন-কম্যান্ড। মঞ্চের সামনে কেন্দ্র সরকারকে বারংবার পাঠানো প্রাপ্য আদায়ের চিঠি জমা করে সভা শুরু করে তৃণমূল।

আজ অভিষেক রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেন, আগামী ৬ মাসের মধ্যে বাংলার বকেয়া অর্থ আদায় হবেই।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে।''

তিনি আরও বলেন, ''মানুষ ওদের ক্ষমতায় এনেছে। যা খুশি তাই করছে। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা। কিন্তু মনে রাখবেন, ওদের হাতে বোতাম থাকলে আপনাদের হাতেও ইভিএমের বোতাম আছে। আপনারাও এর জবাব দেবেন সেই বোতাম টিপে।''

তৃণমূলের নেতাকর্মী ছাড়াও দিল্লিতে গিয়েছেন একশো দিনের জব কার্ড হোল্ডাররা। অভিষেক আজ প্রতিশ্রুতি দেন কেন্দ্র টাকা না দিলে বাংলার জনপ্রতিনিধিরা নিজেদের বেতন দিয়ে এই গরীব মানুষদের টাকা মেটাবেন। আর সেই কাজ হবে আগামী ৬ মাসের মধ্যে।

শুধু তাই নয়, অভিষেকের বক্তব্যের একদম শেষে সত্যজিত্‍ রায়ের হীরক রাজার দেশের বিখ্যাত সেই স্লোগান 'দড়ি ধরে মারো টান রাজা হবে খানখান' স্লোগান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা। আবারও দিল্লি আসার আসতে পারেন জানিয়ে অভিষেক।