WestBengalBangla

Oct 02 2023, 19:35

*অভিষেকের বকেয়ার জবাব দিলেন অনুরাগ ঠাকুর*


১০০ দিনের টাকা এবং আবাসের বকেয়া টাকার দাবিতে, দিল্লির রাজপথে বসেছে তৃণমূল কংগ্রেস। ২ রা অক্টোবর রাজঘাটে ধরনায় বসেছিল তৃণমূলের হাইওয়েট নেত্রী বর্গ। এবার তা নেই নয়া দিল্লিতে সাংবাদিক সম্মেলন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন বাংলার দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। 

অনুরাগ বলেন,"বাংলায় সারদা নারদা নামে টাকা লুট হয়েছে। শুধু তাই নয়, আবাস যোজনাতেও দেদার লুট হয়েছে।বারবার রিপোর্ট চাও হলেও বাংলা কোন রিপোর্ট দেয়নি। "তিনি সরাসরি প্রশ্ন করেছেন, দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়? তাঁর আমলেই বাংলায় সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। শুধু তাই নয় বাংলার মতো শান্তির পীঠস্থানে হচ্ছে হামলা। " তবে অনুরাগের এই আক্রমণ নিয়ে এখন ও পর্যন্ত কোন মন্তব্যই করেনি বাংলার শাসক দল।

WestBengalBangla

Oct 02 2023, 19:33

*তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি:অভিষেক*


রাজ্যের বকেয়া আদায়ে আজ, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতারা দিল্লিতে তৃণমূলের কর্মী-সমর্থক ও 'বঞ্চিতদের' নিয়ে ধর্ণায় সামিল হয়েছিলেন। ধর্নারত তৃণমূলের নেতা কর্মীদের সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল অমিত শাহের পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে জোর করে ধর্না সরিয়ে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল। দিল্লির রাজঘাটে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দু বছরে ৩ বার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। দিল্লি পুলিশ ও সিআরইএফ ধাক্কাধাক্কি করে ধর্না তোলের চেষ্টা করেছে। বারবার এসে উঠে যেতে বলে পুলিশ। কোনও রাজনৈতিক স্লোগান দেওয়া হয়নি।‘

পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সারদা, রোজভ্যালি কাণ্ডে সিবিআই তো তদন্ত করছে। কিন্তু কতজন উপভোক্তা টাকা ফেরত পেয়েছেন?দুর্নীতির অভিযোগ থাকলে এফআইআর করছেন না কেন? রাজ্যে নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবুও কেউ কেন এখন ও পর্যন্ত চাকরি পেল না?" 

অভিষেক জানান,"ধর্ণা চলাকালীন দিল্লী পুলিশ বারবার হুইসেল বাজিয়ে আমাকে বিব্রত করছিল। যত আন্দোলন দমানোর চেষ্টা হবে ততই জোরালো হবে। দু বছরে ১০০ দিনের বকেয়া টাকা ফেরত নিয়ে যাব। তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়েছে বিজেপি।"

WestBengalBangla

Oct 02 2023, 18:57

*ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গ*


ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা বাংলার একাধিক জেলা। এরই মধ্যে আজ ভর সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলায়। জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে যথেষ্ট তীব্রতা ছিল। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে কম্পাঙ্ক ধরা পড়েছে ৫.২। উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়ের ভূমিকম্পে বঙ্গে এই কম্পন বলে জানা গিয়েছে।

এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মেঘালয়ের উত্তর গারো পাহাড়ে ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে ভূমিকম্পের কেন্দ্র। তবে এই ভূমিকম্পের জেনে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

WestBengalBangla

Oct 02 2023, 17:32

*India is starting World Cup campaign with a match against Australia on October 8*

Sports News

ICC T-20 world cup,2023

Khabar Kolkata News Bureau: Only three days left for the start of the T-20 World Cup. After that, the T-20 World Cup one-day cricket will begin. India is considered as one of the contenders to win the trophy as the ICC World Cup,2023 is at homeland .

The Rohit brigade is in terrific form ahead of the World Cup. In this year's World Cup, Virat Kohli-Shubman Gilra will play group league matches at 9 different venues.

For this they have to cover about eight thousand kilometers in 34 days. According to experts, fatigue of the cricketers may be a factor in this case.As a result, players will not have problems playing one by one during the match. India is starting this year's World Cup campaign with the first match against Australia on October 8.

Pic Courtesy by: ICC.

WestBengalBangla

Oct 02 2023, 15:53

राजघाट पर एआईटीसी के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी की प्रेस वार्ता को बाधित करते हुए दिल्ली पुलिस के दृश्य
राजघाट पर एआईटीसी के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी की प्रेस वार्ता को बाधित करते हुए दिल्ली पुलिस के दृश्य

WestBengalBangla

Oct 02 2023, 14:25

*রাজঘাটে ধর্ণায় বসলেন অভিষেক*


সোমবার গান্ধি জয়ন্তীর দিনে দিল্লির রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানিয়ে নিজেদের ধর্না কর্মসূচী শুরু করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এ দিন দুপুর ১টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্য নেতারা রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধি শ্রদ্ধা জানান। তারপর দুপুর দেড়টা থেকে প্ল্যাকার্ড হাতে শুরু হয় তৃণমূলের ধর্না।

ইতিমধ্যেই বেশ কয়েকটি বাসে করে দিল্লি পৌঁছে গিয়েছেন তৃণমূলের কর্মী-সমর্থক এবং একশো দিনের কাজের 'বঞ্চিত' জব কার্ড হোল্ডাররা। রয়েছেন আবাস যোজনার 'বঞ্চিত' উপভোক্তারাও।

WestBengalBangla

Oct 02 2023, 12:21

গান্ধী জয়ন্তীতে নতুন সমাজ গড়ার ডাক মমতার

গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, 'গান্ধী জয়ন্তীর পবিত্র দিন উপলক্ষ্যে, আমার হৃদয় সেই ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে যিনি আমাদের জাতিকে কেবল স্বাধীনতার দিকেই নিয়ে যাননি বরং ন্যায় ও ন্যায়ের পথও প্রশ্বস্ত করেছিলেন।

গান্ধীজির অন্তর্ভুক্তি, সামাজিক ন্যায়বিচার এবং সমতার আদর্শ তার সময়ে যেমন প্রাসঙ্গিক ছিল, বর্তমানেও তেমনটাই রয়েছে”।

“আমরা যখন আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তখন আসুন গান্ধীজী যে মূল্যবোধের জন্য দাঁড়িয়েছিলেন তার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। আসুন আমরা এমন একটি সমাজ গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি নাগরিকের অধিকার সমুন্নত থাকে এবং কেউ পিছিয়ে না থাকে!”

WestBengalBangla

Oct 02 2023, 11:32

গান্ধীজীর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

আজ, ২ অক্টোবর গান্ধীজীর জন্মদিন। সোমবার সকালে তার জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেল লেখেন, "তাঁর সত্য ও অহিংসার নীতিগুলি কেবল আমাদের অতীতকে রূপ দেয়নি বরং ন্যায় ও সাম্যের নিরলস সাধনায় আমাদের সামনের পথকে আলোকিত করে চলেছে।এই গান্ধী জয়ন্তীতে, আসুন আমাদের সমস্ত কর্মে তাঁর নীতিগুলিকে আলিঙ্গন করি।"অন্যদিকে, এ দিন দুপুরেই আবার গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানাতে যাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরাও।

পাশাপাশি, সকালেই প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেল থেকে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন। টুইটে তিনি লেখেন, “গান্ধী জয়ন্তীর বিশেষ ক্ষণে আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাই। ওনার কালজয়ী শিক্ষা আজও আমাদের পথকে আলোকিত করে। বিশ্বব্যাপী প্রভাব রয়েছে মহাত্মা গান্ধীর। সমগ্র মানবজাতিকে ঐক্য ও সহানুভূতির চেতনায় অনুপ্রাণিত করেছেন উনি। ওনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যেন আমরা কাজ করতে পারি। ওনার চিন্তাভাবনা যেন আমাদের যুব প্রজন্মকে একতা ও সম্প্রীতির ধারণায় অনুপ্রাণিত করে।”

WestBengalBangla

Oct 02 2023, 08:40

*সপ্তাহের শুরুতে কেমন থাকবে যানজট, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ ২রা সেপ্টেম্বর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। সোমবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি।

যানচলাচল স্বাভাবিক আছে। তবে সোমবার শহরে আজ কোন মিটিং, মিছিল নেই। তাই সোমবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম।

WestBengalBangla

Oct 02 2023, 08:39

*সপ্তাহের শুরুতেই বাড়বে বৃষ্টি, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আজও রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তো রীতিমতো তাণ্ডব চলছে। আপাতত ২-৩ দিন পরিস্থিতি বদলানোর খুব একটা সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি করছে। পাশাপাশি রয়েছে একটি ঘূর্ণাবর্তও।সোমবারও বৃষ্টির তোলপাড় হবে রাজ্যের একাধিক জেলায়।

 ২ অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১. ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রী সেলসিয়াস ।