২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে হবে নির্বাচন
লোকসভার আগেই ঘোষণা হল রাজ্যসভা নির্বাচনের। ২৭ শে ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনে হবে নির্বাচন। সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যসভার ১৫টি রাজ্যের ৫৬টি আসন পূরণের জন্য নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। সেখানে বাংলার রয়েছে ৫ টি আসন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২ এপ্রিল ৫০ জন এবং ৩ এপ্রিল ৬ জন সদস্য অবসর নেবেন। যে রাজ্যগুলি থেকে সদস্যরা অবসর নিচ্ছেন সেগুলি হল অন্ধ্রপ্রদেশের ৩ জন , বিহারের ৬জন , ছত্তিশগড়ের ১ জন , গুজরাটের ৪ জন , হরিয়ানার ১ জন , হিমাচল প্রদেশের ১ জন , কর্ণাটকের ৪ জন , মধ্যপ্রদেশের জন , মহারাষ্ট্রের ৬ জন , তেলেঙ্গানায় ৩জন , উত্তরপ্রদেশের ১০জন , উত্তরাখণ্ডের ১ জন , পশ্চিমবঙ্গের ৫জন , ওড়িশার ৩ জন এবং রাজস্থানের ৩ জন।
উল্লেখ্য, জানা গিয়েছে বাংলার ৫ টি আসনের জন্য কারা লড়বেন তা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই ঠিক হবে বলা তৃণমূল সূত্রে খবর। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্যসভার এই ৫৬ ফাঁকা আসনের ভোটগ্রহণের নোটিফিকেশন জারি করবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি এবং মনোনয়ন বিচার হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ২০ ফেব্রুয়ারি এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোটগণনার ফলাফল ঘোষণা ২৭ ফেব্রুয়ারি, বিকেল ৫টা থেকে।
Jan 29 2024, 16:41