North24Paragana1

Mar 10 2023, 17:00

শান্তিপূর্ণভাবে সফল হল ধর্মঘট


উত্তর ২৪ পরগনা: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে মহার্ঘ ভাতার দাবিতে ডাকা ধর্মঘট শান্তিপূর্ণভাবে সফল হল বসিরহাটে।

সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে মহার্ঘ ভাতার দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের সমস্ত সরকারি বেতনভুক্ত কর্মচারীরা। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে এবং বর্তমান মহার্ঘ ভাতা চালু করতে হবে, স্বচ্ছতার সঙ্গে শূন্য পদে নিয়োগ করতে হবে, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে সহ তিন দফা দাবি তুলে শুক্রবার গোটা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয় সরকারি বেতনভুক্ত কর্মচারীদের পক্ষ থেকে।

শান্তিপূর্ণভাবে এদিন বসিরহাট মহাকুমা জুড়ে ধর্মঘট সফল হয় দাবি সংগ্রামী যৌথ মঞ্চে। বসিরহাট মহাকুমা অফিসে এদিন কর্মচারীদের উপস্থিতির সংখ্যা ছিল অন্যান্য দিনের থেকে অনেকটাই কম। বসিরহাট মহাকুমা অফিসের পাশাপাশি বসিরহাট মিনাখা হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন বিদ্যালয়ে ও সরকারি দপ্তরের সরকারি কর্মচারীদের উপস্থিতি একেবারেই ছিল না বললে চলে।

পড়ুয়াদের উপস্থিতি বিদ্যালয়ে ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম। কিছু কিছু বিদ্যালয় পড়ুয়ারা আসলে শিক্ষকদের দেখা না পাওয়ায় তারা আবার বাড়ি চলে যায়। এদিন ধর্মঘট সমর্থনে বসিরহাট মহাকুমা শাসক অফিস থেকে এসডিপিও বাংলা ঘুরে আবার মহাকুমা শাসকের সামনে সমাপ্ত হয় ধর্মঘট সমর্থনকারীদের বিক্ষোভ মিছিল। হাসনাবাদের টাকি পৌরসভার সামনে সরকারি কর্মচারীরা পৌরসভার অফিসে কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে বিক্ষোভ দেখায় তিন দফার দাবি তুলে। এছাড়াও বসিরহাট মহাকুমার বিভিন্ন জায়গায় মহার্ঘ ভাতার দাবী তুলে বিক্ষোভ মিছিল করেন সরকারি কর্মচারীরা।

North24Paragana1

Mar 10 2023, 13:04

ভাটপাড়ার অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা রুখলেন তৃণমূলের একাংশ


উত্তর ২৪ পরগনা: ভাটপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডের ধারে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধে জেরবার বাসিন্দারা। ভাটপাড়া শহর-২ তৃণমূলের সাধারণ সম্পাদক মন্নু সাউ বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ১০ জানুয়ারি থেকে ওখানে ময়লা ফেলা যাবে না।

সেই হুঁশিয়ারি মতো দলীয় কর্মীদের নিয়ে এদিন রুখে দাঁড়ালেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউরা। ডাম্পিং গ্রাউন্ডে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। তৃণমূল নেতৃত্বের বাধায় পুরসভার আবর্জনা ভর্তি গাড়ি ঘুরিয়ে দেওয়া হল। উত্তেজনা থানায় ঘটনাস্থলে হাজির ছিলেন স্বয়ং ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল।

North24Paragana1

Mar 10 2023, 13:03

বকেয়া DA'র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একদিনের কর্ম বিরতি


উত্তর ২৪ পরগনা:বকেয়া DA'র দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একদিনের কর্ম বিরতি শুরু হয়েছে এ রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে সেমতোই ব্যারাকপুর প্রশাসনিক ভবনে দেখা গেল উপস্থিতির হার প্রায় শূন্য ফাঁকা পড়ে রয়েছে সমস্ত টেবিল চেয়ার দেখা নেই কোন কর্মচারীর।

তবে গুটি কয়েক কর্মচারী অফিসে আসলেও স্বাভাবিক পরিস্থিতি দেখা যায়নি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে। আন্দোলনকারীদের সমর্থন করে ব্যারাকপুর প্রশাসনিক গেটের সামনেই সি আই পি ইউ কর্মী এবং নেতৃত্বরা করছেন স্লোগান।

তবে মহকুমা শাসকের দাবি ১০০% কর্মচারী যোগ দিয়েছেন কাজে।

North24Paragana1

Mar 10 2023, 10:36

অনুব্রতকে নিয়ে ফের মন্তব্য কামারহাটি বিধায়ক মদন মিত্রের


উত্তর ২৪ পরগনা:"লোকে ধরে নিচ্ছে, অনুব্রত নেই ।মানে এবারের পঞ্চায়েতে তৃণমূলের পরাজয় ঘটবে বীরভূমে। ধরে রাখতে পারবে না। মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর " ।

" আমি অফিসিয়ালি বীরভূম যেতে পারবো না। কারণ আমি বাইরের লোক। কিন্তু বীরভূমের বর্ডারের বাইরে বসে ঢোল চরাম চরাম বাজাবো " ।

পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি কলকাতা থেকে গুড় বাতাস নিয়ে যাব এবং বিরোধীদের পাখার হাওয়াও দিয়ে দেব। অনেকদিন হাওয়া খায় নি। বিরোধী দলকে হারাতে বীরভূমের মানুষ তৈরী "।

North24Paragana1

Mar 09 2023, 19:32

জাতীয় খেলা কবাডিকে আরো জনপ্রিয় করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ উদ্যোগ


উত্তর ২৪ পরগনা:ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে জাতীয় খেলা কবাডি তাকে আরো জনপ্রিয় করে তুলতে এবং পুলিশের সাথে অঞ্চলের মানুষের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে কমিশনারেট অঞ্চলে কবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এই কবাডি প্রতিযোগিতা শুরু হয় ভাটপাড়া থানা অঞ্চলে আজ এই কবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয় দক্ষিণেশ্বর থানার অন্তর্গত মেঘনাথ স্পোর্টিং ক্লাবের মাঠে । আজকের এই সেমিফাইনালে পুরুষ এবং মহিলা বিভাগ অনুষ্ঠিত হয় ।

আগামীকাল জগদ্দল থানা অন্তর্গত প্রগতি সংঘের মাঠে মহিলা বিভাগে ছিল ৬টি টিম এবং পুরুষ বিভাগের ছিল ৮টা টিম । আজ সেমিফাইনালের শুরু হওয়ার আগে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া সম্বর্ধনা দেওয়া হয় পুলিশ ব্যান্ডের মধ্যে দিয়ে তারপরে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজুরিয়া উনি মাঠে যান খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব শেষ হয় ।তারপর টচের মধ্যে দিয়ে খেলা শুরু হয়।

আজ এই সেমিফাইনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলক রাজোরিয়া কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মদন মিত্র কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা দ্রোণাচার্য কুন্তল রায় জাতীয় ফুটবল খেলা ভাস্কর গাঙ্গুলী এবং দক্ষিণেশ্বর মন্দিরের সম্পাদক কুশলচৌধুরী আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমস্ত আধিকারিকরা সহ বিভিন্ন থানার আইসিরা এই খেলা মাঠে উপস্থিত ছিলেন এবং অঞ্চলের মানুষের মধ্যেও এই খেলাকে কেন্দ্র করে উদ্দীপনা দেখা যায়। এবং এলাকার মানুষের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মতন।

North24Paragana1

Mar 09 2023, 18:55

মতুয়া ভক্তদের উপর দুষ্কৃতী হামলার অভিযোগ, আহত ২ ভক্তকে দেখতে বারাসাত হাসপাতালে আসেন মমতা বালা ঠাকুর


উত্তর ২৪ পরগনা: গতকাল গাইঘাটা থানার অন্তর্গত গড়জেলা গ্রামে দমদম থেকে মতুয়া দল নিয়ে গিয়ে আক্রান্ত মতুয়া ভক্ত। অভিযোগ ওখানকার স্থানীয় বাসিন্দা গৌতম মল্লিক ,উত্তম মল্লিক ও প্রভাস মল্লিক সহ বেশ কয়েকজন লাঠি বাঁশ নিয়ে মতুয়া ভক্তদের উপর চড়াও হয় । এবং বেশ কয়েকজন মতুয়া ভক্তকে মারধর করা হয় বলে অভিযোগ । গুরুতর আহত অবস্থায় তিনজনকে গাইঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদেরকে চিকিৎসা করার পর দুজনের অবস্থা খারাপ হয় তাদেরকে হাসপাতালে হস্তান্তর করা হয় ।

আজ আহতদের দেখতে বারাসাত হাসপাতাল আসেন মমতা বালা ঠাকুর । অভিযুক্তদের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মতুয়া ভক্তরা । পাশাপাশি তারা জানান, মন্দিরের দখলদারি নিজের হাতে রাখতেই এই হামলা বলে অভিযোগ ।অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন গড়জেলা গ্রামের মতুয়া ভক্তরা।

North24Paragana1

Mar 09 2023, 18:08

দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম ১১


উত্তর ২৪ পরগনা: চারচাকা গাড়ির সঙ্গে ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে আহত হন ১১জন। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার টাকি রোডের বামনমুড়ো এলাকায়।

স্থানীয় সূত্রের খবর, দেগঙ্গা থেকে জোরে আসছিল একটি চারচাকা গাড়ি। বারাসাত ব্যাড়াচাঁপা রুটের যাত্রীবাহী ট্রেকার যাচ্ছিল দেগঙ্গার দিকে। দুটি গাড়ি কাছাকাছি চলে এলে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মুখোমুখি সংঘর্ষে জখম হন ট্রেকারে থাকা ১৫ জন যাত্রীর মধ্যে ১১ যাত্রী। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়ে দেয়। দত্তপুকুর থানার পুলিশ গাড়ি দুটিকে আটক করে নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন।

North24Paragana1

Mar 09 2023, 16:53

ধর্মঘট সফল করতে বনধ সমর্থনে বারাসতের জেলা শাসকের দফতরে মিছিল, পাল্টা কাজে যোগদানের জন্য মিছিল করলেন রাজ্য সরকারি ফেডারেশন কমিটির


উত্তর ২৪ পরগনা: ধর্মঘট সফল করতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা বারাসতের জেলা শাসকের দফতরে মিছিল করলেন। পাল্টা কর্মে যোগদানের জন্য মিছিল করলেন রাজ্য সরকারি ফেডারেশন কমিটির সদস্যরা।

রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দাবি, বন্ধে যোগ দিলে সরকার কোনও ব্যবস্থা নিতে পারবেনা। তারজন্য বিধানসভায় আইন পাশ করাতে হবে। সেটা না করিয়ে নোটিশ জারি করছে। আমরা নায্য দাবিতে আইন মেনে বন্ধ করছি। অন্যদিকে

রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা বন্ধের বিরুদ্ধে তৃণমূল ফেডারেশনের মিছিল শেষে তাদের দাবি, বন্ধ করে সরকারের ভাবমূর্তি নষ্ট করেতে চাইছে রাজনৈতিক স্বার্থে । এদিন উভয় পক্ষই আজ বারাসাতের উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দপ্তরে সরকারি কর্মচারীরা মিছিল বার করেন ।

তাদের দাবি, কিছু অসাধু মানুষজন যারা সরকারের কাজকর্ম নষ্ট করতে চাইছে এইভাবে একটা কাজের দিন নষ্ট করা উচিত নয় সে কারণে তারা আগামীকাল বন্ধের বিরুদ্ধে কাজ করবেন । তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারীবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা বন্ধের বিরুদ্ধে সরকারের পাশে আছেন। মানবিক মুখ্যমন্ত্রী 3% দিয়ে বাড়িয়েছে আগামীতে বাকি DA দিয়ে দেবেন । অন্যদিকে অন্য সরকারি কর্মচারীর কোঅর্ডিনেসন কমিটির যৌথ মঞ্চের উদ্যোগে তারাও মিছিল বার করেন তারা বন্ধের সমর্থনে মিছিল করেন ডিএম অফিস থেকে সেই একই মিছিল বার হয়ে বারাসত এর বিভিন্ন প্রান্ত ঘোরে ।

North24Paragana1

Mar 09 2023, 13:10

আশাকর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে বিএমওএইচ কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের


উত্তর ২৪ পরগনা: শিক্ষক নিয়োগ দুর্নীতির মধ্যে এবার আশাকর্মী নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে সুস্বাস্থকেন্দ্র তালা দিয়ে বিএমওএইচ কে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের।

ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর গঙ্গানন্দপুর সুস্বাস্থকেন্দ্রে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পরীক্ষা দিয়ে যে আশাকর্মীকে নিয়োগ করার কথা ছিল তাকে চাকরি না দিয়ে টাকার বিনিময়ে বিএমওএইচ অন্য এক মহিলাকে চাকরি দিয়েছেন।

বনগাঁ ব্লকের মোট 22 জন আশাকর্মী নিয়োগ করার কথা থাকলেও টাকার বিনিময়ে এই ধরনের অনেক কেই বিএমওএইচ চাকরি দিয়েছেন বলে দাবি গ্রামবাসীদের। তাই অবিলম্বে বিএমওএইচ কে গ্রেফতারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন তারা।

North24Paragana1

Mar 09 2023, 10:23

বিধায়কের দুর্নীতির বিরুদ্ধে পোস্টার


উত্তর ২৪ পরগনা: পাড়ায় পাড়ায় সাব রেশন ডিলার নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে বিধায়ক অভিযোগ। আরো অভিযোগ খাস জমির কোটি কোটি লিজ টাকা কৃষকদের না দিয়ে আত্মসাৎ করেছে বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের আগে টিকিট দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলছে বিধায়ক, চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে বিধায়ক। বিধায়কের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে পোস্টার দেখা গেল হাড়োয়াতে। এবং সেই পোস্টটার মারা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এমনটাই লেখা রয়েছে এই পোস্টারে।

হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হাজী নুরুল ইসলাম। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। বর্তমানে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। ২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ থাকাকালীন এই তৃণমূল নেতা এলাকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। আজও পর্যন্ত কাউকে চাকরি দিতে পারেনি এই তৃণমূল নেতা। সম্প্রতি হাড়োয়ায় বিভিন্ন জায়গায় সাব রেশন ডিলার নিয়োগ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে এই তৃণমূল নেতা হাজী নুরুল ইসলাম।

পাশাপাশি ,হাড়োয়ায় খাস জমির মালিকদের জমির লিজ টাকা না দিয়ে মেছো ভেড়ির মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বিধায়ক। সামনেই পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বুথ স্তরের তৃণমূল কর্মীদের কাছ থেকে টাকা নিচ্ছে তৃণমূলের এই বিধায়ক হাজী নুরুল ইসলাম।

এমনটাই নানান অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে পোস্টার দেখা গেল হাড়োয়াতে। এবং এই পোস্টার তৃণমূলের পক্ষ থেকেই মারা হয়েছে তা পরিষ্কার, কারণ পোস্টারের নিচেই লেখা রয়েছে আমরা তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ। বৃহস্পতিবার সকালে হাড়োয়ার বিভিন্ন জায়গায় এই পোস্টটার দেখে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।