ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইঞার মৃত্যুর মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র
কলকাতা: ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইঞার মৃত্যুর ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। আদালতের নির্দেশ অমান্য করায় আদালতের ভর্ৎসনার মুখে পড়ে তারা। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, আদালতের নির্দেশের পরেও কেন মৃতের বাড়িতে মোতায়েন হয়নি কেন্দ্রীয় বাহিনী। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিলাম। এখনো হয়নি, রাজ্য যদি নিরাপত্তা না দেয় তখন কী হবে। কিছু হয়ে গেলে কে দেখবে বলে মন্তব্য করেন বিচারপতি।
তিনি কেন্দ্রের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যেই আপনারা আদালতের অবমাননা করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা কি চাইছেন। ভর্ৎসনার সুরে তিনি বলেন, কেন্দ্র কী চাইছে যে বিষয়টা একটু থিতিয়ে যাক। এই গা ছাড়া মনোভাব কেন। তিনি সতর্ক করেন, আপনারা আইনের উর্ধ্বে নন।প্রয়োজন পড়লে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে ডেকে পাঠাবো। তার জবাব চাইব। আদালত অবমাননার রুল জারি হবে। এদিকে আদালতের নির্দেশ মেনে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট এদিন জমা দিল কমান্ড হাসপাতাল।
মৃতের পরিবার অভিযোগ করে, আদালতের নির্দেশের পরও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়নি। শুধুমাত্র অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্য জানায়, আদালতের নির্দেশের পরে যথাযথ ধারা যুক্ত করা হয়েছে। রাজ্য আরও বলে, বিজয়কৃষ্ণ ভূঁইঞা ও সঞ্জয় তাঁতির পরিবার তদন্তে সহযোগিতা করছে না, বয়ান রেকর্ড করতে বলা হলেও, সহযোগিতা করেনি। এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি।কিন্তু কেন্দ্র বলে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটু সময় লাগছে। ফের ১০দিন পর এই মামলার শুনানি হবে।
![]()
May 08 2023, 14:04