Nadia

Mar 11 2023, 15:44

নদীয়ার কৃষ্ণগঞ্জে একটি বিদ্যালয়ে তৃণমূলের দাদাগিরি, দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে বাধা


নদীয়ার কৃষ্ণগঞ্জ এর মাজদিয়া রেলবাজার হাই স্কুলে গতকাল ধর্মঘটের প্রভাব পড়েছিল মারাত্মকভাবে । বিদ্যালয়ে একজন শিক্ষক শিক্ষিকা আসেননি । আসেননি কোন ছাত্র-ছাত্রী । ফলে স্কুল সম্পূর্ণরূপে বন্ধ ছিল । আজ বিদ্যালয়ের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসেন অন্যদিনের মতোই । ট্রেন দেরি থাকার জন্য কিছু শিক্ষক শিক্ষিকা কিছু সময় দেরিতে পৌঁছান স্কুলের সামনে ।

এর প্রতিবাদে তৃণমূলের কিছু লোকজন বিদ্যালয়ে দেরিতে আসার কারণে শিক্ষক-শিক্ষিকাদের ঢুকতে দেননি । যদিও প্রধান শিক্ষক বলেছেন যারা ঢুকতে দেননি তারা ভুল করে ঢুকতে দেননি । কারণ তারা নিয়ম জানেন না । বিদ্যালয়ের নিয়ম মাফিক শিক্ষার আসলেও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্ষেপ করে বলেন দুজন শিক্ষককে বিদ্যালয়ের কাজে পাঠানো হয়েছিল তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলও ছড়িয়েছে । শিক্ষক মহলে দাবী গতকাল তারা বিদ্যালয়ে না আসার জন্যই আজ তৃণমূলের কিছু লোকজন এই ধরনের কাজ করেছেন ।

Nadia

Mar 11 2023, 15:10

পঞ্চায়েত নির্বাচনের আগে চাপড়ায় ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

নদিয়া:শুক্রবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে চাপড়া থানার পুলিস। ধৃতের নাম সামিরুল সেখ। তার বাড়ি চাপড়ার বাঙালঝিতে। শুক্রবার রাতে চাপড়ার বাংলাদেশ সীমান্তবর্তী শিকড়া এলাকায় নাকা তল্লাশির সময় পুলিশ তাকে আটক করে।

তল্লাশি চালিয়ে তার কাছে থেকে একটি দেশি রিভলবার উদ্ধার হয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়।

Nadia

Mar 09 2023, 15:33

সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আন্দোলনের পাল্টা প্রতিবাদী আন্দোলন তৃণমূলের ছাত্র সংগঠনের


নদীয়া:ডি এর দাবিতে ১০ মার্চ ২৮ টি সংগঠনের ডাকা কলম বনধে যাতে নদীয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকারা যাতে সমর্থন না করেন সেই দাবি নিয়ে আজ কৃষ্ণনগরের বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করতে হাজির হল কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।

ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্ক যাতে আগামীদিনেও ভালো থাকে এবং স্কুল-কলেজে প্রথম পাঠান বাদ দিয়ে যাতে তারা বেতন বৃদ্ধির আন্দোলনের সামিল না হয় সেই অনুরোধ জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সম্রাট পালের নেতৃত্বে আজ বিভিন্ন স্কুল কলেজে ছাত্র-ছাত্রীরা আবেদন জানাতে গেল। পঠন পাঠন ব্যাহত রেখে যাতে কোন আন্দোলনের সামিল না হয় শিক্ষক শিক্ষিকারা এটাই ছিল কৃষ্ণনগর সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের একমাত্র দাবী।

Nadia

Mar 09 2023, 12:42

পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বোমা উদ্ধার নদীয়ার নাকাশিপাড়াতে


নদীয়া: আজ ভোররাতে একটি দেশি ওয়ানশটার ও দু'রাউন্ড গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিস। ধৃতের নাম রফিকুল মোল্লা, তার বাড়ি নাকাশিপাড়া থানার পাটুয়াভাঙা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে ওই দুষ্কৃতীর বাড়ি থেকে বন্দুক থেকে গুলি ছোঁড়ার শব্দ পাওয়া যায়। খবর পেয়ে গভীর রাতে তার বাড়িতে হানা দেয় নাকাশিপাড়া থানার পুলিস।

বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি ওয়ানশটার, দু' রাউন্ড গুলি ও একটি গুলির খোল উদ্ধার হয়। এরপরই পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর অভিযোগ থেকে 10 দিনের পুলিশি হেফাজত চাওয়া হবে কারণ কোথা থেকে এই অস্ত্র এলো আর কি কারণেই সে রেখেছিল সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ এর জন্য।

Nadia

Mar 09 2023, 10:26

ফের মহকুমা হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ


নদীয়া: ফের হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ, এবার রেভিস ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল রানাঘাট মহকুমা হসপিটাল এর বিরুদ্ধে ।কুকুর ,বিড়ালে কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে ফিরতে হলে প্রায় শতাধিক ব্যক্তিকে।কেউ,কেউ পকেটের পয়সা খরচ করে ব্যক্তিগতভাবে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে হাসপাতাল থেকে ইনজেকশন পুশকরে নিল।

শিশুরোগী সহ অনেকেই কারো প্রথম ,কারো দ্বিতীয় কারো তৃতীয় ও চতুর্থ কারোরই মিলল না এই প্রতিষেধক রানাঘাট মহাকুম হসপিটাল থেকে। ভ্যাকসিন বাজারের ফার্মেসিতে একটা ভ্যাকসিনের মূল্য ৩৯৮ টাকা, ও আট টাকার সিরিঞ্জ, কেউ নিজের পকেটের অর্থ খরচ করে ভ্যাকসিন নিল আবার কেউ খরচ না করতে পেরে ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। হাসপাতাল সুপার জানিয়েছেন এই মুহূর্তে সাপ্লাই নেই ,তবে খুব তাড়াতাড়ি সমস্যা মিটবে।

Nadia

Mar 08 2023, 17:22

নদীয়ার কালীগঞ্জে পুলিশকে লক্ষ্য করে বোমা মারার ঘটনারস্থল থেকে উদ্ধার বোমা


নদীয়া: কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা মারার ঘটনার ৪৮ঘন্টার মধ্যে ওই এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ কালীগঞ্জের মোলান্দিতে এলাকায় চাষের জমিতে একটি বোমা ভর্তি ড্রাম পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। তারা এলাকাটি ঘিরে রেখেছেন।

বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দেখার পর জানা যাবে ড্রামে কি আছে। বোমা হলে সেগুলো নিষ্ক্রিয় করবেন তারা। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।

Nadia

Mar 08 2023, 16:38

নদীয়ার কালিগঞ্জ থানার ওসি সহ পুলিশ কর্মীদের বোমা মারার ঘটনায় গ্রেফতার আরও ২


নদীয়া:নদীয়ার কালীগঞ্জে পুলিসকে লক্ষ্য করে বোমা মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা সহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানার পুলিস। ধৃতদের আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। এ নিয়ে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উল্লেখ্য গত সোমবার রাতে কালীগঞ্জের মোলান্দিতে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সেই ঘটনায় ওসি সহ পাঁচ জন আহত হন।

Nadia

Mar 08 2023, 16:36

মায়াপুরের ইসকন মন্দিরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার


নদীয়া: অনুব্রত মণ্ডল এখন অতীত

। আগামী দিনে আরও বড় অনুব্রত ধরা পড়বে, সেটা শুধু সময়ের অপেক্ষা। আজ নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে এসে একথাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।

আজ নদিয়ার নবদ্বীপের মায়াপুরের ইসকন মন্দিরে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । এখানে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন," শাসক দল ভয় পাচ্ছেন ।অনুব্রত যদি নাম বলে দেন তবে তৃণমুল দলটাই আর থাকবে না ।এছারাও DA নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাথা কেটে নিলেও DA দিতে পরবো না। তো তার DA দেওয়ার দরকার নেই, তিনি চেয়ার ছেড়ে দিক। আমরা কেন্দ্রীয় হারে DA দেব ।এছাড়াও অনুব্রত মন্ডল প্রসঙ্গে বলেন," অনুব্রত এখন অতীত এখন আরো কত অনুব্রত আসবে "।

Nadia

Mar 08 2023, 12:26

নদীয়ার শান্তিপুরে ডি এর দাবিতে 10ই মার্চ ধর্মঘটের স্বপক্ষে পোস্টার ব্যানার লাগানোর কাজ চলছে জোর কদমে


রাজ্য সরকারের সকল কর্মচারীগণের দীর্ঘ আন্দোলন বকেয়া ডি,এ । ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনভাবেই তা সম্ভব নয়। আসন্ন দশই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘট । ইতিমধ্যেই অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সহ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দল মত নির্বিশেষে প্রকাশ্যে কখনো বা পরোক্ষ সমর্থনে কর্মস্থলে উপস্থিত হয়ে কর্ম বিরতি চলেছে রাজ্যজুড়ে। তবে দিন যতই বেরোচ্ছে আন্দোলন ততই তীব্র তর হয়ে উঠেছে, স্বাস্থ্য ক্ষেত্রেও আন্দোলনের পথে। কলকাতা ধর্মতলায় অনশনে রয়েছেন অনেকেই।

নদীয়ার শান্তিপুরে বিভিন্ন শিক্ষক সংগঠন আগামী দশই মার্চ বন্ধের স্বপক্ষে বিভিন্ন বিদ্যালয়ের সামনে পোস্টার লাগাচ্ছেন। এখনো পর্যন্ত নৈতিকতা বজায় রেখে নিজের কাজে অনর্থ থেকে সন্ধ্যের অবসরে, নিজেদের মধ্যে এলাকা ভাগ করে চলছে জনমত গঠনের কাজ। তবে আগামী দশই মার্চের পর আন্দোলন কোন দিকে যাবে তা বলতে পারছেন না নিজেরাও। তবে অধিকারের অর্থ পেতে ধৈর্যের যে বাঁধ ভাঙছে, সে কথা স্পষ্ট তাদের বক্তব্যেই।

Nadia

Mar 08 2023, 12:22

স্থানীয় ডোবা থেকে এক যুবতীর মৃত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়,ঘটনাস্থলে পুলিশ


নদীয়া: এক যুবতীর জলে ডোবা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর ষষ্ঠীতলা বারোয়ারী সংলগ্ন সারদা ঘাটে। বুধবার সকালে যুবতীর মৃত দেহ জলে ভেসে থাকতে দেখে নদীতে স্নান করতে আসা স্থানীয় মানুষজন। এর পরে খবর দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে তরি ঘরি পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।

এখনও পর্যন্ত যুবতীর কোন পরিচয় পাওয়া যায়নি। কোথা থেকে এই যুবতীর মৃতদেহ এখানে এলো বা কি করে তার মৃত্যু হল ,মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একই সাথে যুবতীর পরিচয় জানার চেষ্টা করার সাথে সাথে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।