Mar 09 2023, 10:26
ফের মহকুমা হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ
নদীয়া: ফের হসপিটালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ, এবার রেভিস ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ উঠল রানাঘাট মহকুমা হসপিটাল এর বিরুদ্ধে ।কুকুর ,বিড়ালে কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন না পেয়ে ফিরতে হলে প্রায় শতাধিক ব্যক্তিকে।কেউ,কেউ পকেটের পয়সা খরচ করে ব্যক্তিগতভাবে বাইরে থেকে ভ্যাকসিন কিনে এনে হাসপাতাল থেকে ইনজেকশন পুশকরে নিল।
শিশুরোগী সহ অনেকেই কারো প্রথম ,কারো দ্বিতীয় কারো তৃতীয় ও চতুর্থ কারোরই মিলল না এই প্রতিষেধক রানাঘাট মহাকুম হসপিটাল থেকে। ভ্যাকসিন বাজারের ফার্মেসিতে একটা ভ্যাকসিনের মূল্য ৩৯৮ টাকা, ও আট টাকার সিরিঞ্জ, কেউ নিজের পকেটের অর্থ খরচ করে ভ্যাকসিন নিল আবার কেউ খরচ না করতে পেরে ভ্যাকসিন না নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে। হাসপাতাল সুপার জানিয়েছেন এই মুহূর্তে সাপ্লাই নেই ,তবে খুব তাড়াতাড়ি সমস্যা মিটবে।

Mar 11 2023, 15:44