পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা: পুলিশি হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বীরভূমের মল্লারপুর থানার ওই ঘটনায় মৃতের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবাগননম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে ওই টাকা নাবালকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। হেফাজতে মৃত্যুর মামলায় মল্লারপুর থানার পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট।
হাইকোর্টের নির্দেশ, আগামী দিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পুলিশকে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতে হবে। ২০২০ সালের ২৯ অক্টোবর বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে থানার একটি ঘরে রাখা হয়। পরে সেখান থেকেই ওই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন ওঠে।
![]()
Apr 04 2023, 13:50