*ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসুচি ঘিরে ধুন্ধুমার*
উত্তর ২৪ পরগনা: আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে সোমবার বিজেপির ব্যারাকপুর জেলা আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল। এদিন দুপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ব্যারাকপুর লালকুঠি মোড় থেকে মিছিল শুরু হয়। যদিও চিড়িয়ামোড় সংলগ্ন বিটি রোডে পুলিশ তিনটি বাঁশের ব্যারিকেড করেছিল। প্রথম ব্যারিকেড ভেঙে বিজেপির সেই মিছিল পুলিশ কমিশনারের কার্যালয়ের দিকে এগোতে থাকে। দ্বিতীয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তারপর দু'পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
অভিযোগ, জমায়েত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ছোড়ে। বাধা পেয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এমনকি পুলিশের বিরুদ্ধেও ইঁট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। তাছাড়া গন্ডগোল পাকানোর অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করেছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন ক্ষোভের সঙ্গে বলেন, পুলিশ দলীয় কর্মীদের ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু চোখে চোখ রেখে লড়াই করা হবে। অত্যাচারী পুলিশকে আদালতে টেনে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে।
সুকান্ত মজুমদারের অভিযোগ, পুরুষ পুলিশ মহিলা কর্মীদের মারধোর করেছে। তাই পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে তারা মহিলা কমিশনের দ্বারস্থ হবেন। এদিনের আইন অমান্য কর্মসূচিতে হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি, যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি প্রমুখ।
Jan 29 2024, 19:35