WestBengalBangla

Apr 19 2023, 12:44

*সিআইডির তলবে ভবানীভবনে বিজেপি বিধায়ক*

নিয়োগ দুর্নীতি মামলায় যখন একের পর এক শাসক যোগ স্পষ্ট হচ্ছে সেই সময় কল্যাণীর এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিআইডির তলবে ভবানীভবনে হাজিরা দিলেন বাঁকুড়ার বিজেপির বিধায়ক নিলাদ্রিশেখর দানা । বিধায়কের মেয়ের চাকরি সংক্রান্ত বিষয়ে একাধিক বেনিয়মের অভিযোগ রয়েছে। আগেও এই মামলায় বিজেপি বিধায়ককে তলব করে জিজ্ঞাসাবাদ চালায় সিআইডি। বুধবার সকাল ১১ টায় হাজিরা দেন নিলাদ্রিশেখর দানা। চলছে জিজ্ঞাসাবাদ পর্ব।

WestBengalBangla

Apr 19 2023, 07:24

*৫ জেলায় আসছে বৃষ্টি! জেনে নিন আজকের আবহাওয়া*


গরমে জ্বলে পুড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ । উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে পারদ। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি।আজ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহেই ভিজতে পারে উত্তরের পাঁচটি জেলা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি নামবে সপ্তাহের শেষে। আজকে রাজ্যে সবোর্চ্চ তাপমাত্রা থাকবে ৪৩.১°সেলসিয়া এবং

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩.২° সেলসিয়াস। বাতাসে

আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ থাকবে।

WestBengalBangla

Apr 19 2023, 07:22

*আজকের রাশিফল ১৯শে এপ্রিল (বুধবার)*


মেষ রাশি: আপনি আজ কোনো ধর্মীয় স্থানে গিয়ে একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করতে পারেন। দিনের শুরুটা ভালো হলেও সন্ধ্যে নাগাদ আজ আপনার অনেকটা অর্থব্যয়ের কারণে মেজাজ খারাপ হয়ে যেতে পারে।

বৃষ রাশি: আপনি আজ কোনো অভিজ্ঞ অথবা প্রবীণ ব্যক্তির কাছ থেকে অর্থ সঞ্চয় এবং আর্থিক লেনদেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে।

মিথুন রাশি: আজ সবসময় নিজের মনকে ভালো রাখার চেষ্টা করুন। পাশাপাশি, এমন কাজ এড়িয়ে চলুন যেগুলি আপনার মানসিক উত্তেজনাকে বৃদ্ধি করতে পারে।

কর্কট রাশি: কোনো কাজ করতে গিয়ে একজন বন্ধুর কাছ থেকে আপনি বড় সাহায্য পেতে পারেন। আপনার দয়ালু মনোভাব আজ সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো য রাশি: পূর্বের কোনো বিনিয়োগের মাধ্যমে আজ আপনি লাভবান হবেন। আপনার কিছু আত্মীয় আজ আপনার উদারতার সুযোগ নিতে চেষ্টা করবেন। তাই সতর্ক থাকুন।

কন্যা রাশি: যাঁরা কোনো বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাঁরা আজ লাভবান হবেন। শরীর এবং মন ভালো রাখার জন্য আজ থেকেই নিয়মিতভাবে ধ্যান এবং যোগ ব্যায়াম করুন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা সুবিধের নয়। আপনার ঈর্ষাপরায়ণ ব্যবহার আজ আপনাকে দুঃখিত এবং অবসাদগ্রস্থ করে দিতে পারে। তাই, নিজেকে সংযত করুন।

বৃশ্চিক রাশি: ব্যবসায়িক ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজপ আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, সঠিকভাবে খাওয়াদাওয়া করতে হবে।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন এবং নিজের লক্ষ্যপূরণের প্ৰতি মনোনিবেশ করুন। অতিরিক্ত অর্থব্যয় থেকে আজ আপনাকে বিরত থাকতে হবে।

মকর রাশি: কোনো আর্থিক বিষয় নিয়ে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্য হলেও পরে তা ঠিক হয়ে যাবে। আজকে আপনার শরীর ভালো থাকবে।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি দুর্দান্ত। পাশাপাশি, আজ আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারবেন। শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন।

মীন রাশি: যাঁরা এতদিন যাবৎ অযথা অর্থব্যয় করে আসছিলেন আজ তাঁরা হঠাৎ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন তাই সাবধান থাকবেন।

WestBengalBangla

Apr 18 2023, 12:19

*মুকুল রায়কে পাত্তাই দিলেন না দিলীপ*

'নিখোঁজ' মুকুল রায়কে নিয়ে এবার মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি আজ মঙ্গলবার বলেন, 'মুকুল রায় তো নিখোঁজ অনেকদিন আগেই হয়েছেন। ছয় মাসের মধ্যে দেখুন ওর কোনও খবর আছে কিনা। উনি তো একজন এমএলএ। বাংলার রাজনীতিতে খুব বড় ব্যক্তিত্ব হলেন মুকুল রায়। উনি এত বড় নেতা হয়েও তাহলে কেন কোনও খবর নেই। আমার মনে হয় এটা লস্ট কেস। মুকুল রায়কে নিয়ে কেউ চিন্তা করে না আর।'

WestBengalBangla

Apr 18 2023, 11:49

*মুকুল রায়কে নিয়ে উদ্বেগ মমতা*

মুকুল রায়ের হঠাতই দিল্লি যাত্রা ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে বাবার এহেন আচমকা 'নিখোঁজ' হয়ে যাওয়াকে ঘিরে একাধিক প্রশ্ন তুলেছেন ছেলে শুভ্রাংশু রায়। তিনি বলেছেন, 'চিকিৎসকরা জানিয়েছেন বাবা সুস্থ নন। তবে বাবার নিখোঁজ হওয়ার পর কাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দুবার বাবার খোঁজ নিয়েছেন।'

WestBengalBangla

Apr 18 2023, 11:48

*বিজেপিতে যোগ দিতেই কি দিল্লিতে গেলেন মুকুল?*

কাউকে না জানিয়ে হঠাতই দিল্লিতে গিয়ে হাজির হয়েছেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা মুকুল রায় । গতকাল সোমবার মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানান যে দুজন লোক বাবাকে নিয়ে কোথাও চলে গেছে। অপহরণের ইঙ্গিত দেন মুকুল পুত্র। এদিকে রাতের দিকে একটি বিমানের টিকিটের ছবি প্রকাশ্যে আসে।

সেখানকার লেখা অনুযায়ী, দিল্লি যাচ্ছেন মুকুল রায়। এরই মাঝে বেশ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। একটি ফেসবুক পোস্টে কারোর নাম না নিয়ে তিনি লেখেন, 'প্রত্যাবর্তন'। আর এরপরেই শুরু হয়েছে জল্পনা।

WestBengalBangla

Apr 18 2023, 11:46

*মুকুল রায়ের দিল্লি যাত্রার 'প্ল্যান' ফাঁস*

মুকুল রায় নাকি 'নিখোঁজ'! অথচ কাউকে কিছু না জানিয়ে হঠাতই দিল্লিতে হাজির হয়েছেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। এদিকে মুকুল পুত্র শুভ্রাংশু রায় বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সংবাদমাধ্যমের সামনে দাবি করেছেন, 'মুকুল রায়ের মানসিক অবস্থা ঠিক নয়। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়। মুকুল রায়ের কাছে এক টাকাও ছিল না, কীভাবে টিকিট কাটলেন?

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখন কিছু বলতে পারবেন না। বাবার পারকিনসন ডিমনেসিয়া রয়েছে। অভিষেককে বদনাম করতে রাজনীতি করা হচ্ছে। বাবার এরকমভাবে দিল্লি যাত্রার পিছনে বড় কোনও টাকার খেলা হয়েছে। বাবাকে বিমানবন্দর থেকে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সিআইএসএফ কোনও সাহায্য করেনি।'

WestBengalBangla

Apr 18 2023, 07:33

*গরমে জ্বলছে গা-হাত-পা! হু হু করে বাড়ছে তাপমাত্রা! কেমন থাকবে আজকের আবহাওয়া*

সকাল কিংবা রাত, প্রায় সারাদিনই তীব্র গরমের বজায় থাকছে পশ্চিমবঙ্গ জুড়ে। আকাশের মুখ ভার। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি।ইতিমধ্যে ৪১ ডিগ্রির উপর চলে গিয়েছে তাপমাত্রার পারদ। প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে তাপমাত্রা।

আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২. ২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২.১ ডিগ্রী সেলসিয়াস। আপাতত, চিটেফোটে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

WestBengalBangla

Apr 18 2023, 07:31

*আজকের রাশিফল ১৮ই এপ্রিল (মঙ্গলবার)*


মেষ রাশি: আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও সেই সময়টাতে হঠাৎ করে অফিসের কোনো কাজ এসে উপস্থিত হবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।

বৃষ রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজকে অত্যন্ত সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।

মিথুন রাশি: বাড়িতে কোনো পরিবর্তন করার আগে আজ অবশ্যই অভিভাবকদের কাছ থেকে পরামর্শ নিন। নাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে।

কর্কট রাশি: আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার কিছু সমস্যাকে ভাগ করে নিতে পারেন।

সিংহ রাশি: বাবা এবং মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে।

কন্যা রাশি: ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোনো পিকনিক স্পটে যেতে পারেন। পাশাপাশি, কিছু ভালো সময়ও উপহার পাবেন।

তুলা রাশি: সতর্কতার সাথে আজ কোথাও বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো হলেও আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকতে হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ সবাইকে আকৃষ্ট করবে।

ধনু রাশি: আপনার বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি ঘটবে। যার ফলে আপনার চিন্তা অনেকটাই কমে যাবে। যাঁরা তাঁদের আত্মীয়দের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন তাঁদের আজ সেই অর্থ ফেরত দিতে হতে পারে।

মকর রাশি: আপনি আজ এমন কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন যেটি আপনাকে লাভবান করে তুলবে। রক্তচাপের রোগীরা আজ তাঁদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি কোনো অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হবেন।

মীন রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্কে বা নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন।

WestBengalBangla

Apr 17 2023, 19:31

*सुप्रीम कोर्ट से राहत के बाद भी सीबीआई के समन पर फूटा अभिषेक बनर्जी का गुस्सा, कहा- बीजेपी ने मुझे परेशान करने के लिए सीबीआई और ईडी को अदालत की

सुप्रीम कोर्ट से राहत के बाद भी सीबीआई के समन पर फूटा अभिषेक बनर्जी का गुस्सा, कहा- बीजेपी ने मुझे परेशान करने के लिए सीबीआई और ईडी को अदालत की अवमानना का आदेश दिया

तृणमूल कांग्रेस (टीएमसी) सांसद अभिषेक बनर्जी को समन भेजा है। उन्हें मंगलवार को पूछताछ के लिए पेश होने को कहा गया है। सीबीआई की ओर से समन मिलने के बाद अभिषेक बनर्जी ने बीजेपी पर निशाना साधा है।

अभिषेक बनर्जी ने ट्वीट किया, बीजेपी ने मुझे परेशान करने और निशाना बनाने की अपनी हताशा में सीबीआई और ईडी को अदालत की अवमानना करने का आदेश दिया। सुप्रीम कोर्ट ने सुबह कलकत्ता हाई कोर्ट के उस आदेश पर रोक लगा दी जिसमें केंद्रीय एजेंसियों को मुझे समन करने की अनुमति दी गई थी। फिर भी आज दोपहर 1:45 बजे समन दिया गया। गंभीर स्थिति है।

बता दें कि ने सुप्रीम कोर्ट ने कलकत्ता उच्च न्यायालय के 13 अप्रैल के उस आदेश पर सोमवार को रोक लगा दी, जिसमें पश्चिम बंगाल पुलिस को स्कूल भर्ती घोटाले की जांच कर रहे केंद्रीय अन्वेषण ब्यूरो (सीबीआई) और प्रवर्तन निदेशालय (ईडी) के अधिकारियों के खिलाफ प्राथमिकी दर्ज नहीं करने का निर्देश दिया गया था। प्रधान न्यायाधीश डी वाई चंद्रचूड़ और न्यायमूर्ति पी एस नरसिम्हा एवं न्यायमूर्ति जे बी पारदीवाला की पीठ ने उच्च न्यायालय की एकल पीठ के इस निर्देश पर भी रोक लगा दी कि तृणमूल कांग्रेस के नेता अभिषेक बनर्जी और मामले में आरोपी कुंतल घोष से प्रवर्तन निदेशालय और सीबीआई पूछताछ कर सकती हैं।

अभिषेक बनर्जी को सीबीआई की तरफ से भेजे गए समन के बाद एक बार फिर विपक्षी दलों और केंद्र की मोदी सरकार के बीच टकराव बढ़ने की पूरी संभावना है। दरअसल विपक्षी लगातार केंद्र सरकार पर केंद्रीय जांच एजेंसियों के दुरुपयोग का आरोप लगा रहे हैं। इससे एक दिन पहले यानी रविवार को ही दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल से सीबीआई ने शराब नीति बनाने में कथित भ्रष्टाचार के एक मामले में पूछताछ की थी।