Bankura

May 24 2023, 14:34

*উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েও ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়তে চাই!*


বাঁকুড়াঃ চলতি বছরে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করলো বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ছাত্রী সুষমা খান। তার প্রাপ্ত নম্বর ৪৯৫।

বরাবর মেধাবী ছাত্রী হিসেবে সুষমার প্রিয় বিষয় ভূগোল ও অঙ্ক, আগামী দিনে ভূগোল নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে চায় সে। তার এই সাফল্যের পিছনে বাবা, মা, দিদিভাইয়ের পাশাপাশি স্কুল ও গৃহশিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে বলে জানিয়েছে। আজকের এই দিনটাকে কিভাবে 'সেলিব্রেট' করতে চাও? উপস্থিত সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তার সাফ জবাব 'আলাদা করে কোন সেলিব্রেট নয়, এখন আগামী পরীক্ষা গুলোর দিকেই বেশী নজর রয়েছে বলে সে জানিয়েছে'।

Bankura

May 24 2023, 11:58

*পানীয় জলের দাবিতে পথ অপরোধ*


বাঁকুড়াঃ তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড জেলা ছেড়ে যাওয়ার আগেই পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন বাঁকুড়ার জঙ্গল মহলের মানুষ। বুধবার সকাল থেকে রানীবাঁধের রাওতোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁশডিহা, ভুড়রুডাঙ্গা, কাঁঠালিয়া গ্রামের পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই স্থানীয় পড়াডি মোড় অবরোধ করেন। এদিনের এই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহি যানবাহন।

অবরোধকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে জলসংকটের পরিস্থিতি তৈরী হয়েছে, পাইপ লাইন থাকলেও সর্বত্র জল মেলেনা। প্রশাসনকে বারবার জানিয়েও কোন কাজ হয়নি। এই অবস্থায় এলাকার সর্বত্র পাইপ লাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন বলে জানিয়েছেন।

এবিষয়ে স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের দাবি কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি নলবাহিত জল প্রকল্পের কাজও রাজ্য সরকার ঠিকমতো করতে পারছেনা। বিভিন্ন প্রকল্পে 'রাজ্য শুধু অর্থ বরবাদ করছে'। এই সরকারের প্রতি মানুষের অনাস্থা তৈরী হয়েছে বলেও তিনি দাবি করেন।

Bankura

May 23 2023, 18:52

*কুড়মিদের 'ঘাগর ঘেরা' কর্মসূচিতে আটকে পড়ল অভিষেকের কনভয়*


পুলিশের সৌজন্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেরিয়ে যেতে পারলেও আদিবাসী কুড়মি সমাজের 'ঘাগর ঘেরা' কর্মসূচীতে আটকে গেল তাঁর কনভয়। মঙ্গলবার বিকেলে সিমলাপালের পার্শ্বলা গ্রাম পঞ্চায়েতের পুখুরিয়ার ঘটনা।

এদিন সিমলাপালের জনসভা বাতিল করে খাতড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিমলাপাল-খাতড়া ভায়া লক্ষীসাগর রাস্তা দিয়ে যাওয়ার সময় পুখুরিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 'ঘাঘর ঘেরা' করার কর্মসূচী নেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। পুলিশ জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পের করতে পারলেও আটকে পড়ে তাঁর কনভয়ে থাকা অন্য গাড়ি গুলি। কুড়মি সমাজের পুরুষ-মহিলা নির্বিশেষে সকলে রাস্তার উপর বসে পড়েন। এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শেষ পাওয়া খবরে এখনো আটকে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়।

Bankura

May 23 2023, 16:21

*রক্ত সংকট মেটাতে দিশা দেখাল বাঁকুড়ার নবগঠিত স্বেচ্ছাসেবী সংস্থা*

বাঁকুড়াঃ জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো নবগঠিত স্বেচ্ছাসেবী সংস্থা নতুন দিশা। মঙ্গলবার তীব্র দাবদাহের মধ্যেও তালডাংরার হাড়মাসড়া হাসপাতাল মোড়ে ঐ সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।

এদিন সকালে ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার অন্যতম প্রবীণ নাগরিক প্রহ্লাদ কুমার রায়। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রঞ্জিত কুমার চক্রবর্ত্তী, বংশীধর বিশ্বাস, সাংবাদিক মানস মহান্তী, আয়োজকদের পক্ষে শেখ বাপি, ফাল্গুনী সিংহ, শেখ সাদেক, নূর ইমান মল্লিক, গৌরীশঙ্কর পাত্র, সুব্রত পতি, মৃণাল পাইন, সদানন্দ পরামানিক, জীতেন দুলে, দিলীপ লোহার, যদুপতি সিংহ সহ অন্যান্যরা।

এদিনের এই রক্তদান শিবির ঘিরে উৎসবের চেহারা এলাকা জুড়ে।

এদিনের শিবিরে তিন জন মহিলা সহ ৪৪ জন রক্তদান করেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের তরফে এদিন রক্ত সংগ্রহ করা হয় বলেই আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে।

Bankura

May 23 2023, 14:20

*বিক্ষোভে সামিল হল বাম ছাত্র সংগঠন এসএফআই*

বাঁকুড়াঃ 'একজন সাধারণ সাংসদে'র নিরাপত্তায় নিযুক্ত পুলিশ কর্মীদের রাখার অজুহাতে 'পরীক্ষা বাতিলে'র বিরোধীতা করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র সংগঠন এসএফআই। মঙ্গলবার শহরে মিছিল শেষে বাঁকুড়ার বিষ্ণুপুর রামানন্দ কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ দেখান ঐ ছাত্র সংগঠনের নেতা কর্মীরা।

প্রসঙ্গত, 'নব জোয়ার' কর্মসূচীতে এই মুহূর্তে জেলায় রয়েছেন তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যুক্ত পুলিশ কর্মীদের বিষ্ণুপুর রামানন্দ কলেজে থাকার ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে কলেজে পুলিশ ফোর্স থাকার জন্য পূর্ব নির্দ্ধারিত 'সেকেণ্ড ও ফোর্থ সেমিস্টারের পরীক্ষা বাতিলে'র কথা ঘোষণা করেন কলেজ অধ্যক্ষা স্বপ্না ঘোড়ুই। এই ঘটনায় ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কতোটা চিন্তিত কলেজ কর্তৃপক্ষ সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এদিনের বিক্ষোভ কর্মসূচীর নেতৃত্ব দিয়ে এসএফআই-র বাঁকুড়া জেলা সম্পাদক অনির্বান গোস্বামী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ সাংসদ। আর কোন সাংসদ এধরণের সরকারী ব্যবস্থাপনা পান, জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। এভাবে পরীক্ষা বন্ধ রেখে 'শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যে'র বিরোধীতায় ও ছাত্র ছাত্রীদের স্বার্থে তাঁরা পথে নেমেছেন বলে জানান।

Bankura

May 23 2023, 09:57

*দলের কর্মীদের কাছে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিষেক*


বাঁকুড়াঃ 'পাশেই পূর্ব বর্ধমান, সেখানে ১৬ তে ১৬ হচ্ছে, আর বাঁকুড়ায় ১২-র মধ্যে ৪ কেন?' বিগত ২০২১‌ এর বিধানসভা নির্বাচনের ফলাফলের উল্লেখ করে দলের নেতা কর্মীদের কাছে এমনই প্রশ্ন রাখলেন তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের 'নব জোয়ার' কর্মসূচীর অঙ্গ হিসেবে সোমবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তুর্কির মাঠে বিশেষ 'অধিবেশনে' বক্তব্য রাখতে গিয়ে তিনি এই প্রশ্নই তোলেন।

একই সঙ্গে ঐ কথার রেশ ধরেই আত্মসমালোচনার সূরে তিনি বলেন, 'এটা আমাদের ব্যর্থতা'। এছাড়াও আগামী পঞ্চায়েত নির্বাচন ও প্রার্থী পদ নিয়ে স্বভাবসিদ্ধভঙ্গিতে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, 'দ্ব্যর্থহীন ভাষায় বলে যাচ্ছি, আপনারা আপনাদের মতামত দিচ্ছেন, এরপর দল যাকেই প্রার্থী করবে তা আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক, আপনার পছন্দ হোক বা অপছন্দ হোক, আপনার কাছের হোক বা দূরের, ঘনিষ্ট হোক বা না হোক-কাঁধে করে তাকেই বৈতরণী পার করতে হবে। এটাই দলীয় শৃঙ্খলা।

এদিন তিনি ফের আরো একবার দলের নেতা কর্মীদের মনে করিয়ে দিয়ে বলেন, 'পঞ্চায়েতে জেতা মানেই পাঁচ বছরের লাইসেন্স নয়, তিন মাসের লাইসেন্স'। কাজ করলে তবেই তিন মাস অন্তর 'লাইসেন্স রিনিউ' হবে বলেও স্পষ্টতই জানিয়ে দেন।

মাঝ পথে বাঁকুড়া থেকেই 'নবজোয়ার' কর্মসূচী স্থগিত রেখে সিবিআই জেরার মুখোমুখি হয়ে সেই বাঁকুড়াতেই ফিরে এসে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও এক হাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'ইডি-সিবিআই লাগিয়ে খুব খুশি? আমাকে কতোবার ডাকবে? পাঁচবার-ছ'বার...। সোনামুখীতে বলে গিয়েছিলাম ক্ষমতা থাকলে গ্রেফতার করুক। বুক চিতিয়ে গেছি, বুক ফুলিয়ে বেরিয়ে এসেছি।' একই সঙ্গে নিজেদেরকে 'বিশুদ্ধ লোহা'র সঙ্গে তুলনা করে বলেন, 'গলা কেটে দিলেও আমাদের জয়বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে'। ইডি-সিবিআই লাগালেও তাঁর 'কেশাগ্র' স্পর্শ করা সম্ভব নয়, এসব বিষয়ে 'বিচলিত হবেননা', মানুষ চাইলে তৃণমূলই জিতবে বলেও এদিন তিনি দাবি করেন।

এদিন দলীয় অধিবেশনে আগে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ৯২ টি গ্ৰাম পঞ্চায়েত থেকে আসা তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের ভোটদান কর্মসূচী হয়। নির্দিষ্ট তাঁবুতে দলের নেতা কর্মীরা উৎসবের মেজাজে ভোট দিয়েছেন বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে।

Bankura

May 22 2023, 17:02

*শুরু হল নবজোয়ার কর্মসূচি*


বাঁকুড়াঃ দ্বিতীয় দফায় সোমবার বাঁকুড়ার ইন্দাস থেকে দলের 'নবজোয়ার' কর্মসূচি শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে চপারযোগে সরাসরি বাঁকুড়ার মাটিতে পা রেখেই গত ৩০ এপ্রিল ইন্দাসে তৃণমূলের একটি জনসভায় যোগ দিতে এসে বজ্রপাতে মৃত ১ ও আহত ৫০ জন দলীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করে আগামী দিনে আরো বেশি করে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে দারুণ খুশি মৃতের পরিবার এবং আহতদের পরিবারের সকল সদস্যরা । দলের সাধারণ সম্পাদকের এই উদ্যোগে যথেষ্ট খুশী বলেই তারা জানিয়েছেন।

Bankura

May 22 2023, 15:23

*বাঁকুড়ায় আসছেন অভিষেক*

বাঁকুড়াঃ সাময়িক বিরতির পর দলের 'নবজোয়ার' কর্মসূচীতে ফের বাঁকুড়ায় আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল তিনটেয় তাঁর চপারযোগে বাঁকুড়ার মাটিতে পা রাখার কথা। আর সেই কারণে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন।

এই পরিস্থিতিতে 'কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য' সোম ও মঙ্গলবার পূর্বনির্দ্ধারিত সমস্ত পরীক্ষা বাতিল করলেন বিষ্ণুপুর রামানন্দ কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্যাডে অধ্যক্ষা সোমা ঘোড়ই স্বাক্ষরিত তারিখ বিহীন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সেকেণ্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে কলেজ ক্যাম্পাস এ পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে'র নির্ধারিত রুটিন অনুযায়ী ইন্টারনাল এসেসমেন্ট পরীক্ষা গুলির ডেট পিছিয়ে দেওয়া হলো। ২৪ মে তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী আবার ইন্টারনাল এসেসমেন্ট পরীক্ষা গুলি আবার হবে।

প্রসঙ্গত, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকালে গত ১৭ ফেব্রুয়ারী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একইভাবে 'আণ্ডার গ্র্যাজুয়েট' ও 'পোষ্ট গ্র্যাজুয়েট' প্রথম বর্ষের পরীক্ষা 'বাতিল' করা হয়েছিল।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস পরীক্ষা বনধের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেতোনা? রামানন্দ কলেজের এই ঘটনা আরো একবার প্রমাণ করলো শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ই স্বীকার করে নেন কলেজে পুলিশ থাকার কারণেই পরীক্ষা বন্ধের বিষয়টি। তিনি বলেন আলোচনা করেই ঐ পরীক্ষার তারিখ জানানো হবে। তবে 'মিটিং ফিটিং কিছু একটা আছে' আইসি-র কাছ থেকে এই চিঠি পেয়েই তিনি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন বলেও জানান।

Bankura

May 22 2023, 09:53

*বনধ! চলছে না বাস,সংকটে সাধারণ মানুষ*

বাঁকুড়াঃ 'আদিবাসী সেঙ্গেল অভিযানে'র ডাকা বাংলা বনধে পরিবহন ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়ায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে কোন বেসরকারী যানবাহন চলাচল না করায় চরম সমস্যায় সাধারণ মানুষ।

  এদিন সকালে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল সার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বেসরকারী বাস। জেলার জঙ্গল মহলগামী কোন বাস এদিন রাস্তায় নামেনি। সম্পূর্ণ রেল পরিষেবা বিহীন এখানকার বিস্তীর্ণ অংশের মানুষের এখনো যোগাযোগের অন্যতম ভরসা বেসরকারী বাস। আর সেই বাস বন্ধ থাকায় তাঁদের দূর্ভোগ বেড়েই চলেছে।

 প্রসঙ্গত, ঝাড়গ্রামের জামবনির গুরুচরণ হেমব্রম '২১ বছর ধরে সামাজিক বহিস্কৃত' ও পুরুলিয়ার মোর জঙ্গলপুরের 'সামাজিক বহিস্কৃত' ১০০ আদিবাসী পরিবারকে 'ন্যায় দেওয়ার দাবি' ও পুলিশী ব্যর্থতার অভিযোগ তুলে বাংলা বনধের ডাক দিয়েছে 'আদিবাসী সেঙ্গেল অভিযান' নামে একটি সংগঠন।

  এদিনের এই বনধে শুধু যাত্রী সাধারণ নয়, চরম সমস্যায় পড়েছেন বেসরকারী বাস কর্মীরাও। 'নো ওয়ার্ক নো পে' নিয়মে কাজ করা ঐ কর্মীরা চরম আর্থিক সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন। 

  বাস শ্রমিক শেখ নাসির বলেন, বনধের কারণে বাস চলছেনা মানে আমাদের বেতন নেই। সাম্প্রতিক সময়ে ঘনঘন এই বনধের ফলে চরম সমস্যায় পড়ছেন তাদের মতো সাধারণ বাস কর্মীরা বলেই তিনি জানান।

  বাস যাত্রী বৃদ্ধা গীতা রায় মেয়ের বাড়ি পুরুলিয়া থেকে বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে এসে পৌঁছেছেন, সিমলাপালগামী কোন বাস না পেয়ে এখন চরম সমস্যায় তিনি। তাঁর কথায়, বনধের খবর জানা ছিলনা, আগে জানলে আজকের দিনটা মেয়ের বাড়িতেই কাটিয়ে আসতেন বলে জানান।

  

  একই সমস্যায় পাত্রসায়রের যুবক সৌরভ কুণ্ডু। ভোরে বাড়ি থেকে বেরিয়ে এখন বাঁকুড়া গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে পৌঁছে গন্তব্যে যাওয়ার কোন বাস না পেয়ে তিনিও চরম সমস্যায় বলে জানান।

Bankura

May 21 2023, 18:32

*দুর্ঘটনার কবলে ট্রাফিক ওসি গাড়ি*

বাঁকুড়াঃ দুর্ঘটনার কবলে পড়লো বাঁকুড়ার কোতুলপুর জয়পুর ট্রাফিক ওসি অলকেশ পতির গাড়ি। ঐ ঘটনায় আহত হয়েছেন এক গাড়ি চালক। রবিবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার সুখজোড়া এলাকায় । 

স্থানীয় সূত্রে খবর, একটি পিকআপ ভ্যান বাঁকুড়ার দিক থেকে কোতুলপুরের দিকে আসছিল এবং পিকআপ ভ্যানের পেছন পেছন আসছিল একটি মাল বোঝাই লরি । সেই সময় সুকজোড়া এলাকায় মাল বোঝাই লরিটি সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পিকাপ ভ্যানটিকে ধাক্কা মারলে পিকআপ ভ্যানটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অপর একটি বালি বোঝাই লরির পেছনে ধাক্কা মারে এবং তখনই কোতুলপুরের দিক থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল জয়পুর কোতুলপুর ট্রাফিক ওসি অলকেশ পতির গাড়ি ।

সেই গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে । আর এই পথ দুর্ঘটনায় ট্রাফিক ওসির গাড়ি এবং পিকআপ ভ্যান আংশিক ক্ষতিগ্রস্ত হয় ও পিকআপ ভ্যানের চালক আহত হন । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন । একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে আহত চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।