একুশের জুলাই মঞ্চ থেকে "দিল্লি চলো"-র ডাক অভিষেকের

২১শে জুলাই মঞ্চ থেকে "দিল্লি চলো"-র ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের কাছে একশো দিনের টাকা আদায় করতে ২ অক্টোবর অর্থাৎ, গান্ধীর জন্মদিনে ‘দিল্লি চলো’র ডাক দিলেন অভিষেক। ২ অক্টোবর দিল্লিতে কৃষিভবন অভিযানে যাবেন বলে জানান তিনি। আগামী ৫ অগস্ট রাজ্যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির কথাও ঘোষণা করেন । মঞ্চে বক্তৃতা করার সময় তিনি বলেন, ‘‘যদি কেউ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দুর্বল করবে, তা হলে ভুল করেছ। তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, আঘাত করবে তত শক্তিশালী হবে। ‘ইন্ডিয়া’কেও আটকানো যাবে না।’’এককথায় শহিদের মঞ্চে আগামীর বার্তা অভিষেকের। শুধু তাই নয় একুশের মঞ্চ থেকে মণিপুর ইস্যু নিয়ে সরব হলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দেশজুড়ে ডবল ইঞ্জিন সরকার মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ছেড়েছে। দু-মাস আগে যখন এটা হচ্ছিল তখন মোদী-অমিত শাহ কর্ণাটকে নির্বাচনী বক্তৃতা দিচ্ছিলেন। এখনও মণিপুরের ঘটনায় কেউ শাস্তি পায়নি।

*মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, বাড়ির সামনে থেকে অস্ত্রসহ আটক সন্দেহভাজন*

২১শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে পুলিশ লেখা গাড়ি নিয়ে জোর করে ঢোকার চেষ্টা সশস্ত্র যুবকের । ইতিমধ্যেই ওই যুবকের কাছ থেকে একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগে ভোজালি এবং ছুরি ছিল বলে জানা গিয়েছে। গাড়িটি নথিভুক্ত থেকে জানা গেছে ওই যুবকের নাম শেখ নুর আমিন।ওই যুবকের কাছ থেকে একটি কার্ড পাওয়া গিয়েছে। সেই কার্ডের একদিকে বিএসএফ অন্যদিকে আইবি লেখা। পরিচয়পত্রটি খুঁটিয়ে দেখতেই ফাঁস হয় জারিজুরি। দেখা যায় সেটি জাল। সঙ্গে সঙ্গে আটক করা ওই ব্যক্তিকে। কালীঘাট থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁকে।কী ছিল তাঁর উদ্দেশ্য সেই নিয়ে জেরা করছে পুলিশ।উল্লেখ্য, গতবছর জুলাই মাসের শুরুতে 'Z' ক্যাটাগরির নিরাপত্তা পেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়েন এক আগন্তুক। অন্যদিকে ২১শে জুলাই আর কিছুক্ষণের মধ্যেই কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে মমতা ব্যানার্জির ধর্মতলায় সভামঞ্চে যাওয়ার কথা। সভা শুরুর কিছুক্ষণ আগেই এই ঘটনার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

*২১ জুলাই এর ফটো গ্যালারী*

জনারণ্যে পরিণত হয়েছে কলকাতার ধর্মতলার সভামঞ্চ

*২১শে জুলাই মেগা কার্নিভাল*


২১ জুলাই শহিদ দিবসের পর ২০২৪-এ লোকসভা নির্বাচন। এবার পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর বিরোধীদের অভিযোগ ভোট লুট ও সন্ত্রাসের। আগের বছরের মত এবছর আগামী ভোটের আগে শেষ শহীদ দিবস। সদ্য বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া' গঠন করা হয়েছে। বেঙ্গালুরুর সভায় হাজির ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।আর এই জোটে সামিল হয়েছে কংগ্রেস ও সিপিএমও। ফলে এবার তাঁর ভাষণে বিজেপি বিরোধিতার সাথে কং বাম বিরোধিতা কতটা থাকবে সেটার দিকে লক্ষ্য থাকবে সবার। যে হেতু সর্বভারতীয় স্তরে একটি জোট দানা বাঁধছে, সে ক্ষেত্রে মমতা বাম-কংগ্রেসের প্রতি খানিকটা নমনীয় হতে পারেন? এ নিয়ে রয়েছে জল্পনা।

তৃণমূল কী অবস্থান নিতে চলেছে তা শুধু ২১ জুলাইয়ের সমাবশেই স্পষ্ট হয়ে যাবে। অপর দিকে নজর থাকবে অভিষেকের বক্তব্যের দিকেও। গতবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে প্রথম শহিদ দিবসে ভাষণ দিলেও এখন তৃণমূলে তাঁর কতৃত্ব প্রশ্নাতীত।এবার পঞ্চায়তে নির্বাচনে তিনিই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলকে। আর রাজ্যে ব্যপক ফল করেছে দল। ফলে এবছর তাঁর ভাষণের দিকে তাকিয়ে থাকবেন রাজ্যের সব জেলা থেকে আসা নেতা কর্মীরা। অপর দিকে বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হলেও রাজ্য স্তরে তৃণমূল বিরোধী আন্দোলন সমান ভাবে জারি থাকবে বলে ঘোষণা করে দিয়েছেন বাম-কং নেতারা।

*দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আজকের আবহাওয়া*


দু-তিন দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলেছে। তবে এতে গরম কমার আশঙ্কা নেই।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস তরফে খবর, আগামী চার- পাঁচ দিন গোটা বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানা যাচ্ছে। কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে।

আজ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকু়ড়া, ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস। তবে রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রী সেলসিয়াস। 

*আজকের রাশিফল ২১শে জুলাই ( শুক্রবার)*


মেষ রাশিফল (Friday, July 21, 2023)

কাজের চাপ এবং ঘরে বিরোধ কিছু চাপের সৃষ্টি করতে পারে। সাময়িক ঋণের জন্য যাঁরা আপনার কাছে আসে তাঁদেরকে শুধু উপেক্ষা করুন। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরান সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন। আপনি পুরোনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে।আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে। আপনার স্ত্রী সত্যিই কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে।

প্রতিকার :- সবুজ রঙের পোশাক পরিধান করুন।

বৃষভ রাশিফল (Friday, July 21, 2023)

আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে। আপনারা আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনও টাকা তত্ক্ষণাত্ ফিরে আসবে। বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যারা বাগদত্ত, তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন। আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি নজর রাখুন- আপনার করা কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে। আজ আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন।

প্রতিকার :- ভালো ব্যবসায়িক এবং কর্মজীবনের জন্য প্রাতঃকালে ঘরের জানালা খোলা রাখুন এবং সূর্যের আলো প্রবেশ করতে দিন।

মিথুন রাশিফল (Friday, July 21, 2023)

অপ্রয়োজনীয় ভাবনায় শক্তিক্ষয় না করে একে সঠিক দিশা দিন। আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন। এটিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্যান্য সদস্যদের সাহায্য নিন। আপনার হৃদয়ে এবং মনে প্রেম রাজ করবে। নতুন মক্কেলদের সাথে আপস আলোচনা করার জন্য এই দিনটি চমৎকার। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আজ, আপনি আপনার অর্ধাঙ্গীনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন।

প্রতিকার :- চন্দ্র যন্ত্র পূজা ঘরে স্থাপন করে পুজা করলে আর্থিক অবস্থা উত্তম হবে।

কর্কট রাশিফল (Friday, July 21, 2023)

আপনার স্বাস্হ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে একটি কল্যাণকর দিন। আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে- কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। প্রেম আনন্দদায়ক এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। এমন কিছু করতে অন্যদের জবরদস্তি করবেন না যা আপনি নিজে করবেন না। কাউকে কিছু না জানিয়ে আজকে আপনার বাড়িতে দূরের কোনো আত্বিয় আস্তে পারে যেই কারণে আপনার সময় নষ্ট হতে পারে। আজকের দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা ইভ হতে পারে।

প্রতিকার :- কর্ম জীবনে সাফল্য আনতে রাতে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা অন্যকে বিতরণ করুন ও নিজেও খান।

সিংহ রাশিফল (Friday, July 21, 2023)

কথা বলবার আগে দুবার ভাবুন। আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে। দিনের শুরুটা ভাল হতে পারে তবে সন্ধ্যায় কোনও কারণে আপনি আপনার অর্থ ব্যয় করতে পারেন যা আপনাকে বিরক্ত করবে। অপ্রত্যাশিত অতিথিরা আজ সন্ধ্যায় আপনার বাড়িতে ভিড় করবে। আপনার সেরা আচরণ করা প্রয়োজন, কারণ এরফলে আপনার প্রেমিকা বেশি বির্পযস্ত হবে না। যদি আপনি অতিরিক্ত জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য কিছু অতিরিক্ত সময় এবং শক্তি ব্যয় করেন তাহলে আপনি অত্যন্ত উপকৃত হবেন। সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে। একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে।

প্রতিকার :- ভালো স্বাস্থ্য এবং সাংসারিক জীবনের জন্য সোনার হার পরুন যেটি আপনার পেট স্পর্শ করবে।

কন্যা রাশিফল (Friday, July 21, 2023)

কোন সাধু ব্যক্তির আশীর্বাদ মনের শান্তি এনে দেবে। আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে। বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে। আপনার আত্মবিশ্বাস বাড়ছে এবং অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশা মতো শেষ হবে। আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময় কাটাবেন। থাকবে মনে হচ্ছে

প্রতিকার :- বৃদ্ধ ব্রাম্মনের সাথে নিজের খাবার ভাগ করে নিলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

তুলা রাশিফল (Friday, July 21, 2023)

আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরষ্কৃত করবে। আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না। এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে। যদি আপনি কোন নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন–তাহলে আপনার কোন দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরী। কোন আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনার পথপ্রদর্শন করবে। আজ, আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন।

প্রতিকার :- কর্ম জীবনে উন্নতির জন্য নোংরা আবর্জনা জমাকরা ও স্তুপীকরণ বন্ধ করুন।

বৃশ্চিক রাশিফল (Friday, July 21, 2023)

কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্হ্য সুন্দর থাকবে। ব্যবসায়ের লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। এটা প্রেমে আপনার সৌভাগ্যের দিন। আপনার সঙ্গী আপনার দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। কোনো খবর না দিয়েই আজকে আপনার কোনো আত্বিয় আপনার বাড়িতে আসতে পারে আর তার আপ্যায়নে আপনার মূল্যবান সময় বায় হতে পারে। আপনার স্ত্রী প্রেমের উচ্ছ্বসিত মেজাজের সঙ্গে আপনাকে অবাক করবে; তাকে সাহায্য করুন।

প্রতিকার :- বাড়িতে শান্তি রাখার জন্য একটি প্রদীপ প্রজ্জলন করুন ও ভগবান ভৈরবের আরাধনা করুন।

ধনু রাশিফল (Friday, July 21, 2023)

বহিরাঙ্গণ খেলাধূলা আপনাকে আকর্ষণ করবে- ধ্যান এবং যোগ লাভজনক হবে। আপনি যে কারও সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন। আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা। আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা আছে। আপনার প্রেমিক/প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। যারা প্রতিযোগীতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন। পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না। আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে। আজকে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির,গুরুদুয়ারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন। দিনটি আপনার বিবাহিত জীবনের কঠিন সময়ে আপনাকে সাময়িক রেহাই দেবে।

প্রতিকার :- নিজেরদের মধ্যে প্রেম বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে ভবন বিষ্ণুর মৎস্যভাতার কথা পাঠ করুন।

মকর রাশিফল (Friday, July 21, 2023)

নিজেকে আরো আশাবাদী হতে প্রেরণা জোগান। এটি প্রত্যয় এবং নমনীয়তা বাড়িয়ে তোলে, কিন্তু একই সময়ে এটিকে ভয়, ঘৃণা, হিংসা এবং প্রতিশোধের মত নেতিবাচক অনুভূতিগুলি ছাড়তে প্রস্তুত করে। আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয়, যে কোনও পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে। আপনার পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত, লোভ দ্বারা নয়। আপনি আপনার ভালবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন। কর্মক্ষেত্রে ভাল ফলাফল পাওয়ার জন্য আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত, অন্যথায় আপনার নেতিবাচক চিত্রটি আপনার বসের চোখে তৈরি হতে পারে। দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না-কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে। বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে, কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না। তবে আজ সত্যিই সত্যিই রোমান্টিক হবে।

প্রতিকার :- পেশাগত জীবনের সাফল্যের জন্য পাখিদের মিষ্টি খাওয়ান।

কুম্ভ রাশিফল (Friday, July 21, 2023)

সাময়িক স্বাস্হ্যভঙ্গ আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি করতে পারে। আপনার স্নায়ুতন্ত্রকে কার্যকরী রাখতে এক সম্পূর্ণ বিশ্রাম নিন। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনও জায়গা থেকে অর্থ অর্জন করতে পারবেন যা এক মুহুর্তে বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলি দূর করবে। বাচ্চারা মনোযোগ দাবি করে কিন্তু সুখও বয়ে আনে। আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন, এখন শারীরিক অস্তিত্ব কোনভাবেই বিবেচিত হবে না। যারা এখনও বেকার তাদের ভাল কাজ পাওয়ার জন্য আজ আরও বেশি পরিশ্রম করা দরকার। কেবলমাত্র পরিশ্রম করেই আপনি পছন্দসই ফলাফল পাবেন। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয়।

প্রতিকার :- কুষ্ঠ রোগীদের সেবা করুন এবং মূক ও বধির ব্যক্তির সেবা করুন, তাহেল আপনার স্বাস্থ্যের ওপর তার সুপ্রভাব দেখা দেবে।

মীন রাশিফল (Friday, July 21, 2023)

আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন- আপনি যাই করুন না কেন- সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়েই এটি করতে পারবেন। উপরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত। আপনার যত্নের প্রয়োজনে পরিবারের সদস্যদের থেকে সহায়তা নিন। সুন্দর এবং উদার প্রেমের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন। আজ আপনার করা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে। আজ, আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল। কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু।

প্রতিকার :- স্নানের জলে কালো তিলের বীজ ও সর্ষের দানা ছিটিয়ে দিয়ে সেই জলে স্নান করলে আপনার পারিবারিক জীবনে সুখের প্রাপ্তি হবে।

মণিপুরের ঘটনায় গ্রেফতার ১, কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুরের রাস্তায় ২ মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার একদিন পরে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, 'আমার ব্যাথিত সেই দু'জন মহিলার জন্য যারা অসম্মানজনক এবং অমানবিক আচরণের শিকার হয়েছিলেন, যা গতকাল প্রকাশিত দুঃখজনক ভিডিয়োতে দেখানো হয়েছে। ভিডিয়োটি প্রকাশের পরপরই মণিপুর পুলিশ ব্যবস্থা নিতে শুরু করেছে এবং আজ সকালে প্রথম গ্রেফতার করে'।তিনি আরও লিখেছেন, 'বর্তমানে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে এবং আমরা নিশ্চিত করব যে মৃত্যুদণ্ডের সম্ভাবনা বিবেচনা করে সব অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সমাজে এই ধরনের জঘন্য কাজের কোনও স্থান নেই'।

অন্যদিকে এই ঘটনা নিয়ে সুপ্রিমকোর্টের বিচারপতি থেকে প্রধানমন্ত্রী সরব হয়েছেন। বৃহস্পতিবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুরের ঘটনার নিন্দা করে বলেন, এটি "মানবতার জন্য লজ্জা বয়ে আনে"। তিনি আরও বলেন, 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না, দোষীদের জন্য কড়া পদক্ষেপ নিতে হবে।'

*মণিপুরের ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের*


মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ভাইরাল ভিডিও নিয়ে এবার চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অবিলম্বে এ নিয়ে কেন্দ্র এবং মণিপুর সরকারের রিপোর্ট তলব করেছে।

সেই সঙ্গে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বলেছেন,"বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। এ বিষয়ে সরকার কোনও পদক্ষেপ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে বাধ্য হবে।" আগামীকাল হবে এই মামলার শুনানি।এদিকে এই ঘটনার ৭৭ দিন পর মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, একদিকে যখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এই ঘটনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করছেন ঠিক সেই সময় মণিপুর ইস্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, গত ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। রেহাই পাচ্ছে না মহিলা ও শিশুরাও।

*মণিপুরে মেয়েদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্যঃ মোদী*


 বৃহস্পতিবার থেকে সংসদে শুরু হয়েছে বাদল অধিবেশন। প্রথমদিনের অধিবেশন শুরু হতেই মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠলো অধিবেশন। এই প্রথমবার সংসদে মণিপুর ইস্যু নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, 'আমি জাতিকে আশ্বস্ত করতে চাই, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না। আইন সর্বশক্তিমান। নিজের পথে আইন চলবে। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না।' উল্লেখ্য,কিছুদিন আগেই হিংসা কবলিত মণিপুরে ২ মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে।সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হতেই শুরু হয় নিন্দার ঝড়।                                                               

 এই ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে সরব হয়েছে সমস্ত বিরোধী দল।এর আগে, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর নিরবতার নিন্দা করে সরব হয়েছিল বিরোধী দলগুলি। প্রায় আড়াই মাসের বেশি সময় ধরে মণিপুর হিংসার ঘটনা ঘটছে। তা সত্ত্বেও নরেন্দ্র মোদীর নিরবতা নিয়ে সংসদের বাদল অধিবেশনে সরব হাওয়ার ইঙ্গিত দেয় বিরোধী দলগুলি। সেই সঙ্গে মণিপুরের হিংসা রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার ব্যর্থ বলে দাবি করে বিরেোধী দলগুলি।

*আরও বাড়বে বৃষ্টি, জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!জেনে নিন আজকের আবহাওয়া*


আবহাওয়ার রঙ বদল। গত একমাস টানা বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আর এবার দক্ষিণবঙ্গের পালা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে।গতকালও দক্ষিণের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস তরফে ইতিমধ্যেই ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। খবর, ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে।

আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।