*অপরাধ রুখতে নয়া পদক্ষেপ নিল নবান্ন*


অপরাধ দমনে তথ্য-প্রযুক্তিকে আরও বেশি করে কাজে লাগাতে নয়া পদক্ষেপ রাজ্যের। নবান্ন সূত্রের খবর, শীঘ্রই রাজ্যের সব থানায় একটি করে ট্যাব দেওয়া হবে। থানার সব জরুরি তথ্য এবং অপরাধীদের ঠিকুজি ট্যাবে রাখা থাকবে। প্রয়োজন মতো তা কাজে লাগাবে পুলিশ। সরকারি কর্তাদের মতে, এর ফলে অপরাধ দমনে পুলিশের হাত আরও শক্ত হবে। 

রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর, প্রযুক্তিগত দিক থেকে পুলিশকে ক্ষমতাশালী করে তুলতে ৭৫৬টি বিশেষ ধরনের ট্যাব কেনা হচ্ছে। এগুলি রোদে-জলে সহজে নষ্ট হবে না। হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না। প্রতিটি ট্যাবে উন্নতমানের ক্যামেরা থাকবে। ওয়াইফাই কানেকশন থাকার ফলে সব ধরনের অ্যাপ ব্যবহার করা যাবে।

*সপ্তাহের শুরুতেই ভারী বৃষ্টি! কেমন যাবে আজকের আবহাওয়া?*

 

সকাল থেকেই আকাশ মেঘলা। জায়গায় জায়গায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও কমেছে এর জেরে। আজ সোমবার সারাদিন ধরেই ঝড়- বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। তবে সপ্তাহের শুরুতেই বৃষ্টিপাতের সম্ভাবনার জেরে বেশ অসুবিধায় পড়তে হবে নিত্য যাত্রীদের। 

*আজকের রাশিফল ২২ শে মে ( সোমবার) *


মেষ: ব্যবসায় আর্থিক লাভ হতে পারে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য আসবে। কোনও নতুন চুক্তি করার আগে সব দিক বিবেচনা করুন। কর্মক্ষেত্রে কারোর সাথে তর্ক বিতর্কে যাবেন না। ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। কোনও সামাজিক সংস্থায় যোগ দিতে পারেন।

বৃষ: পরিবারের সঙ্গে মতানৈক্য হতে পারে। ব্যবসায় গ্রাহকদের সাথে সংযতভাবে কথাবার্তা বলুন। সমস্ত সমস্যা মিটে যাবে। ব্যবসায় বৃদ্ধি দেখা যাবে। খরচ বেড়ে যাবে। শত্রুদের ষড়যন্ত্র আপনি ব্যর্থ করে দেবেন। কর্মক্ষেত্রে নিজের কাজে গুরুত্ব দিন। 

মিথুন: কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। ব্যবসায়িক এবং ঘরের কাজে আপনার সৃজনশীলতার প্রভাব পড়বে। বন্ধুদের সাথে কোনও ব্যবসায়িক কাজ শুরু হতে পারে। এক অজানা ভয় আপনাকে গ্রাস করবে। যার প্রভাব আপনার রোজকার কাজকর্মে পড়বে। 

কর্কট: পূর্বের বিনিয়োগ থেকে লোকসান হতে পারে। আপনার পুরানো বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পেতে থাকবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা দুর্দান্ত যাবে। পেটের ব্যথা, বদহজম ইত্যাদির মতো অন্যান্য সমস্যার মুখোমুখি হতে পারেন। 

সিংহ: স্বাস্থ্য নিয়ে সমস্যায়ে পড়তে পারেন। প্রবাসীদের জন্য বিশেষভাবে ভাল হবে আজ। ভাজা খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যের যত্ন নিন নইলে মুশকিলে পড়তে পারেন। 

কন্যা: শিক্ষার্থীরা পরিশ্রমের ফল পাবেন। আপনার অধীনে কর্মরত কর্মীদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা এবং উত্সাহ পেতে পারেন। যারা কোনও প্রশাসন, সরকার ও ব্যবস্থাপনা খাতের সাথে যুক্ত তাদের পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

তুলা: সম্পত্তি নিয়ে আইনি জটিলতা হতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। আত্মবিশ্বাস কমবে। পেশগত জীবনে সমস্যা হতে পারে। মানসিক চাপ হতে পারে। অযথা অর্থব্যয় করবেন না। অকারণ তর্ক এড়িয়ে চলুন। 

বৃশ্চিক: কাজ নিয়ে মানসিক সমস্যায় থাকবেন। আত্মবিশ্বাস বাড়বে। এই সময়ে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। চাকরিজীবীরা আরও একটু ধৈর্য ধরুন। কোনও সামাজিক প্রতিষ্ঠানে যোগ দিতে পারেন। অকারণ তর্ক সমস্যায় ফেলতে পারে। কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। 

ধনু: অতীতের বিনিয়োগ থেকে লাভ হতে পারে। নতুন কোনও বিনিয়োগের কথাও ভাবতে পারেন। কোথাও ভ্রমণে যেতে পারেন। শত্রুরা নিয়ন্ত্রণে থাকবে। অফিসে পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কঠিন পরিশ্রমের ফল পাবেন। শিক্ষার্থীদের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হতে পারেন।

মকর: দাম্পত্য জীবনের বিবাদ মিটে যেতে পারে। খানিকটা অধৈর্য থাকবেন। ফলে আচরণে রুক্ষতা দেখতে পাবেন। কর্মক্ষেত্রে তার যাতে প্রভাব না পড়ে, সে ব্যাপারে সাবধানী হোন। ব্যবসার কাজে বুদ্ধি খাটান

কুম্ভ: সহকর্মীর থেকে কটূ কথা শুনতে পারেন। সামান্য সমস্যায় পড়তে পারেন। মন উদাসী থাকার জন্য আপনি কোনও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। পেশাগত জীবন ভালো থাকবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগবেন না। সেটা উলটো ফল দিতে পারে। 

মীন: পেশাগত জীবনে আত্মবিশ্বাস হারাতে পারেন। কাজের ক্ষেত্রে সিনিয়র সহকর্মীদের সাথে কোনও রকম তর্কে যাবেন না। ব্যবসার জন্য মিশ্রিত অবস্থা থাকবে। আত্মবিশ্বাস খানিক কমতে পারে, কিন্তু ভয় পাবেন না। 

*বিকল হয়ে পড়ল হাওড়া- পুরী বন্দে ভারত এক্সপ্রেস*


হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হতে না হতেই একের পর এক অভিযোগ। জজপুড়ে দুর্যোগের কবলে বন্দে ভারত। ঝড়-বৃষ্টিতে ভেঙেছে জানলার কাছ। বাজ পড়ে বিকল ইঞ্জিন। তার ওপর কাজ করছে না এসি। একেই ট্রেন আটকে রয়েছে।

বায়ু চসাচলের কোনো মাধ্যম নেই বলে অভিযোগ করেছেন এক যাত্রী। শরৎ চন্দ্র পট্টনায়ক নামে এক ব্যক্তি তো আবার সরাসরি রেলমন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন, স্যার যাত্রীরা আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে দুর্ভোগ পোহাচ্ছেন কারণ সেখানে বিদ্যুৎ, আলো বা এসি কাজ করছে না। এমনকি দরজাও খুলছে না এবং ট্রেনটি একটি সেতুর ওপরে রয়েছে। দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনায় আলোকপাত করুন।

*শুটিং সেরে ফেরার পথে প্রাণ হারালেন টলি অভিনেত্রী*


শ্যুটিং থেকে ফেরার পথে বরানগরে ভয়াবহ দুর্ঘটনার শিকার জনপ্রিয় টেলি অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্ত। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, শ্যুটিং শেষ করে অ্যাপ বাইকে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই বাইকটিকে ধাক্কায় দেয় একটি লরি।

ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাঁকে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। প্রাথমিকভাবে যে তথ্য হাতে পাওয়া যাচ্ছে সেই মোতাবেক ওই ঘাতক লরি চালককে গ্রেফতার করা হয়েছে।

*ফের নবজোয়ার যাত্রায় ফেরার ঘোষণা অভিষেকের*


তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিকে রুখতেই CBI-এর মাধ্যমে হেনস্থা করা হচ্ছে তাঁকে। ৯ ঘণ্টা ৪০ মিনিটের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, "নবজোয়ার কর্মসূচির যে উৎসাহ, উদ্দীপনা, যে সাফল্য তা BJP-র হজম হচ্ছে না। তাই ৬০ দিনের এই কর্মসূচি আটকানোর জন্যই আমায় ডাকা হয়েছে।" তবে তিনি আবার আগামী সোমবার জন সংযোগ যাত্রায় ফিরবেন বলে জানিয়ে দেন তৃণমূলের সাধারণ সম্পাদক।

*রবিবার ধেয়ে আসছে ভারী বৃষ্টি, কেমন যাবে আজকের আবহাওয়া?*


একদিকে প্রচন্ড গরমে নাজেহাল বঙ্গবাসী, অন্যদিকে গত কিছুদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর , আজও কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ কলকাতায় সকাল থেকে দিনভর গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় ও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে।

তাই কোনো রকম দুর্ঘটনা এড়াতে সে সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ২১ শে মে ( রবিবার) *


মেষ: বিচক্ষণতা দিয়ে পরিস্থিতি সমাধান করুন। দীর্ঘ স্থায়ী অসুস্থতা থেকে রেহাই পেতে পারেন। কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে বিরক্ত করবে। ঘরের কাজ মিটিয়ে কিছুটা অবসর কাটানোর সুযোগ পাবেন।

বৃষ: মানুষের সাথে প্রয়োজন ছাড়াও যোগাযোগ রাখুন। আজ শরীর ভালো থাকবে। ব্যবসায়িক কোনও পদক্ষেপ নেওয়ার আগে বড়দের সঙ্গে আলোচনা করুন। নয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দে কাটবে।

মিথুন: কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন। আজ বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মায়ের আশীর্বাদ নিন। প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে পারেন। বিশেষ অধ্যাবসায় প্রয়োজন পড়ুয়াদের ক্ষত্রে।

কর্কট: কোনও সূত্রে অনেক অর্থ উপার্জন হতে পারে। আর্থিক সমস্যা নিয়ে পরিবারে বিবাদ হতে পারে। সন্ধ্যার পর আরাধনা এবং পূজার কাজে সময় কাটবে। আজ কাউকে ঋণ না দেওয়াই ভালো। অভিজ্ঞ মানুষদের পরামর্শ নিন।

সিংহ: কর্মক্ষত্রে সাফল্য আসবেই। সুযোগসন্ধানী স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে, তবে সাফল্য আসবেই। আজ সন্তানের কারণে গর্বিত হবেন। ভুল বোঝাবুঝিতে মনোমালিন্য হতে পারে।

কন্যা: নিজের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। যে কোনও সমস্যাকে সাহসের সাথে মোকাবিলা করুন। নিকট কারও কাছ থেকে অর্থ সাহায্য পাবেন। শারীরিক সমস্যা মিটে যাবে।

তুলা: আজ আপনার ভাগ্য প্রসন্ন। মানসিক শান্তি পাবেন আজ। বাচ্চাদের কাছ থেকে ভালো খবর আসতে পারে। সহকর্মীদের থেকে কাজে বাধা পেতে পারেন। পরীক্ষার জন্য করা শ্রম আজ ফল দেবে।

বৃশ্চিক: বিনিয়োগের আগে সব দিক বিবেচনা করুন। সঙ্গীর মতামত অবহেলা করলে সে ধৈর্য্য হারাতে পারে। বিপদের দিনে আপনার সম্পদই আপনার পাশে থাকবে। বিশেষজ্ঞদের থেকে ভালো পরিকল্পনা পাবেন।

ধনু: নতুন কোনও জায়গায় গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কথায় সংযত থাকুন। আপনার দক্ষতা দিয়ে সব কাজে সফল হবেন। আজ আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সুখের হবে।

মকর: সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা পেতে পারেন। আজ সমস্ত বিপদ থেকে বেড়িয়ে আসতে পারবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে আপনার আমুদে মনোভাব সকলের দৃষ্টি আকর্ষণ করবে

কুম্ভ: আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। আপনার দক্ষতা কাজে লাগানোর চেষ্টা করুন। ভালো উপার্জন হলেও অতিরিক্ত খরচ আপনাকে সঞ্চয় করতে দেবে না।

মীন: ঘরে কোনও শুভ অনুষ্ঠান বা ধর্মানুষ্ঠান হতে পারে। নিজের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। ভ্রমণের সময় নিজের জিনিসের প্রতি নজর রাখুন।

*অভিষেকের CBI হাজিরার দিন ইঙ্গিতপূর্ণ টুইট মমতার*


৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের ১৩ই মে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে তৃণমূল। ২০শে মে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার, মুখ্যমন্ত্রিত্বের ১২ বছর পূর্তির দিন তাৎপর্যপূর্ণ টুইট করেছেন মমতা। টুইটে সিপিএমকে নিশানা করার পাশপাশি কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আজই সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, '২০১১ সালের এই বিশেষ দিনে ৩৪ বছর দানবিক শাসনকে বদলে দিয়ে মা মাটি মানুষের সরকার গঠনের জন্য আমরা শপথ নিয়েছিলাম। জনগণের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ এবং সম্পূর্ণভাবে নিজেদের উৎসর্গ করেছি। কেন্দ্রের স্বৈরাচারী সরকারের এজেন্সি রাজ আমাদের কাজ অনেকটাই কঠিন করেছে। কিন্তু দেশের লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।'

*বেলা বাড়তেই ঝেঁপে আসবে বৃষ্টি! বইবে ঝোড়ো হাওয়া, কেমন যাবে আজকের আবহাওয়া?*


ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রাজ্যের সবকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬.৪°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩° সেলসিয়াস। শনিবার কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।কয়েকটি জায়গায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বইবে বলে জানিয়েছে মৌসম ভবন।