*বাঁকুড়ায় আসছেন অভিষেক*
বাঁকুড়াঃ সাময়িক বিরতির পর দলের 'নবজোয়ার' কর্মসূচীতে ফের বাঁকুড়ায় আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল তিনটেয় তাঁর চপারযোগে বাঁকুড়ার মাটিতে পা রাখার কথা। আর সেই কারণে পর্যাপ্ত পুলিশ কর্মী মোতায়েন করেছে প্রশাসন।
এই পরিস্থিতিতে 'কলেজ ক্যাম্পাসে পুলিশ ফোর্স থাকার জন্য' সোম ও মঙ্গলবার পূর্বনির্দ্ধারিত সমস্ত পরীক্ষা বাতিল করলেন বিষ্ণুপুর রামানন্দ কলেজ কর্তৃপক্ষ। কলেজের প্যাডে অধ্যক্ষা সোমা ঘোড়ই স্বাক্ষরিত তারিখ বিহীন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সেকেণ্ড সেমিস্টার ও ফোর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে কলেজ ক্যাম্পাস এ পুলিশ ফোর্স থাকার জন্য ২২ ও ২৩ মে'র নির্ধারিত রুটিন অনুযায়ী ইন্টারনাল এসেসমেন্ট পরীক্ষা গুলির ডেট পিছিয়ে দেওয়া হলো। ২৪ মে তারিখ থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী আবার ইন্টারনাল এসেসমেন্ট পরীক্ষা গুলি আবার হবে।
প্রসঙ্গত, এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকালে গত ১৭ ফেব্রুয়ারী বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে একইভাবে 'আণ্ডার গ্র্যাজুয়েট' ও 'পোষ্ট গ্র্যাজুয়েট' প্রথম বর্ষের পরীক্ষা 'বাতিল' করা হয়েছিল।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবপ্রিয় বিশ্বাস পরীক্ষা বনধের বিষয়ে প্রশ্ন তুলে বলেন, স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি চলছে, সেখানে পুলিশ কর্মীদের রাখা যেতোনা? রামানন্দ কলেজের এই ঘটনা আরো একবার প্রমাণ করলো শিক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে ফেলার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
রামানন্দ কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ই স্বীকার করে নেন কলেজে পুলিশ থাকার কারণেই পরীক্ষা বন্ধের বিষয়টি। তিনি বলেন আলোচনা করেই ঐ পরীক্ষার তারিখ জানানো হবে। তবে 'মিটিং ফিটিং কিছু একটা আছে' আইসি-র কাছ থেকে এই চিঠি পেয়েই তিনি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন বলেও জানান।
![]()
May 22 2023, 17:02