WestBengalBangla

Apr 14 2023, 07:37

*দৈনিক রাশিফল ১৪ই এপ্রিল (শুক্রবার)*


 মেষ: দীর্ঘ-স্থায়ী লগ্নি এড়িয়ে চলুন। কোনও বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অধৈর্য হলে সমস্যা বাড়বে। নিজের ব্যবহারের জন্য সমস্যায় পড়তে পারেন। 

বৃষ: সন্তানের উচ্চশিক্ষায় বিনিয়োগ করুন। সন্তানের জন্য কোনও বিনিয়োগ করতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে। আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন। পারিবারিক বিবাদ মিটে যাবে। 

মিথুন: সামাজিক কাজে নিযুক্ত হোন। যা আপনার যোগাযোগ বাড়াবে। আপনার ব্যবসার ক্ষেত্রেও যা লাভজনক। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। আটকে থাকা টাকা ফিরে পাবেন।

কর্কট: কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন। কাজ থেকে সময় বের করে নিজেকে কিছুটা বিশ্রাম দিন। ক্লান্তিকর কাজ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। 

সিংহ: জীবনের ব্যাপারে উদার মনস্ক হোন। আপনার স্ত্রী পরিবারে সম্প্রীতি আনতে সাহায্য করবে। মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। আপনার কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে।

কন্যা: অর্থ সঞ্চয়ের কথা ভাবুন। আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। পারিবারিক সম্প্রীতি আপনাকে ব্যবসা বা কাজে ভালো করতে সাহায্য করবে।

তুলা: ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। রিয়েল এস্টেট, প্রোডাকশন প্ল্যান্ট এবং যন্ত্রপাতি সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে কিছু সময়ের জন্য প্রকল্পগুলি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হবে। 

বৃশ্চিক: বিবাহের কথা ভাবতে পারেন। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বড়দের সাথে পরামর্শ করতে হবে। বাড়ি বা কর্মক্ষেত্রের সংস্কারের জন্য অর্থ ব্যয় করবেন। 

ধনু: মানসিক স্থিতি হারাবেন না। কিছু অতীত অভিজ্ঞতার সাহায্যে, আপনি ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগ এড়ানো উচিৎ। 

মকর: আত্মবিশ্বাস বজায় রেখে কাজ করুন। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন। যা সঞ্চয় বাড়াবে।

কুম্ভ: পরিবারকে সময় দিন। পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন। কর্মদক্ষতার জন্য উন্নতির সম্ভাবনা। সঞ্চয় বাড়বে। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। লুকনো শত্রু নিয়ন্ত্রণে থাকবে।

মীন: নতুন প্রকল্প শুরু করতে পারেন। পরিবারের কারোর থেকে এই সময়ে কোনও ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালো কাটবে।

WestBengalBangla

Apr 14 2023, 07:19

*হু হু করে বাড়ছে তাপমাত্রা! জেনেনিন আজকের আবহাওয়া*


চৈত্রের শেষ লগ্নে হুহু করে বাড়ছে তাপমাত্রা।আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪০ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

WestBengalBangla

Apr 13 2023, 07:22

*পশ্চিমবঙ্গ থেকে উধাও বৃষ্টি জেনে নিন আজকের আবহাওয়া*


আবার কবে বৃষ্টির মুখ দেখবে পশ্চিমবঙ্গ? তা নিয়ে মুখে কুলুপ আলিপুর আবহাওয়া দফতরের ।চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষের প্রথম দিনেও থাকবে প্যাচপ্যাচে গরমের অস্বস্তি। বৈশাখের শুরুটা অস্বস্তিকর গরমের মধ্যেই হবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৭ শতাংশ। 

WestBengalBangla

Apr 13 2023, 07:20

*দৈনিক রাশিফল ১৩ই এপ্রিল (বৃহস্পতিবার) *


মেষ: পারিবারিক ও কর্মক্ষেত্রে আচমকাই বিঘ্নের উৎপত্তি হবে, মাথা ঠান্ডা রাখা দরকার।

বৃষ: জীবনে নতুন সুযোগ আসছে, তাকে নিজের মতো আত্মসাৎ করে লক্ষ্যে এগোতে হবে।

মিথুন: জীবন ফিরবে চেনা ছন্দে, বিশেষ কোনও সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট: কর্মজীবন হোক বা ভালবাসা- আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।

সিংহ: নিজেকে সময় দিতেই হবে, তবে তার আগে হাতের কাজটাও শেষ করা সমান জরুরি।

কন্যা:কাজ একা শেষ করা কঠিন হয়ে উঠবে, অন্যদের সাহায্য করলে ভাল হয়। 

তুলা: অতীতের লোকজনদের সঙ্গে ফের দেখা হবে, দিন কাটবে মসৃণ ছন্দে।

বৃশ্চিক: পরিশ্রমের সুফল এবার মিলবে, কাজে কিছু বিরতি দিয়ে বিশ্রাম নেওয়া দরকার।

ধনু: সবার মন জয় করা সম্ভব হবে, জয় করা যাবে গোপন শত্রুদেরও।

মকর: পরামর্শ সঠিক হলেও বিনয়ের অভাবে তা প্রত্যাখ্যাত হবে- স্বভাবে বদল আনা দরকার।

কুম্ভ: আর্থিক সমস্যা এখনই কাটবে না, স্বভাবগত সৃজনশীলতা কাজে লাগাতে হবে।

মীন: ঝড়ের গতিতে সব বাধা জয় করা যাবে, কেউ বিপক্ষে মাথা তোলার সাহস পাবে না।

WestBengalBangla

Apr 12 2023, 07:04

* মাত্রাতিরিক্ত গরমে অতিষ্ঠ বঙ্গবাসী জেনে নিন আজকের আবহাওয়া*


এ বার হয়তো চৈত্রেই চল্লিশ! আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দিনকয়েকের মধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলা। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে কলকাতার তাপমাত্রাও।

বুধবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্র২৮.৭ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে ১ডিগ্রি বেশি। এখনো পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

WestBengalBangla

Apr 12 2023, 07:01

*দৈনিক রাশিফল ১২ এপ্রিল (বুধবার) *

মেষ: আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। আজ আপনি নতুন কোনও সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।

বৃষ: আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি বিশেষ ভাল যাবে না। বিদ্যার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে।

মিথুন: মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে। মানসিক অস্থিরতার কারণে কাজে বারবার ভুল হতে পারে।

কর্কট: আজ কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম।

সিংহ: আজ সিংহর জাতক জাতিকাদের দিনটি শুভাশুভ মিশ্র। সন্তানের শরীর স্বাস্থ্য ভাল যাবে না। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য লাভের যোগ কম।

কন্যা: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। প্রিয়জনের কাছে আঘাত থেকে মনে কষ্ট বাড়তে পারে।

তুলা: তুলা রাশির জাতক জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। শনি চন্দ্রর প্রভাবে কাজে কর্মে তথ্য বিভ্রাট দেখা দেবে। ছোট ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন।

বৃশ্চিক: সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় আসছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে।

ধনু: ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরীজীবীদের কাজের চাপ বৃদ্ধি পাবে। মানসিক অস্থিরতায় ভুগতে পারেন।

মকর: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনও বিষয় নিয়ে ঝামেলা অশান্তিতে থাকতে পারেন।

কুম্ভ: চিকিৎসক, আইন সংক্রান্ত চাকরি, জমি কেনাবেচার কাজ ইত্যাদিতে উন্নতি করবে বেশি। শরীর বেশি ভাল নাও থাকতে পারে।

মীন: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাল যাবে না। কোনও সুন্দর মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি।

WestBengalBangla

Apr 11 2023, 11:57

*করোনা নিয়ে বৈঠকে রাজ্য*

সারা দেশে তো বটেই। বাংলাতেও করোনা-বৃদ্ধির প্রবণতা কিছু কম নয় (Corona Graph)। রাজ্যে ছড়াচ্ছে করোনা উদ্বেগ। হাসপাতালগুলির করোনা চিকিৎসার পরিকাঠামো নিয়ে রিপোর্ট তলব (Corona Treatment Infrastructure)। কোন হাসপাতালে কয়টি ভেন্টিলেটর, আইসিইউ, কোভিড বেড, অক্সিজেন কন্সেন্ট্রেটর রয়েছে সেটা জানতে চায় স্বাস্থ্য দফতর (State Health Department)। স্বাস্থ্যভবনে কোভিড নিয়ে বৈঠক (COVID Meeting)। ৩ দিনের মধ্যে কোভিড ওয়ার্ডগুলিকে (COVID Ward) প্রস্তুতের নির্দেশ দেওয়া হলো।

WestBengalBangla

Apr 11 2023, 11:55

*গড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড*

সকাল সকাল অগ্নিকাণ্ড (Fire)। গড়িয়ার (Garia) ব্রহ্মপুরে কাঠের গুদামে (Wood Storeroom) লাগলো আগুন। জনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগায় ছড়িয়েছে আতঙ্ক। দাউদাউ করে জ্বলছে পুরো গুদাম। প্রচুর কাঠ মজুত থাকায় দ্রুত আগুন ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন (Fire Brigade)। আগুন নেভানোর কাজ চলছে। ক্ষয়ক্ষতির খবর (Casualties) এখনও পাওয়া যায়নি।

WestBengalBangla

Apr 11 2023, 07:21

গরমে নাজেহাল বঙ্গবাসী, কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া?


এখনও বৈশাখ পড়তে কয়েকদিন বাকি আছে। কিন্তু তার আগেই প্রবল দহনজ্বালা বঙ্গে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মার্চে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে শহর কলকাতার তাপমাত্রা (Kolkata Weather) একধাক্কায় অনেকটাই কমেছিল। কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে জ্বালাপোড়া গরমে নাজেহাল হচ্ছে শহরবাসী।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার শহরের সবোর্চ্চ তাপমাত্রা থাকবে সেলসিয়া ৩৯.৮ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্র২৮.৫ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

 

WestBengalBangla

Apr 11 2023, 07:18

*দৈনিক রাশিফল ১১ই এপ্রিল (মঙ্গলবার) *


মেষ: টাকার কথা ভেবে নিজের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা করলে চলবে না।

বৃষ: পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রক্ষার চেষ্টা কাজে আসবে না, মাথা ঠান্ডা রাখুন।

মিথুন: অন্যের এবং নিজের আবেগের দিকে দৃষ্টি রেখে সংযত আচরণ করতে হবে।

কর্কট: অন্যের দেখানো পথে কাজ হবে না, বরং নিজের পথ তৈরির চেষ্টা করুন।

সিংহ: প্রমাণ পাওয়ার আগেই কোনও কিছু নিয়ে নেতিবাচক ভাবলে সমস্যা বাড়বে।

কন্যা:বুঝে-শুনে মনের কথা বলবেন, অন্যথায় তা বিপদে ফেলতে পারে। 

তুলা: ভেঙে পড়বেন না, কাঙ্ক্ষিত সাফল্য বেশি দূরে নেই এটা মাথায় রাখুন।

বৃশ্চিক: অতিরিক্ত আবেগ বা স্পর্শকাতরতা সমস্যা বাড়াবে, তাই নিরপেক্ষ থাকুন।

ধনু: সম্পর্কের ব্যাপারে বুঝে-শুনে পদক্ষেপ করুন, অন্যথায় অশান্তি বাড়বে।

মকর: প্রতিকূলতা সাময়িক, এটা মাথায় রেখে রসবোধের সাহায্যে মন ভাল রাখতে হবে।

কুম্ভ: ভেবে-চিন্তে মন্তব্য করবেন, না হলে তা মনখারাপের কারণ হয়ে উঠবে।

মীন: মুখ বুজে থাকবেন না, স্পষ্ট কথা না বললে পরিস্থিতি আরও বাজে হবে।