WestBengalBangla

Apr 18 2023, 07:31

*আজকের রাশিফল ১৮ই এপ্রিল (মঙ্গলবার)*


মেষ রাশি: আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও সেই সময়টাতে হঠাৎ করে অফিসের কোনো কাজ এসে উপস্থিত হবে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন।

বৃষ রাশি: এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজকে অত্যন্ত সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।

মিথুন রাশি: বাড়িতে কোনো পরিবর্তন করার আগে আজ অবশ্যই অভিভাবকদের কাছ থেকে পরামর্শ নিন। নাহলে সমস্যায় পড়তে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে।

কর্কট রাশি: আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার কিছু সমস্যাকে ভাগ করে নিতে পারেন।

সিংহ রাশি: বাবা এবং মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যা আপনাকে লাভবান করে তুলবে।

কন্যা রাশি: ভালোবাসার মানুষটির সাথে আজ আপনি কোনো পিকনিক স্পটে যেতে পারেন। পাশাপাশি, কিছু ভালো সময়ও উপহার পাবেন।

তুলা রাশি: সতর্কতার সাথে আজ কোথাও বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।

বৃশ্চিক রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো হলেও আজ অযথা অর্থব্যয় থেকে বিরত থাকতে হবে। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ সবাইকে আকৃষ্ট করবে।

ধনু রাশি: আপনার বাবা-মায়ের স্বাস্থ্যের আজ উন্নতি ঘটবে। যার ফলে আপনার চিন্তা অনেকটাই কমে যাবে। যাঁরা তাঁদের আত্মীয়দের কাছ থেকে কিছু ঋণ নিয়েছিলেন তাঁদের আজ সেই অর্থ ফেরত দিতে হতে পারে।

মকর রাশি: আপনি আজ এমন কোনো দৃঢ় সিদ্ধান্ত নিতে পারেন যেটি আপনাকে লাভবান করে তুলবে। রক্তচাপের রোগীরা আজ তাঁদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নশীল হন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।

কুম্ভ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, আজ আপনি কোনো অপ্রত্যাশিত লাভের সম্মুখীন হবেন।

মীন রাশি: কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্ত কাটবে। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্কে বা নির্জন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন।

WestBengalBangla

Apr 17 2023, 19:31

*सुप्रीम कोर्ट से राहत के बाद भी सीबीआई के समन पर फूटा अभिषेक बनर्जी का गुस्सा, कहा- बीजेपी ने मुझे परेशान करने के लिए सीबीआई और ईडी को अदालत की

सुप्रीम कोर्ट से राहत के बाद भी सीबीआई के समन पर फूटा अभिषेक बनर्जी का गुस्सा, कहा- बीजेपी ने मुझे परेशान करने के लिए सीबीआई और ईडी को अदालत की अवमानना का आदेश दिया

तृणमूल कांग्रेस (टीएमसी) सांसद अभिषेक बनर्जी को समन भेजा है। उन्हें मंगलवार को पूछताछ के लिए पेश होने को कहा गया है। सीबीआई की ओर से समन मिलने के बाद अभिषेक बनर्जी ने बीजेपी पर निशाना साधा है।

अभिषेक बनर्जी ने ट्वीट किया, बीजेपी ने मुझे परेशान करने और निशाना बनाने की अपनी हताशा में सीबीआई और ईडी को अदालत की अवमानना करने का आदेश दिया। सुप्रीम कोर्ट ने सुबह कलकत्ता हाई कोर्ट के उस आदेश पर रोक लगा दी जिसमें केंद्रीय एजेंसियों को मुझे समन करने की अनुमति दी गई थी। फिर भी आज दोपहर 1:45 बजे समन दिया गया। गंभीर स्थिति है।

बता दें कि ने सुप्रीम कोर्ट ने कलकत्ता उच्च न्यायालय के 13 अप्रैल के उस आदेश पर सोमवार को रोक लगा दी, जिसमें पश्चिम बंगाल पुलिस को स्कूल भर्ती घोटाले की जांच कर रहे केंद्रीय अन्वेषण ब्यूरो (सीबीआई) और प्रवर्तन निदेशालय (ईडी) के अधिकारियों के खिलाफ प्राथमिकी दर्ज नहीं करने का निर्देश दिया गया था। प्रधान न्यायाधीश डी वाई चंद्रचूड़ और न्यायमूर्ति पी एस नरसिम्हा एवं न्यायमूर्ति जे बी पारदीवाला की पीठ ने उच्च न्यायालय की एकल पीठ के इस निर्देश पर भी रोक लगा दी कि तृणमूल कांग्रेस के नेता अभिषेक बनर्जी और मामले में आरोपी कुंतल घोष से प्रवर्तन निदेशालय और सीबीआई पूछताछ कर सकती हैं।

अभिषेक बनर्जी को सीबीआई की तरफ से भेजे गए समन के बाद एक बार फिर विपक्षी दलों और केंद्र की मोदी सरकार के बीच टकराव बढ़ने की पूरी संभावना है। दरअसल विपक्षी लगातार केंद्र सरकार पर केंद्रीय जांच एजेंसियों के दुरुपयोग का आरोप लगा रहे हैं। इससे एक दिन पहले यानी रविवार को ही दिल्ली के मुख्यमंत्री अरविंद केजरीवाल से सीबीआई ने शराब नीति बनाने में कथित भ्रष्टाचार के एक मामले में पूछताछ की थी।

WestBengalBangla

Apr 17 2023, 18:59

*অভিষেককে নোটিশ পাঠাল সিবিআই*

সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেক ব্যানার্জিকে নোটিশ। নোটিশ দেওয়া হয়েছে সিবিআই -এর পক্ষ থেকে। মঙ্গলবার সকাল ১১ টায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে না সিবিআই। এরপর এদিনই দুপুরে নোটিশ পাঠিয়েছে সিবিআই।

WestBengalBangla

Apr 17 2023, 18:58

*বিজেপিকে কড়া ভাষায় কটাক্ষ করল অভিষেক*

সিবিআইয়ের নোটিশ পৌঁছনোর পরই নথি তুলে ধরে বিজেপির বিরুদ্ধে ট্যুইটারে মারাত্মক অভিযোগ আনলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে তলবের দুটি নথি তুলে ধরে অভিষেকের দাবি, 'তাকে টার্গেট করে হেনস্থার চেষ্টা করছে বিজেপি। ভয়ঙ্কর অবস্থা। ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়টি ফাঁস করেছে বিজেপিই।' সুপ্রিম কোর্ট যেখানে অভিষেককে জিজ্ঞাসাবাদের ওপর হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে, সিবিআই সেখানে একই দিনে কীভাবে নোটিশ দিল? এ নিয়েই এখন উত্তাল বাংলার রাজনীতি।

WestBengalBangla

Apr 17 2023, 15:09

*স্বরাষ্ট্র মন্ত্রীর ইস্তফা দাবি চাইলেন মমতা*

লোকসভা নির্বাচনে বিজেপি ৩৫টি আসন পেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। সিউড়ির সভায় এই মন্তব্য করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে নবান্নে এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, সংবিধানের শপথ নিয়ে এই মন্তব্য করতে পারেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কি তিনি কোনও ষড়যন্ত্রে লিপ্ত? এই প্রশ্নও তুলেছেন তিনি।

এদিন মমতা বলেন, ‘দলীয় সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী বলবেন সেটা তাঁর ব্যাপার। কিন্তু তিনি কখনওই বলতে পারেন না যে ৩৫টা আসন পাব। পেলেই আর অপেক্ষা করতে হবে না। বাংলায় সরকার পড়ে যাবে। তার মানে একটা স্বরাষ্ট্র মন্ত্রী চক্রান্ত করছেন। এত ঔদ্ধত্য যে তিনি দেশ, গণতন্ত্র, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করার পরিবর্তে তিনি বলছেন যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তিনি ভেঙে দেবেন। কোন আইনে তিনি বলতে পারেন? তার মানে কি নিজেরা আইন তৈরি করবে? ওরা বিচারব্যবস্থা বদলে ফেলবে, সংবিধান বদলে ফেলবে। ইতিহাস বদলে ফেলবে। এই কথা বলার কোনও অধিকার তাঁর নেই। আমরা পরিষ্কার বলতে চাই। এই কথা বলার পর স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে তাঁর থাকার কোনও অধিকার নেই। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। গণতান্ত্রিক ভাবে’।

WestBengalBangla

Apr 17 2023, 15:08

*দেশকে রক্ষার পরিবর্তে সরকার ফেলার চক্রান্ত! বিজেপিকে আক্রমণ মমতার*

"কীভাবে অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল? দেশকে রক্ষা করার পরিবর্তে সরকার ফেলার চক্রান্ত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী", এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর অশান্তি নিয়ে আবার বিজেপিকে আক্রমণ মমতার।

WestBengalBangla

Apr 17 2023, 14:12

*ডিএ বৈঠকের সময় বেঁধে দিল হাইকোর্ট*

ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে বৈঠকের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। বকেয়া ডিএ নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে ১০ দিনের মধ্যে রাজ্যকে বৈঠকে বসার পরামর্শ আদালতের। সংগঠনের ৫ জন প্রতিনিধিকে নিয়ে এই বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে তৈরি হবে একটি কমিটি।

সেই কমিটি আগামী ১০ দিনের মধ্যে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক করবে। সোমবার পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল যে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলায় আপাতত যেন পেন ডাউন না করা হয়।

অন্যদিকে, মামলার শুনানি চলাকালীন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কাছে আদালত জানতে চায় তাদের চিন্তা-ভাবনা-পরিকল্পনার কথা। তবে সুপ্রিম কোর্ট মামলায় আবার স্থগিতাদেশ দিলে তারা কী করবেন সে বিষয়েও জানতে চায় আদালত।

WestBengalBangla

Apr 17 2023, 13:10

*মমতাকে খোঁচা দিলেন অগ্নিমিত্রা পল*

নিয়োগ দুর্নীতি কাণ্ডে বাড়ল ধৃতের সংখ্যা। তার ওপর এবারেও শাসক যোগ। বিধায়ক জীবন সাহার গ্রেফতারিতে ট্যুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ট্যুইট বার্তায় তিনি লেখেন, ''নিয়োগ দুর্নীতিতে আবার এক তৃণমূল বিধায়ক গ্রেপ্তার। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পরে জীবন শাহা। মমতা সরকার মানেই দুর্নীতির সরকার। সংগঠিত লুট হয়েছে।মুখ্যমন্ত্রী চুপ কেন? জীবন শাহার কর্মকান্ড আপনি কিছুই জানতেন না। আরও বিধায়ক গ্রেপ্তার হবে আগামীদিনে।''

WestBengalBangla

Apr 17 2023, 12:07

*সুপ্রিম কোর্টে স্বস্তি মিলল অভিষেকের*

সুপ্রিম কোর্টে স্বস্তি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর জারি হল অন্তর্বর্তী স্থগিতাদেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল অভিষেকের আবেদনের শুনানি শুনবে বলে জানালো শীর্ষ আদালত।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত বলে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআই ও ইডি-র দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। এমনকি, অভিষেকের ২৯ মার্চের সভায় রাখা বক্তব্যের সঙ্গে কুন্তল ঘোষের বয়ানের মিল রয়েছে বলেও জানিয়েছিলেন বিচারপতি। পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তবে এখনই করা যাবে না জেরা।

WestBengalBangla

Apr 17 2023, 07:14

*উত্তরোত্তর বাড়ছে গরম! কেমন থাকবে আজকের আবহাওয়া*


সকাল থেকে আকাশের মুখ গোমড়া। সঙ্গে প্যাচপ্যাচে গরম। অস্বস্তির আবহাওয়ার আপাতত তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগের দিকে প্রবেশ করছে।

আজকে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ পয়েন্ট ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার আবহাওয়া থাকবে ৪১ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সারাশহর জুড়েই চলবে তাপপ্রবাহ।