Apr 03 2023, 10:46
*নাটক পর্যালোচনা* শান্তির সংস্কৃতিতে থিয়েটার -খোঁজের পথে কাল্পিক
অজয় বিশ্বাস: এক বুক থিয়েটারকে আবেগে জড়িয়ে শিল্পের দায়ে কৈশোরের উদ্দামতায় ৬১তম বিশ্ব থিয়েটার দিবসে বারাসাত সুভাষ ইনস্টিটিউশন মঞ্চে থিয়েটারে উদযাপন করল বারাসাত কাল্পিক । অভিরুপ পালের সরোদের ঝংকারে এদিনের সন্ধ্যার সূচনার পর অস্থির সময়ের কথাকে নিজের আঙ্গিকে বলার যেই প্রচেষ্টা কাল্পিক সারা বছর করে চলেছে। তার প্রদর্শনেই পথ চলার দ্বাদশ বর্ষে কাল্পিক থিয়েটারী ভঙ্গিতে পরিবেশন করল অজয় বিশ্বাসের নির্দেশনায় বারাসাত কাল্পিকের কর্মশালা ভিত্তিক শিশু প্রযোজনা ' ওলটপালট '।
সারল্যের সাথে ব্যঙ্গ রসাত্মক এই নাটক নিখাদ আনন্দের সাথে যমলোকের ঘটনায় গোঁফ চুরির মাধ্যমে আমলাতান্ত্রিক ব্যর্থতার কথা তুলে ধরা হয়। পরিবেশনার দ্বিতীয় ভাগে ছিল অর্ণব কুমার রায় নির্দেশিত কাল্পিকের যুব শিল্পীদের প্রযোজনা "আফটার দ্যা ডেথ "।নাটকে বেশ কিছু ছোট গল্পের মূকাভিনয়ে জীবনের তুচ্ছতা ও মৃত্যুর অনিবার্যতায় জীবিতদের আচরণ তুলে ধরা হয়েছে ।অনুষ্ঠানের শেষ পর্বে অভিনীত হয় কাল্পিকের নিজস্ব প্রযোজনা "গল্পের মতো এভাবেই থেকে যায়"।
দেবব্রত ব্যানার্জী নির্দেশিত এই নাটক বলে যায় রাষ্ট্রের চোখরাঙানির মধ্যেই কৃষকের বয়ান, অতিমারি কবলিত কাজ হারানো এক চোর এর গল্প, এক ডাক্তার ও কষাই এর না ধরতে পারা প্রভেদ, অভিনেতার দায় ও জীবনের কথা, পরিযায়ী শ্রমিকের শেষ অবলম্বন হারিয়ে আত্মহনের পথ বাছতে গিয়েও এক আশার কথা।
বারাসাত কাল্পিকের নির্দেশক দেবব্রত ব্যানার্জী জানান সংস্কৃতির খোঁজে যে আশার বার্তা ও থিয়েটারী দায় খোঁজার শপথ নিয়ে তারা পথ চলা শুরু করছেন, যুদ্ধ ও অতিমারী বিধ্বস্ত পৃথিবী তার কিছুটা বদল ঘটালেও শিল্প ও শিল্পীর প্রয়োজনীয়তা থাকবেই। সেই তাগিদ থেকেই বারাসাতের নাট্যমোদী দর্শক ও বিদ্বজনের উপস্থিতিতে বারাসাত কাল্পিক থিয়েটারের শিখাকে অমলিন রাখার অঙ্গীকার নিল নতুন খোঁজার ইচ্ছাকে সলতে করে।


Apr 04 2023, 13:48