*ফের নবজোয়ার যাত্রায় ফেরার ঘোষণা অভিষেকের*
তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচিকে রুখতেই CBI-এর মাধ্যমে হেনস্থা করা হচ্ছে তাঁকে। ৯ ঘণ্টা ৪০ মিনিটের জিজ্ঞাসাবাদ পর্ব শেষে নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "নবজোয়ার কর্মসূচির যে উৎসাহ, উদ্দীপনা, যে সাফল্য তা BJP-র হজম হচ্ছে না। তাই ৬০ দিনের এই কর্মসূচি আটকানোর জন্যই আমায় ডাকা হয়েছে।" তবে তিনি আবার আগামী সোমবার জন সংযোগ যাত্রায় ফিরবেন বলে জানিয়ে দেন তৃণমূলের সাধারণ সম্পাদক।
![]()
May 21 2023, 12:16