WestBengalBangla

May 05 2023, 10:16

*এখন কী অবস্থান ঘূর্ণিঝড় মোর্চা*


সপ্তাহ শেষে স্বস্তির খবর। মে মাসের গরম থেকে স্বস্তি দেবে বৃষ্টি। আগামী দিন কয়েক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে চলতি সপ্তাহের শেষ ও আগামী সপ্তাহের শুরু অবধি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে সব থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার অবধি পশ্চিমি হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হবে।

WestBengalBangla

May 05 2023, 10:15

*শুভেন্দুর মিছিল থেকে ফেরার পথে ফের আক্রান্ত বিজেপি কর্মী*


রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা শেষ হতেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সভা থেকে বাড়ি ফেরার সময়ে আক্রান্ত হন দুই বিজেপি কর্মী। তাঁদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর তা নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।বিজেপির বুধ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁইয়া মৃত্যুর সিবিআই তদন্ত প্রতিবাদ জানিয়ে একটি ধিক্কার মিছিলে আয়োজন করে বিজেপি। ধিক্কার ও পদযাত্রায় পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও স্থানীয় বিধায়ক অশোক দিণ্ডা-সহ বিজেপি নেতৃত্ব।

মিছিলে অংশ নিয়েছিলেন গোবরাদন গ্রামের বিজেপি কর্মী তরুন দাস ও ঝন্টু মণ্ডল। শুভেন্দু অধিকারী সভা শেষ করে বাড়ি ফেরার পথে ওই দু’জন বিজেপি কর্মীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। বিজেপি-র অভিযোগ তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে।

WestBengalBangla

May 05 2023, 08:00

*মুহুর্তেই বদলে যাবে পশ্চিমবঙ্গের ওয়েদার! জেনে নিন আজকের আবহাওয়া*


শুক্রবার থেকেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।শুক্রবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে শুক্রবার কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১° সেলসিয়াস। কলকাতায় আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা।আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

WestBengalBangla

May 05 2023, 07:55

*আজকের রাশিফল ৫ই মে ( শুক্রবার)*


মেষ-  কর্মে ভাল ফল মিলবে। কারও প্ররোচনায় কোনও কাজ হাতে নেবেন না। অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। প্রিয়জনের থেকে খারাপ ব্যবহার পেতে পারেন। 

বৃষ-  শত্রুভয় বাড়তে পারে। নতুন কাজের খবর আসতে পারে, প্রস্তুত থাকুন সেই জন্য। স্ত্রীর সঙ্গে তর্ক বাধতে পারে, মাথা ঠান্ডা রাখুন।

মিথুন- নতুন প্রেমের ইঙ্গিত। আগুন থেকে খুব সাবধান থাকুন। সম্পত্তি নিয়ে ঝামেলা বাধতে পারে। বুঝে পদক্ষেপ নিন।

কর্কট- সাবধানে চলাফেরা করুন। ভ্রমণের আলোচনা বাতিল হওয়ার সম্ভাবনা। বুঝে বিনিয়োগ করুন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সঞ্চয়ে মন দিন।

সিংহ- ব্যবসায় বাধা আসতে পারে। স্বামীর কোনও কাজে শান্তি পাবেন আপনি। আবেগের বশে কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন।

কন্যা-  রাজনৈতিক চাপ বাড়তে পারে। বাবা-মায়ের ব্যবহারে মানসিক চাপ বাড়তে পারে। আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যান। প্রিয়জনের থেকে আঘাত পেতে পারেন।

তুলা-  মানসিক চাপ বাড়তে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। পাওনাদারের পাওনা মিটিয়ে দিন, নইলে বিবাদের আশঙ্কা রয়েছে। অযথা অতিরিক্ত আয় থেকে বিরত থাকুন।

বৃশ্চিক-  বিয়ের আলোচনা হতে পারে। ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সতর্ক থাকুন।  সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে।

ধনু- চাকরিতে উন্নতির সম্ভাবনা। ভালবাসার সম্পর্কে নিঃসঙ্গতা আসতে পারে। ঋণশোধ করে ফেলার চেষ্টা করুন। সমস্যায় পড়লে স্বামীর সঙ্গে আলোচনা করুন, সমাধান মিলবে।

মকর- কাজের জায়গা বদলাতে পারে। শত্রুকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকবার ভাবুন। কাজের জন্যে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে।  

কুম্ভ- আঘাতের আশঙ্কা রয়েছে। আজ আপনার ইচ্ছেপূরণ হতে পারে। তর্ক থেকে এড়িয়ে যান। চাকরি স্থানে উন্নতির সুযোগ আসতে চলেছে। স্ত্রীর সঙ্গে বুঝে কথা বলুন। 

মীন- প্রেমের ক্ষেত্রে শুভ দিন। ফলের আশা না করে পরিশ্রম করে যান, সুখবর আসতে পারে। ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে। 

WestBengalBangla

May 04 2023, 16:49

*মোকা না মোটা? নাম গুলিয়ে ফেললেন মমতা*


অতীতে একের পর এক ঘূর্ণিঝড়ের সাক্ষী থেকেছে বাংলা। আগামী সপ্তাহেই আসছে মোচা। তবে, কেউ বলছে মোকা তো কেউ বলছে মোচা। মালদার সভা থেকে এবার নাম গুলিয়ে 'মোটা' করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভরা সভায় তিনি বলেন, '৭ তারিখ মোচা না মোটা কী একটা আসছে।

অনেকেই বলছে পাথরের মতো কিছু একটা আসবে, আর সব নাকি দুমদাম করে ভেঙে দিয়ে চলে যাবে।' মুখ্যমন্ত্রী আরো বলেন যে রাজ্য সরকারের আবহাওয়া বিশেষজ্ঞদের দল রয়েছে।আগে থেকে সতর্ক থাকলে উপকুলবর্তী এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

WestBengalBangla

May 04 2023, 16:48

*কালবৈশাখীতে মৃত্যু! ২ লক্ষ টাকা দেবে সরকার*


কয়েকদিন ধরেই রাজ্যে তাণ্ডব চালাচ্ছে কালবৈশাখী। বজ্রপাতে ঘটেছে মৃত্যুর ঘটনাও। এখনও পর্যন্ত ঝড়-বৃষ্টিতে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সরকারি সূত্রে। এবার নিহতদের পরিবার পিছু আর্থিক সাহায্যস্বরূপ ২ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভা থেকে তিনি বলেন, কালবৈশাখী বড্ড বেশি হচ্ছে এবং বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে। নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WestBengalBangla

May 04 2023, 16:47

*নজরে আরো এক TMC কাউন্সিলর!*


আবার এক তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই হানা । নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে উঠে এলেন এক তৃণমৃল কাউন্সিলর। ব্যারাকপুরে তালবাগান রোডে জয়দীপ দাসের বাড়িতে সিবিআই। জানা গেছে, তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্রায় ৬ ঘণ্টা ধরে চালানো হয়েছে তল্লাশি । আর তার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। 'বাড়িতে দুটি সিডি ছিলো নিয়ে গেছে সিবিআই', জানালেন তৃণমূল কাউন্সিলর।

WestBengalBangla

May 04 2023, 13:01

*কালিয়াগঞ্জ নিয়ে এবার সরম হলেন নওশাদ সিদ্দিকী*


কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় আরো একবার সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, সরকার নয়, রাজ্যে সার্কাস চলছে। প্রতি ক্ষেত্রেই কীভাবে পুলিশ আত্মহত্যা বলে মন্তব্য করতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

তদন্তকে প্রভাবিত করার অভিযোগ সহ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভাঙড়়ের বিধায়ক। তিনি বলেন যে রাজ্য সরকার তার দায়িত্ব পালন করছে না। পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দেবে মানুষ।

WestBengalBangla

May 04 2023, 12:59

*নিয়োগ দুর্নীতি নিয়ে এবার সরম হলেন দিলীপ ঘোষ*


রাজ্যে একের পর এক বিজেপি নেতা-কর্মীর মৃত্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে যেমন উঠেছে প্রশ্ন, তেমনই পুলিশের ভূমিকা নিয়েও সুর চড়িয়েছে বিজেপি। সম্প্রতি ময়নায় বিজেপির বুথ সভাপতির মৃত্যুতে আদালতের দ্বারস্থ হয়েছে নিহতের পরিবার। সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় জোর কদমে তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। চলছে ধরপাকড়। সে নিয়ে বিজেপি তথা কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে সুর চড়ালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ময়না ও কালিয়াগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্য পুলিশ কোনো ঘটনাকেই গুরুত্ব দিচ্ছে না।

এমনকি, এফআইআর লিখছে লঘু করে। এরপর মানুষ কিভাবে পুলিশের ওপর আস্থা রাখবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন,''রাজ্য পুলিশ ও প্রশাসন ঠিকঠাক কাজ করছে না বলেই তো বারবার আমাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করানোর কথা বলতে হয়। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত না করলে কেউ ভালোভাবে বিচারও পাবেন না এই রাজ্যে।''

WestBengalBangla

May 04 2023, 11:24

*'কালীঘাটের কাকু'-র বাড়িতে সিবিআই*

'কালীঘাটের কাকু' অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে সিবিআই হানা। নিয়োগ-দুর্নীতিকাণ্ডের তদন্তে এদিন 'কালীঘাটের কাকু'র বাড়িতে যায় সিবিআই। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বাড়ি ঘিরে তল্লাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। প্রাথমিকে চাকরি বিক্রির জন্য কুন্তলের থেকে টাকা পৌঁছয় সুজয়কৃষ্ণর কাছে, দাবি সিবিআই সূত্রের।