*রামায়ণের তিনটি অজানা তথ্য*
![]()
ডেস্ক : রামায়ণ শুধু রাম-রাবনের যুদ্ধের কাহিনী নিয়ে রচিত নয়। এই কাহিনীর মধ্যে আছে সেই যুগের মানুষের জীবনযাত্রার নানা ছবি। স্বাভাবিক কারণেই তৈরী হয়েছে প্রচুর উপকাহিনী – যার অনেকটাই আমাদের অজানা। তেমনই তিনটি তথ্য হলো –
১) রামায়ণের বালি-ই মহাভারতের জরা নামক ব্যাধ যিনি দ্বাপর যুগে কৃষ্ণের হত্যার কারণ হয়েছিলেন।
২) বাল্মীকি ছাড়া অন্যান্য বহু রামায়ণের মতে, শূর্পনখা বিবাহিত ছিলেন এবং রাম যেহেতু তাঁর স্বামী ‘দুষ্টবুদ্ধি রাক্ষস’-কে হত্যা করেন তাই তিনি প্রতিশোধ নিতে রাবণকে সীতাহরণের প্ররোচনা দেন।
৩) রাম-রাবণের শেষ যুদ্ধে রামের জয়ের পিছনে বালি-পুত্র অঙ্গদের বিরাট অবদান ছিল। রাবণ যুদ্ধে যাওয়ার আগে যজ্ঞ করছিলেন। যজ্ঞ নষ্ট করার জন্য সেখানে উপস্থিত হয় অঙ্গদ এবংবানরসেনার কয়েকজন কিন্তু কিছুতেই রাবণের মনোযোগ নষ্ট করা যাচ্ছিল না। শেষে অঙ্গদ রানি মন্দোদরীর বিনুনি ধরে টানাটানি শুরু করে। তাও রাবণ অটল ছিলেন। কিন্তু মন্দোদরী রাবণকে ব্যঙ্গ করে বলেন যে রাম তাঁর স্ত্রী-র জন্য এত কিছুকরছেন আর রাবণ তাঁর স্ত্রীকে এই বানরকুলের হাত থেকে রক্ষা করতে পারছেন না। এই কথা শোনার পরেই রাবণ যজ্ঞভঙ্গ করে অঙ্গদ ও দলবলকে তাড়ান এবং বলা বাহুল্য এর পরেই তিনি যুদ্ধে পরাজিত হন।
সৌজন্যে: www.machinnamasta.in
11 hours ago