কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ করতে রাজ্যের"পলিসি " কি জানতে চাইল হাইকোর্ট
কলকাতা: কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ করতে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে বা এই ব্যাপারে রাজ্যের"পলিসি " কি জানতে চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং নামে একটি সংগঠন মামলা করেছিল। সোমবার তাদের তরেফ আইনজীবী পার্থ সারথি সেনগুপ্ত শুনানিতে দাবি করেন, ট্রামের ১৫০ বছর পালন হচ্ছে। ট্রাম যদি চালানো হয় তাহলে ভালো করে চালানো হোক।দুতিনটি ট্রাম চলছে। কোনো টাইমের ঠিক নেই।এটি একটি দূষণ মুক্ত বাহন।কিন্তু কোনো নীতি না থাকায় সাধারণ মানুষ এর সুবিধা পাচ্ছে না। সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। সরকার নষ্ট এই সম্পদ করছে। একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি দেখার আবেদন।
ভারপ্রাপ্তর প্রধান বিচারপতি মন্তব্য, ট্রাম একটা হেরিটেজ।শুনেছি কলকাতা ট্রাম পুরস্কার পেয়েছে। রাজ্যের কি ভাবনা?
রাজের তরফে জানানো হয়,এটি হেরিটেজ ঠিকই। কিন্তু বর্তমানে সংরক্ষণ করা খুবই কঠিন কাজ। সময় দেওয়া হোক এই ব্যাপারে ইনস্ট্রাকশন আনতে।
১২জুন ফের মামলার শুনানির জন্য রাখা হয়েছে। রাজ্যকে জানাতে হবে এই ব্যাপারে তাদের "পলিসি "কি? তারা কি পদক্ষেপ নিয়েছে। বা কি ভাবছে কলকাতার ট্রাম সংরক্ষণের বিষয়ে ।
![]()
May 08 2023, 14:02