নিয়োগ দুর্নীতিতে ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট
কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ফের কড়া পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার দুপুরের মধ্যেই অবৈধ নিযুক্তদের তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গেপাধ্যায়। এদিন স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র ছাড়াই গ্রুপ সিতে ৫৭ জন চাকরি করছেন, এমন কথা শুনে হতভম্ব হয়ে পড়েন বিচারপতি। এদিন বিকালের মধ্যেই ওয়েবসাইটে এই ৫৭ জনের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি।
বিচারপতি জানতে চান, এই ৫৭ জন কি করে চাকরি পেলেন। এদের সুপারিশ পত্রকে দিয়েছেন তা জানতে চান তিনি। নিজেই মন্তব্য করেন, শান্তি প্রসাদ সিনহা কি। প্রসঙ্গত, গত ৩ রা মার্চ গ্রুপ সি মামলায় কমিশনের হলফনামা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। কমিশন জানায়, ওএমআর মূল্যায়নকারি সংস্থা নাইসার সার্ভারে প্রার্থীর প্রাপ্ত নম্বর ৪০, কিন্তু কমিশনের সার্ভারে রয়েছে ১০।
এই নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা কি করে সম্ভব বলে প্রশ্ন করেন বিচারপতির। কমিশন জানায়, সেই সময় কমিশনের থাকা ব্যক্তিরা অযোগ্যদের নিয়োগ করার জন্য এমন করে থাকতে পারে। বিচারপতি নির্দেশ দেন ৯ মার্চের মধ্যে গ্রুপ সি ওএমআর শিট প্রকাশ করতে।
![]()
Mar 10 2023, 18:48