WestBengalBangla

May 09 2023, 08:00

*সাগরে ফুঁসছে ভয়ংকর ঘূর্ণিঝড়! জেনেনিন আজকের আবহাওয়া*


ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে ‘মোকা’ । এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ঘূর্ণিঝড় হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর।আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে আন্দামানে। মঙ্গলবার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

বুধবার ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে আন্দামানে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি কলকাতা থেকে ১৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। যদি সেই ঘূর্ণাবর্তটি দক্ষিণ মায়ানমারের দিকে এগোতে থাকে, তা হলে তা পশ্চিমবঙ্গ বা ওড়িশায় ঢুকতে খুব বেশি সময় নেবে না। আজ রাজ্যের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৮ শতাংশ।

WestBengalBangla

May 09 2023, 07:58

*আজকের রাশিফল ৯ই মে (মঙ্গলবার)*


মেষ রাশি: পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। কোনো কাজে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। আজকে আপনার দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোকনা কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফলাফল পেতে থাকবেন।

বৃষ রাশি: আর্থিক দিক থেকে গ্রহ সংক্রান্ত স্থান আজ আপনার পক্ষে অনুকূল বলে মনে হচ্ছে না। তাই, অবশ্যই সতর্ক থাকুন। আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত করতে পারেন। সেইজন্য আজ আপনাকে চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে।

মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মাথায় যেকোনো পারিবারিক সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: ব্যবসায়িক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আজ কারোর দ্বারা প্রভাবিত হবেন না। আপনার স্ত্রীর শান্ত মেজাজ আজ আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলতে পারে। অযথা খরচ থেকে আজ বিরত থাকুন।

সিংহ রাশি: ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন এবং সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। শরীর নিয়ে অযথা চিন্তিত হয়ে পড়বেন না। সবার সাথে আজ সংযত হয়ে কথা বলুন। যাঁরা ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ করেন তাঁরা আজ কোনো সুখবর পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের আজকে মদ-সিগারেট থেকে দূরে থাকা দরকার। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে মনোমালিন্য হতে পারে।

কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অন্যদের সন্তুষ্ট করার জন্য আজ আজ নিজের ওপর চাপ সৃষ্টি করবেন না। আজ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবেন। তাই, তাঁর সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়ির পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্ত কাটবে।

তুলা রাশি: ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ তাঁরা ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারবেন এবং ব্যবসাকে একটি নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবেন। আজ আপনার সময়মতো সাহায্য কাউকে বড়সড় বিপদের হাত থেকে বাঁচাবে। আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। এই রাশির বৃদ্ধ জাতকেরা আজকে নিজের পুরোনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন।

বৃশ্চিক রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার বন্ধুরা আজ আপনাকে এমন কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবেন যিনি আপনার চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলবেন। কোনো সমস্যায় পড়লে মাথা গরম না করে সেটিকে সামাল দেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য দিনটি ভালো। বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে।

ধনু রাশি: পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। শিশুদের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করার চেষ্টা করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ কোনো সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। তাই, নিজেকে নিয়ন্ত্রণ করুন। অর্ধাঙ্গিনীর সাথে কোনো বিষয় নিয়ে কিছুটা মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে।

মকর রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোনো ভুল ভাব বিনিময়ের কারণে আজ আপনি সমস্যায় পড়তে পারেন। আজ আপনি আপনার পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলিকে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। তবে, অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। আজ আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে চলা কোনো উত্তেজনা এবং মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। যাঁরা এখনও সফলতা পাননি তাঁরা সঠিকভাবে পরিশ্রম করে গেলেই সফলতা অর্জন করতে পারবেন। এই রাশির জাতক-জাতিকারা আজকে নিজের ভাই-বোনদের সাথে টিভিতে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।

মীন রাশি: পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে।

WestBengalBangla

May 08 2023, 14:06

*আদালতে গিয়ে কবিতা শোনালেন পার্থ*

আগামীকাল রবীন্দ্র জয়ন্তী। তার আগে কবিতার দু কলি শোনালেন পার্থ চট্টোপাধ্যায়। তাও আবার আদালতে পেশের আগে! আলিপুর বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ বাকি ধৃতদের। এদিন পার্থর মুখে শোনা যায়,'মসি লিপি দিল তবুও ঢাকিলো না ছবি। অগ্নি দিল তবুও গলিল না সোনা'।

শুধু তাই নয়, তৃণমূল তাকে দূরে ঠেললেও তিনি যে দলের ভালোই চান তা আরো একবার বোঝানোর চেষ্টা করলেন সোমবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবজোয়ার যাত্রা নিয়ে করলেন ইঙ্গিত পূর্ণ মন্তব্য। পার্থ এদিন বলেন, অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার। ১০০ শতাংশ সফল।

WestBengalBangla

May 08 2023, 12:21

*রাজ্যের শাসন ব্যাবস্থা নিয়ে সরব হলেন রাজ্যপাল*

রবীন্দ্রজয়ন্তীর আগের দিন আজ অর্থাৎ ৮ই মে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ৪৫ তম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হন। এই অনুষ্ঠানে রাজ্যের সাংবিধানিক প্রধানের পাশাপাশি সাহিত্যিক শেক্সপিয়রের নাটক 'হ্যামলেট'-র উপমাও টানতে শোনা যায় রাজ্যপালের গলায়।

সিভি আনন্দ বোস বলেন, 'টু বি অর নট টুবি পথের সন্ধান দেবে শিক্ষা। আইন শৃঙ্খলাজনিত বা কোনও সাংবিধানিক সংকট তৈরি হলে আমি চুপ করে বসে থাকব না।' অর্থাৎ প্রয়োজনে ৩৫৫ ধারা জারি করে রাজ্যপাল রাজ্যের ক্ষমতা নিজের হাতে নিতে পারেন। উল্লেখ্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল জানতে ইতিমধ্যেই একাধিক বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মধ্যে বিরোধ লাগতে দেখা যায়।

WestBengalBangla

May 08 2023, 07:23

*ঘূর্ণিঝড়ের আগেই রাজ্যজুড়ে প্রবল তাপপ্রবাহ, জেনে নিন আজকের আবহাওয়া*


সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন রাজ্য জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে । আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.১°সেলসিয়া এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩° সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ।

সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন থেকে চার দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

WestBengalBangla

May 08 2023, 07:21

*আজকের রাশিফল ৮ই মে ( সোমবার)*


মেষ রাশি: অতীতের কোনো বিনিয়োগ থেকে আজ আপনি লাভবান হতে পারেন। আপনার স্বাস্থ্য আজ সুন্দর থাকবে। পরিবারের সদস্যদের সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। আপনি আজ কোনো ধর্মীয় কাজকর্মে যুক্ত থাকতে পারেন।

বৃষ রাশি: এমন জায়গায় অর্থ বিনিয়োগ করুন যেখান থেকে প্রয়োজনের সময়ে আপনি টাকা পেতে পারেন। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আজ চিন্তা বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি- অতীতে করা অযথা অর্থব্যয়ের কারণে আজ আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনি আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও আপনার স্বাস্থ্য আজ ঠিক থাকবে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্ত কাটবে।

কর্কট রাশি: আপনি আজ আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে পারিবারিক কোনো সমস্যাকে মিটিয়ে ফেলতে পারেন। আর্থিক সঙ্কটের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন।

সিংহ রাশি: আপনি আজ দূর সম্পর্কের কোনো আত্মীয়ের কাছ থেকে একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যা আপনার পুরো পরিবারের জন্য খুশির মূহুর্ত বয়ে আনবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। আজ বাড়িতে কোনো অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। যার ফলে আপনি ব্যস্ত থাকবেন। বিবাহিত জীবনে আজ সুখ ও শান্তি বজায় থাকবে।

কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অফিসের কাজ দ্রুত শেষ করে আপনি আজ বাড়িতে পৌঁছে নিজের পছন্দের কোনো কাজ করতে পারেন। আপনি আজকে অনেকটা সময় আপনার পরিবারের সদস্যদের সাথে কাটাতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অর্ধাঙ্গিনীর কাছ থেকে আজ আপনি কোনো চমক পেতে পারেন। আত্মীয়দের সাথে আজ যোগাযোগ বৃদ্ধি পাবে।

তুলা রাশি: শরীর নিয়ে আজ অযথা চিন্তিত হবেন না। পাশাপাশি, আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক খেলাধূলাতে অংশগ্রহণ করতে পারেন। বাড়িতে কোনো পরিবর্তন করার আগে অবশ্যই অভিভাবকদের পরামর্শ নিন। নাহলে সমস্যায় পড়তে পারেন। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান।

বৃশ্চিক রাশি: আপনার আজ কোনো নিকট ব্যক্তির সাথে ঝগড়া হতে পারে। এমনকি, সেই সমস্যা আদালত পর্যন্ত পৌঁছতে পারে। কোনো কাজে আজ ভাইয়ের কাছ থেকে যথেষ্ট সাহায্য পাবেন। জীবনসঙ্গীর সাথে আজ আপনার ভালো সময় কাটবে। আর্থিক দিক থেকে আজকে সতর্ক থাকতে হবে। আজ কোনো সমস্যার সম্মুখীন হলে মাথা ঠান্ডা রেখে সেটি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে থাকুন।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। শারীরিক কোনো সমস্যায় আজ আপনি ভুগতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের কোনো গোপন খবর জানতে পেরে আপনি আজ অবাক হয়ে যেতে পারেন। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে।

মকর রাশি: আপনি আজ কোনো ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন। যার ফলে আপনার মন শান্ত হয়ে যাবে। আপনার কোনো নতুন প্রকল্প অথবা পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য এই সময়কালটি ভালো।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি আপনার মামাবাড়ির কোনো সদস্যের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন। আপনি আজ কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকতে পারেন। কোনো কাজ না করে আজ শুধু শুধু সময় নষ্ট করবেন না। আজ আপনি কোনো প্রাকৃতিক সৌন্দর্য দেখে স্তম্ভিত হয়ে যাবেন। বন্ধুদের সাথে দুর্দান্ত সময় কাটবে।

মীন রাশি: শরীরের প্রতি আজ যত্নশীল হন। দীর্ঘস্থায়ী লাভের জন্য কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

WestBengalBangla

May 05 2023, 12:33

*ফরাক্কা ব্যারেজের সমস্যা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলো মমতা*


শুক্রবার সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরই প্রশাসনিক সভায় যোগ দিয়ে পাট্টা বিলি করেন তিনি। এদিন মোট ৮৬ জনের হাতে পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “বৃহস্পতিবারই মালদহ-মুর্শিদাবাদ নিয়ে প্রশাসনিক রিভিউ মিটিং হয়েছে। আজ আমি সামশেরগঞ্জটা নিজে চোখে দেখব বলে এসেছিলাম। লালগোলা, ভগবানগোলা, ধুলিয়ান, সুতি অনেকবার গিয়েছি।”

এদিন আরও একবার ফরাক্কার সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বলেন, “প্রাকৃতিক বিপর্যয় বাড়ছে। নদীতে স্রোত ও চড়া বেড়েছে। ফরাক্কা ব্যারেজ সংক্রান্ত সমস্যা অনেকদিনের। আমরা বারবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছি। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এটা দিল্লির সাবজেক্ট। আমাদের নয়। তা সত্ত্বেও আমরা অনেকবার কথা বলেছি। কিন্তু ওরা আমাদের কোনও সাহায্য তো করেইনি। উল্টে ইন্দো ফরাক্কা বাংলাদেশ জলচুক্তি যখন হয়, ৭০০ কোটি টাকা রাজ্যের পাওয়ার কথা ছিল, এলাকাবাসীর উন্নয়নের জন্য, এক পয়সা আজ পর্যন্ত দেয়নি। হয়ত ২০ বছরের বেশি হয়ে গিয়েছে।”

WestBengalBangla

May 05 2023, 10:16

*এখন কী অবস্থান ঘূর্ণিঝড় মোর্চা*


সপ্তাহ শেষে স্বস্তির খবর। মে মাসের গরম থেকে স্বস্তি দেবে বৃষ্টি। আগামী দিন কয়েক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে চলতি সপ্তাহের শেষ ও আগামী সপ্তাহের শুরু অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে সব থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার অবধি পশ্চিমি হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হবে।

WestBengalBangla

May 05 2023, 10:15

*শুভেন্দুর মিছিল থেকে ফেরার পথে ফের আক্রান্ত বিজেপি কর্মী*


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সভা থেকে বাড়ি ফেরার সময়ে আক্রান্ত হন দুই বিজেপি কর্মী। তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।বিজেপির বুধ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর সিবিআই তদন্ত প্রতিবাদ জানিয়ে একটি ধিক্কার মিছিলে আয়োজন করে বিজেপি। ধিক্কার ও পদযাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও স্থানীয় বিধায়ক অশোক দিণ্ডা-সহ বিজেপি নেতৃত্ব।

মিছিলে অংশ নিয়েছিলেন গোবরাদন গ্রামের বিজেপি কর্মী তরুন দাস ও ঝন্টু মণ্ডল। শুভেন্দু অধিকারী সভা শেষ করে বাড়ি ফেরার পথে ওই দু’জন বিজেপি কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। বিজেপি-র অভিযোগ তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।

WestBengalBangla

May 05 2023, 08:00

*মুহুর্তেই বদলে যাবে পশ্চিমবঙ্গের ওয়েদার! জেনে নিন আজকের আবহাওয়া*


শুক্রবার থেকেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবার কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১° সেলসিয়াস। কলকাতায় আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।