*‘সেরা পর্যটন গ্রাম’হিসাবে তকমা মুর্শিদাবাদের কিরীটেশ্বরী, শুভেচ্ছা জানালেন মমতা*


এবার বাংলার মুকুটে নয়া পালক। দেশের ‘সেরা পর্যটন গ্রাম’ হিসাবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক মুর্শিদাবাদের নবগ্রামের কিরীটেশ্বরী মন্দিরকে স্বীকৃতি দিয়েছে। বিদেশ থেকেই রাজ্যের জন্য বড় 'সুখবর'-এর কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

নিজের এক্স হ্যান্ডেলে এদিন মমতা লেখেন, 'আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি মুর্শিদাবাদ জেলার কিরীটেশ্বরী গ্রামকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নিয়েছে। ২০২৩ সালের 'Best Tourism Village Competition'-এ আবেদনের ভিত্তিতে এই গ্রামকে বেছে নেওয়া হয়েছে। দেশের ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই প্রতিযোগিতায় মোট ৭৯৫টি আবেদন জমা পড়েছিল। ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। আমি কিরীটেশ্বরী গ্রামের সকল বাসিন্দাদের অভিনন্দন জানাই। জয় বাংলা।' 

 উল্লেখ্য, এই মন্দিরটি মুর্শিদাবাদের দহপাড়া রেল স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে কিরীটেশ্বরী গ্রামে অবস্থান। তবে, এই নবগ্রামের এই তকমা পাওয়ার পর স্বাভাবিকভাবেই আনন্দিত মুর্শিদাবাদের বাসিন্দারা।

মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন সনিয়ার

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার লোকসভায় শুরু হয়েছে উত্তেজনা। সংসদের উভয় কক্ষে এই বিল পাস হলে এবং রাষ্ট্রপতির অনুমোদন পেলে এই বিল আইনে পরিণত হবে। বুধবার মহিলা সংরক্ষণ বিল নিয়ে আজ বিতর্কে , কংগ্রেসের পক্ষে দায়িত্বে সনিয়া। তিনি বলেন, "ব্যক্তিগত ভাবে আমার জন্য এই দিনটি অত্যন্ত আবেগের। কারণ স্থানীয় নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্বের সুযোগ করে দিতে আমার জীবনসঙ্গী রাজীব গাঁধীই প্রথম সংবিধানে সংশোধন ঘটাতে উদ্যোগী হন। কিন্তু রাজ্যসভায় মাত্র সাতটি ভোটে বিলটি পাস হয়নি।'

মহিলা সংরক্ষণ বিল, লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ বা এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ৩৩ শতাংশ কোটার মধ্যে তফসিলি জাতি, উপজাতি এবং অনাবাসী ভারতীয়দের জন্য উপ-সংরক্ষণের প্রস্তাবও রয়েছে।

বিলে আরও বলা হয়েছে, প্রতিটি লোকসভা নির্বাচনের পর সংরক্ষিত আসনগুলি পরিবর্তন করা উচিত। উল্লেখ্য, লোকসভা আজ আলোচনার পরে মহিলা সংরক্ষণ বিল পাশ হয় কিনা সেটাই এখন দেখার।

*Photo Gallery* *মুখ্যমন্ত্রীর স্পেন সফর*
Sports News: খেলা
*पूजा से पहले खुशखबरी! अब हावड़ा-पटना के बीच चलेगी बंदे भारत एक्सप्रेस*

जैसे-जैसे समय आगे बढ़ रहा है, लोगों के बीच वंदे भारत एक्सप्रेस ट्रेन की मांग बढ़ती जा रही है। सभी राज्यों के लोग चाहते हैं कि यह ट्रेन उनके राज्य में भी चले और वे इस ट्रेन का आनंद उठा सकें। यह ट्रेन पहले से ही देश के कई लोकप्रिय रूटों पर चल रही है. हालाँकि, वंदे भारत एक्सप्रेस हावड़ा और पटना के बीच शुरू होने जा रही है।

इस संबंध में मंगलवार को दिल्ली की ओर से हरी झंडी दे दी गई है. प्रधानमंत्री सचिवालय से आज पूर्वी रेलवे मुख्यालय को एक संदेश भेजा गया है. 24 तारीख को प्रधानमंत्री नरेंद्र मोदी इस नई ट्रेन का उद्घाटन करेंगे. गौरतलब है कि पूजा से एक महीने पहले ही रेलवे ने राज्य के लोगों को ट्रेन का तोहफा दिया था.

পেশ হল মহিলা সংরক্ষণ বিল

নতুন লোকসভা ভবনে শুরু হয়েছে বিশেষ অধিবেশন। এবার এই বিশেষ অধিবেশনে পেশ হল ২৭ বছর ধরে আলোচিত মহিলা সংরক্ষণ বিল। এই বিলটি পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাস করার পক্ষে সওয়াল করেছে বিরোধী দলগুলি।

যদিও সূত্রের খবর, সংসদের বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা করা হলেও, ২০২৪ লোকসভা নির্বাচনে তা বাস্তবায়নের সম্ভাবনা নেই। সেক্ষেত্রে ২০২৯ লোকসভা নির্বাচনে বাস্তবায়িত করা হতে পারে বলে মিলেছে ইঙ্গিত। তবে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে মন্তব্য করতে চাইলেন না রাহুল গান্ধী।

মঙ্গলবার সংসদের বাইরে সংবাদমাধ্যমে কংগ্রেস সাংসদ বলেন, ‘‘এখনই মন্তব্য করব না।’’তবে এই বিল নিয়ে আলোচনা চলাকালীন বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। কিন্তু শেষ পর্যন্ত লোকসভায় বিলটি পাশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

নয়া সংসদ ভবনে শুরু অধিবেশন

সংসদের পুরনো ভবনকে বিদায় জানিয়ে মঙ্গলবারই নয়া সংসদ ভবনে শুরু হয়ে গিয়েছে বিশেষ অধিবেশন। এই সংসদ ভবনের নাম দেওয়া হয়েছে পার্লামেন্ট হাউজ অফ ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই নয়া সংসদ ভবনের নাম 'সংবিধান সদন' রাখার প্রস্তাব দিয়েছেন।

মঙ্গলবার অধিবেশন শুরুর আগে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী বলেন, "নতুন সংসদ ভবনের হাত ধরে নতুন ভবিষ্যতের সূচনা হল। ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়া হবে।"

উল্লেখ্য, নয়া এই সংসদ ভবনে সংবাদমাধ্যমের কর্মীদের জন্য মোট ৫৩০ টি আসন রয়েছে। পাশাপাশি নয়া এই সংসদ ভবন পুরনো লোকসভা কক্ষের চেয়ে তিনগুণ বড়। এই সংসদ ভবনে 888 জন সংসদ সাংসদ বসতে সক্ষম ৷

অনুপ মাঝিকে ওরফে লালাকে কয়লা পাচারকাণ্ডে ফের তলব ইডির

কয়লা পাচারকাণ্ডে ফের তলব অনুপ মাঝি ওরফে লালাকে। বুধবার দিল্লিতে ইডি অফিসে অনুপ মাজিকে তলব করা হয়েছে। এর আগে বহুবার তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু তিনি বারেবারে হাজিরা এড়িয়ে যান। তবে , ইডির ডাকে সাড়া দিয়ে মাত্র ১ বারই সিজিও কমপ্রেক্সে হাজিরা দিয়েছিলেন লালা।

উল্লেখ্য, পুরুলিয়ার বাসিন্দা অনুপ মাজি বিভিন্ন কয়লা খনি থেকে কয়লা পাচারের ক্ষেত্রে অন্যতম কাণ্ডারি ছিলেন। যার প্রমাণ রয়েছে ইডি, সিবিআইয়ের হাতে। তবে ওই টাকা কোথায় কোথায় বণ্টন করা হতো, সেসব সম্পর্ক বিস্তারিত তথ্য হাতে পেতে লালাকে জিজ্ঞাসাবাদ জরুরি বলে মনে করছে ইডি।

তবে লালাকে বারবার তলব করা হলেও তিনি সুপ্রিম কোর্ট থেকে ‘‌রক্ষাকবচ’‌ নিয়েছিলেন। ইতিমধ্যেই সেই মেয়াদও শেষ হয়েছে। আর সেই মেয়াদ শেষ হতেই ফের বুধবার ইডির দফতরে তলব করা হল লালুকে।

*গণেশ চতুর্থীর দিন বেলা বাড়তেই মিটিং, জানুন আজকের ট্রাফিক আপডেট*


আজ  ১৯শে সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন বাড়ি থেকে বেরানোর আগেই জেনে নিন কোন কোন রাস্তা বন্ধ থাকবে। কেমন থাকবে রাস্তাঘাটের অবস্থা ? জানিয়ে দিলো লালাবাজার ট্রাফিক কন্ট্রোল। মঙ্গলবার শহরে এখনও পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। 

যানচলাচল স্বাভাবিক আছে। তবে মঙ্গলবার দুপুর ২টো নাগাদ আর আর অ্যাভিনিউতে একটি মিটিং আছে। এই মিটিং যোগদান করতে শিয়ালদহ এবং হাওড়া থেকে মিছিল আসবে। মনে করা হচ্ছে এই মিটিং কমপক্ষে ৭০০০-৭৫০০ মানুষ জমায়েত হবে। 

এছাড়া আজ কোন মিটিং, মিছিল নেই। তাই মঙ্গলবার শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে , লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। 

 

*গণেশ চতুর্থীতে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া*


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,গণেশ চতুর্থীতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও। বঙ্গোপসাগরে তৈরী হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ থেকেই বাড়বে বৃষ্টি।

আজ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ওই দিন কলকাতা-সহ দক্ষিণের প্রায় সবক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রী সেলসিয়াস।