*নববর্ষের শুভেচ্ছা রাজ্যপালের, জনসাধারণের জন্য আজই দরজা খুলছে রাজভবনের*


বিদায় ১৪২৯, স্বাগত ১৪৩০ ৷ আজ পয়লা বৈশাখ । বাংলা নতুন বছরের সূচনা ৷ নববর্ষ উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নতুন বছরে রাজ্যপালের তরফে রাজ্যবাসীর জন্য নয়া উপহার রাজভবনের হেরিটেজ ওয়াক ৷

জনসাধারণের জন্য রাজভবনে প্রবেশাধিকারের ঘোষণা আগেই করা হয়েছিল ৷ গত ২৯শে মার্চ সেই উপলক্ষে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে রাজভবনের চাবিও তুলে দেওয়া হয় ৷ অবশেষে আজ, বাংলা নববর্ষের প্রথম দিন থেকে তার সূচনা হচ্ছে ৷

*লু বইছে চারদিকে, তীব্র গরমে কাহিল বঙ্গবাসী, জেনে নিন নববর্ষের দিন কেমন থাকবে আবহাওয়া? *


নতুন বছরের প্রথম দিনেই তাপপ্রবাহের সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বাংলা নববর্ষের দিনও চড়া রোদে পুড়বে দক্ষিণবঙ্গ।বাংলা নববর্ষ মানেই উৎসবের দিন।

নববর্ষের দিন অনেকেই বাইরে গিয়ে খাওয়াদাওয়া করেন। কিংবা পরিবারের সঙ্গে কাছেপিঠে কোথাও ঘুরতে যান। কিন্তু এ বার অসহনীয় গরমের জেরে বাঙালির ছুটি কাটানোর সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। নববর্ষের দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস।

*আজকের রাশিফল ১৫ই এপ্রিল ( শনিবার) *

মেষ রাশি: আপনি আজ অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকলেও সেখান থেকে নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন এবং পরিবারের সদস্যদের সাথে কোনো বিষয় নিয়ে আলোচনাও করতে পারেন। স্বাস্থ্যের দিকে আজ অবশ্যই নজর দিন।

বৃষ রাশি: কর্মক্ষেত্রে আজকে দিনটি দুর্দান্ত কাটবে। শুধু তাই নয়, আপনার বস আজ আপনার কাজের প্রশংসাও করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো। 

মিথুন রাশি: সন্তানদের পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি আজ হতাশ হতে পারেন। আপনি আজ কোনো নতুন অংশীদারিত্বে যুক্ত হতে পারেন। শারীরিক সক্ষমতা বজায় রাখতে আজ কোনো খেলাধূলায় আপনি অংশগ্রহণ করবেন। 

কর্কট রাশি: আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং সেটিকে সঠিকভাবে কাজেও লাগাতে পারেন। নিজের রাগকে আজ নিয়ন্ত্রণ করুন। নাহলে আপনি সমস্যায় পড়তে পারেন।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি দুর্দান্ত। কোনো কাজে আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। আজ আপনি কোনো আনন্দদায়ক সফর সম্পন্ন করবেন। পাশাপাশি, কোনো সামাজিক জমায়েতেও অংশগ্রহণ করতে পারেন।

কন্যা রাশি: আপনি আজ খুব সহজেই নতুন নতুন জিনিস শিখে যেতে পারবেন। পাশাপাশি, কিছু নতুন বন্ধুও আপনার তৈরি হবে। অতিরিক্ত অর্থ আজ কোনো জমি কিংবা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন।

তুলা রাশি: কর্মক্ষেত্র অথবা ব্যবসায়ে আজ কোনো অবহেলা করবেন না। নাহলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আপনার পরিবারের হিতসাধনে আজ কঠোর পরিশ্রম করুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে কাজে লাগান। স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো একটি দিন। যাঁরা দীর্ঘদিন যাবৎ আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা আজ আর্থিকভাবে লাভবান হবেন।

ধনু রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন আজকে তাঁরা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যেবেলায় কোনো পার্কে বা নির্জন জায়গায় একাকী সময় কাটাতে পছন্দ করবেন।

মকর রাশি: আজ আপনি এমন একজন অভিজ্ঞ ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন।

কুম্ভ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য আপনি আজ ধ্যান এবং যোগ ব্যায়ামের মাধ্যমে সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।

মীন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্ন নিন। পরিবারের সদস্যদের সাথে আজ ভালো সময় কাটবে। আজকে কোনো বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না।

*দৈনিক রাশিফল ১৪ই এপ্রিল (শুক্রবার)*


 মেষ: দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। কোনও বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অধৈর্য হলে সমস্যা বাড়বে। নিজের ব্যবহারের জন্য সমস্যায় পড়তে পারেন। 

বৃষ: সন্তানের উচ্চশিক্ষায় বিনিয়োগ করুন। সন্তানের জন্য কোনও বিনিয়োগ করতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন। পারিবারিক বিবাদ মিটে যাবে। 

মিথুন: সামাজিক কাজে নিযুক্ত হোন। যা আপনার যোগাযোগ বাড়াবে। আপনার ব্যবসার ক্ষেত্রেও যা লাভজনক। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। আটকে থাকা টাকা ফিরে পাবেন।

কর্কট: কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন। কাজ থেকে সময় বের করে নিজেকে কিছুটা বিশ্রাম দিন। ক্লান্তিকর কাজ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। 

সিংহ: জীবনের ব্যাপারে উদার মনস্ক হোন। আপনার স্ত্রী পরিবারে সম্প্রীতি আনতে সাহায্য করবে। মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কন্যা: অর্থ সঞ্চয়ের কথা ভাবুন। আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। পারিবারিক সম্প্রীতি আপনাকে ব্যবসা বা কাজে ভালো করতে সাহায্য করবে।

তুলা: ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। রিয়েল এস্টেট, প্রোডাকশন প্ল্যান্ট এবং যন্ত্রপাতি সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে কিছু সময়ের জন্য প্রকল্পগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হবে। 

বৃশ্চিক: বিবাহের কথা ভাবতে পারেন। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বড়দের সাথে পরামর্শ করতে হবে। বাড়ি বা কর্মক্ষেত্রের সংস্কারের জন্য অর্থ ব্যয় করবেন। 

ধনু: মানসিক স্থিতি হারাবেন না। কিছু অতীত অভিজ্ঞতার সাহায্যে, আপনি ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ এড়ানো উচিৎ। 

মকর: আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন। যা সঞ্চয় বাড়াবে।

কুম্ভ: পরিবারকে সময় দিন। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন। কর্মদক্ষতার জন্য উন্নতির সম্ভাবনা। সঞ্চয় বাড়বে। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। লুকনো শত্রু নিয়ন্ত্রণে থাকবে।

মীন: নতুন প্রকল্প শুরু করতে পারেন। পরিবারের কারোর থেকে এই সময়ে কোনও ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে।

*হু হু করে বাড়ছে তাপমাত্রা! জেনেনিন আজকের আবহাওয়া*


চৈত্রের শেষ লগ্নে হুহু করে বাড়ছে তাপমাত্রা।আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

*পশ্চিমবঙ্গ থেকে উধাও বৃষ্টি জেনে নিন আজকের আবহাওয়া*


আবার কবে বৃষ্টির মুখ দেখবে পশ্চিমবঙ্গ? তা নিয়ে মুখে কুলুপ আলিপুর আবহাওয়া দফতরের ।চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৭ শতাংশ। 

*দৈনিক রাশিফল ১৩ই এপ্রিল (বৃহস্পতিবার) *


মেষ: পারিবারিক ও কর্মক্ষেত্রে আচমকাই বিঘ্নের উৎপত্তি হবে, মাথা ঠান্ডা রাখা দরকার।

বৃষ: জীবনে নতুন সুযোগ আসছে, তাকে নিজের মতো আত্মসাৎ করে লক্ষ্যে এগোতে হবে।

মিথুন: জীবন ফিরবে চেনা ছন্দে, বিশেষ কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট: কর্মজীবন হোক বা ভালবাসা- আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

সিংহ: নিজেকে সময় দিতেই হবে, তবে তার আগে হাতের কাজটাও শেষ করা সমান জরুরি।

কন্যা:কাজ একা শেষ করা কঠিন হয়ে উঠবে, অন্যদের সাহায্য করলে ভাল হয়। 

তুলা: অতীতের লোকজনদের সঙ্গে ফের দেখা হবে, দিন কাটবে মসৃণ ছন্দে।

বৃশ্চিক: পরিশ্রমের সুফল এবার মিলবে, কাজে কিছু বিরতি দিয়ে বিশ্রাম নেওয়া দরকার।

ধনু: সবার মন জয় করা সম্ভব হবে, জয় করা যাবে গোপন শত্রুদেরও।

মকর: পরামর্শ সঠিক হলেও বিনয়ের অভাবে তা প্রত্যাখ্যাত হবে- স্বভাবে বদল আনা দরকার।

কুম্ভ: আর্থিক সমস্যা এখনই কাটবে না, স্বভাবগত সৃজনশীলতা কাজে লাগাতে হবে।

মীন: ঝড়ের গতিতে সব বাধা জয় করা যাবে, কেউ বিপক্ষে মাথা তোলার সাহস পাবে না।

* মাত্রাতিরিক্ত গরমে অতিষ্ঠ বঙ্গবাসী জেনে নিন আজকের আবহাওয়া*


এ বার হয়তো চৈত্রেই চল্লিশ! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনকয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলা। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রাও।

বুধবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্র২৮.৭ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

*দৈনিক রাশিফল ১২ এপ্রিল (বুধবার) *

মেষ: আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।

বৃষ: আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বিশেষ ভাল যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে।

কর্কট: আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম।

সিংহ: আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম।

কন্যা: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে।

তুলা: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন।

বৃশ্চিক: সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে।

ধনু: ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।

মকর: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন।

কুম্ভ: চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে।

মীন: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। কোনও সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি।

*করোনা নিয়ে বৈঠকে রাজ্য*

সারা দেশে তো বটেই। বাংলাতেও করোনা-বৃদ্ধির প্রবণতা কিছু কম নয় (Corona Graph)। রাজ্যে ছড়াচ্ছে করোনা উদ্বেগ। হাসপাতালগুলির করোনা চিকিৎসার পরিকাঠামো নিয়ে রিপোর্ট তলব (Corona Treatment Infrastructure)। কোন হাসপাতালে কয়টি ভেন্টিলেটর, আইসিইউ, কোভিড বেড, অক্সিজেন কন্সেন্ট্রেটর রয়েছে সেটা জানতে চায় স্বাস্থ্য দফতর (State Health Department)। স্বাস্থ্যভবনে কোভিড নিয়ে বৈঠক (COVID Meeting)। ৩ দিনের মধ্যে কোভিড ওয়ার্ডগুলিকে (COVID Ward) প্রস্তুতের নির্দেশ দেওয়া হলো।