Birbhum

Apr 12 2023, 13:47

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জনসভা ঘিরে জোর তৎপরতা


বীরভূম:- আগামী ১৪ ই এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সিউড়িতে জনসভা অনুষ্ঠিত হবে। এজন্য দলীয় নেতৃত্বগন বিভিন্ন বিষয়ে তদারকি শুরু করেন।সিউড়ি বেণীমাধব স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।জনসভার পূর্বে কোথায় মঞ্চ তৈরি করা হবে ইত্যাদি বিষয়ে সভাস্থল পরিদর্শন করেন গতকাল রাত্রিতে ।

জনসভার ময়দান পরিদর্শন করতে উপস্থিত ছিলেন অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক(সংগঠন),সতীশ ধন্ধজী সহ সাধারণ সম্পাদক (সংগঠন), রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, ভারতীয় জনতা যুব মোর্চার কেন্দ্রীয় সভাপতি তথা দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা, বিজেপি বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা ও বীরভূম জেলার অসংখ্য নেতৃত্ববৃন্দ।পাশাপাশি জনসভায় লোক সমাগম করতে বুথে বুথে চলছে বৈঠক ও প্রচার অভিযান কর্মসূচি।

দলীয় সূত্রে জানা যায় যে অমিত শাহর সফর সূচি হিসেবে রয়েছে ১৪ তারিখ সকাল সাড়ে দশটায় - দূগাপুর এয়ারপোর্ট নামবেন। সেখান থেকে বারোটায় - সিউড়ি সার্কিট হাউসে আসবেন। এরপর দুপুর ২-৩০ মিনিটে জনসভায় যাবেন। এছাড়াও বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা।

Birbhum

Apr 12 2023, 13:33

*প্রচন্ড গরমের দাবদাহের জন্য জেলা প্রাথমিক বিদ্যালয় গুলিতে সকালে ক্লাসের নির্দেশ*


বীরভূম:- চড়া রোদ আর অস্বস্তিকর গরমে মানুষজন একেবারে নাজেহাল অবস্থা। সকাল থেকে সূর্যের তাপপ্রবাহ বেলা বাড়ার সাথে সাথে হু হু করে বেড়েই চলছে। বাড়ীর বাইরে বেরোতে মানুষ কাহিল হয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার বীরভূম জেলার শ্রীনিকেতন থেকে ঘোষণা করে জানান যে জেলার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক এর থেকে বেশি।

আগামী কয়েকদিন স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সরকারি ভাবে সতর্কীকরণ করা হয়েছে। চিকিৎসকরা ও এই তাপমাত্রা থেকে সুস্থ হয়ে থাকার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন।এদিকে বীরভূম জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল কর্তৃক গতকাল ১১/৪/২৩ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেন যে কাউন্সিলের অধীনে থাকা সমস্ত প্রাইমারি স্কুল আগামী কাল ১২/৪/২৩ তারিখ থেকে সকালে স্কুল চালানো হবে।

বীরভূম জেলা স্কুল বোর্ডের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়েক স্বাক্ষরিত সেই চিঠি জেলার সমস্ত স্কুলে পৌঁছে দেওয়া হয়। চিঠি সূত্রে জানা যায় সোমবার থেকে শুক্রবার সকাল ৬-৩০ থেকে ১১ টা এবং শনিবার ৯-৩০ পর্যন্ত স্কুল খোলা থাকবে। যার প্রেক্ষিতে আজ ১২ তারিখ জেলার সমস্ত প্রাইমারিতে সকাল থেকেই পঠন পাঠন শুরু হয়েছে। সেই চিত্র দেখা যায় খয়রাসোল ব্লকের বিভিন্ন প্রাইমারি স্কুল গুলিতে।

Birbhum

Apr 11 2023, 20:47

*বিজেপির পাল্টা তৃণমূল কংগ্রেসের সভা মুরারই এলাকায়*


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দল গুলি মাঠে অবতীর্ণ হয়েছে।প্রচন্ড গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেই চলছে রাজনৈতিক কর্মসূচি। জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় জেলবন্দী।যার প্রেক্ষিতে বিরোধী শিবিরে অক্সিজেন বৃদ্ধি পেয়েছে বলা চলে।মাত্র কয়েক দিনের ব্যবধানে অনুব্রতহীন তাঁর গড়ে বিজেপি পরপর মিটিং সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিজেদের মাটিকে শক্তিশালী করে নিতে বদ্ধপরিকর।

এদিকে তৃনমূল কংগ্রেসের পুরাতন মাটি যেন কোথাও ক্ষয়ক্ষতি না সহ সে বিষয়ে তারা ও অতি সক্রিয়।তাইতো গত ৯ ই এপ্রিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা জনসভা হিসেবে আজ মঙ্গলবার মুরারই এলাকার পশুহাটে তৃনমূল পাল্টা জনসভা সংগঠিত করে।

বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, ১০০দিনের কাজ, আবাস যোজনার প্রকল্প সহ রাজ্যকে একাধিক প্রকল্প থেকে বঞ্চনার প্রতিবাদে মুরারই ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে জনসভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা পর্যবেক্ষক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ নেতৃত্ব।

বক্তব্যের মাধ্যমে বলেন তৃনমূল একটা বড় দল, যৌথ পরিবার নিজেদের মধ্যে মান অভিমান থাকতে পারে সেগুলো মিটিয়ে নিতে হবে নিজেদেরকে। কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রতি বারবার বঞ্চনা করে চলেছে। আবাস যোজনা, ১০০ দিনের টাকা কেন্দ্র শুধু পশ্চিম বঙ্গের টাকা আটকে রেখেছে। অন্য কোনো রাজ্যের টাকা আটকে নেই, ইচ্ছাকৃতভাবে রাজ্যের প্রাপ্য টাকা আটকে দিয়েছেন কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীভান্ডার, সবুজ সাথী সহ বিভিন্ন প্রকল্পের কথা জনসমক্ষে তুলে ধরেন। পাশাপাশি বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন তৃনমূল নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলার মানুষের উন্নয়ন সেক্ষেত্রে আবার তৃনমূল কংগ্রেসের জয়জয়কার হবে।

Birbhum

Apr 11 2023, 19:02

*বাম কংগ্রেসের গণ ডেপুটেশন ময়ূরেশ্বর থানায়*


বীরভূম:- রামপুরহাট এলাকার ময়ূরেশ্বর থানায় গণ ডেপুটেশন দেওয়া হয় মঙ্গলবার বামফ্রন্ট জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে।এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা ও পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভাবে কাজের দাবি জানানো হয় ডেপুটেশন থেকে। বিশেষ করে ময়ূরেশ্বর থানার ওসি তৃণমূলের হয়ে প্রচার ও তাদের দাসত্বে পরিনত হয়েছে।অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেস কর্মীদের তৃণমূলে যোগদান করানোর জন্য ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে সংগঠনের অভিযোগ।

সেই সমস্ত ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাতেই মূলত আজকের গণ ডেপুটেশন বলে দলীয় সূত্রে জানা যায়। এদিন গণ ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন,দলীয় নেতৃত্ব জুরান বাগ্দী, অরূপ বাগ, অশোক রায়, ধীরেন লেট,ফরোয়ার্ড ব্লক এর পক্ষে জনাব আলি ,জাতীয় কংগ্রেসের পক্ষে সৈয়দ কাসফোদ্দোজা প্রমুখ নেতৃত্ব।

Birbhum

Apr 11 2023, 14:37

বীরভূমের খয়রাসোলে আসন্ন পঞ্চায়েত ভোটের মুখেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট


বীরভূম:- বীরভূম জেলার খয়রাসোল ব্লক বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে সংবাদ শিরোনামে উঠে আসে বারেবারে। বিশেষ করে রাজনীতিতে পদাধিকারী নিয়ে গন্ডগোল। তৃনমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সেই ধারাবাহিকতা বহমান।জেলা তৃনমূল সভাপতি অনুব্রত মন্ডল জেলবন্দী থাকার ফলে সংগঠনের মধ্যে ও দেখা দিয়েছে বেপরোয়া মনোভাবাপন্ন হয়ে উঠতে।সম্প্রতি তৃনমূল কংগ্রেসের জেলা কোর কমিটির সদস্য এবং একদা খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের পর্যবেক্ষক সুদীপ্ত ঘোষ বনাম খয়রাসোল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীর দলগত সংঘাত প্রকাশ্যে বেরিয়ে আসে।

উল্লেখ্য কোলকাতায় দলীয় মিটিং এ মুখ্যমন্ত্রীর কাছে সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগ করেন ব্লক সভাপতি। এর প্রেক্ষিতে সুদীপ্ত ঘোষকে ব্লক পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী। দিন কয়েক পরেই দশটি অঞ্চল সভাপতিদের নিয়ে ব্লক সভাপতি মিটিং ডাকেন কিন্তু সেখানে আটটি অঞ্চল সভাপতি অনুপস্থিত থেকে একপ্রকার ব্লক সভাপতি বয়কটের বার্তা দেন। অপরদিকে সেই সমস্ত সভাপতিরা আবার সুদীপ্ত ঘোষকে ব্লকের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করানোর জন্য দলীয় উর্ধ্বতন কতৃপক্ষের কাছে আবেদন করেন।

সেই সংঘাত মিটতে না মিটতেই ফের নতুন করে গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র প্রকট হয়ে ওঠে একটি সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে। জানা যায় গতকাল খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেস কমিটির মিটিং ডাকা হয় নির্বাচন সংক্রান্ত বিষয়ে। সেখানেও দেখা যায় ব্লক কমিটির নয়জন সদস্য উপস্থিত থাকলেও ছয়জন সদস্য অনুপস্থিত ছিলেন। যদিও একাংশের বক্তব্য ব্লক কমিটির মিটিং এ উপস্থিত করানোর জন্য সদস্যদের বাড়ি বাড়ি গাড়ি পাঠিয়ে আনার চেষ্টা করা হয়। কিছুজন এলেও অনেকে অনুপস্থিত থেকেছেন। এরইমধ্যে খয়রাসোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমানে সদস্য এবং তৃনমূল ব্লক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য শ্যামল গায়েন নিজের ফেসবুক পেজে ম্যাসেজ করেছেন , তা নিয়ে শোরগোল এলাকা।

তিনি উল্লেখ করেছেন যে- ফর্মে থাকা খেলোয়াড় অবসর নিলে যেমন স্মরনীয় হয় তেমনি ক্ষমতার শীর্ষে থেকে মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি থেকে অবসর নেওয়া শ্রেয় যখন ব্লক রাজনীতি কদর্য হয়ে ওঠে। এটা সরাসরি কারোর নাম না নিলে ও এলাকাবাসীর বুঝতে অসুবিধা হয়নি কাকে লক্ষ্য করে এই বাণ নিক্ষেপ করা হচ্ছে। তবে পোস্ট করার পর থেকে শ্যামল গায়েন এর ফোনের সুইচ অফ করা যার জন্য তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অপরদিকে ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আমি ও শুনেছি, তবে এই মুহূর্তে কিছু বলতে পারবোনা। এলাকায় গুঞ্জন আসন্ন পঞ্চায়েত ভোটের টিকিট বিলির আগেই এরূপ ঘটনা ফলে কি গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র প্রকট হয়ে উঠছে? উঠছে প্রশ্ন।

Birbhum

Apr 10 2023, 15:53

গাংমুড়ি-জয়পুর অঞ্চলের আলীগড় ল্যাম্পসে আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন সংসদ শতাব্দী রায়


বীরভূম:- রাজনগর ব্লকের গাংমুড়ি- জয়পুর অঞ্চলের আলীগড় ল্যাম্পসে আজ সোমবার আয়োজিত হচ্ছে জয়পুর অঞ্চলের সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার শিবির। এই দুয়ারে সরকার শিবিরে বর্তমান রাজ্য সরকারের ৩৩ টি জনমুখী প্রকল্পের পরিষেবা লাভের জন্য আবেদন পত্র জমা করতে ভিড় দেখা যায় এলাকার সাধারণ মানুষদের।

আজকের অনুষ্ঠিত এই শিবির পরিদর্শন করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। তিনি এই শিবিরে কর্তব্যরত কর্মী আধিকারিকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষদের সাথেও কথা বলে রাজ্য সরকারের পরিষেবা বিষয়ে খোঁজখবর নেন। সাংসদ শতাব্দী রায়ের সাথে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ সুকুমার সাধু সহ অন্যান্যরা।

Birbhum

Apr 10 2023, 13:49

*বীরভূম সফরে স্বরাষ্ট্রমন্ত্রী*

লক্ষ্য একটাই। পঞ্চায়েত নির্বাচন। বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। জনসংযোগে দেওয়া হচ্ছে বিশেষ জোর। দলীয় কর্মীদের চাঙ্গা করতে চলতি মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ১৪ এপ্রিল বীরভূমের সিউড়িতে সভা করবেন তিনি। প্রচণ্ড গরমে চাঁদিফাটা রোদকে সঙ্গী করেই হতে চলেছে শাহি-সভা।

Birbhum

Apr 09 2023, 19:20

*রেললাইন চুরির মুলপান্ডা সহ কাঁকড়তলা পুলিশের হাতে গ্রেপ্তার দুই*


বীরভূম:- বীরভূম জেলার কাঁকড়তলা থানার পুলিশ গোপনসুত্রে রেললাইন চুরির খবর পেয়েই অন্ডাল আরিপিএফ এর সাথে যোগাযোগ করে এবং যৌথ অভিযানে কয়েক টন রেললাইন সহ দুজন কে গ্রেপ্তার করলো কাঁকড়তলা থানার পুলিশ।কাঁকড়তলা পুলিশের পক্ষ থেকে ধৃতদের অন্ডাল রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়।রেলপুলিশ ধৃতদের সিউড়ী আদালতে তোলে।উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ অন্ডাল -পলাস্থলি রুটের কাঁকড়তলা গ্রাম থেকে পলাস্থলি পর্যন্ত লাইনের লোহা চুরি হচ্ছিল।শনিবার গভীর রাত্রে কাঁকড়তলা থানার পুলিশ জালে ধরা পড়ে দুজন লোহা পাচারকারী।

ঘটনাস্থল থেকে প্রায় কয়েকটন ২৫ থেকে ত্রিশ পিস রেললাইন উদ্ধার করা হয়েছে।অন্ডাল রেলপুলিশ এই বাজেয়াপ্ত রেললাইন গুলি নিজেদের হেফাজতে নিয়ে যায়।এই চুরি চক্রের সাথে কে বা কারা যুক্ত আছে সেসব খতিয়ে দেখছে রেল পুলিশ।

Birbhum

Apr 09 2023, 12:14

*অবৈধ কয়লা বোঝাই ১০ টি মোটর বাইক আটক সদাইপুর থানায়, গ্রেপ্তার ১*


বীরভূম:- অবৈধ ভাবে পাচার হওয়া বালি, কয়লা রোধে পুলিশি অভিযান অব্যাহত। যার প্রেক্ষিতে প্রতিদিন পুলিশের হাতে অবৈধ ভাবে মাল পাচারকারীরা মাল সহ আটক হচ্ছে।অনুরূপ সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে ১০ টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক সহ একজনকে গ্রেপ্তার করল। আগেও সদাইপুর থানার পুলিশের লাগাতার অভিযানের ফলে কয়লা বোঝাই লরি, মোটর বাইক, ট্রাক্টর, পিক আপ ভ্যান আটক হয়েছে।

জানা যায়, সদাইপুর থানার পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে স্থানীয় থানার কামারডাঙাল এলাকা থেকে ১০ টি অবৈধ কয়লা বোঝাই মোটর বাইক আটক করে। প্রতিটি বাইকে ৪ কুইন্টাল করে মোট ৪০ কুইন্টাল কয়লা ভর্তি ছিল। যদিও বা পুলিশকে দেখে চম্পট দেয় কয়লা পাচারকারীরা। তবে একজন কয়লাপাচারকারীকে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাজউদ্দিন খান। আজ তাঁকে সিউড়ি আদালতে তোলা হয় বলে জানা গেছে।

Birbhum

Apr 09 2023, 11:39

৩০০ বছরের অধিক প্রাচীন রক্ষা কালী পূজা বীরভূমের তাঁতী পাড়ায়


বীরভূম:- বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাতিপাড়া হাটতলার রক্ষা কালীপূজোকে কেন্দ্র করে এলাকায় মিলন মেলার আকার ধারণ করে। বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও তাতিপাড়া হাটতলার এক রাত্রি রক্ষাকালীপুজোকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মত।

আনুমানিক ৩০০ বছরের অধিক প্রাচীন এই রক্ষা কালীপুজো। উল্লেখ্য যে এক সময় তাতিপাড়া সহ আশেপাশের গ্রামে কলেরা ও বসন্ত রোগের প্রভাবে বহু মানুষ আক্রান্ত হন। সেই সময়ই একজন সন্ন্যাসী বিধান দিয়েছিলেন রক্ষা কালী পূজা করার। আর তারপর থেকেই গ্রামের মানুষ নিয়ম ও নিষ্ঠার সাথে রক্ষা কালী পূজা করে আসছে।

এই পুজোর বিশেষত্ব হচ্ছে যেদিন পূজো হয় সেদিন শোভাযাত্রা ও বাদ্যযন্ত্র সহকারে সূর্য উদয়ের আগেই রক্ষাকালী বিসর্জন হয়।ধর্মীয় রীতি অনুযায়ী সারা রাত্রি ব্যাপী পূজা পাট অনুষ্ঠিত হয়। একদিনের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সমাগম হয় রক্ষা কালী পূজোকে কেন্দ্র করে। সম্পূর্ণ ভক্তদের দানেই এত বড় পুজো সম্পন্ন হয়।উদ্যোক্তাদের পক্ষ থেকে বাচ্চু রুজ,সাহেব চক্রবর্তী,শুভেন্দু গোস্বামী,রতিকান্ত চক্রবর্তী,চঞ্চল দত্ত প্রমুখ সদস্যগণ জানালেন পুজো ঘিরে স্থানীয় মেলা ও রীতিনীতিল প্রচলনের কথা।