*ফটো গ্যালারী*

খেলা

ডুরান্ড কাপ ২০২৩

খবর কলকাতা: আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ কলিতা সহ বিশিষ্ট সেনাবাহিনীর কর্মকর্তারা গুয়াহাটিতে প্রথম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ খেলার আগে দলগুলিকে শুভেচ্ছা জানালেন

*লকআপের মধ্যে পিটিয়ে মারার অভিযোগ উঠলো নবগ্রাম থানার বিরুদ্ধে*

জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের নবগ্রামে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের নবগ্রাম থানা চত্বর। পরিস্থিতি সামাল দিতে নামাল হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে, মৃতার নাম গোবিন্দ ঘোষ। তিনি থাকেন নবগ্রাম থানার সিঙ্গার গ্রামে। ওই ব্যক্তি নবগ্রাম সেনা ছাউনিতে দিন মজুরের কাজ করতেন। দিন কয়েক আগে গোবিন্দর প্রতিবেশীর বাড়ি থেকে চুরি যায় প্রচুর সোনা ও নগদ টাকা। সেই ঘটনায় তাঁর নামেও অভিযোগ দায়ের করে প্রতিবেশী। এরপরেই থানায় নিয়ে এসে গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। বৃহস্পতিবার থানায় দেখা করতে গেলে বলা হয়, জিজ্ঞাসাবাদ চলছে, ছেড়ে দেওয়া হবে। এরপরেই শুক্রবার থানার লকআপের মধ্যেই গোবিন্দ ঘোষের অস্বাভাবিকভাবে মৃত্যু হয়। এই ঘটনার পর থানা ঘেরাও করা শুরু করে এলাকাবাসীরা। উল্লেখ্য, এই ঘটনার পর জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, 'নবগ্রামে আইনশৃঙ্খলার অবনতি হয়েছিল। পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।' আজ মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে।

বালুরঘাটের পিএইচই দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ড পিএইচই দপ্তরে। শুক্রবার দুপুর তিনটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পিএইচই দপ্তরে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল ৫ টি ইঞ্জিন সহ বিশাল পুলিশবাহিনী। এদিকে যারা অফিসের কর্মী ছিলেন তারা সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। অনেকে তাড়াহুড়ো করে বেরতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে।ইতিমধ্যেই কালো ধোঁয়ায় ছড়িয়ে গিয়েছে এলাকায়। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এসেছে বিদ্যুৎদপ্তরে কর্মীরা। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শুভেন্দুর বিরুদ্ধে FIR নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তথ্যপ্রমাণ থাকলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি বিরুদ্ধে এফআইআর করা যাবে। এ জন্য আদালতের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই মামলাটি নতুন করে শোনার জন্য নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। উল্লেখ্য, ২০ জুলাই এক জনস্বার্থ মামলায় হাইকোর্ট নির্দেশ দেয় শুভেন্দু অধিকারী বিরুদ্ধে তথ্যপ্রমাণ থাকলে FIR করার নির্দেশ দেন বিচারপতি আই পি মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। এই পরই বিরোধী দলনেতার বিরুদ্ধে মেদিনীরপুরের মোহনপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পঞ্চায়েত ভোটের সময় ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এফআইআরএ দাবি করা হয় শুভেন্দু অধিকারী প্ররোচনা রয়েছে এই ঘটনায়। এরই মধ্যে হাইকোর্টের রায় বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপরেই শুক্রবার সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় খারিজ করে দিয়েছে।

"মোদী" পদবী মামলায় সুপ্রিমের স্থগিতাদেশ, স্বস্তিতে রাহুল

মোদী পদবী মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 'মোদী' পদবি মামলায় তাঁকে যে দোষী সাব্যস্ত করেছিল গুজরাটের নিম্ন আদালত এবং দুই বছরের কারাদণ্ডের ঘোষণা করেছিল, তাতে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কী কারণে রাহুলকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, সেটার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুজরাটের নিম্ন আদালতের বিচারক। শুক্রবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধির আবেদনের শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই, পি এস নরসিংহ এবং সঞ্জয় কুমারের বেঞ্চে৷দু বছরের জন্য কারাদণ্ডের শাস্তির কারণে রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ হয়ে যায়৷ ফলে সুপ্রিম কোর্টের বিচারপতির রায়ের ওপর নির্ভর করছিল রাহুল আদৌ ভবিষ্যতে নির্বাচনে লড়তে পারবেন কি না৷ তবে, এদিন বিচারপতি নিন্ম আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিলেও জনপ্রতিনিধি হিসেবে এমন মন্তব্য করার আগে আরও সতর্ক হওয়া উচিত বলে রাহুলকে পরামর্শ দিলেন বিচারপতি।

রোজভ্যালি কাণ্ডে লকেটের নামে এবার ইডির দফতরে অভিযোগ দায়ের

নুসরতের পর এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির দফতরে অভিযোগ দায়ের। এবার পালটা বিজেপির ওপর চাপ তৈরি করার খেলা শুরু করল তৃণমূল। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ডের সুবিধা নেওয়ার অভিযোগ জানিয়ে এল তৃণমূল।

শুক্রবার সকাল ১০টা নাগাদ ইডির দফতরে কাজকর্ম শুরু হতেই সেখানে পৌঁছন বিধাননগর পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ তুলসি সিংহ রায়। অভিযোগ দায়ের পর তৃণমূল কাউন্সিলর বলেন, লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির সুবিধা নিয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ইডি। আমরা ইতিমধ্যেই লকেটের নামে যাবতীয় তথ্য প্রমাণ ইডির দফতরে জমা দিয়ে এসেছি ।

যদিও এ নিয়ে লকেট চট্টোপাধ্যায় বলেন, “চিটফান্ডে সবথেকে বেশি সুবিধা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলের মুখপত্র।" অন্যদিকে, চলতি সপ্তাহেই সাংসদ নুসরত জাঁহার বিরুদ্ধে টাকা নিয়ে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ইডির কাছে জমা দিয়ে এসেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

বেহালা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর

শুক্রবার বেহালায় এক স্কুল ছাত্রকে লরি পিষে দেওয়া ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর 'সেফ ড্রাইভ সেভ লাইফ' প্রকল্পের পরেও কেন এই ঘটনা ঘটল? বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ নবান্নের।মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এই ঘটনা নিয়ে রণক্ষেত্রের আকার নিয়েছে বেহালার চৌরাস্তা। শুক্রবার বেহালায় এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের কমিশনার সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করেছে পুলিশ। জানা গেছে, মুখ্যমন্ত্রী জানতে চান, কী হয়েছিল? কী করে এমন ঘটনা ঘটল? ঘটনা সম্পর্কে জানতে চেয়ে মুখ্যসচিবকে ফোন করেন মুখ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে বিশদে জানতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে রণক্ষেত্রের আকার নিয়েছে বেহালা।

बनगां पेट्रापोल सीमा पर लॉन्च किया गया "यात्री सुविधा ऐप्स"

उत्तर 24 परगना: उत्तर 24 परगना में बनगां पेट्रापोल बांग्लादेश के भूमि बंदरगाहों में से एक है। हर दिन लगभग कुछ शो में आम यात्री भारत से बांग्लादेश जाते हैं। इसी दिन "यात्री सुविधा ऐप्स" का उद्घाटन किया गया। पेट्रापोल पोर्ट अथॉरिटी के अधिकारी आदित्य मिश्रा ने इसका उद्घाटन किया. यात्रियों को अब लंबे समय तक लाइन में इंतजार नहीं करना पड़ेगा.

अब से आप ऐप्स के जरिए घर बैठे स्लॉट बुक करके कम समय में बांग्लादेश पहुंच सकते हैं। मालूम हो कि पहले चरण में 12 स्लॉट बुक किए जा सकते हैं. प्रत्येक स्लॉट में 100 यात्री होंगे जो बांग्लादेश जा सकते हैं। स्लॉट बुकिंग के दौरान एक विशिष्ट समय होगा जब वे पेट्रापोल सीमा के माध्यम से बांग्लादेश जाएंगे। लैंड पोर्ट अथॉरिटी ऑफ इंडिया के अधिकारियों ने ऐप लॉन्च करने की घोषणा की है. सरकार की इस पहल से सभी यात्री खुश हैं।

‘আমনে-সামনে’ কর্মসূচিতে ঐশিকার কথা শুনেই আর্থিক সাহায্য রাজ্যপালের

পড়ুয়াদের সমস্যা এবং প্রয়োজন বুঝতেই বুধবার থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস শুরু করেছেন ‘আমনে-সামনে’ কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্যপাল বোসের সঙ্গে। শুক্রবার ছিল ওই কর্মসূচির দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনেই রাজভবনে পডুয়াদেপ মুখোমুখি হন রাজ্যপাল। শুক্রবার ৬জন পড়ুয়াদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সেই পড়ুয়াদের মধ্যে ছিল অষ্টম শ্রেণির ছাত্রী ঐশিকা। রাজ্যপালের সঙ্গে কথা বলার সময় ঐশিকা জানান, তাঁর বাবা ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ অভিযানের সঙ্গে যুক্ত । মূলত এই অভিযান কন্যা সন্তানের সচেতনতার জন্যই চালান হয়। এ কথা এদিন রাজ্যপাল শুনেই ঐশিকাকে ১৫ হাজার টাকা আর্থিক অনুদান করেন। জানা গেছে, ঐশিকা এই অর্থ সচেতনতামূলক কাজে লাগানোতে ব্যবহার করবে। উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাদের ১২ ঘণ্টা আগে মেল বা ফোন করে রেজিস্টার করতে হবে। রাজভবনে সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছ’টার মধ্যে ফোন করে পড়ুয়ারা রাজ্যপালের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারবেন।

দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ বেহালা

সাতসকাল থাকেই অগ্নিগর্ভ বেহালা। শুক্রবার সকালে বেহালা চৌরাস্তার সামনে লরির ধাক্কায় মৃত্যু হয় এক স্কুলছাত্র ও তাঁর বাবার। স্থানীয়দের অভিযোগ, সকাল সাড়ে ৬টা নাগাদ মাটি বোঝাই একটি লরি তীব্র গতিতে এসে ধাক্কা মারে প্রাথমিকের এক পড়ুয়া এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদে পড়ুয়ার। এই ঘটনার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বেহালা। ডায়মন্ড হারবার রোডে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।

পুলিশ এবং বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় বেহালা চৌরাস্তা সংলগ্ন রাস্তায়। ওই এলাকায় অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়রা আগুন লাগিয়ে দেয় পুলিশের ভ্যানে। বেশ কয়েকটি সরকারি বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ইতিমধ্যেই হাওড়ার জগাছার বাবলাতলায় কোনা এক্সপ্রেসওয়ে থেকে ওই লরি চালককে আটক করেছে হাওড়া ট্র্যাফিক পুলিশ। তাঁকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ভয়াবহ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বেহালায়।