WestBengalBangla

Apr 20 2023, 17:49

*পঞ্চায়েত ভোট নিয়ে বড় ঘোষণা অভিষেকের*

গ্রাম বাংলার মতামত কর্মসূচিতে প্রার্থী নিয়ে গোপন ব্যালটে মতামত দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। "সব ভোটেই বন্ধ ঘরে প্রার্থী ঠিক হতো। সুপারিশ আসে, সিদ্ধান্ত নেয় নেতৃত্ব", জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এবার ভারতে প্রথমবার গ্রামে মানুষের পঞ্চায়েত করতে মানুষের মতামত নিতে চলেছে এই দল। বাম আমলে ভোট নিয়ে রক্তস্নান হত, বাম শিবিরকে এভাবেই কটাক্ষ করলেন অভিষেক।

WestBengalBangla

Apr 20 2023, 17:48

*রাজনৈতিক সন্ন্যাস নেবেন শুভেন্দু*

আজ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা প্রশাসনিক চেয়ারে বসে কিম্ভূতকিমাকার শব্দ ব্যবহার করেছেন। তারপরেই মমতাকে ওপেন চ্যালেঞ্জ করে শুভেন্দু ঘোষণা করেন যে কিম্ভূতকিমাকারের কাছে হেরেছেন, একদিন প্রাক্তন হবেন। তাঁকে নাকি ব্যক্তিগত আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । মমতাকে এবার সরাতে না পারলে রাজনৈতিক সন্ন্যাস নেবেন শুভেন্দু, প্রকাশ্যে করলেন ঘোষণা।

WestBengalBangla

Apr 20 2023, 17:47

*'সুশ্রী' বলে পাল্টা আক্রমণ শুভেন্দুর*

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্বোধন করেছিলেন ডাকু বলে। এবার তারই পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। বিধানসভায় সাংবাদিক সম্মেলন থেকে তিনি বলেন, 'আমি কিম্ভূতকিমাকার। আর উনি সুশ্রী।'

WestBengalBangla

Apr 20 2023, 17:46

*মমতার উস্কানিমূলক কথা! দাবি শুভেন্দুর*

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে উস্কানিমূলক কথা, পদক্ষেপ নেওয়া উচিত, এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি দাবি করেন যে এমন উস্কানিমূলক কথার জন্যে যতদূর যেতে হয় তিনি যেতে প্রস্তুত। হিংসায় বিজেপির উস্কানির কথা বলেছেন মমতা। এটা তাঁকে প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু। বিজেপি নেতার দাবি, "আপনি বলেছেন ক্লোজ ডোর মিটিংয়ে হিংসার নির্দেশ দিয়েছেন অমিত শাহ , প্রমাণ করুন"। তাঁর দাবি অমিত শাহের বক্তব্য বিকৃত করেছেন মমতা।

WestBengalBangla

Apr 20 2023, 17:45

*২০২৩-এ বাংলায় বিধানসভা ভোট!*

ফের বিধানসভা ভোট! তাও আবার চলতি বছরে! বিধানসভায় সাংবাদিক সম্মেলন করে এমনই ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে নিশানা করে তিনি বলেন, ''যেভাবে বাংলা আর্থিক দেউলিয়া হয়ে পড়েছে, তাতে সরকার এমনিতেই পড়ে যাবে। চলতি বছরেই আবার বিধানসভা ভোট হবে বাংলায়।''

এছাড়াও বিজেপি বিধায়ক কটাক্ষের সুরে বলেন যে আর্থিক সঙ্কটের মধ্যেই একের পর এক মামলা করছে রাজ্য সরকার। তার বিরুদ্ধেই ৬টি মামলা করা হয়েছে। যার ৫টিতেই রাজ্য হেরেছে। সুপ্রিম কোর্ট - হাইকোর্টের আইনজীবীদের পিছনে ৫০ কোটি টাকা রাজ্য খরচ করেছে বলেও সুর চড়ান শুভেন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাগারের অর্থ নয় ছয় করছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।

WestBengalBangla

Apr 20 2023, 17:44

*কলকাতায় ফিরবো না, প্রকাশ্যে ঘোষণা অভিষেকের!*

২৫ এপ্রিল থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করছে তৃণমূল, আজ তার আনুষ্ঠানিক ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর নেতৃত্বেই বাংলার গ্রামে গ্রামে যাবে তৃণমূল কর্মীরা । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস-ব্যাপী প্রচারে নামছে তৃণমূল। জনসংযোগ যাত্রার নাম "তৃণমূলে নব জোয়ার"। ২৫ এপ্রিল দিনহাটা থেকে শুরু হবে কর্মসূচি। সাগরে গিয়ে সেটা শেষ হবে ২৪ জুন। অভিষেক ঘোষণা করলেন যে "দুমাস টানা রাস্তায় থাকবো, কলকাতায় ফিরব না"। পঞ্চায়েতই সমাজের শিরদাঁড়া, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি নিয়ে মন্তব্য অভিষেকের।

WestBengalBangla

Apr 20 2023, 17:43

*পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবে হবেঃ দাবি অভিষেকের*

রাজ্যে পঞ্চায়েত ভোট উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল। আজ আনুষ্ঠানিকভাবে জনসংযোগ যাত্রার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ২ মাস-ব্যাপী প্রচার চালাবে দল।

পঞ্চায়েত ভোট অবাধে এবং শান্তিপূর্ণভাবে হবে, এমনটাই দাবি করলেন অভিষেক। ৭০০০ গ্রামীণ বুথে প্রার্থী ঠিক করতে মানুষের মতামত নেবেন বলে জানালেন। যেই প্রার্থী হোন না কেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে হবে তাঁকে, ঘোষণা করলেন অভিষেক। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রার্থীকে মানুষের কাজ করতে হবে। তাঁর দাবি ৯-১০ বছর সাংসদ হিসেবে তাঁর যা অভিজ্ঞতা তাতে পঞ্চায়েতের ভূমিকা গুরুত্বপূর্ণ।

WestBengalBangla

Apr 20 2023, 16:01

*আগামী ২৬ এপ্রিল চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক!*

বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের নতুন বাস স্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি অতিথি শালায় সাংবাদিক সম্মেলন করে আগামী ২৬ এপ্রিল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ১২ ঘন্টার বনধের কর্মসূচির কথা ঘোষণা করল ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি। উল্লেখ করা যায় যে কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করার দাবিতে ১ এপ্রিল থেকে ঘাঘর ঘেরা কর্মসূচি জঙ্গলমহল জুড়ে শুরু করেছে কুড়মি সমাজ।

তাই কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকা ভুক্ত করার দাবিতে এবং কুড়মি আন্দোলনের নেতাদের প্রশাসনের অপমান, নির্যাতন ও অসহযোগিতার প্রতিবাদ জানিয়ে আগামী ২৬ এপ্রিল ওই চার জেলায় ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়মি সমাজের রাজ্য নেতা শিবাজী মাহাত, কুড়মি সমাজের ঝাড়গ্রাম জেলা সভাপতি বীরেন মাহাত, কৌশিক মাহাত সহ কুড়মি সমাজের অন্যান্য নেতৃত্বরা।

WestBengalBangla

Apr 20 2023, 12:35

*সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যপাল*

আচমকাই আরো এক বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাজির হলেন রাজ্যপাল সি ভি আন্দ বোস। কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পর এবার সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন তিনি। বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার পাশাপাশি তিনি বলেন যে এটা কোনো সারপ্রাইজ ভিজিট নয়। তিনি এসেছেন পড়ুয়াদের উৎসাহ দিতে। এমনকি বার বার আসবেন বলেও জানান তিনি।

WestBengalBangla

Apr 20 2023, 11:17

*উড়ালপুলে গর্ত*

মরণ ফাঁদ! উড়ালপুল জুড়ে গর্ত! এ কী কাণ্ড! যে কোনো সময়ে ঘটতে পারে দুর্ঘটনা? দায় কার? সল্টলেকের সুকান্তনগর-চিংড়িহাটা উড়ালপুলে ধস। দেখা দিয়েছে গর্ত। যার জেরে ধীর গতিতে হচ্ছে যান চলাচল। অফিস টাইমে প্রবল যানজটে নাকাল সাধারণ মানুষ। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। নিউ গড়িয়া - এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি ঘটেছে বলে মেট্রোকেই কাঠগড়ায় তুলেছে বিধাননগর কমিশনারেট। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।