kolkata

May 08 2023, 14:02

ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইঞার মৃত্যুর মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র


কলকাতা: ময়নার বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইঞার মৃত্যুর ঘটনায় সোমবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল কেন্দ্র। আদালতের নির্দেশ অমান্য করায়‌‌ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে তারা। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন, আদালতের নির্দেশের পরেও কেন মৃতের বাড়িতে মোতায়েন হয়নি কেন্দ্রীয় বাহিনী। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিলাম। এখনো হয়নি, রাজ্য যদি নিরাপত্তা না দেয় তখন কী হবে। কিছু হয়ে গেলে কে দেখবে বলে মন্তব্য করেন বিচারপতি।

তিনি কেন্দ্রের উদ্দেশ্যে বলেন, ইতিমধ্যেই আপনারা আদালতের অবমাননা করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনারা কি চাইছেন। ভর্ৎসনার সুরে তিনি বলেন, কেন্দ্র কী চাইছে যে বিষয়টা একটু থিতিয়ে যাক। এই গা ছাড়া মনোভাব কেন। তিনি সতর্ক করেন, আপনারা আইনের উর্ধ্বে নন।প্রয়োজন পড়লে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবকে ডেকে পাঠাবো। তার জবাব চাইব। আদালত অবমাননার রুল জারি হবে। এদিকে আদালতের নির্দেশ মেনে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট এদিন জমা দিল কমান্ড হাসপাতাল।

মৃতের পরিবার অভিযোগ করে, আদালতের নির্দেশের পরও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়নি। শুধুমাত্র অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। রাজ্য জানায়, আদালতের নির্দেশের পরে যথাযথ ধারা যুক্ত করা হয়েছে। রাজ্য আরও বলে, বিজয়কৃষ্ণ ভূঁইঞা ও সঞ্জয় তাঁতির পরিবার তদন্তে সহযোগিতা করছে না, বয়ান রেকর্ড করতে বলা হলেও, সহযোগিতা করেনি। এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি।কিন্তু কেন্দ্র বলে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটু সময় লাগছে। ফের ১০দিন পর এই মামলার শুনানি হবে।

kolkata

May 08 2023, 14:00

কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ করতে রাজ্যের"পলিসি " কি জানতে চাইল হাইকোর্ট


কলকাতা: কলকাতার ঐতিহ্য ট্রাম সংরক্ষণ করতে রাজ্য কি পদক্ষেপ নিয়েছে বা এই ব্যাপারে রাজ্যের"পলিসি " কি জানতে চাইল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

পিপল ইউনাইটেড ফর বেটার লিভিং নামে একটি সংগঠন মামলা করেছিল। সোমবার তাদের তরেফ আইনজীবী পার্থ সারথি সেনগুপ্ত শুনানিতে দাবি করেন, ট্রামের ১৫০ বছর পালন হচ্ছে। ট্রাম যদি চালানো হয় তাহলে ভালো করে চালানো হোক।দুতিনটি ট্রাম চলছে। কোনো টাইমের ঠিক নেই।এটি একটি দূষণ মুক্ত বাহন।কিন্তু কোনো নীতি না থাকায় সাধারণ মানুষ এর সুবিধা পাচ্ছে না। সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে। সরকার নষ্ট এই সম্পদ করছে। একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করে বিষয়টি দেখার আবেদন।

ভারপ্রাপ্তর প্রধান বিচারপতি মন্তব্য, ট্রাম একটা হেরিটেজ।শুনেছি কলকাতা ট্রাম পুরস্কার পেয়েছে। রাজ্যের কি ভাবনা?

রাজের তরফে জানানো হয়,এটি হেরিটেজ ঠিকই। কিন্তু বর্তমানে সংরক্ষণ করা খুবই কঠিন কাজ। সময় দেওয়া হোক এই ব্যাপারে ইনস্ট্রাকশন আনতে।

১২জুন ফের মামলার শুনানির জন্য রাখা হয়েছে। রাজ্যকে জানাতে হবে এই ব্যাপারে তাদের "পলিসি "কি? তারা কি পদক্ষেপ নিয়েছে। বা কি ভাবছে কলকাতার ট্রাম সংরক্ষণের বিষয়ে ।

kolkata

May 05 2023, 12:24

সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বৈধ নয়, হাইকোর্ট


কলকাতা:সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বৈধ নয়, প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশন করা একটি জনস্বার্থ মামলায় একথা জানায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবাগননম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে ৩ মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিল হাইকোর্ট।

মামলা কারি প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষের আইনজীবী এক্রামুল বারি মামলার শুনানিতে উল্লেখ্য করেন যে,২০১৮ এর রাজ্যের মাধ্যমিক পর্ষদের আইনানুগ পর্ষদের অধীনে কর্মরত স্কুল শিক্ষক বা অশিক্ষক কর্মীরা কোন প্রাইভেট টিউশন করতে পারবেন না।

কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেশ কিছু স্কুলের শিক্ষক ছাত্র ছাত্রীদের পরীক্ষায় নম্বর কম দেওয়ার হবে বলে বাধ্য করছেন তার কাছে প্রাইভেট টিউশন পড়তে। এছাড়াও অনেকেই বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে প্রাইভেট পড়াছেন।যেটা আইননত অপরাধ। তার এই বক্তব্যকে মান্যতা দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় যে সমস্ত স্কুল এবং শিক্ষক ও শিক্ষিকার নাম আছে তাদের বিরুদ্ধে আগামী ৩ মাসের মধ্যে বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের রাজ্য সম্পাদক দীপঙ্কর দাস বলেন ,"আমি সমস্ত গৃহ শিক্ষক ও গৃহশিক্ষাকাদের উদ্দেশ্যে বলব, সরকারি নির্দেশটা আমাদের পক্ষেই ছিল, হাইকোর্টের নির্দেশও আমাদের পক্ষে গেল। এখন থেকে প্রত্যেকের নিজের নিজের এলাকায় টিউশনরত স্কুল শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা তৈরি করতে হবে।"

kolkata

May 03 2023, 17:46

কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলায় সিবিআই দিল না হাইকোর্ট


কলকাতা: কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু হয়েছে গুলিতেই। সিবিআই তদন্ত চেয়ে পরিবারের আবেদনের ভিত্তিতে বুধবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল রাজ্য, বলা হয়েছে, আত্মরক্ষার জন্য দু- রাউন্ড গুলি চালায় পুলিশ। তবে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্য হয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে আদালতে সওয়াল করেছে রাজ্য।

বিচারপতি রাজাশেখর মান্থা এই ঘটনায় চলা সিআইডি তদন্তের পাশাপাশি ম্যাজিষ্টেটের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আদালত জানিয়েছে, এই ঘটনায় এখনই দ্বিতীয় ময়নাতদন্ত হবে না। পাশাপাশি ,এখনই সিবিআই তদন্ত প্রয়োজন নেই বলে জানিয়েছে আদালত। ফের শুনানি হবে ১২ মে।

কালিয়াগঞ্জের চাঁদগাও গ্রামে মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যু হয় গুলিতে। পুলিশকে আক্রমণ করা হলে জীবন বাঁচাতে পুলিশ গুলি চালায় বলে দাবী করা হয়। রাজ্য এই ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দেয়। নাবালিকার মৃত্যু ও গোলমালের ঘটনায় পুলিশ মৃতের একজন আত্মীয়কে গ্রেপ্তার করতে মাঝ রাতে যায়। পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করে।

kolkata

May 03 2023, 17:45

২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত রিপোর্ট তলব হাইকোর্টের


কলকাতা: ২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে হাইকোর্টে। ২০১৬ সালের প্যানেলভুক্ত প্রার্থীদের নাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে। রিপোর্টে উল্লেখ করতে হবে, ওই প্রার্থীদের জেলা, জাতি, শ্রেণি-সহ সমস্ত তথ্য দিতে হবে। পর্ষদকে জেলাভিত্তিক অনুযায়ী তালিকায় শেষ প্রার্থীর প্রাপ্ত নম্বর কত, তা জানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

২০১৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, টেট নেওয়ার পর নিয়োগ হয় ২০১৬ সালে। সেই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ৪২ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, কোনও অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই হয়েছিল এই নিয়োগ। সংরক্ষিত শ্রেণির অন্তর্ভুক্ত চাকরি পরীক্ষার্থীরা কাট অফ ক্লিয়ার করার পরেও চাকরি পাননি বলেও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়।

আগেই এই মামলায় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, কীভাবে অ্যাপটিটিউড টেস্ট ছাড়া নিয়োগ হল।

আদৌ অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল কি না, সে ব্যাপারে পর্ষদের কাছে হলফনামা তলব করা হয়েছিল। দেড়-দু মিনিট সময়ের মধ্যে কীভাবে একসঙ্গে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হয়? তা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই মামলাতেই এবার প্যানেল সম্পর্কে আরও তথ্য চাইলেন বিচারপতি।

kolkata

May 02 2023, 12:37

কালিয়াগঞ্জে পুলিশি অভিযানে যুবকের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের


কলকাতা:কালিয়াগঞ্জে পুলিশি অভিযানে যুবকের মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল। সিবিআই তদন্ত চেয়ে পরিবারের মামলা দায়ের বিচারপতি রাজা শেখার মান্তার এজলাসে।

কালিয়াগঞ্জের রাধিকাপুরে পুলিশি অভিযান চলাকালীন রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় জল গড়াল আদালতে। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন। মঙ্গলবার তিনি বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের অনুমতি চান। বিচারপতি তা মঞ্জুর করেন। বুধবার এই মামলা শুনানির সম্ভাবনা ।

kolkata

May 01 2023, 16:44

*TMC নেতার অফিসে তাণ্ডব!*

বেলেঘাটায় তুলকালাম কাণ্ড। ফেরার তৃণমূল নেতার অফিসেই পিস্তলের হদিশ। রাজু নস্করের অফিস থেকে ৭ এমএম পিস্তল, গুলির খোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকা দখলের লড়াইয়ে তৃণমূল বনাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এলো প্রকাশ্যে। পুলিশের সামনেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। ধৃত ২২ জনকে ৬ তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

kolkata

May 01 2023, 16:42

*প্রাথমিকে চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার বিএড উত্তীর্ণদের অংশগ্রহণ করতে পারবে:হাইকোর্ট*


কলকাতা: প্রাথমিকে চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার বিএড উত্তীর্ণদের অংশগ্রহণ করার সুযোগ পাবেন। সোমবার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তাঁর অন্তর্বর্তী নির্দেশ, গতবছরের ২৯ সেপ্টেম্বরের আগে যে সব চাকরিপ্রার্থীর বিএড প্রশিক্ষণ সম্পূর্ন হয়েছে তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের পোর্টাল আরও কিছু দিন খোলা রাখবে।

একইসঙ্গে, বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, আদালতের পরবর্তী নির্দেশ ছাড়া ওই প্রার্থীদের ফলপ্রকাশ করা যাবে না। তবে যাঁরা আগে আবেদন করেছিলেন তাঁরাই এই সুযোগ পাবে। এর জন্য নতুন করে আবেদন করা যাবে না। গত বছর প্রাথমিক স্কুলে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগের কথা জানায় পর্ষদ। গত ২৯ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয়, ডিএলএড প্রশিক্ষণরতরাও অংশ নিতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায়। পরে এই পর্ষদের এই নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানায়, প্রশিক্ষণরতরা নন, যাঁরা প্রশিক্ষণ সম্পূর্ন করেছেন একমাত্র তাঁরাই অংশ নিতে পারবেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, বিএড প্রশিক্ষণ থাকলে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিজ্ঞপ্তিতে এই বিষয়টি ছিল। ফলে এখন এই প্রার্থীদের যোগ্য বলে ধরে নিতে হবে।

kolkata

May 01 2023, 16:32

লালন শেখ মৃত্যু মামলার তদন্তে সিট গঠন হাইকোর্টের


কলকাতা: বীরভূমের বগটুই মামলায় অস্বস্তি বাড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যু মামলার তদন্ত রাজ্য চালিয়ে যাবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

যদিও সিআইডির বদলে তদন্ত গেল আদালত গঠিত সিটের হাতে। পাশাপাশি খারিজ হয়েছে রাজ্যের দায়ের করা এফআইআর। রাজ্যের কর্মরত আইপিএস কর্তা প্রণব কুমারের নেতৃত্বে গঠিত এই সিট তদন্ত করবে। সিটে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিক বীরেশ্বর চ্যাটার্জি।

আদালত জানিয়েছে, প্রণব কুমার তার পছন্দমত বাকি আধিকারিক নিযুক্ত করতে পারবেন। সিট গঠনের প্রেক্ষিতে এখন থেকে বর্তমান তদন্তকারী আধিকারিকরা আর তদন্ত করবেন না।

আগামী এক সপ্তাহের মধ্যে সিট গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে সিট কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না। একইসঙ্গে, নিম্ন আদালত ছাড়া আর কোথাও কোন রিপোর্ট পেশ করতে হবে না সিটকে। রাজ্যের কাছেও তাদের কোন রিপোর্ট পেশ করতে হবে। এখন থেকে সিআইডি সিট গঠন না হওয়া পর্যন্ত কোন তদন্ত করতে পারবে না।

একইসঙ্গে সিবিআই আধিকারিকদের রক্ষা কবচ বহাল রেখেছে আদালত। যদি তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে সিবিআইকে। আদালতের নজরদারিতে হবে তদন্ত। এদিনই সাত সিবিআই আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া খারিজ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত ১২ই ডিসেম্বর রামপুরহাটের পান্থশ্রী অতিথিনিবাসে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় মূল অভিযুক্ত লালন শেখের। বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ।

এই ঘটনায় সিবিআই এর সাত তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। গরুপাচার মামলার তদন্তকারী দুই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দের বিরুদ্ধেও দায়ের হয় এফআইআর। রাজ্য পুলিশের তদন্ত ও এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় সিবিআই। আগেই এই সাত আধিকারিককে রক্ষাকবচ দেয় হাইকোর্ট। এদিন সেই মামলারই রায়দান করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

kolkata

May 01 2023, 13:25

*সিবিআইয়ের নজরে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ*

এবার সিবিআইয়ের নজরে আরও এক অনুব্রত ঘনিষ্ঠ। অনুব্রত ঘনিষ্ঠ রবীন টিবরেওয়ালকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। গরু পাচার মামলার সঙ্গে তার যোগ রয়েছে বলে সিবিআইয়ের তরফে অনুমান করা হয়েছে। সিবিআই দাবি করেছে, রবীনের সঙ্গে গরু ব্যবসায়ী এনামুল হকের যোগাযোগের প্রমাণ মিলেছে।

রবীন টিবরেওয়াল পেশায় চালকল ব্যবসায়ী। সাঁইথিয়ায় তার ব্যবসা রয়েছে। বাংলাদেশে চাল পাঠান তিনি। তার সঙ্গে গরু পাচারের কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। ইতিমধ্যেই তিনি নিজাম প্যালেসে এসে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে।